Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২১

তথ্যবিবরণী ১৫ ডিসেম্বর ২০২১

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৫৯৩২

বাংলাদেশের আজকের উন্নয়ন ও অগ্রগতির পেছনে মূলত রয়েছে বঙ্গবন্ধুর অবদান

                                                                                                         -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশের আজকের উন্নয়ন ও অগ্রগতির পেছনে রয়েছে মূলত বঙ্গবন্ধুর অবদান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন না হলে এ অর্জন সম্ভব হতো না। স্বাধীনতার পর এ দেশের উন্নয়ন ও পুনর্গঠনে বঙ্গবন্ধু বিভিন্ন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং তার বাস্তবায়নও শুরু করেন। তিনি শরণার্থী পুনর্বাসন, ভারতীয় মিত্র বাহিনীকে দেশে ফেরত পাঠানো, খাদ্য ঘাটতি দূরীকরণ, প্রশাসনিক কাঠামো গঠন, ঝড়-জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় এলাকা রক্ষাকল্পে স্থায়ী অবকাঠামো নির্মাণ, আধুনিক শিক্ষা কমিশন গঠন, কৃষি উন্নয়নে পদক্ষেপ গ্রহণ সহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রে তিনি তা পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেননি। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নছোঁয়ার দ্বারপ্রান্তে।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          প্রধান অতিথি বলেন, জাতির পিতা এদেশের দুঃখী, শোষিত, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ’৪৮-এ বাংলা ভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের পথ বেয়ে ’৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, ’৫৮-এর মার্শাল’ল বিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ’৬৬-এর বাঙালির মুক্তির সনদ খ্যাত ছয়দফা আন্দোলন, '৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর রক্তঝরা গণঅভ্যুত্থান, ’৭০-এর ঐতিহাসিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রভূত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। অবশেষে ইতিহাসের মহানায়কের নেতৃত্বে  নয় মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। কাক্সিক্ষত স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতা, শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত করেছেন।

          বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অভ্ ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।

          পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ আয়োজিত ১৫ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন।

#

ফয়সল/পাশা/নাইচ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২২১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৫৯৩১

ফিল্ম আর্কাইভে বঙ্গবন্ধুর দুর্লভ স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষ্যে আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের ২য় তলায় পক্ষকালব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়। ১৩৫টি দুর্লভ স্থিরচিত্রের প্রদর্শনী হবে আজ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর।

          অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, চলচ্চিত্র পরিচালক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, চলচ্চিত্র পরিচালক, শিক্ষক ও বিসিটিআই’র সাবেক কোর্স পরিচালক মশিহ উদ্দিন শাকের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব সাইফুল ইসলাম।

          প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুর্লভ স্থিরচিত্রের প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া আগামীকাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তিযুদ্ধভিত্তিক ও জাতির পিতার ওপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে আগামীকাল বিকাল ৩ টা থেকে চলচ্চিত্র প্রদর্শনী চলবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়, ৭১ এর বধ্যভূমি প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার এর প্রদর্শনী হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২য় তলায় প্রজেকশন হলে বিজয় দিবস উপলক্ষ্যে এই চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

#

ফখরুল/পাশা/নাইচ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৫৯৩০

দুর্গম পাহাড়ে সোলারের আলোয় আলোকিত হচ্ছে

                                 -- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামে অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার আনাচে-কানাছে যেখানে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না, সেখানে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ফলে প্রত্যন্ত দুর্গম এলাকা সোলারের আলোয় আলোকিত হচ্ছে।

          মন্ত্রী আজ বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই পার্বত্য চট্টগ্রামে শান্তির পাশাপাশি উন্নয়নের জোয়ার বইছে। বিগত কোনো সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে এত উন্নয়ন হয়নি, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে পার্বত্য চট্টগ্রামে কাক্সিক্ষত উন্নয়ন সাধিত হয়। তিন পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলে ৪২ হাজার ৫০০টি পরিবারের  মাঝে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এসকল সোলার স্থাপন শেষে তিন পার্বত্য জেলার  আর কোনো এলাকা বিদ্যুৎবিহীন থাকবে না।

          রুমা গ্যালেঙ্গা ইউনিয়নের অংলাই পাড়া, বাগান পাড়া, পুনর্বাসন পাড়া ও লাইলুং পাড়ার ১৩০ পরিবারকে সোলার হোম সিস্টেম তুলে দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

          এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও সোলার প্যানেল স্থাপন প্রকল্পের পরিচালক মোঃ হারুন অর রশিদ, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন শিবলী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

