Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০১৮

তথ্যবিবরণী 13/8/2018

তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৬৬
 
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক,  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রিবর্গ আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#
রেজাউল/ওয়ালিদ/মাইদুল/শেফায়েত/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/২৩০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৬৫
 
 
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে গোলাম সারওয়ার মৃত্যুবরণ করেন। শোকাহত তথ্যমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে শুধু সংবাদ মাধ্যম ও গণমাধ্যমই নয়, জাতি একজন অভিভাবকও হারালো।
 
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
এছাড়া আরো শোক প্রকাশ করেছেন তথ্যসচিব আবদুল মালেক।
 
#
আকরাম/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/২৩০৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৬৪
 
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে স্পিকারের শোক
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
সমকাল সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
এক শোকবাণীতে স্পিকার বলেন, গোলাম সারওয়ারের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারাল। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। মুক্তিযুদ্ধে ও সংবাদ মাধ্যমে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
 
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
 
#
তারিক/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/২২৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৬৩
 
বঙ্গবন্ধু দেশের উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে গেছেন
               ---এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সময় পেয়েছেন। এখন বাংলাদেশে যে উন্নয়ন কর্মকা- বাস্তবায়িত হচ্ছে তার রূপরেখা তিনি সেই  স্বল্প সময়ে দেশ পরিচালনাকালে তৈরি করে রেখে গেছেন। আমরা এখন যে উন্নয়ন কর্মসূচিই হাতে নেই সেখানেই বঙ্গবন্ধুর দূরদর্শিতার প্রমাণ পাই। 
 
মন্ত্রী আজ বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার ভবনের শহিদ শফিউর রহমান মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর সুপ্রীম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আমরা এমন ভাগ্যবান জাতি যে, বঙ্গবন্ধুর মতো একজন অভাবনীয় নেতা পেয়েছিলাম। কিন্তু এই মহান নেতাকে এদেশরই কিছু স্বাধীনতা বিরোধী কুলাঙ্গার সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে।
 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতারই প্রতিচ্ছবি। তাঁর মতোই দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান। হত্যাকা-ের দীর্ঘ ২১ বছর পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি জাতির পিতার হত্যার বিচার শুরু করে জাতিকে কলঙ্কমুক্ত করার কাজ শুরু করেন। দেশকে বিশে^র বুকে অনন্য স্থানে নিয়ে গেছেন।
 
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর জীবনের একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে এনে মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধুর সেই আদর্শ বাস্তবায়নে সবাইকে স্বাধীনতার স্বপক্ষে থেকে কাজ করতে হবে।
 
অ্যাডভোকেট এস এম মুনিরের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি বিশ^বিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির, সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, অ্যাডভোকেট স ম রেজাউল প্রমুখ।
 
#
জাকির/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/২২১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৬২
 
 
বঙ্গবন্ধুকে নিয়ে যত বেশি আলোচনা হবে, তত বেশি আমরা সমৃদ্ধ হবো
                                                 ---সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন পূর্ণাঙ্গ মানুষ। তাঁর জীবনী নিয়ে যত বেশি আলাপ-আলোচনা হবে, তত বেশি আমরা সমৃদ্ধ হবো। তাঁর দেশভাবনা ছিল অত্যন্ত সুদূরপ্রসারী ও বিস্তৃত। তিনি শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানীসহ সর্বস্তরের পেশাজীবীদের যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে যুক্ত করেছিলেন। আজ সময় এসেছে আমাদের চিন্তা-ভাবনায় বঙ্গবন্ধুর চেতনা ও দর্শনকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসা।
 
মন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাতীয় শোকদিবস দিবস ২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) আয়োজিত আলোচনা সভা ও 
শোক-সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুর দর্শনের অন্যতম প্রধান দিক ছিল অসাম্প্রদায়িক চেতনা, যে কারণে জয়বাংলা সেøাগানের মধ্য দিয়ে তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর বাঙালিকে স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। তাঁর দর্শনের দ্বিতীয় প্রধান দিকটি ছিল গরিব-দুঃখী সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিটি সূচকে এ দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এ অগ্রযাত্রা বজায় রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সতর্ক ও সচেতনভাবে কাজ করে যেতে হবে।
 
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মনোরঞ্জন ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের উপদেষ্টা ড. আবদুল্লাহেল বারী ও কবি হাসান আরিফ। আরো বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ইন্দ্রমোহন রাজবংশী, তিমির নন্দী, শিবু রায়, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক প্রমুখ।
 
