Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুলাই ২০১৭

তথ্যবিবরণী 24 July 2017

তথ্যবিবরণী                  নম্বর : ১৯১৮
 
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত
  ২৬ জুলাই থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
          বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৫ জুলাই ২০১৭ খ্রি. পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ জুলাই ২০১৭ খ্রি. বুধবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে। 
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মোঃ হাফিজুর রহমান।
সভায় অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, স্পারসোর পিএসও শাহ মোঃ মিজানুর রহমান এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।  
          সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবণ প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, ২৯ শাওয়াল ১৪৩৮ হিজরি, ০৯ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ, ২৪ জুলাই ২০১৭ খ্রিস্টাব্দ সোমবার বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ১০ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ, ২৫ জুলাই ২০১৭ খ্রিস্টাব্দ  মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১১ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ, ২৬ জুলাই ২০১৭ খ্রিস্টাব্দ বুধবার থেকে পবিত্র জিলক্বদ মাস গণনা করা হবে।
#
শায়লা/ফারহানা/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                  নম্বর : ১৯১৭
 
সাবেক সংসদ সদস্য ইসহাক মিয়ার মৃত্যুতে গণপূর্তমন্ত্রীর শোক
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রবীন রাজনীতিক ইসহাক মিয়ার মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি মরহুমের পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। 
শোকবার্তায় মন্ত্রী বলেন, মরহুম ইসহাক ছিলেন গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী এবং চট্টগ্রামের রাজনীতির অভিভাবক। দেশ ও জাতির ক্রান্তিকালে মরহুম ইসহাক দলের নেতা-কর্মীদের যেমন প্রেরণা যুগিয়েছেন, তেমনি গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণকে ঐক্যবদ্ধ করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।
উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাষ্ট্রীয় কাজে বর্তমানে ফ্রান্স সফর করছেন। 
#
কিবরিয়া/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা 
 
তথ্যবিবরণী     নম্বর : ১৯১৬
নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে
     ---শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয়ভাবে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতা আয়ত্ত করতে বই পড়ার কোন বিকল্প নেই । তিনি বলেন, পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমেই নিজেকে বিকশিত করা সম্ভব। তিনি ছাত্র-শিক্ষক সবাইকে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
মন্ত্রী আজ রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির ঢাকা বিভাগের সেরা সংগঠক-২০১৬ সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও বিশ্বসাহিত্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের বাইরে অনেক বই পড়তে হবে। নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ভাল মানুষ তৈরি করতে চাই। যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে তিনি ছাত্রছাত্রীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানান। 
মন্ত্রী বলেন, সেকায়েপ প্রকল্পের মাধ্যমে দেশের ২৫০টি উপজেলায় ১২ হাজার স্কুলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে ২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত ৬১ লাখ শিক্ষার্থী বই পড়ার সুযোগ পেয়েছে। ২০১৭ সালে আরো ২১ লাখ ছেলেমেয়ে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। গত ৭ বছরে এ প্রকল্পের অধীনে ৩৪ লাখ বই পুরস্কার হিসেবে ছাত্রছাত্রীদের দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এ কর্মসূচির সেরা সংগঠক হিসেবে এবছর ১ হাজার ১৮৪ জনকে সম্মাননা দেয়া হয়েছে। ঢাকা বিভাগের ১৭৫ জন সংগঠক আজ এ পুরস্কার পাচ্ছেন। ঢাকা বিভাগের ৪৪টি উপজেলার ১৭৫ জন লাইব্রেরিয়ান/শিক্ষক সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন।
সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মোঃ মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর, মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর  ড. এস এম ওয়াহিদুজ্জামান, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও কো-টিম লিডার শরীফ মোঃ মাসুদ  বক্তৃতা করেন। অনুষ্ঠানের এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন জাতীয় পরিকল্পনা একাডেমির পরিচালক ড. মোঃ নুরুজ্জামান।
#
 