#

নাছির/পাশা/নাইচ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০২১/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৫৯২৯

বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন বাংলাদেশ কোন পথে এগুবে

                                                       -- মোস্তাফা জব্বার

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পাকিস্তানি দোসরদের উত্তরসূরিরা দেশে ও দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে এখনো যড়যন্ত্র করছে। পঁচাত্তরের প্রলয়ঙ্করী ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকল শক্তিকে সজাগ থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে যার যা কিছু ছিলো তাই নিয়ে এ দেশের মানুষ যুদ্ধ করেছে। বঙ্গবন্ধু  বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা আইটিও এবং ইউপিইউ সদস্য পদ অর্জন, টিএন্ডটি বোর্ড গঠন, কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ কিংবা প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে দেখিয়ে গেছেন বাংলাদেশ এ পথেই এগুবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ বছরে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

          মন্ত্রী আজ ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তর মিলনায়তনে মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বিজয় দিবস শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

          টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন, বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ আবদুল হান্নান বক্তৃতা করেন। অনুষ্ঠানে টেলিযোগাযোগ অধিদপ্তরের জেনারেল ম্যানেজার এবং বিসিএস টেলিকম ক্যাডার অ্যাসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার  মোঃ আবু তালেব মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

          মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সকল দপ্তর ও সংস্থাকে ডিজিটাল প্রযুক্তিনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় চলমান অগ্রযাত্রাকে আরো বেগবান করতে আরো আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায়  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব অপরিসীম। ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, করোনাকালে ডিজিটাল কানেক্টিভিটি সচল রাখতে সরকার দিনরাত কাজ করেছে-লড়াই করেছে। ফাইভ-জি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সকলকে কাজ করতে হবে। শিক্ষায় ডিজিটাল রূপান্তরের পথপ্রদর্শক মোস্তাফা জব্বার  শিশুদের চোখের দিকে তাকালে বাংলাদেশের আগামী দিন দেখতে পান উল্লেখ করে বলেন, ‘আমাদের শিশুদের জন্য যে সময় দিয়েছি, এটা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। মোস্তাফা জব্বার বলেন, এদেশের কিছু পাকিস্তানি দোসর রাজাকার, আলবদর আলশামস ছাড়া প্রতিটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ করেছে। এ দেশের মায়েরা নিজেরা না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন এমনকি ৫বছরের শিশুরাও হানাদার বাহিনীর গতিবিধির সংবাদ বহন করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়েছেন। পরোক্ষ যোদ্ধা হিসেবে তাদেরও স্বীকৃতি পাওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। ২৫ মার্চ রাতে টেলিগ্রাম বার্তার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণার বিষয়টি তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠ শুনতে পাইনি কিন্তু তার নামের উপর, তার নির্দেশ মেনে আমরা যুদ্ধ করেছি।

          অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

#

শেফায়েত/পাশা/নাইচ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২১১০ঘণ্টা

 তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ৫৯২৮

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ইনটেলের চেয়ারম্যানের সাক্ষাৎ

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল কর্পোরেশনের বোর্ড অভ্ ডিরেক্টরস এর চেয়ারম্যান ড. ওমর ইশরাক গত সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাৎ করেন।

          আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক এম বরকতউল্লাহ, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ, মেডট্রনিক বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফারুক আলম ও আইডিয়া প্রকল্প পরিচালক মো. আবদুর রাকিব উপস্থিত ছিলেন।

          বৈঠকে প্রতিমন্ত্রী ড. ওমর ইশরাকের কাছে বিগত বারো বছরে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সামগ্রিক চিত্র তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে দেশে ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটিয়েছে। দেশের আইসিটি রপ্তানি বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। আমাদের লক্ষ্য ২০২৫ সালে তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা। ২ হাজারের মতো সেবা ডিজিটাইজড করে তাতে মানুষের প্রবেশগম্যতা নিশ্চিত করা হয়েছে। ফলে মানুষকে এখন আর সেবার পেছনে ছুটতে হয় না, সেবাই পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়। করোনা মহামারির সময়ে তথ্যপ্রযুক্তিই আমাদের প্রায় সব কিছুকে সচল রাখে। অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করা হয়। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ প্লাটফর্ম চালু করে ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ কোটি মানুষ এ প্লাটফর্মে নিবন্ধন করেছে।

          আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই), মেশিন লার্নিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে মানুষের ভোগান্তি ও অর্থ ব্যয় হ্রাসসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে ড. ওমর ইশরাকের সহযোগিতা কামনা করে পলক বলেন, এমন একটি উদ্যোগের বাস্তবায়নে দেশের ১৮ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক ও ৮ হাজার ডিজিটাল সেন্টার কার্যকর ভূমিকা রাখতে পারে। 

          ড. ওমর ইশরাক অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে আইসিটি বিভাগের সাথে কাজ করায় তাঁর আগ্রহের কথা জানিয়ে বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, রোগীর তথ্য-উপাত্ত সংগ্রহ, দ্বিতীয়ত, মানসম্মত নির্দেশিকা প্রণয়ন এবং তৃতীয়ত, নির্দেশিকার সাথে মানুষের যোগসূত্র স্থাপন। তিনি আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং একটি স্ট্যান্ডার্ড নির্দেশিকা প্রণয়নে আইসিটি বিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

          ইনটেল কর্পোরেশনে যোগদানের আগে বাংলাদেশি বংশোদ্ভূত ড. ওমর ইশরাক যুক্তরাষ্ট্রভিত্তিক মেডট্রনিক এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

#

শহিদুল/পাশা/নাইচ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২১১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৫৯২৭

বঙ্গবন্ধু মৃত্যুর মুখোমুখি হয়েও বাঙালির অধিকার আদায়ে আপস করেননি

                                                                                     -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু সারা জীবনে জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন এবং লাঞ্ছনা সহ্য করেছেন কিন্তু বাঙালির অধিকার আদায়ে অন্যায়ের সাথে কোনো আপস করেননি।

          মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

          মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে পাকিস্তানের শাসন-শোষণ, জুলুম-অত্যাচার, নির্যাতন এবং সকল বৈষম্য থেকে মুক্তি দিয়ে তাদের অধিকার আদায়ে সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। তিনি নিজে অত্যাচারিত, নির্যাতিত ও লাঞ্চিত হয়েছেন কিন্তু মানুষের অধিকার আদায়ে মৃত্যুর মুখোমুখি হয়েও কোনো আপস করেননি। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ ২০০০ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হতো। কিন্তু ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের প্রেতাত্মা এবং যারা ২৫ বছরের শাসন শোষণ করেছে তারা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। যত ষড়যন্ত্রই করা হোক না কেন ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে বলেও জানান তিনি।

          স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, অতিরিক্ত সচিব কাজী আশরাফ উদ্দীন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর বক্তব্য রাখেন।

          এর আগে, মোঃ তাজুল ইসলাম এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন। পরে, মহান বিজয় দিবস-২০২১, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রী।

#

হায়দার/পাশা/সাহেলা/রাহাত/এনায়েত/রফিকুল/জয়নুল/২০২১/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৫৯২৬

আগামীতেও লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে

                                                                               -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তি পরীক্ষা ছাড়াই লটারির মাধ্যমে আগামীতেও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

          মন্ত্রী আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচলক অধ্যাপক ড. মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

          আজ বিকাল ৫ ঘটিকা থেকে http://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া মোবাইলের মাধ্যমে রেজাল্ট পেতে টেলিটক মোবাইল নাম্বার থেকে GSA<Space>RESULT<Space> USER ID লিখে ১৬২২২ নাম্বারে সেন্ড করতে হবে। উদাহরণ GSA RESULT DFSRESGSID Send 16222.

          শিক্ষামন্ত্রী জানান, নামি দামি প্রতিষ্ঠানে ভর্তির জন্য অভিভাবকদের যুদ্ধ থামাতে এবং শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমিয়ে প্রতিষ্ঠানে মেধার সমন্বয় ঘটাতে আগামীতেও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তিনি বলেন, বাবা-মা’দের ফোকাস শিক্ষার্থী কত নম্বর পেলো, কী ফলাফল হলো তার ওপর। কিন্তু কী শিখলো, কী শিখলো না, সে দিকে নজর কম। নামি দামি স্কুলে ভর্তি করার অসুস্থ প্রতিযোগিতায় অনেকে অনৈতিক পথ বেছে নিতে পিছ পা হন না। এসব কিছু মাথায় রেখে লটারির কথা চিন্তা করা হয়েছে। লটারির মাধ্যমে মেধার সমতা প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে অনভিপ্রেত ও অসুস্থ প্রতিযোগিতা ছিল সেটিও বন্ধ হয়েছে বলে তিনি জানান।

