Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মে ২০১৮

তথ্যবিবরণী ১৯ মে ২০১৮

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৫৩৩
 
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই
 -- বীর বাহাদুর উ শৈ সিং
 
বান্দরবান, ৫ জ্যৈষ্ঠ (১৯ ম)ে : 
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপণ করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, তাই গাছের যথাযথ পরিচর্চাও করতে হবে।
 
আজ বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে বিভিন্ন ইউনিটে মিশ্র ফলের গাছ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী আরো বলেন, গাছের মাধ্যমে আমরা আর্থিকভাবেও উপকৃত হই। তাছাড়া বিভিন্ন ঔষধি গাছ আমাদের প্রাণ রক্ষায়ও ভূমিকা রাখে। এসময় তিনি গাছের চারা রোপণের জন্য ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
 
এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বান্দরবানের  পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাতসহ বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
  উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স, থানা, পুলিশ ব্যারাক, পুলিশ ফাঁড়ি, পুলিশ ক্যাম্প, পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন স্কুল কলেজ ও রাস্তার ধারে প্রায় ১ লাখ মিশ্র ফলের গাছের চারা রোপণ করা হবে। আর এই গাছের চারা রোপণের ফলে বান্দরবান পার্বত্য জেলার সৌন্দর্য বৃদ্ধি পাবে।
 
#
 
জুলফিকার/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ১৫৩২
 
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুুপ নির্মাণ করা হবে
-- পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ ম)ে : 
 
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড একটি অত্যন্ত কর্মব্যস্ত এলাকা। প্রতিদিন এ এলাকায় হাজার হাজার যানবাহন চলাচল করে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং বরুড়া, চাঁদপুর, নোয়াখালী, লাকসাম এলাকার মানুষের কুমিল্লা শহরে ঢুকতে এবং শহরের মানুষের ঐসব এলাকাতে যাওয়ার অন্যতম প্রধান কেন্দ্র এটি। কিন্তু ইউলুপ না থাকার কারণে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং বরুড়া, চাঁদপুর, নোয়াখালী, লাকসাম এলাকার মানুষের কুমিল্লা শহরে ঢুকতে এবং শহরের মানুষের ঐসব এলাকাতে যাওয়ার জন্য পোহাতে হয় চরম দুর্ভোগ, সৃষ্টি হয় অপরিসীম যানজট। এসব এলাকার মানুষদের অত্যন্ত কষ্ট করে কয়েক মাইল ঘুরে, চড়াই উৎরাই পার হয়ে তারপর আসতে হয়। আর তাই কুমিল্লার মানুষের দীর্ঘদিনের দাবি এবং দীর্ঘদিনের প্রতীক্ষার সুরাহা করতে এখানে নির্মাণ করা হবে একটি ইউলুপ।
 
আজ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে গণসংযোগ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে এসব কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, পদুয়ার বাজার বিশ্বরোডে যে ইউলুপটি নির্মাণ করা হবে সেটি হবে একটি দৃষ্টিনন্দন ইউলুপ, উন্নত বিশ্বের আদলে তৈরি হবে আধুনিক ইউলুপ। এই প্রকল্পটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে হাতে নেওয়া হবে এবং দ্রুত বাস্তবায়ন ও সমাপ্তির কাজ করা হবে। পদুয়ার বাজার বিশ্বরোডে ইউলুপটি নির্মিত হলে এলাকার সীমাহীন দুর্ভোগ দূর হবে এবং পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
 
#
 
তৌহিদুল/সেলিম/সঞ্জীব/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৫৩১

সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের সুরক্ষায় কাজ করছে
                         -- প্রবাসী কল্যাণমন্ত্রী 

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ ম)ে : 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের বোঝা নয়, তারা কোনো সমস্যাও নয়। দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের উন্নয়ন ও সুরক্ষায়  সরকার আন্তরিকভাবে কাজ করছে। কর্মক্ষেত্রে তারা খুবই নিষ্ঠাবান হয়। তাদের ভুলভ্রান্তি হয় কম। 

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ৮ নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যুক্তি আলোয় দেখি’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

মন্ত্রী আরো বলেন, পরিবারে প্রতিবন্ধীত্ব অভিশাপ নয়, ¯্রষ্টার আশীর্বাদ। প্রয়োজন তাদের প্রতি সার্বিক দৃষ্টি পরিবর্তনের। তাদের প্রতি  কোনো ধরনের উপেক্ষা, বঞ্চনা, বৈষম্য গ্রহণযোগ্য নয়। তাঁদের মধ্যে যে অন্তহীন আত্মশক্তি লুকায়িত রয়েছে তাঁর বহিঃপ্রকাশ ঘটাতে প্রতিবন্ধীদের উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। সমস্ত বাস্তবতাকে বিবেচনায় নিয়ে প্রতিবন্ধীদেরকে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে হবে। 

#

জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৭০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৫৩০
 
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ ৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি এমিরেটস এয়ার লাইন্স যোগে ঢাকা ত্যাগ করেন।
 
স্বাস্থ্যমন্ত্রী ২০ মে কমনওয়েলথ স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে এশীয় অঞ্চলের মন্ত্রীদের পক্ষে বক্তব্য রাখবেন। আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্লেনারি অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাফল্য এবং এমডিজি অর্জনে গৃহীত কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখবেন।
 
আগামী ২১ মে থেকে ছয় দিনব্যাপী এই সম্মেলন জেনেভার প্যালেস দ্য নেশনসের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হবে।
 
স্বাস্থ্যমন্ত্রী জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ভারতের স্বাস্থ্য ও আয়ুশ মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাথে পৃথক বৈঠকে মিলিত হবেন।
 
