Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৮

তথ্যবিবরণী 18/11/2018

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৪৩

সেনাবাহিনী প্রধান কর্তৃক এডহক ১১ বীর (মেকানাইজ্ড)’কে রেজিমেন্টাল কালার প্রদান
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :

সেনাবাহিনী প্রধান ও বীর রেজিমেন্টের কর্নেল অভ্ দ্য রেজিমেন্ট জেনারেল আজিজ আহমেদ আজ সাভার সেনানিবাসে সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে এডহক ১১তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজ্ড)’কে রেজিমেন্টাল কালার প্রদান করেন।
সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে স্বাগত জানান উপস্থিত প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, জ্যৈষ্ঠ অফিসারগণ এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘এডহক ১১ বীর (মেক)’ এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতিস্বারূপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যে কোন ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।
মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অতুুলনীয় ভূমিকা এবং পরবর্তীতে এর অপরিসীম গুরুত্ব অনুধাবণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বিএমএ স্বল্প মেয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্যারেড পরিদর্শনের সময় এ বাহিনীকে যুগোপযোগী ও বিশ্বে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সেনাবাহিনীর কলেবর বৃদ্ধিসহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৯৯৯ সালে দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক অফিসারগণ এবং সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও বিভিন্ন পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
#

আরিফুল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/২২২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৪২

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরি (২১ নভেম্বর ২০১৮ খ্রি.) তারিখে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আজ ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান। সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক বাণী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে  প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র 
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) রাত্রিতে সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। 
সভায় সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং পক্ষকালব্যাপী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচী গ্রহণ করা হবে। এ ছাড়াও সভায় সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বেসরকারি সংস্থাসমূহে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। শিশু একাডেমি শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। 
এছাড়া, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

আনোয়ার/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৪১

ষষ্ঠ দিনে আয়কর সংগ্রহ ৩৪১ কোটি ২৯ লাখ টাকা 
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
সপ্তাহব্যাপী আয়কর মেলার ষষ্ঠ দিনে আজ সংগ্রহ হয়েছে ৩৪১ কোটি ২৯ লাখ ৪৭৬ হাজার টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে আয়কর মেলা প্রাঙ্গণ আয়করদাতা এবং সেবা গ্রহীতাসহ সকল পর্যায়ের মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছিল। আয়কর মেলায় সকাল থেকেই উৎসবের আমেজ নেমেছিল। বিকাল ৫ টার পরেও করদাতাদের দীর্ঘ লাইন ছিল। ফলে নির্ধারিত সময়ের পরেও রিটার্ন বুথগুলোতে কার্যক্রম অব্যাহত ছিল। করদাতাদের ব্যাপক উৎসাহ ও আগ্রহের মধ্য দিয়ে আজ দেশের ৮টি বিভাগ, ২১টি জেলা এবং ৩৮টি উপজেলাসহ মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। 
মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।
কর সচেতনতা বাড়াতে প্রতিদিনের মতো আজও অনুষ্ঠিত হয়েছে কর শিক্ষণ ফোরাম। আজ রাজউক উত্তরা মডেল কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। কুইজ বিজয়ী প্রথম ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে প্রাইজবন্ড, সনদপত্র ও বই প্রদান করা হয়। এছাড়া বিজয়ী ১০জন শিক্ষার্থীকে সনদপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি রাজউক উত্তরা মডেল কলেজকে সনদপত্র প্রদান করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি। 
#


মু’মেন/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৪০
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
 
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
আজ প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ও আজিমপুরস্থ অগ্রণী স্কুল এন্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সারাদেশে আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোন অনিয়ম ও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।         
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
 
রবীন্দ্রনাথ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৩৯
 
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব স্থাপন করা হবে
                                                 --- আইসিটি মন্ত্রী
 