          দীপু মনি আরো বলেন, লটারিতে ভর্তির কারণে কোচিং অনেকাংশে বন্ধ হয়েছে। তাই গত বছরের ধারাবাহিকতায় এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় সরকার ২০২২ সালেও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তির উদ্যোগ গ্রহণ করেছে। এবারই প্রথম জেলা সদর ও মহানগর পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে কেন্দ্রীয় লটারির আওতায় আনা হয়েছে। এর বাইরে যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদেরও লটারির মাধ্যমে করতে হবে। তবে তারা নিজেরা লটারি করবেন এবং শিক্ষা অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

#

খায়ের/পাশা/সাহেলা/রাহাত/এনায়েত/রফিকুল/জয়নুল/২০২১/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৫৯২৫

যাদের দেশে গণতন্ত্র হুমকির মুখে তারা অন্য দেশকে

সবক দেয়ার অধিকার রাখে কি না: প্রশ্ন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

চট্টগ্রাম, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          ‘যাদের দেশে নির্বাচনের ফলাফলকে ভণ্ডুল করার জন্য সংসদে হামলা হয়, ঘেরাও করে পুলিশসহ জনহত্যা হয়, স্পিকারের চেয়ারে বসে হামলাকারীর ছবি তোলা হয়, যাদের দেশে এভাবে গণতন্ত্র হুমকির সম্মুখীন, অন্য দেশকে গণতন্ত্রের সবক দেয়ার অধিকার তারা রাখে কি না’ প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

          আজ চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসকল কথা বলেন।

          মন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ক’দিন আগে গণতন্ত্র সম্মেলনে পাকিস্তানসহ অনেককে দাওয়াত করা হলো, কিন্তু যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন। কারণ মার্কিন সংসদে যেভাবে হামলা ও কয়েকজনকে হত্যা করা হয়েছিল এমন ঘটনা কখনো বাংলাদেশে হয়নি।’

          মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, তাদের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সাথে আমাদের সহযোগিতা রয়েছে উল্লেখ করে ড. হাছান বলেন, বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবো, যারা এদেশের স্বাধীনতা চায়নি, এদেশের উন্নয়ন সমৃদ্ধি নিয়ে যারা ঈর্ষান্বিত, তাদের কথায় যেন যুক্তরাষ্ট্র প্রভাবিত ও বিভ্রান্ত না হয়, আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে মুজিববর্ষে সেটিই আমাদের প্রত্যাশা।

          মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও সফল এবং এক্ষেত্রে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী পুলিশ, র‌্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে তাদের কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, উৎসাহিত করছে।’

          চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, এটিএম পিয়ারুল ইসলাম প্রমুখ।

                                        সুবর্ণজয়ন্তীতে ডিআরইউ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

          এদিন বিকেলে ঢাকা পৌঁছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

          ড. হাছান মাহ্‌মুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাঙালি জাতি পাঁচ হাজার বছরের ইতিহাসে প্রথম স্বাধীন রাষ্ট্র পেয়েছে।

          দুই যুগের সমৃদ্ধ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় উজ্জ্বল সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি শিশু-কিশোরদের দেশের ঠিক ইতিহাসচর্চায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

          অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ড. হাছান।

          নবনির্বাচিত ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাদিয়া শারমিনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আবুল বারক আলভী, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু ও রঙধনু গ্রুপের চেয়ারম্যান কাউসার আহমেদ অপু বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

#

আকরাম/পাশা/সাহেলা/রাহাত/রফিকুল/জয়নুল/২০২১/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ৫৯২৪

কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা ও দেশের উন্নয়নে আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে

                                                                                                         -- প্রতিমন্ত্রী ইন্দিরা

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর) :

          কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা ও দেশের উন্নয়নে আগামী প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরকেই। তাই শিশুরা যেন সৃজনশীল, মননশীল এবং মুক্তমনের মানুষ হিসেবে গড়ে উঠে’।

          প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনন্য আয়োজন ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ দুই দিনব্যাপী শিশু মেলা।

          প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ এই বিজয় দিবস ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। শিশুদের জাতির পিতার সুবিশাল নেতৃত্বের গুণাবলি মনেপ্রাণে ধারণ করতে হবে। সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে’।

          বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, ড. মহিউদ্দীন আহমেদ ও মোঃ মুহিবুজ্জামানসহ মন্ত্

2021-12-15-16-23-8980d2a107ac553428b17374f3849692.doc 2021-12-15-16-23-8980d2a107ac553428b17374f3849692.doc