Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০২৫

তথ্যবিবরণী ১ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ২৮৭৯

 

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

 

ঢাকা, ১৬ ফাল্গুন (১ মার্চ):

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে । আগামীকাল ২ মার্চ রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

আজ ঢাকায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

          সভায় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্ গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মোঃ ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

#

 

শায়লা/মাহমুদুল/পবন/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৯৫৪ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ২৮৭৮

 

শ্রম আদালতের ওপর চাপ কমাতে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করা হবে

                                                                                      - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ঢাকা, ১৬ ফাল্গুন (১ মার্চ):

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এ ইস্যু বাংলাদেশে নতুন নয়। গ্রাম্য সালিসি আদালত হিসেবে বাংলাদেশে অনেক আগ থেকেই পরিচিত। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সাথে আলোচনা করা হচ্ছে। শ্রম আদালতের ওপর চাপ কমানোর জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করা হবে।

উপদেষ্টা আজ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ADR in labour - Related Disputes’শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, শ্রম খাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালা শ্রম বিরোধ নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছে। সম্প্রতি শ্রম আইন সংশোধন সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর এক সভায় শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং সরকারি অন্যান্য স্টেকহোল্ডারের পরামর্শ গ্রহণ করা হয়েছে। যার ভিত্তিতে শ্রম আইন সংশোধনের খসড়া করা হচ্ছে।

এসময় আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়ানিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ এবং সেন্টার ফর লিগ্যাল রিসার্চ এর প্রতিনিধিবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

মালেক/মাহমুদুল/পবন/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৭৫০ঘণ্টা  

 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৮৭৭

প্রবীণদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে

                                - সমাজ কল্যাণ উপদেষ্টা

ঢাকা,  ১৬ ফাল্গুন (১ মার্চ) :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশে বহু দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণ রয়েছেন কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগানো হচ্ছে না। বিশাল এ প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সেবামূলক কাজ করতে হবে। তাদের দক্ষতা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

উপদেষ্টা আজ আগারগাঁও প্রবীণ হিতৈষী ভবনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)-এর কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৭) নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এবং বাইগাম এর প্রশাসক মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তেজার রহমান, এ সঙ্ঘের পরিচালক (প্রশাসন) কর্নেল লোকমান আলী এবং বাইগামের আজীবন সদস্যবৃন্দ বক্তৃতা করেন।

উপদেষ্টা বলেন, আমরা যারা প্রবীণ অনেক বছর দুঃখ, কষ্ট পেরিয়ে আজ হাসিমুখে একসাথে এসে দাঁড়িয়েছি। ৭১ সালে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা দেশ স্বাধীন করেছি; আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রবীণ হিতৈষীদের উন্নয়ন সম্ভব হবে।

শারমীন এস মুরশিদ বলেন, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে পরিবার পরিজন নিয়ে শান্তিময় সুন্দর সম্মানজনক অবস্থায় দিন কাটানো। এরকম পরিবেশ বা সম্মানজনক অবস্থা যখন পান না, তখন প্রবীণ বয়সে তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকেন। এজন্য দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণদের সমন্বয়ে একটি কমিউনিটি দাঁড় করাতে হবে যাতে প্রবীণরা সেবামূলক কাজ করতে পারেন।  

উপদেষ্টা বলেন, দীর্ঘ দুটি বছর এই প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটি ছিল না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে নির্বাচনের মাধ্যমে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। তিনি আরো বলেন, প্রয়োজনীয় অর্থের অভাবে সঙ্ঘের হাসপাতাল ও নিবাসটি পরিচালনায় ক্ষেত্রে আর্থিক দুর্বলতা রয়েছে, যা থেকে মন্ত্রণালয়ের সহযোগিতায় উত্তরণ করা সম্ভব। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি ।

অনুষ্ঠানে উপদেষ্টা নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৯ জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

#

রফিকুল/মাহমুদুল/পবন/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৯৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৮৭৫

মার্চ মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

ঢাকা,  ১৬ ফাল্গুন (১ মার্চ) :

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে চলতি বছরের মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

#

শফিউল্লাহ/ফাতেমা/রবি/আলী/শফিক/২০২৫/১৪৩০ ঘন্টা

 

 

2025-03-01-15-10-0c9ee5c1168aba6649981f7fbdf03bc4.docx