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী ২ বছরের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাশরুম স্থাপন করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকগণ নিজেদেরকে ডিজিটাল শিক্ষার উপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতিদিন বিদ্যমান পেশা বিলুপ্ত হচ্ছে। তাই প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জন অপরিহার্য। 
মন্ত্রী আজ ঢাকায় আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং প্রকল্প ও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় সেরা প্রশিক্ষণার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক একেএম খায়রুল আলম, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক সৈয়দা সালমা জাফরীন এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের পরিচালক ড. মোঃ শাহাদাৎ হোসেন।
মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী। তাই শিক্ষা জীবনের শুরু থেকে তাদের আইসিটি বিষয়ে জ্ঞান দিতে হবে। তিনি প্রাথমিক শিক্ষা স্তরে আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ৪০ বছরের কম বয়সীদের ডিজিটাল দক্ষতা অর্জন হবে বড় চ্যালেঞ্জ।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে ৪ হাজার ৫০০ ইউনিয়নকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হবে। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের বিস্ময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গত দশ বছরে দেশ দ্রুত এগিয়ে গেছে। তিনি বলেন, নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে না পারলে জাতি পিছিয়ে পড়বে। তিনি বিশ্ব জয়ের হাতিয়ার ল্যাপটপের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সেরা প্রশিক্ষণার্থীদের মাঝে ৬৫০টি ব্যাচের মধ্য থেকে প্রতি ব্যাচে ২ জন করে ১ হাজার ৩০০ ল্যাপটপ ও মডেম বিতরণ করেন। এছাড়া দেশের ৮টি বিভাগের ২৫ জন সেরা প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
#
 
শহীদুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৩৮
 
আঞ্চলিক বাণিজ্যে বিমসটেক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকর করতে হবে 
                                                                    --- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আঞ্চলিক বাণিজ্যে বিমসটেক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকর করতে হবে। আঞ্চলিক ও উপআঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ এখন বেশ পরিচিত নাম। আঞ্চলিক বাণিজ্যে বিমসটেকের গুরুত্ব অনেক বেশি। আঞ্চলিক ও উপআঞ্চলিক বাণিজ্যে সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট সকলে লাভবান হতে পারে। 
আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে বিমসটেক ট্রেড নেগোসিয়েটিং কমিটির দু’দিনব্যাপী ২১তম সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
এ সভায় বাংলাদেশ, ভারত, ভূটান, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড এর ৩৫জন প্রতিনিধি অংশগ্রহণ করে। রুলস অভ্ অরিজিন, ট্রেড ইন সার্ভিস, ইনভেস্টমেন্ট, লিগ্যাল এক্সপার্ট, কাস্টমস কো-অপারেশন, ট্রেড ফেসিলিটেশনের বিষয়ে ওয়ার্কিং গ্রুপগুলো কাজ করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, বিমসটেকের সেক্রেটারি জেনারেল মোঃ মহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শফিকুল ইসলাম।
#
 
বকসী/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১৩৭
 
বিএফটিআই’র সভায় সিদ্ধান্ত
ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর মাস্টার্স কোর্স চালু করা হবে
                                              --- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর মাস্টার্স কোর্স চালু করবে। আজ বাণিজ্যমন্ত্রী এবং বিএফটিআই’র বোর্ড চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিএফটিআই’র বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
সভায় বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। আধুনিক বিশ^ বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ, সেমিনার, মতবিনিময় সভা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে বিএফটিআই। বিএফটিআই’র সভায় বিগত বছরের কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। বিগত এক বছরে বিএফটিআই আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ৮টি প্রশিক্ষণ, ৯টি সেমিনার ও মতবিনিময় সভা এবং ২টি গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
বোর্ড সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, শিল্প সচিব মোঃ আব্দুল হালিম, আইসিসিবি’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান  জহির উদ্দিন আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআই’র চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, এমসিসিআই’র প্রেসিডেন্ট নিহাদ কবীর উপস্থিত ছিলেন।
#
 
বকসী/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৩৬
আমন মৌসুমে ৬ লাখ মে.টন চাল কিনবে সরকার
ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৬ লাখ মে.টন আমন চাল (সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৬ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ  খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
সভাশেষে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন,  ৬ লক্ষ মে.টন আমন চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন, সংগ্রহ অভিযান সন্তোষজনক হলে পরবর্তীতে আরো ২ থেকে ৩ লাখ মে.টন চাল সংগ্রহ করা হবে। 
উল্লেখ্য, বর্তমানে সরকারি গোডাউনে মোট ১২ লাখ ১৮ হাজার মে.টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ৯ লাখ ৬৮ হাজার মে.টন চাল এবং ২ লাখ ৫০ হাজার মে.টন গম।  
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যবৃন্দ, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । 
#
সুমন/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৩৪ 

বাসস ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) :
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ব্যক্তিগতভাবে ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান। 
উল্লেখ্য যে, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ রাজধানীর এক হাসপাতালে গতকাল মারা গেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। শাহরিয়ার শহীদের বাবা সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজী দৈনিক বাংলাদেশ টাইমাস’র সম্পাদক মরহুম একেএম শহিদুল হক।
#

তৌহিদুল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫৩০ ঘণ্টা 

Todays handout (6).docx Todays handout (6).docx