Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৫

তথ্যবিবরণী 31/8/2015

তথ্যবিবরণী                                                              নম্বর : ২৪৫৯

স¦াধীনতা বিরোধীদের চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল
                    ---জ্বালানি উপদেষ্টা

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) 

    প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম বলেছেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে অতি অল্পসময়ে নিপুণ ভালোবাসায় পুনর্গঠিত করেছিলেন। স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। 

    উপদেষ্টা আজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও  দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শই দেশের জন্য কাজ করার প্রেরণা যোগায়। বাঙালিদের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা, আত্মত্যাগ স্মরণে রেখে সোনার বাংলা গড়ার কাজে সকলকে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটাই আমাদের আজকের যুদ্ধ। 

    তিনি বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রয়েছে অপরিসীম ভূমিকা। আধুনিক বাংলাদেশ গড়তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেরও আধুনিকায়ন করা হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা সম্মিলিতভাবে অব্যাহত রাখতে হবে।  

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খোন্দকার মাকছুদুল হাসান বক্তব্য রাখেন। 
#
আসলাম/আফরাজ/মিজান/রফিকুল/আব্বাস/২০১৫/২০১৬ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৪৫৮

ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাথে
ইউএন স্পেশাল র‌্যাপোর্টিয়ার অন ফ্রিডম অভ্ রিলিজিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :
জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে বাংলাদেশে সফররত ড. জোহানেস হেইনার গটফায়ারড বিলেফেলড (উৎ. ঔড়যধহহবং ঐবরহবৎ এড়ঃঃভরৎবফ ইরবষবভবষফঃ) এর নেতৃত্বে ‘ইউনাইটেড ন্যাশন্স স্পেশাল র‌্যাপোর্টিয়ার অন ফ্রিডম অভ্ রিলিজন অর বিলিফ’ এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ সংসদভবনে মতবিনিময় করেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ইউনাইটেড ন্যাশন্সের অফিস অভ্ হাইকমিশনার ফর হিউম্যান রাইটস এর হিউম্যান রাইটস অফিসার চায়না ইউ লিম (ঈযরহধ ণবি খরস) এবং বাংলাদেশে’ ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর অফিসের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার মাইক কেনারভেভুরি (গরশব কবহবৎাধাড়ঁৎর) উপস্থিত ছিলেন। 
কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মোঃ আসলামুল হক, সাধন চন্দ্র মজুমদার এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), মোঃ মকবুল হোসেন, মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম মতবিনিময়কালে উপস্থিত ছিলেন। 
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে কমিটির সভাপতি বজলুল হক হারুন বাংলাদেশে সকল  ধর্মের মানুষের মধ্যে বিরাজমান সামাজিক. সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্য ও ঐক্যের দেশ। বাংলাদেশ সংবিধানে সকল ধর্ম, বর্ণ ও গোত্রের জন্য সমান অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ধর্ম যার যার এবং রাষ্ট্র সকলের এ বিশ্বাসকে ধারণ করে এখানে সবাই সমান অধিকার ভোগ করে থাকে। এখানে মানুষে মানুষে কোনো বিভেদ নেই। 
প্রতিনিধিদলের সদস্যবৃন্দ বাংলাদেশে বিরাজমান ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।  
পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪ তম বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে হজ নিয়ে আলোচনা হয়। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
হুদা/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                  নম্বর : ২৪৫৭

