Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৮

তথ্যবিবরণী 10 December 2018

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৮১

 মুক্তিযোদ্ধাদের সাথে ভূমিমন্ত্রীর মতবিনিময়

আটঘরিয়া,(পাবনা), ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঘোষণাই ছিল বাংলাদেশের মূল স্বাধীনতার ঘোষণা। তাঁর ভাষণে  অনুপ্রাণিত হয়ে ১৯৭১ সালের ২৯শে মার্চ পাবনার দাপুনিয়ার মাধপুরের বটতলায় বাঙ্কার তৈরি করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। সাথের ১৭ জন যোদ্ধা শহিদ হন। আমিও সেদিন শহিদ হতে পারতাম।’ 
আজ আটঘরিয়ায় নবনির্মিত চারতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে ভূমিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব স্মৃতি তুলে ধরেন।
১৯৭১ সালের ২৯শে মার্চের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া সেই ঐতিহাসিক ভাষণ সরাসরি শোনে পাবনা ফিরে সহযোদ্ধাদের নিয়ে দেশীয় ৪২টি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ বাহিনী গড়ে তুলি। ২৮শে মার্চ ১৯৭১ সালে পাবনা পুলিশ লাইনে প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি সেনাদের উদ্ধারের জন্য ট্রাকের বহর নিয়ে পাবনা থেকে রাজশাহীর দিকে ফিরছে এমন খবর পেয়ে ঈশ^রদীর ডিলু বাহিনী তাঁর দলবল অস্ত্রসস্ত্র নিয়ে পাবনার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর নামক স্থানের বটতলায় প্রতিরোধের জন্য বাঙ্কার করে অবস্থান নেন। প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি ভারী অস্ত্রের গুলিতে তৎকালীন ঈশ^রদী কলেজের ছাত্রনেতা হাবিবুর রহমান রাজু, আবদুর রাজ্জাক, ওহিদুর রহমান, আবদুল গফুর, আলী আহম্মেদ, নবাব আলীসহ ১৭ জন সহযোদ্ধা নিহত হয়। সাহসী বাঙালি যোদ্ধারা অসীম মনোবলের সাথে দেশীয় অস্ত্র ও লাঠি, বল্লম দিয়ে খুঁচিয়ে ঐ প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি সেনাবহরের আনুমানিক তিন চারজন সৈন্যকে হত্যা করে। পরবর্তীতে রাজশাহী ফেরার পূর্বেই নানা স্থানে ওঁত পেতে থাকা বাঙালি প্রতিরোধ বাহিনীদের আক্রমণে পুরো সেনাবহরটি বিধ্বস্ত ও নিশ্চিহ্ন হয়ে পড়ে। শহিদ সহযোদ্ধাদের কথা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মন্ত্রী। 
মতবিনিময় সভায় আটঘরিয়ার পৌর মেয়র শহীদুল ইসলাম রতন, আটঘরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৮/২০২৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৮০
 যুক্তরাষ্ট্র-জার্মানি-অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশ
ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন আগামীকাল 

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
১৪টি দেশের অংশগ্রহণে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ইওনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০১৮’ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। 

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ও ব্যাডমিন্টন এশিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো আমেরিকা ও ইউরোপের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়া। আগামীকাল বিকেল ৪টায় পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।  

এ উপলক্ষে আজ দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক প্রতিযোগিতার বিভিন্ন দিক ও প্রস্তুতির কথা তুলে ধরেন। এসময় তথ্যসচিব বলেন, এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের খেলাধুলার অবস্থান ইতিবাচকভাবে ছড়িয়ে পড়বে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ১৫ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করবেন। বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও ইনডেক্স গ্রুপের সিইও শফিউল্লাহ আল মুনীর সমাপনীতে যোগ দেবেন।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, বাহরাইন, মরিশাস ও ভিয়েতনামের ৯৪ জন পুরুষ এবং ৫৭ জন নারীসহ মোট ১৫১ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইওনেক্স-সানরাইজ মূল স্পন্সর এবং বেঙ্গল ডিজিটাল ও আকিজ ফুড এন্ড বেভারেজ কো-স্পন্সর হিসেবে প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে। এটিএন বাংলা এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার। 
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৭৯
 বাজার তদারকি
৬৮টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে গতকাল ঢাকা মহানগর, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, মাগুরা, কুমিল্লা, নরসিংদী, বগুড়া, বরিশাল, সিলেট, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও কক্সবাজারে বাজার তদারকি করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর ধানমন্ডি ও মিরপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ধানমন্ডি ফার্মেসিকে ১৫ হাজার টাকা, রস মিষ্টিকে ৪০ হাজার টাকা, ইউসুফ কনফেকশনারিকে ২০ হাজার টাকা, মীনা সুইটসকে ৫০ হাজার টাকা ও বনলতা সুইটস এন্ড বেকারীকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে ধানমন্ডি ফার্মেসিকে ১৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া দেশব্যাপী ২২টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, অবহেলা দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৬ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।

গত ৯ ডিসেম্বর ২৪টি বাজার তদারকি ও ৬টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৬৮টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৬ জন অভিযোগকারীকে ৫ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়। 

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং কনজিউমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। 

#
মাসুম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ৩২৭৮

 

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উদ্‌যাপন 

সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর)

            পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০১৮ (1440 হিজরি) উদ্‌যাপন উপলক্ষে আজ বাদ যোহর বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মহানবী (সাঃ) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব ও সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মোঃ মিজানুর রহমান। মিলাদ পরিচালনা করেন সচিবালয় কেন্দ্রীয়  জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ ওমর ফারুক।  

            মিলাদ ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্ম  সচিব মোঃ আনিছুর রহমান ও জনপ্রশাসন  সচিব ফয়েজ আহম্মদ। শুভেচ্ছা বক্তব্যে ধর্ম সচিব বলেন, সচিবালয় জামে মসজিদকে নতুনভাবে নির্মাণ করা হবে। এই মসজিদকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি নান্দনিক স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা, মৃত ব্যক্তিদের  নামাজে জানাজা পড়ার জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। এ বিষয়ে  ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু করা যাবে।  

শুভেচ্ছা বক্তব্যে জনপ্রশাসন সচিব বলেন, মহানবী (সাঃ) এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব।

মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন । মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

#

 

আনোয়ার/মাহমুদ/সঞ্জীব/আববাস/২০১৮/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৭৭

চিকিৎসার উদ্দেশ্যে ৩০ মুক্তিযোদ্ধা  ১৭ ডিসেম্বর ভারত যাচ্ছেন

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :

          চিকিৎসার উদ্দেশ্যে ৩০ মুক্তিযোদ্ধা আগামী ১৭ ডিসেম্বর ভারত রওনা হবেন। ভারতের সশস্ত্রবাহিনীর অধীন দিল্লীর রিসার্চ এন্ড রেফারেল (R&R) সুপার স্পেসালাইজড হাসপাতালে ১৫ জন এবং পুনের কমান্ড হাসপাতালে ১৫ জন মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

          ভারতে চিকিৎসা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধাদের বিমান ভাড়া ও অন্যান্য খরচ বহন করবে বাংলাদেশ সরকার। চিকিৎসা সম্পর্কিত সকল খরচ বহন করবে ভারত সরকার।  

#

আলমগীর/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৭৬ 
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০১৮ পালন উপলক্ষে জাতীয় কর্মসূচি
 
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :
 
যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০১৮ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
১৪ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সকাল ৭.০৫ টায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭.০৬ টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ সকাল ৭.২২ টায় পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল ৮.৩০ টা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও উপস্থিত মুক্তিযোদ্ধাগণ সকাল ৮.৩০ টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। 
দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। 
শহিদ বুদ্ধিজীবী দিবসের পবিত্রতা রক্ষায় অনুষ্ঠান স্থলে মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
#
আলমগীর/অনসূয়া/সেলিনা/শামীম/২০১৮/১৩০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৭৫ 
১৬ ডিসেম্বর বিজিবি যাদুঘর শিশুদের জন্য উন্মুক্ত
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :   
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিজিবি যাদুঘর শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। শিশুরা এদিন বিনা টিকিটে বিজিবি যাদুঘর প্রদর্শনের সুযোগ পাবে। এছাড়াও বিজিবি’র চৌকস বাদকদল ঐদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আনবিক শক্তি কমিশন এর বিপরীত পার্শ্বে বাদ্য পরিবেশন করবে। 
#
শফিউল/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১২৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৭৪ 
জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০১৭ প্রদান আগামীকাল 
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) :  
নিজ নিজ শিল্পকারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যে উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবাপ্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ এর জন্য নির্বাচিত করেছে শিল্প মন্ত্রণালয়। ১১ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম সভাপতিত্ব করবেন।   
উল্লেখ্য, শিল্পখাতে বিশেষ অবদানের জন্য পঞ্চমবারের মতো এ পুরস্কার দেয়া হচ্ছে। ২০১৭ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে - বৃহৎশিল্প ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, এনভয় টেক্সটাইলস্ লিঃ, বিএসআরএম স্টিলস্ লিমিটেড। মাঝারিশিল্প ক্যাটাগরিতে অকোটেক্স লিমিটেড, বি আর বি পলিমার লিমিটেড, ন্যাসেনিয়া লিমিটেড। ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া লি., আলীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। মাইক্রোশিল্প ক্যাটাগরিতে খান বেকেলাইট প্রোডাক্টস, ট্রিম ট্যাক্স বাংলাদেশ। কুটিরশিল্প ক্যাটাগরিতে অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার,  প্রীতি বিউটি পার্লার এবং রাষ্ট্রায়ত্তশিল্প ক্যাটাগরিতে রেণউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লি., করিম জুট মিলস লিমিটেড ও ন্যাশনাল টিউবস্ লিমিটেড।
#
জলিল/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১১০০ ঘণ্টা 
Todays handout (4).docx Todays handout (4).docx