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৬১
 
 
দেশের টেকসই উন্নয়ন ধরে রাখতে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রাখতে হবে
                                  ---পরিকল্পনামন্ত্রী
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
চলতি অর্থবছরে ব্যাপক বৈদেশিক বিনিয়োগ আশা করছে সরকার। ২০১৮-১৯ অর্থবছরে ৭-৮ বিলিয়ন মার্কিন ডলার প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে, অন্য  অর্থবছরে যা ২ বিলিয়ন ডলারের বেশি হতো না।  এছাড়া নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদনের  জন্য  সচিবদের তাগিদ দেওয়া হয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে  চলতি অর্থবছরের  এডিপির বাস্তবায়ন কৌশল নির্ধারণ, নতুন প্রকল্প  নির্দিষ্টকরণ ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
 
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী অক্টোবরে যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ছোট সরকার গঠন হবে। তখন শুধু রুটিন কাজ করা যাবে। কিন্তু নীতিনির্ধারণী কোন সিদ্ধান্ত নিতে পারবে না সেই সরকার। এ জন্য নির্বাচনি সরকার গঠনের আগেই নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের  সচিবদের তাগিদ দেয়া হয়েছে। বলা হয়েছে, শুধু প্রকল্প নিলেই হবে না। যে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে সে রকম প্রকল্পই নিতে হবে।
 
মন্ত্রী আরও বলেন,  যে কোন জাতীয় নির্বাচনের বছরে তার আগের ও পরের বছরের তুলনায় এডিপির বাস্তবায়ন কম হয়। এ অর্থবছর যাতে সে রকম কিছু না হয় সেজন্য সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে বলা হয়েছে, দেশের টেকসই উন্নয়ন ধরে রাখতে হলে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। নির্বাচন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এজন্য উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। আমাদের অর্থনীতির আকার যে হারে বড় হয়েছে সে তুলনায় দেশে বিদেশি বিনিয়োগ আসেনি। তবে এ বছর যে রকম সাড়া পাওয়া গেছে এতে মনে হচ্ছে ৭ থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ হবে। 
 
মন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দসহ ৭৭টি সংশোধিত অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এ সকল প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ব্যয় তথা বাস্তবায়ন প্রকল্পগুলোর সংশোধন প্রস্তাব অনুমোদনের ওপর অনেকাংশে নির্ভরশীল। কাজেই প্রকল্পগুলো অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। মেয়াদ উত্তীর্ণ ১৫০টি প্রকল্প বাস্তবায়নের স্বার্থে তারকাচিহ্নিত অবস্থায় ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (্এডিপি) তারকাচিহ্ন দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ৬৫টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। অবশিষ্ট ৮৫টি প্রকল্পের বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ দেয়া হয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। 
#
তৌহিদুল/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০২১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ২২৬০
 
একমাত্র বঙ্গবন্ধুই বাঙালির স্বাধীনতার সফল বাস্তবায়ন করেছিলেন
                                          --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সুভাষ চন্দ্র বসুসহ যুগে যুগে বহু স্বাধীনতাকামী নেতা বাঙালির স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু কেউ পুরোপুরি সফল হতে পারেননি। একমাত্র বঙ্গবন্ধুই বাঙালির স্বাধীনতার সফল বাস্তবায়ন করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একাধারে মুক্তিযুদ্ধের সফল মহানায়ক, রাষ্ট্রনায়ক এবং সফল রাজনীতিবিদ। 
মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন বিচক্ষণ ও দূরদর্শী মানুষ। আর এ কারণেই তিনি যুদ্ধ বিধ্বস্ত নব্য স্বাধীন বাংলাদেশে শিল্পকলা একাডেমি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ন্যাশনাল আর্কাইভস প্রতিষ্ঠা এবং দুঃস্থ খেলোয়াড় ও শিল্পীদের জন্য তহবিল গড়ে তোলার কথা ভাবতে পেরেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল এদেশের গরিব-দুঃখী আপামর জনসাধারণ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সংস্কার, বিদ্যুৎ, স্যাটেলাইটসহ এমন কোনো ক্ষেত্র নেই যেটি নিয়ে বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী চিন্তাভাবনা ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্যা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাবেদুল ইসলাম এবং প্রাবন্ধিক ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক। স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ আনোয়ার হোসেন।
#
 
ফয়সল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৫৯
 
 
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডিএফপি’র দু’দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শন
 