কোরবানির পশুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে
                                                                    -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তেল, পেঁয়াজ, রসুন, লবণ, আদাসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, সরবরাহ চেইনে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত রমজানের ঈদে যেমন বাজার স্থিতিশীল ছিল, আসন্ন কোরবানির ঈদেও সবকিছু স্বাভাবিক থাকবে।
    মন্ত্রী আজ কাওরানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ, মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা, উৎপাদনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আমদানিকারকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীগণ জানিয়েছেন, বাজারের চাহিদার চেয়ে বেশি পণ্য এখন মজুত রয়েছে। এ সকল পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধি হবে না। আগামী ঈদুল আযহাসহ সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
     তোফায়েল আহমেদ বলেন, আসন্ন কোরবানির ঈদে কোরবানির গরু, মহিষ, ছাগল, ভেড়ার সংকট হবে না। চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু দেশে মজুত রয়েছে। সরকার দেশি খামারে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশেই এখন প্রচুর কোরবানির পশু উৎপাদন হচ্ছে। আগামীতে বাংলাদেশ নিজস¦ চাহিদা পূরণ করে বিদেশে পশু রপ্তানি করতে সক্ষম হবে।
    মন্ত্রী বলেন, প্রতিবেশি দেশে পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে দেশের অভ্যন্তরে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পেঁয়াজ আমদানির জন্য গৃহীত লোনের সুদ কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মজুতের বিরুদ্ধে সরকার বাজার মনিটরিং জোরদার করেছে। প্রতিবেশী অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ফলে দাম ইতোমধ্যে অনেক কমেছে, কয়েকদিনের  মধ্যে মূল্য স্বাভাবিক হয়ে আসবে। বাজারে এখন চাহিদার চেয়ে অনেক বেশি পেঁয়াজ রয়েছে। ভবিষ্যতে দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
    ব্যবসায়ীগণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ চেইনে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের সহযোগিতা কমনা করলে মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, সবকিছু স্বাভাবিক থাকবে।  
    সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, অতিরিক্ত সচিব নাজনিন বেগম, মোঃ শওকত আলী ওয়ারেসি ও জহির উদ্দিন আহমেদ, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মতলুব আহমেদ, সিটি গ্রুপের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, সিটি গ্রুপের চেয়ারম্যান এম এ কামাল, মেঘনা গ্রুপের এমডি মোস্তফা কামালসহ, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতৃবৃন্দ, জাতীয় গোয়েন্দা সংস্থা, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
#
বকসী/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                      নম্বর : ২৪৫৬

সকল জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হবে
                               ---মেহের আফরোজ চুমকি

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট)

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পর্যাযক্রমে দেশের সকল জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। সমিতির মাধ্যমে একতাবদ্ধ হয়ে নারীদের সংগ্রাম করতে হবে। আর এ লক্ষ্য অর্জনে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

    মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক এ বি এম জাকির হোসাইন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন নিবন্ধিত মহিলা সমিতির সংখ্যা ১৭ হাজার ৬৯৩টি। এ সমিতিসমূহ তৃণমূল পর্যায়ে মহিলাদের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য নিরসনে কাজ করে যাচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে ৩ হাজার ৭৯১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে প্রায় ৭ কোটি ৩৯ লাখ ২৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

#
খায়ের/আফরাজ/মোশাররফ/আব্বাস/২০১৫/১৮৫৪ ঘণ্টা
 


 
তথ্যবিবরণী                                                              নম্বর : ২৪৫৫


৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের জ্ঞাতব্য

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

    পয়লা সেপ্টেম্বর হতে অনুষ্ঠেয় ৩৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিজ্ঞাপনের শর্তানুযায়ী মোবাইল ফোন, সকল ধরনের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বইপুস্তক এবং ব্যাগসহ পরীক্ষাহলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

    পরীক্ষাহলে কোনো পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোন, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, বইপুস্তক, ব্যাগ এবং ক্যালকুলেটর পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পরীক্ষা বিধিমালার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলপূর্বক ভবিষ্যতে কমিশন গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য উক্ত প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।   

#
ডায়না/আফরাজ/মিজান/রফিকুল/আব্বাস/২০১৫/১৬৫২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৫৪

বঙ্গবন্ধুর দর্শন শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে
                                                 - স্পিকার
ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হলে তাঁর দর্শনকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সমগ্র জীবন উৎসর্গ করেছেন, শোষণহীন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি বাংলার মানুষের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করেছেন। সত্য ও ন্যায়ের প্রতি তাঁর আস্থা ছিলো অবিচল। তাঁর সামগ্রিক জীবন বিশ্লেষণ করে এর সাথে শিশু কিশোরদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করতে উদ্বুদ্ধ হবে। বঙ্গবন্ধুর দর্শন আজ শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আজ ধানমন্ডিস্থ নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও নতুন প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, বিশ্বে আত্মমর্যাদার পরিচয় বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেশপ্রেমকে ধ্রুবতারার মত সামনে রেখে তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে কাজ করে যেতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ান,  কবি নুরুল হুদা, ড. ইনামুল হক, অ্যাডভোকেট সুলতানা কামাল বক্তব্য রাখেন।
#
মঞ্জুর/অনসূয়া/শুকলা/লাভলী/২০১৫/১৫১৫ ঘণ্টা

 

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon