Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০১৭

তথ্যবিবরণী ১৬ আগস্ট ২০১৭

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১৩৪

১৫ আগস্টের হত্যাকা- ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়
                                                        -- পলক

ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট):

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদল শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারেই হত্যা করেনি, ওরা হত্যা করেছিল পুরো বাঙালি জাতিকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের অনুপ্রেরণাকে। তাই এই দিনটি সারাবিশ্বের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

    আজ ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী এ সময় বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত করার লক্ষ্যে তৎকালীন সরকার ইনডেমনিটি প্রদান করে এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চা থেকে বঞ্চিত করেছিল। কিন্তু বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সমার্থক বলেই আজ নতুন প্রজন্ম সত্য জানছে। সত্যকে ঢেকে রাখা যায় না। কারণ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। প্রতিমন্ত্রী এ সময় সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক মুক্তি দিয়ে গেলেও অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কিন্তু তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই অর্থনৈতিক মুক্তি দানের জন্য দিন-রাত পরিশ্রম করে চলেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে চলেছেন।

    অনুষ্ঠানে সার্টিফাইং অথরিটির নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ্ উদ্দীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরেরর মহাপরিচালক বনমালী ভৌমিক, হাইটেক পার্কের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

#

নাছের/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১৩৩

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট):

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
 
    রাষ্ট্রপতি এ সময় বন্যায় মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, ত্রাণসামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

#

আজাদ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১৩২
ডিএফপিতে নবারুণ পত্রিকার লেখকদের সাথে মতবিনিময়
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের শিশুকিশোর পত্রিকা নবারুণ পাঠকদের কাছে আরো জনিপ্রয় করে তোলার লক্ষ্যে সম্প্রতি ডিএফপিতে জুলাই ২০১৭ সংখ্যার বিশিষ্ট লেখকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
ডিএফপির মহাপরিচালক ও নবারুণের প্রধান সম্পাদক মোহাম্মদ ইসতাক হোসেন, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা), নবারুণের সম্পাদক ও প্রকাশনা শাখার উপপরিচালকের উপস্থিতিতে এই সভায় জুলাই সংখ্যার লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক রুস্তম আলী, নাদিম মজিদ, নাসিরুদ্দীন তুসী, সাঈদ তপু, নাবীল অনুসূর্য, লোকমান আহম্মদ আপন, মোহাম্মদ শাহ্ আলম এবং আহমেদ রিয়াজ।  
মতবিনিময় সভায় লেখকদের পক্ষ থেকে নবারুণ পত্রিকা আরো জনপ্রিয় করার ব্যাপারে বেশ কিছু সুপারিশ করা হয়। প্রধান সম্পাদকও লেখকদের কাছে বেশ কিছু প্রস্তাব রাখেন। এর মধ্যে আছে বড়দের কাছ থেকে শুনে ছোটদের লেখা মুক্তিযুদ্ধের সত্য ঘটনা প্রকাশ করা, পত্রিকার অন্তত দু’টি পাতায় যে শিশুরা কেবল পড়তে শিখছে, সেই প্রাক-প্রাথমিক নব্য পড়–য়া শিশুদের উপযোগী লেখা প্রকাশ করা, নবারুণ পত্রিকায় প্রকাশিত সেরা লেখা সহযোগে  ‘নবারুণ সংকলন’ বা ‘সেরা নবারুণ’-এরকম নামে  শিশুসাহিত্য সংকলন প্রকাশ করার উদ্যোগ নেওয়া, প্রতি বছরে নবারুণে প্রকাশিত হওয়া বাছাই করা সেরা লেখার খুদে লেখকদের নিয়ে আরো ভাল লিখতে পারার কৌশল শেখাতে ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদির আয়োজন করাসহ নবারুণ পত্রিকা বিতরণের মাধ্যমে খুদে পাঠক ও লেখক তৈরি করার উদ্দেশ্যে জেলা তথ্য অফিসগুলোকে আরো উজ্জীবিত করা।  
সভায় প্রধান সম্পাদক জানান, অধিদপ্তর ইতোমধ্যে শেখ রাসেলকে নিয়ে নবারুণ পত্রিকায় প্রকাশিত এ যাবতকালের সব লেখা থেকে বাছাই করে নির্বাচিত লেখার একটি সংকলন ‘নবারুণ-এ রাসেল’ নামে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। 
উল্লেখ্য, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মপরিকল্পনা অনুযায়ী নবারুণ-এর জুলাই ২০১৭ সংখ্যা প্রকাশিত হয়েছিল ‘রোবট’ বিষয়ক চমৎকার সব লেখা নিয়ে। বিশিষ্ট লেখক নাদিরা মজুমদার, মইনুল আহসান সাবের, ধ্রুব এষ, দীপু মাহমুদ, হাসান খুরশীদ রুমীর লেখা ও দেশখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীবের মজার কমিকস নিয়ে সাজানো এই সংখ্যাটি শিশুকিশোরদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারাকে অক্ষুণœ রাখতে নবারুণ পত্রিকাটি আরও আকর্ষণীয় করার উদ্দেশ্যে নবারুণ পত্রিকার প্রধান সম্পাদক ও ডিএফপির মহাপরিচালক ‘রোবট’ সংখ্যার বিশিষ্ট লেখকদের সাথে মতবিনিময় করেন। 
#
ইসতাক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৪৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১৩১
 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদে শোক দিবস পালন
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট):
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
 
অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মধ্যে নেই কিন্তু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য তার প্রদর্শিত পথ ও আদর্শেই এগিয়ে যাবে বাংলাদেশ। 
 
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
 
#
 
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২১৩০
 
আলোচনা সভায় বিমান ও পর্যটন মন্ত্রী
১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকা- একইসূত্রে গাঁথা
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের  হত্যাকা- একই সূত্রে গাঁথা। এসব হত্যাকা-ের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে  হত্যা, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়া। এই অশুভ শক্তি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশের অগ্রগতি ও প্রগতির চাকাকে পেছনে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত থেকেছে। একই গোষ্ঠী ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এরাই মৌলবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করার হীন চেষ্টায় ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে হামলা চালিয়েছিল। 
তিনি আজ রাজধানীর বাংলা মোটরে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি ডা. দিলীপ রায়, কামাল চৌধুরী, এডভোকেট হামিদ খান প্রমুখ।
মন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের সোপান পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে এবং মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 
বঙ্গবন্ধুকে জানতে তিনি তরুণ প্রজন্মকে তাঁর দুটো বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ পড়তে অনুরোধ করেন। 
#
তুহিন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১২৯
 
১৫ লাখ মে.টন চাল এবং ৫ লাখ মে.টন গম আমদানির সিদ্ধান্ত
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :  
সরকার ১৫ লাখ মে.টন চাল এবং ৫ লাখ মে.টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। চাল আমদানিতে ট্যারিফ কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ট্যারিফ কমানোর প্রজ্ঞাপন দুই একদিনের মধ্যে জারি করা হবে।
 খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, এবার আমাদের চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৯১ লাখ মে.টন। কিন্তু হাওর অঞ্চলে অকাল বন্যার কারণে এ বছর ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার পরিমাণ প্রায় ২০ লাখ মে.টন। তাই আগাম সতর্কতা অবলম্বনের জন্য আমরা এ বছর চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছি। 
মন্ত্রী বলেন, ট্যারিফ কমানোর ফলে আশপাশের দেশ থেকে ব্যবসায়ীরা কম মূল্যে চাল আমদানি করতে পারবেন। এর ফলে বাজারে চালের দামও কমবে বলে তিনি জানান।
চাল আমদানিতে প্রথম দিকে ২৮ শতাংশ ট্যারিফ ছিল। চালের দাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি ২৮ থেকে ১৮ শতাংশ ট্যারিফ কমানো হয়। আজ আট শতাংশ ট্যারিফ কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে খাদ্যের কোনো সংকট নেই। বর্তমানে চালের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। তিনি জানান, ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিকটন চাল আসবে। এর মধ্যে ইতোমধ্যে ৫০ লাখ মেট্রিকটন চাল দেশে এসেছে। বাকি চাল এ মাসের মধ্যে দেশে আসবে। আর কম্বোডিয়া থেকে আড়াই লাখ মেট্রিকটন চাল আনা হবে। এটি ক্রয় কমিটিতে অনুমোদন হলেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। তিনি আরো বলেন, খাদ্য বিতরণ নিয়ে সবধরনের কর্মসূচি চলমান আছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা মূল্যে ৩০ কেজি চাল দেয়া হবে। এই কর্মসূচি আগামী তিন মাস চলবে। বলে জানান তিনি।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#
সুমন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১২৮
 
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন
-- প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
 
বান্দরবান, ১ ভাদ্র (১৬ আগস্ট):
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। বাঙালি জাতিসত্তা যতদিন থাকবে বঙ্গবন্ধুও ততদিন সবার মাঝে বেঁচে থাকবে।  
 
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, সিভিল সার্জন ডাঃ অংশৈ প্রমুখ। 
 
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনাকে নিশ্চিহ্ন করার প্রয়াসে ১৯৭৫ এর ১৫ আগস্টে এক জঘন্য হত্যাকা- ঘটানো হয়। কিন্তু তাঁর আদর্শ শেষ হবার নয় বরং প্রতিনিয়ত বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের প্রেরণা যোগায়, চলার পথের পাথেয় হিসেবে নির্দেশনা দেয়।
 
এর আগে বান্দরবান জেলা শহরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বীর বাহাদুর উশৈসিং। এর পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
 
#
 
জুলফিকার/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২১২৭
 
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :   
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু) পবিত্র ঈদুল আযহার আগেই শ্রমিকদের উৎসব ভাতা এবং আগস্ট মাসের বেতনসহ সকল প্রকার পাওনা পরিশোধের জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গার্মেন্টস শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৩৫ তম সভায় তিনি এ আহ্বান জানান। 
সভায় জানানো হয়, বিজিএমইএ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিজিএমই-এর সদস্যভুক্ত গার্মেন্টস মালিকগণ ২৪ আগস্টের মধ্যে উৎসব ভাতা প্রদান করবেন। শ্রম প্রতিমন্ত্রী আশা করেন, গার্মেন্টস মালিকগণ ঈদুল আযহার আগেই শ্রমিকদের সকল প্রকার পাওনা পরিশোধ করবেন। তবে বেতন পেিশাধের ক্ষেত্রে কোন মালিকের যদি অর্থনৈতিক কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।
সভায় গার্মেন্টস কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার স্বার্থে এবং মহাসড়কগুলোতে যানজট এড়াতে ঈদুল আযহার ছুটি পর্যায়ক্রমে দেয়ার সিদ্ধান্ত হয়। ঈদ বোনাস এবং বেতন নিয়ে যেন কোন প্রকার শ্রমিক অসন্তোষ না দেখা দেয় সে বিষয়ে মালিক-শ্রমিক সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়। 
শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) মিঞা আব্দুল্লাহ মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ সামছুজ্জামান ভূইয়া, শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম-সচিব খোন্দকার মোস্তান হোসেন, শিল্প পুলিশের মহাপরিচালক মোঃ নওশের আলী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক হালিমুজ্জামান, বিজিএমই-এর অতিরিক্ত সচিব মুনসুর খালেদ এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
#
 
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২১২৬
 
ভূমি মন্ত্রণালয়ে বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালন
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :   
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জাতির পিতা বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসতম হত্যা পৃথিবীর সকল নৃশংস হত্যাকা-কে ম্লান করে দিয়েছে। সেদিনের সেই হত্যাকা-ে শহিদ সকলের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করে গেছেন, প্রশাসনে এদেশের মানুষকে দাবিয়ে রাখার যে বঞ্চনা পশ্চিম পাকিস্তানিরা রচনা করে গিয়েছিল, স্বাধীন সাবভৌম বাংলাদেশ উপহার দিয়ে সেই মানুষদের ভাগ্যের পরিবর্তন তিনি ঘটিয়েছিলেন। মন্ত্রী একটি নতুন দেশগড়া ও বিশ্বমানচিত্রে বাঙালি জাতীয়তাবাদ উপহার দিতে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য একটি পবিত্র সংবিধান রচনা করে গিয়েছেন। তিনি সংবিধানের প্রতি দায়ভার থেকে যার যার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভূমি সচিব ড. মুজিবুর রহমান সকলকে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মজীবনী, দ্য পয়েট অভ্ পলিটিকস, খোকা থেকে বঙ্গবন্ধু গ্রন্থগুলো বেশি বেশি পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেসাসহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পড়া হয়।
ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইউএসএম সাইফুল্লাহ, ভূমি মন্ত্রণালয়ের অফিসার্স ও কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম পলাশ। 
 
#
 
রেজুয়ান/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৬২৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২১২৫
 
১৭ আগস্ট সচিবালয়ে জাতীয় শোকদিবসের সভা 
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :   
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদতবার্ষিকী এবং ১৫ আগস্ট সকল শহিদদের স্মরণে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আগামীকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লি. চত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত থাকবেন।
#
অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৫১১ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২১২৪
 
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :   
দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ এবং সশস্ত্রবাহিনী গার্ড অভ্ অনার প্রদান করে। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ঢাকার বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার পরিবারের শাহাদতবরণকারী সদস্য ও অন্যান্য শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করেন। এরপর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্রবাহিনীর গার্ড অভ্ অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর ও সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করে।
জাতীয় শোকদিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। সারাদেশে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে, শিশু একাডেমি ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতার আয়োজন করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া, ইতোমধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী কর্মময় জীবনের ওপর তথ্য অধিদফতর ১৩ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করে যা ২১ আগস্ট পর্যন্ত চালু থাকবে। তথ্য অধিদফতরের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
#
অনসূয়া/সাহেলা/রফিকুল/শামীম/২০১৭/১৪৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১২৩
 
জাপানি উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে
                                                                     - শিল্পমন্ত্রী
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট) :
 
জাপানি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকার একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এ অর্থনৈতিক অঞ্চলে জাপানের স্বনামধন্য উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারে। এ লক্ষ্যে তিনি জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ি রাষ্ট্রদূতের প্রতি পরামর্শ দেন। জাপান বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে মানসম্মত পণ্য রপ্তানি করতে পারে বলে তিনি মন্তব্য করেন। 
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত গধংধঃড় ডধঃধহধনব আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বিদায়ি সাক্ষাৎ করতে এলে তিনি এ পরামর্শ দেন। 
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের শিল্পখাতের জাপানি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, জাপানি কারখানা বাংলাদেশে স্থানান্তরসহ অন্যান্য বিষয়ে আলোচনায় স্থান পায়।  
সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে অর্থবহ দ্বিপাক্ষিক উন্নয়ন সম্পর্কের সূচনা হয়। এর ধারাবাহিকতায় জাপান বঙ্গবন্ধু বহুমুখী সেতু নির্মাণ, পদ্মা সেতুর প্রাক-সমীক্ষা, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন প্রকল্পে জাপান অর্থায়ন করে আসছে। তিনি বাংলাদেশে মোটরগাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে বিদায়ি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। 
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় জাপানি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে থাকে। জাপানি নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। তিনি মালয়েশিয়ায় জাপানি বিনিয়োগে স্থাপিত ও বর্তমানে বন্ধ থাকা কারখানা সনি কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশের প্রশিক্ষিত কারিগরি জনবল দক্ষতার সাথে এ কারখানা পরিচালনায় সক্ষম বলে তিনি জানান। 
বিদায়ি রাষ্ট্রদূত বাংলাদেশের তাঁর দায়িত্ব পালনে সহায়তার জন্য শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের কর্মতৎপরতা, সৃজনশীলতা ও বন্ধুবৎসল গুণের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সূচিত অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বাংলাদেশ থেকে অধিক পরিমাণে পণ্য আমদানি এবং বাংলাদেশের মোটরযান উৎপাদন শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি দেন। 
শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, অতিরিক্ত সচিব বেগম পরাগ ও দাবিরুল ইসলাম, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল হক, বিএসএফআইসির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনসহ শিল্প মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  
#
জলিল/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৪৫০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২১২২
২৯ আগস্ট কর্মচারীদের বেতন ভাতাদির অর্থ প্রদান 
 
ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট ) :   
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারীগণের ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীগণের আগস্ট মাসের বেতন ভাতাদি এবং দেশের সকল অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীর আগস্ট মাসের পেনশনের অর্থ ২৯ আগস্ট প্রদান করা হবে।
আগামী ২ সেপ্টেম্বর (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল-আযহা উদযাপিত হবে বিধায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারীগণের ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীগণের আগস্ট মাসের বেতন ভাতাদি এবং দেশের সকল অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীর আগস্ট মাসের পেনশনের অর্থ ২৯ আগস্ট প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
 
#
 
মফিজ/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১২৩১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১২০
 
করাচিতে শোক দিবস পালিত
করাচি, ১৬ আগস্ট  :   
বাংলাদেশ উপ হাইকমিশন, করাচিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত করা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরান খতম, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ, নীরবতা পালন, বাণী পাঠ, আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শন। 
দিনব্যাপী কর্মসূচির শুরুতে উপ হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান হাইকমিশনের কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
বিকেলে ১৫ আগস্টের শহিদদের জন্য এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠের পর অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন করাচিতে বসবাসরত বাংলাদেশের নাগরিকেরা। তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদ
Todays handout (6).docx Todays handout (6).docx