 
আফরাজ/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৫০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                  নম্বর : ১৯১৫
নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি চর্চা করতে হবে
                                               ---পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী 
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, দেশ ও জাতিকে আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। 
 
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গুণিজন সম্মাননা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সংগঠনের উপদেষ্টা ইকবাল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, সংসদ সদস্য রওশন আরা মান্নান, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা নূতন, অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু ও অধ্যক্ষ কানিজ মাহ্মুদা আক্তার। 
 
প্রতিমন্ত্রী বলেন, সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদকে মুক্তচিন্তা ও স্বাধীনতার স্বপক্ষের মননশীল ও সৃষ্টিধর্মী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের কার্যক্রমকে তৃণমুল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি সংগঠনটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
 
পরে প্রতিমন্ত্রী আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের মাঝে সম্মাননা পদক তুলে দেন এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
 
#
 
 
আহসান/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                  নম্বর : ১৯১৪
 
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে 
                                                                    -- ডেপুটি স্পিকার
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী করতে পারলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এক নতুন দিগন্ত উন্মোচন হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটি বড় বাজার। এর পাশাপাশি আমাদের আরো বাজার সৃষ্টি করা প্রয়োজন।
আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ইনকর্পোরেশনের উদ্যোগে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার -২০১৮’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ইনকর্পোরেশনের চেয়ারম্যান গোলাম মেরাজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মালেক, নুরুল ইসলাম মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, সাব সেক্টর কমান্ডার ক্যাপটেন (অব.) শচীন কর্মকার ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি। 
উল্লেখ্য, বাংলাদেশ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অভ্ কমার্স ও হিসপ্যানিক চেম্বার অভ্ কমার্সের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আগামী ২৩ ও ২৪ এপ্রিল একক দেশ হিসেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০১৮ অনুষ্ঠিত করতে যাচ্ছে। নিউইয়ার্কের হোটেল হিলটন মিডটাউনে দু’দিনব্যাপী এই মেলা চলবে।  
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা হাতে নিয়েছেন তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এসময় তিনি বাংলাদেশি পণ্যের রপ্তানি আরো বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।  
রপ্তানিভিত্তিক বিভিন্ন পণ্যের জন্য মেলায় বিভিন্ন বিষয় ভাগ করা হয়েছে। যেমন রেডিমেট গার্মেন্টস, নিটওয়্যার, পাট ও পাটজাত পণ্য, চাপড়া ও চামড়াজাত পণ্য, মেলামাইন, ইলেক্ট্রনিক্স, কাগজ ও কাগজ সংক্রান্ত পণ্য, হস্তশিল্প, ঔষধ, খাদ্য, পানীয়, চিংড়ি, আইটি ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন পণ্য।
#
স¦পন/ফারহানা/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা  
তথ্যবিবরণী                  নম্বর : ১৯১৩
উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বিডা’র উদ্যোগ
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশে অধিকতর বিনিয়োগ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে উদ্যোক্তাদের জন্য একটি নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। 