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ ও ১৬ আগস্ট চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণগ্রন্থাগার অধিদপ্তর যৌথভাবে দু’দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৫ আগস্ট বিকাল সাড়ে তিনটায় শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ প্রদর্শনী উদ্বোধন করবেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।
প্রদর্শনীর দ্বিতীয় দিনে ১৬ আগস্ট আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সভায় সভাপতিত্ব করবেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।
দু’দিনব্যাপী এ প্রদর্শনীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রদর্শন করা হবে। এছাড়াও ‘এবারের সংগ্রাম স¦াধীনতার সংগ্রাম’, ‘অসমাপ্ত মহাকাব্য’, ‘স¦াধীনতা আমাদের কি করে হলো’,  ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘সোনালী দিনগুলো’ এবং ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্রসমূহ প্রদর্শিত হবে। 
প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনী চলবে। 
#
 
ইসতাক/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৮/১৯১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২২৫৭
 
সচিবালয়ে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ প্রদর্শনী উদ্বোধনে তথ্যমন্ত্রী
শোক দিবসে মিথ্যা জন্মদিন উৎসব রুচিবিকৃতি ও অশ্লীলতা
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন উৎসব করা বিকৃত রুচি ও চরম অশ্লীলতার পরিচয়। এই পরিচয়ধারীদেরকে সমাজ, রাজনীতি ও ক্ষমতা থেকে নির্বাসিত করতে হবে।’
আজ রাজধানীর সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনের চত্বরে তথ্য অধিদফতর আয়োজিত ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিল, জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠাতে চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জাতির পিতা আবার স্বগৃহে প্রত্যাবর্তন করছেন, ফিরে আসছে মুক্তিযুদ্ধের চেতনা।’
বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির আলোকবর্তিকা। যে ষড়যন্ত্রকারীরা এ আলোকে নিভিয়ে ফেলতে চায়, তারা জাতির শত্রু।’
এ সময় জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তথ্যসচিব আব্দুল মালেক এ আয়োজনের জন্য তথ্য অধিদফতরকে ধন্যবাদ জানান।
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার তথ্য অধিদফতরের এ প্রদর্শনী সচিবালয়ের সকলকে ঘুরে দেখার আমন্ত্রণ জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ৯৬টি আলোকচিত্র ও বিশেষ ভিডিওচিত্রগুলো প্রদর্শনীতে উন্মুক্ত রয়েছে।
#
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২২৫৮
 
তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলে এলাহী আজ নোয়াখালীর মাইজদীতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। 
তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                          নম্বর : ২২৫৬
 
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
গত ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে।
#
 
রেহানা/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                          নম্বর : ২২৫৫
 
আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা 
১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। 
সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একটি নিখুঁত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আজ এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেন। 
কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যে কোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য মন্ত্রী সর্বসাধারণের প্রতি অনুরোধ করেন। 
মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন মন্ত্রী।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর। 
#
 
পরীক্ষিত/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর : ২২৫৪
 
সমাজকল্যাণমন্ত্রীর সাথে শন্তু লারমার সাক্ষাৎ
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সাথে আজ তাঁর মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় শন্তু লারমা সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পার্বত্য সমস্যার রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য পার্বত্য শান্তিচুক্তি সম্পাদনের মধ্য দিয়ে সেখানে শান্তি ও স্থিতিশীলতার এক নতুন পর্যায় শুরু হয়েছে। ইতোমধ্যে ভূমি কমিশনও কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে পার্বত্য এলাকার মূল সমস্যা নিরসন হবে।
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়ে শন্তু লারমা বলেন ‘চুক্তি অনুসারে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, পার্বত্য পুলিশ বাহিনী গঠন এবং ১৯০০ সালের আইন সংশোধন করা হলে পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে।’
সাক্ষাৎকালে শন্তু লারমার সাথে কাপেং ফাউন্ডেশনের কর্মকর্তা দীপায়ন খীসা উপস্থিত ছিলেন।
#
 
মাইদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৫৩                       
জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করার নিয়ম
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :  
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দ-ায়মান পতাকা দ-ে রশির সাহায্যে পতাকা দ-ের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দ-ের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে।
দিনশেষে পতাকাটি যখন নামাতে হবে তখন পতাকাটি আবার দ-ের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং তারপর ধীরে ধীরে নামাতে হবে।
পতাকা বিধিতে বলা হয়েছে, পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভিতরে একটি লাল বৃত্ত থাকবে। জাতীয় পতাকার মাপ হবে ১র্০ীর্৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত এবং বৃত্তটি পতাকার দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যসার্ধবিশিষ্ট হবে। ভবনে উত্তোলনের জন্য পতাকার তিন ধরনের মাপ হচ্ছে ১র্০ীর্৬ , র্৫ীর্৩ এবং ২.র্৫ী১.র্৫।
ছেঁড়া বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। মানসম্মত কাপড়ে যথানিয়মে তৈরি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
#
অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১১২০ ঘণ্টা 
Todays handout (12) (1).docx