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় অংশগ্রহণ করছেন।
 
স্বাস্থ্যমন্ত্রী আগামী ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা যায়।  
 
#
 
পরীক্ষিৎ/সেলিম/পারভেজ/রেজাউল/২০১৮/১৭০৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৫২৯ 
 
বিশ্ব মেট্রোলজি দিবসে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মেট্রোলজি দিবসে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় মান সংস্থা বিএসটিআই ২০ মে ২০১৮ ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ পালন করছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
‘ওহঃবৎহধঃরড়হধষ ইঁৎবধঁ ড়ভ ডবরমযঃং ধহফ গবধংঁৎবং’ এবং  ‘ওহঃবৎহধঃরড়হধষ ঙৎমধহরুধঃরড়হ ড়ভ খবমধষ গবঃৎড়ষড়মু’ এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের সেøাগান নির্ধারণ করেছে ‘ঈড়হংঃধহঃ ঊাড়ষঁঃরড়হ ড়ভ ঃযব ওহঃবৎহধঃরড়হধষ ঝুংঃবস ড়ভ টহরঃং (ঝও)’ অর্থাৎ ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রম বিবর্তন’। সেøাগানটি বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
আমদানি ও রপ্তানি বাণিজ্যের ওজন-পরিমাপের সর্বস্তরে একই পদ্ধতির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ‘মিটার কনভেনশন চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা ‘ওহঃবৎহধঃরড়হধষ ইঁৎবধঁ ড়ভ ডবরমযঃং ধহফ গবধংঁৎবং’ প্রতিষ্ঠিত হয়।
দৈনন্দিন জীবনে ওজন ও পরিমাপের সকল কর্মকা-ে সঠিক পরিমাপ নিশ্চিতকরণে বিশ্বের শীর্ষস্থানীয় মেট্রোলজিস্টগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পণ্য উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে বিক্রয় বিতরণের প্রতিটি স্তরে একই আন্তর্জাতিক একক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে বাণিজ্য সহজীকরণের কাজ আরো ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে প্রতিটি দেশের ঘধঃরড়হধষ গবঃৎড়ষড়মু ওহংঃরঃঁঃব সমূহ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ওজন ও পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতিতে অধিকতর সূক্ষ্মতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এককসমূহে কিছু পরিবর্তন প্রয়োজন।
এ বিবর্তন বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিনির্ভর শিল্পোৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে জীবনযাত্রার গুণগত মান ও বৈশ্বিক পরিবেশ সংরক্ষণে অবদান রাখার পাশাপাশি ভোক্তা-সাধারণের চাহিদা পূরণে সক্ষম হবে।
আমি আশা করি, বিএসটিআই’র মেট্রোলজি বিভাগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক এককের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে ভূমিকা রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখবে।
আমি বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/সেলিম/পারভেজ/রেজাউল/২০১৮/১৬৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫২৮
 
বিশ্ব মেট্রোলজি দিবসে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ৫ জৈষ্ঠ (১৯ মে): 
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব মেট্রোলজি দিবসে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
 
“আজ ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস'। বিএসটিআই এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি উদ্যাপিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত পরিমাপ সম্পর্কিত ‘মিটার কনভেনশন’-কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এদিন বিশ্বব্যাপী মেট্রোলজি দিবস পালন করা হয়। আগামী প্রজন্মের জন্য একটি বিজ্ঞানভিত্তিক আধুনিক বিশ্ব বিনির্মাণের লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় মেট্রোলজিস্টগণ আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতির সূক্ষ্মতা অধিকতর নিশ্চিতকরণ ও এ লক্ষ্যে এ পদ্ধতির এককসমূহের সংজ্ঞা পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। ২০১৮ সালের নভেম্বর মাসে অনুষ্ঠেয় ঈএচগ (এবহবৎধষ ঈড়হভবৎবহপব ড়হ ডবরমযঃং ধহফ গবধংঁৎবং) সভায় ওজনের একক কিলোগ্রামের সংজ্ঞার পরিবর্তন এবং ২০১৯ সালে নভেম্বর মাসে অনুষ্ঠেয় পরবর্তী সভায় অ্যাম্পিয়ার, কেলভিন এবং মৌলের সংজ্ঞায় পরিবর্তন আনা হবে বলে আশা করা যাচ্ছে। এ প্রেক্ষাপটে এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঈড়হংঃধহঃ ঊাড়ষঁঃরড়হ ড়ভ ঃযব ওহঃবৎহধঃরড়হধষ ঝুংঃবস ড়ভ টহরঃং (ঝও)’ অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রম বিবর্তণ- যা অত্যন্ত সময়োপযোগী এবং যথার্থ হয়েছে বলে আমি মনে করি। ওজন ও পরিমাপের সকল ক্ষেত্রে এর সঠিকতা নিশ্চিতকরণ ও পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে এ দিবস উদ্যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ক্রমবিকাশমান সামাজিক চাহিদা পূরণে নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং তার ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবন, শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক পরিবেশ সুরক্ষার জন্য পরিমাপ বিজ্ঞানের আবশ্যকতা অনস্বীকার্য। বিশেষ করে বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমাদের রপ্তানি পণ্যেও এসেছে বহুমাত্রিকতা। তাই পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণে বিএসটিআই’র ভূমিকাও ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে। বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সঙ্গতি রেখে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জনগণের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকবে- এ প্রত্যাশা করি।  
 
আমি ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৮’ উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
 
ইমরানুল/সেলিম/পারভেজ/রেজাউল/২০১৮/১৬৩২ ঘণ্টা
Todays handout (5).docx Todays handout (5).docx