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে দেশের খ্যাতনামা বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এক সভা আজ ঢাকায় দিলকুশাস্থ বিডা’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিডা’র বোর্ডরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, আমাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রধান ফোকাস হচ্ছে ইনোভেশন। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি ৭ থেকে দুই ডিজিটে উন্নীত করতে গুণগত মানসম্পন্ন দক্ষ ও প্রশিক্ষিত উদ্যোক্তা উন্নয়ন অত্যাবশ্যক। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান জিডিপি’র আকার ২৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ১৬০০ মার্কিন ডলারের বেশি। বর্তমান সরকার দেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ওয়ান স্টপ সার্ভিস প্রবর্তন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ আর্থিক খাতে নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। 
সভায় বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন টেকনোলজি এর উপ-উপাচার্য প্রফেসর ড. আইয়ুব নবী খান, ইউনিভার্সিটি অভ্ লিবারেল আর্টস এর বিজনেস স্কুল এর ডিন ইমরান রহমান, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি’র প্রফেসর ড অনুপ চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাহরিন মামুন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, আহসান উল্লাহ ইউনিভার্সিটি ও শান্ত-মরিয়াম ইউনিভার্সিটি’র প্রতিনিধিসহ বিডা’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                  নম্বর : ১৯১২ 
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এর সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোঃ তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, সফুরা বেগম এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম, বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটাইজেশন করা এবং অ্যার্টনি জেনারেল অফিসসহ নিম্ন আদালতের জিপি ও পিপির অফিসকে সার্ভিসে রুপান্তর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
কমিটি বিচার বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে নিম্ন আদালতের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখার নিমিত্তে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ের সাচিবিক সহায়তা প্রদানের সুপারিশ করে।
বৈঠকে ৩০ লাখ বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচারক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।
কমিটি আইন প্রণয়নে গতিশীলতা আনয়নের লক্ষ্যে লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাগণকে ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ করে।
বৈঠকে দেশের আপামর জনসাধারনকে লিগ্যাল এইড এর সহায়তা প্রদানের নিমিত্তে প্রতি জেলায় তিনমাসে একটি করে কর্মশালা আয়োজন করার সুপারিশ করা হয়। এছাড়া আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে জনসাধারণের অবহিত করার জন্য আদালত চত্বরের লিগ্যাল এইডের সেবা সম্বলিত বিলবোর্ড প্রদর্শনের সুপারিশ করা হয়। 
বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 
তথ্যবিবরণী                  নম্বর : ১৯১১ 
 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
দশম জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, মোঃ আসলামুল হক, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, মোঃ মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং  দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 
২৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
বৈঠকে  ২০১৭ সালের হজের প্রস্তুতি এবং  সর্বশেষ অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, হজের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক এবং ২০১৭ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একসাথে কাজ করে যাচ্ছে। বৈঠকে হজের শুরু থেকে হাজিগণ দেশে ফিরে না আসা  পর্যন্ত হজ সংক্রান্ত সকল কার্যক্রম যথাযথভাবে মনিটরিং অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
বৈঠকে ধর্ম মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
হুদা/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                   নম্বর ১৯১০
 
সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফাকে সিদ্দিকের চোখের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার চোখ ভালো করতে যা যা করণীয় চিকিৎসকরা যেন সেই পদক্ষেপ নেন। স্বাস্থ্যমন্ত্রী সিদ্দিকের চিকিৎসার খোঁজ নিতে প্রথম দিন থেকেই ইনস্টিটিউটের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্দিকের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। 
 
#
 
পরীক্ষিৎ/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী                  নম্বর : ১৯০৯ 
 
জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার  
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৭’ উদ্বোধন করবেন।  
অনুষ্ঠানটি বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ ও এফ. এম. ১০৬.০ মেগাহার্জে  এবং ওয়েবসাইট িি.িনবঃধৎ.মড়া.নফ থেকে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রের স্ব স্ব মধ্যম তরঙ্গে ও সংশ্লিষ্ট এফ এম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করবে।
#
আবদুল/গিয়াস/আসমা/২০১৭/১৬২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯০৮
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত ২৬ ও ২৭ জুলাই এর লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ অনিবার্যকারণবশতঃ স্থগিত করা হয়েছে। উক্ত পরীক্ষা ও সাক্ষাৎকারের পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। 
 
#
ফয়জুল/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৫২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯০৭
 
শুল্ক জটিলতা দূর করা হলে রপ্তানি আরো বাড়বে
      ---বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নত দেশগুলোতে শুল্ক জটিলতা দূর করা হলে বাংলাদেশের পণ্য রপ্তানি আরো বাড়বে। শুল্ক জটিলতার কারণে বাংলাদেশের রপ্তানি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। বিশ^বাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক উন্নতবিশে^র দেশগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করার কথা, কিন্তু অনেক উন্নত দেশ সে সুবিধা দিচ্ছে না। বিভিন্ন ধরনের শুল্ক জটিলতার কারণে রপ্তানি বাধা গ্রস্ত হচ্ছে।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে সফররত ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেল কঁহরড় গরশঁৎরুধ- সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন নামে শুল্ক আরোপের কারনে বিশে^র অনেক দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিশ^রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ ৩৪ দশমিক ৮৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ২০২১ সালে রপ্তানির পরিমাণ দাড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের রপ্তানি পণ্য এবং বাজার সম্প্রসারিত হচ্ছে। অনেক দেশে শুল্ক জটিলতার কারণে পণ্য রপ্তানি করা যাচ্ছে না। বিশেষ করে উচ্চ শুল্কহার,  নতুন নতুন নামে শুল্ক আরোপ রপ্তানির জন্য বড় বাধা। ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন এ ক্ষেত্রে কাজ করতে পারে। 
কঁহরড় বলেন, বিশ^বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর কাস্টমস সমস্যা সমাধানে কাজ করছে। শুল্কায়নের ক্ষেত্রে পরামর্শ, প্রশিক্ষণ ও টেকনিক্যাল সহায়তা দেওয়া হচ্ছে। বিশ^বাণিজ্য সহজিকরণে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। কাস্টমস জটিলতার কারণে যাতে বিশ^ বাণিজ্য কাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে কাজ করছে ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন।
বাণিজ্যসচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও’র মহাপরিচালক মুনর চৌধুরী, রপ্তানি ২ শাখার অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ এসময় উপস্থিত ছিলেন।
 
#
বক্সী/গিয়াস/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী                    নম্বর ১৯০৬
 
 
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইসহাক মিয়ার মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
 
ঢাকা, ৯ শ্রাবণ (২৪ জুলাই) :
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য মো. ইসহাক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতার মৃত্যুতে দেশ একজন দক্ষ ও প্রবীণ রাজনীতিবিদ এবং কৃতি সন্তানকে হারালো। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো যা কোনোভাবেই পূরণ হবার নয়। তিনি আরো বলেন, মো. ইসহাক মিয়া একজন ত্যাগী ও নির্লোভ রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 
#
জাহাঙ্গীর/গিয়াস/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১৫১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯০৫
 
গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে সরকার
          ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টরেন্টো, কানাডা ২৪ জুলাই ২০১৭  :
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক বলেছেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক বাঙালি গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে সংসদে অনুমোদন এবং এবছর প্রথমবারের মতো পালন করা হয়েছে। বাঙালিদের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি এবং ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘের অনুমোদনের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। এ প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদেরও নিজ নিজ অবস্থান  থেকে সহযোগিতা করতে হবে।
মন্ত্রী ২৩ জুলাই কানাডার টরেন্টোতে ট্রেজার ১৯৭১ আয়োজিত বাংলাদেশ লিবারেশন ফেস্টিভাল এ প্রধান  অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় লন্ডন,কলকাতাসহ বিশ্বের বিভিন্ন শহরে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি এবং ফান্ড গঠেনের জন্য প্রবাসী বাংলাদেশিসহ, বিদেশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন কাজ করেছিল। বাংলাদেশ সরকার তাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। ইতোমধ্যে ৩৪০ বিদেশি বন্ধুকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা দিয়েছে সরকার । ভবিষ্যতে আরো দেয়া হবে।
মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্ম যাতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে এবং তাদের পূর্বপুরুষের আত্মত্যাগ ও বীরত্ব গাঁথা ইতিহাস জানতে পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। এধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশকে সোনার বাংলা করতে হবে।
ট্রেজার ১৯৭১ এর চেয়ারম্যান ফজলুল কবির তুহিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, গবেষক ড. মোজাম্মেল হক, গবেষক তাজুল মোহাম্মদ, সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এবং ট্রেজার ১৯৭১ এর সমন্বয়ক উজ্জল দাস।
 
#
মারুফ/গিয়াস/শহিদ/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৪৫০ ঘণ্টা
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon