Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুন ২০১৫

তথ্যবিবরণী 01/06/2015

  

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                 নম্বর : ১৫৯৭

ঢাকা মহিলা পলিটেকনিকে ‘বাড়ি বসে বড়লোক কর্মসূচি’র প্রশিক্ষণ সমাপ্ত


ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) : 

    রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আজ আইসিটি বিভাগ ও টিএমএসএস’র  ‘বাড়ি বসে বড়লোক’ কর্মসূচির আওতায় ৫ দিনব্যাপি প্রশিক্ষণকোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর সিকদার বলেছেন, এখন সময় প্রযুক্তির। তাই প্রযুক্তিকে উন্নয়ের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। এজন্য তথ্যের অবাধপ্রবাহের সাথে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে একটি প্রযুক্তি ও জ্ঞাননির্ভরসমাজ বিনির্মাণে আইসিটি বিভাগ কাজ করছে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আইটি প্রশিক্ষণের মাধ্যমে পারদর্শী করে তুলতে হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে একদিকে দেশকে সমৃদ্ধ করতে পারে অন্য দিকে নারীর ক্ষমতায়নেও বিশেষ ভূমিকা রাখতে পারে। 

    ঢাকা মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, উপপ্রধান কামরুন্নাহার, টিএমএসএস’র পরিচালক নিগার সুলতানা ।   

    ঢাকা মহিলা পলিটেকনিকের ৩৫ জন ছাত্রী এতে অংশ নেয়। ৫ দিনের  প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সনদ ও শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী ইসমাত আরা ইমাকে ল্যাপটপ প্রদান করা হয়। 

    
    
#
তুহিন/সাইফুল্লাহ/মিজান/রফিকুল/আব্বাস/২০১৫/২১৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৫৯৬

সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (পয়লা জুন) :
জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।
    কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম¥দ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, মোঃ ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়া বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈঠকে যোগদান করেন।
    বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। আগামীকাল অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। আগামী ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিকাল সাড়ে ৩ টায় বাজেট পেশ করবেন।
আগামীকাল ও বাজেট উপস্থাপনের দিন ব্যতীত রমজানের পূর্বে প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরু হবে। রমজানের সময় সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২০ ও ২৭ জুন শনিবারেও অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। এছাড়া বাজেটের ওপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মঞ্জুর/সাইফুল্লাহ/জসীম/রফিকুল/জয়নুল/২০১৫/২০১৫ঘণ্টা

 

 

                                                                 

২ জুন মঙ্গলবার বিকেল ৫টার পূর্বে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৫৯৫

পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র শবেবরাত উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

    ‘‘মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আমার  আন্তরিক মোবারকবাদ।

    মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবেবরাত আমাদের মাঝে সমাগত। এই মহিমান্বিত রজনী মানবজাতিকে আল্লাহ্তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমালাভের অপার সুযোগ এনে দেয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।

    পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক মহান আল্লাহর দরবারে এ কামনা করি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’

#
সাইফুল্লাহ/আলম/রফিকুল/আব্বাস/২০১৫/১৮৪৪ ঘণ্টা

 ২ জুন মঙ্গলবার বিকেল ৫টার পূর্বে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না

২ জুন মঙ্গলবার বিকেল ৫টার পূর্বে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না

Handout                                                                                                                                                                                                      Number : 1594

 

                                                      BD Re-elected to 3 Institutions of UNESCAP

 

Bangkok, 1 June:

 

          01 June 2015: During the recently concluded 71st session of the UN Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP), Bangladesh was re-elected as member of the Governing Council of three regional institutions of ESCAP, namely, Asia Pacific Training Centre for Information and Communication Technology for Development (APCICT), Centre for the Alleviation of Poverty through Sustainable Agriculture (CAPSA) and Centre for Sustainable Agricultural Mechanisation (CSAM).

 

          Based in Incheon, Korea, APCICT’s mission is to strengthen efforts of the member countries of ESCAP to use ICT in their socio-economic development through human and institutional capacity building.CAPSA, based in Bogor, Indonesia aims to strengthen South-South Dialogue and intra-regional learning on poverty, food security and sustainable agriculture. The vision of CSAM, based in Beijing, is to achieve production gains, improved rural livelihood and poverty alleviation through sustainable agricultural mechanization for a more resilient, inclusive and sustainable Asia and the Pacific.

 

#

Saifullah/Abbas/2015/1803 Hours


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৫৯৩

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার
পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (পয়লা জুন) :
    বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা বিভাগের নড়াইল জেলা সদরের শিবসংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়।
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবসংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এ আজ রংপুর বিভাগের নীলফামারী জেলা সদরের গুড়গুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশাল বিভাগের বরিশাল জেলা সদরের উদ্বাস্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়।
গুড়গুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বাস্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
  ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
#

রবীন্দ্র/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৫৯২

বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :

    শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন।

    তথ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, আমিনুল হকের মৃত্যুতে একজন গণমাধ্যম উদ্যোক্তা ও দক্ষ ক্রীড়া সংগঠকের প্রয়াণ ঘটলো।

    হাসানুল হক ইনু শিক্ষা ও ক্রীড়াঙ্গনে প্রয়াত আমিনুল হকের কৃতিত্বের কথা স্মরণ করেন।

    তথ্যমন্ত্রী প্রয়াত আমিনুল হকের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবার এবং বাংলা ভিশনের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
তথ্যসচিবের শোক

    তথ্যসচিব মরতুজা আহমদ শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    তথ্যসচিব তাঁর শোকবার্তায় বলেন, আমিনুল হকের মৃত্যুতে একজন মেধাবী গণমাধ্যম ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠকের প্রয়াণ ঘটলো।

    তথ্যসচিব প্রয়াত আমিনুল হকের মেধাবী ছাত্রজীবন এবং ক্রীড়াঙ্গনে সফল দায়িত্ব পালনের কথা স্মরণ করেন।

    তথ্যসচিব প্রয়াত আমিনুল হকের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবার এবং বাংলা ভিশনের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#
আকরাম/সাইফুল্লাহ/আব্বাস/২০১৫/১৭১০ ঘণ্টা
 
২ জুন মঙ্গলবার বিকেল ৫টার পূর্বে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৯১

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাত উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
 সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আসুন, সকল প্রকার ধর্মান্ধতা ও কূপম-ুকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকলস্তরে প্রতিষ্ঠা করি।
রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক।
মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন। আমীন।
                               জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
        বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নূর এলাহী/সাইফুল্লাহ/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৬০০ঘণ্টা


২ জুন মঙ্গলবার বিকেল ৫টার পূর্বে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা যাবে না 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৯০

ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান ছানা সরদারের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :

    ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঈশ্বরদী এক্সপ্রেস পরিবহণের মালিক শাহজাহান আলী ছানা সরদার (৫৫) এর মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    উল্লেখ্য, সোমবার দুপুর ১ টায় ছানা সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি........... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। জানা যায় উপজেলা পরিষদের দাপ্তরিক কাজ শেষে বেলা পৌনে একটায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত আবাসিক চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  
#

রেজুয়ান/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৫৮৯

বিচারকদের জন্য ২০০ ট্যাবলেট

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :


    নি¤œ আদালতের বিচারকদের ২০০ ট্যাবলেট দেয়া হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারকগণ এসব ট্যাবলেট পাচ্ছেন। বিচারকদের প্রদানের লক্ষ্যে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে আজ তার দপ্তরে এসব ট্যাবলেট হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
    এ উপলক্ষে আইনমন্ত্রী বলেন বিচার বিভাগ ডিজিটালাইজেশন কর্মকা-ের অংশ হিসেবেই বিচারকদের এ ট্যাবলেট দেয়া হচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার কাজ ত্বরান্বিত হবে যা প্রকারান্তরে মামলাজট কমাতে সহায়ক হবে।
    উল্লেখ্য, প্রধান বিচারপতি এসকে সিনহা ৩০ মে শনিবার মহিলা জজ অ্যাসোসিয়েশন কর্তৃক তাকে প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগ ডিজিটালাইজেশনে পিছিয়ে আছে বলে মন্তব্য করেন এবং বিচারকগণ সরকারি বরাদ্দের আওতায় ট্যাবলেট পাননি বলে উল্লেখ করেন। প্রধান বিচারপতির এ মন্তব্যের দু’দিনের মাথায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে বিচারকদের জন্য এসব ট্যাবলেট সংগ্রহ করা হয়।
#

শাহীন/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৫৮৮

জাতীয় বাজেট ঘোষণা ৪ জুন

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :

    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৪ জুন বিকেল ৩ টায় ২০১৫-১৬ অর্থবছরের মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় এবং ব্যক্তিগত নবম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। একাধারে সাত বার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। ঐ দিন বাজেট বক্তৃতা; সম্পূরক আর্থিক বিবৃতি; প্রজাতন্ত্রের সরকারি হিসাব; সংযুক্ত তহবিল-প্রাপ্তি; মঞ্জুরি ও বরাদ্দের দাবীসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন); মঞ্জুরি ও বরাদ্দ দাবীসমূহ (উন্নয়ন); নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় চল্লিশটি মন্ত্রণালয়ের কার্যক্রম; শিশুদের নিয়ে বাজেট ভাবনা, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি; মধ্যমেয়াদি বাজেট কাঠামো; বার্ষিক আর্থিক বিবৃতি; বাজেটের সংক্ষিপ্তসার; বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ এবং ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রাঃ হালচিত্র ২০১৫ ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ হতে সরবরাহ করা হবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী- ২০১৪-১৫ জাতীয় সংসদে পেশ করা হবে।
    বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট িি.িসড়ভ.মড়া.নফ -এ বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন/পারবে এবং দেশ বা বিদেশ থেকে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে।
    ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইট লিংক িি.িনধহমষধফবংয.মড়া.নফ, িি.িহনৎ-নফ.ড়ৎম, িি.িঢ়ষধহপড়সস.মড়া.নফ, িি.িরসবফ.মড়া.নফ, িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ, িি.িঢ়সড়.মড়া.নফ এবং বেসরকারি ওয়েবসাইট লিংক িি.ি নফহবংি২৪.পড়স ঠিকানায় বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
    বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামী ৫ জুন, ২০১৫ তারিখ শুক্রবার বিকেল ৪ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
#

শাহেদুর/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা  

 

Todays handout (6).doc Todays handout (6).doc