Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী ১৬/০৯/১৫

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৫১

ছিটমহল সমস্যা সমাধানের মাধ্যমে দেশ নতুন করে স¦াধীনতা অর্জন করল 
                                                                 -- স¦াস্থ্যমন্ত্রী

দেবীগঞ্জ (পঞ্চগড়), পয়লা আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ছিটমহল সমস্যা সমাধানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করল। জনগণের কাছে নিজস্ব স্বাধীন ভূখ- ফিরিয়ে দিয়ে অধিকার প্রতিষ্ঠা করল বর্তমান সরকার। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের নেত্রী, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের হাতে স্বাধীন দেশের পতাকা তুলে দেয়ার নেত্রী। 
মন্ত্রী আজ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কোটভাজনিয়া ছিটমহলে কমিউনিটি ক্লিনিক এবং কৃমিনাশক সপ্তাহ ও ফাইলেরিয়া সনাক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ এখন নি¤œমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। আগামী ২০১৯ সালের আগে দেশে জাতীয় নির্বাচনও  হবে না। 
সংসদ সদস্য নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক এবং কমিউনিটি ক্লিনিক প্রকল্পের সাবেক পরিচালক ডা. মাখদুমা নার্গিস বক্তৃতা করেন। অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রংপুর বিভাগের সিভিল সার্জনবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার সব জেলা,  উপজেলা ও ইউনিয়নসহ দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। গ্রামের ওয়ার্ড পর্যায়ে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক কাজ করছে যেখানে জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা দেয়া হয় এবং ৩০টিরও বেশি ঔষধ বিনামূল্যে দেয়া হয়। কমিউনিটি ক্লিনিকগুলোতে নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে। বাংলাদেশের এই কর্মসূচি সারা বিশ্বের কাছে এখন উদাহরণ হিসেবে স্বীকৃত। এসময় মন্ত্রী পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স, আল্ট্রাসনোগ্রাম, এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কোটভাজনিয়াসহ সকল ছিটমহলের অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সকল উন্নয়নে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে এসময় তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন।
এর আগে মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড় আসার পথে নীলফামারীর ডোমার বাজার পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে সেখানে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়ার ষোঘণা দেন।
বিকালে তিনি নীলফামারীর ডোমার উপজেলার বালাপাড়া খাগড়াবাড়ি ছিটমহল পরিদর্শন করে সেখানে স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের আশ্বাস দেন। 
#
পরীক্ষিৎ/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা      
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৫০

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী
ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিকল্প নেই

ঢাকা, পয়লা আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে প্রযুক্তিনির্ভর চাষাবাদের কোনো বিকল্প নেই। মৎস্যখাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে বর্তমান সরকার বহুমুখি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, সম্প্রতি বিএফআরআই’র বিজ্ঞানীরা কৈ মাছের জাত উন্নয়ন ও চাষ পদ্ধতি উদ্ভাবন, ইলিশের নতুন অভয়াশ্রম প্রতিষ্ঠা, উপকূলীয় অঞ্চলে শিলা কাঁকড়া ও পারসে মাছের প্রজনন কৌশল উদ্ভাবন, গলদা চিংড়ির আগাম ব্রুড উন্নয়নসহ মৎস্যচাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ৫০টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। নিয়ন্ত্রিত পদ্ধতিতে কুচিয়ার পোনা উৎপাদনেও এ প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা প্রাথমিক সাফল্য অর্জন করেছেন। গবেষকরা বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন  সামুদ্রিক শ্যাওলার চাষাবাদ ও পুষ্টিমান নির্ণয়ে গবেষণা পরিচালনা করছেন। 
    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বিশাল সমুদ্রজয়ের ফলে বঙ্গোপসাগরের একচ্ছত্র অর্থনৈতিক এলাকায় মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে গবেষণা পরিচালনার এক নতুনক্ষেত্র সৃষ্টি হয়েছে। সমুদ্রে প্রয়োজনীয় জরিপ ও গবেষণা পরিচালনার জন্য মালয়েশিয়ায় তৈরি মীন সন্ধানী নামে অত্যাধুনিক জরিপ জাহাজ কেনা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই জাহাজটি দেশে আনা হবে। মীন সন্ধানীর মাধ্যমে বঙ্গোপসাগরে মাছের মজুত, প্রজনন এলাকা নির্ণয় এবং ব্যবস্থাপনা কৌশল নির্ণয় করা সম্ভব হবে।
    মন্ত্রী বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নে বিজ্ঞানী, এনজিওকর্মী এবং চাষিদের একযোগে কাজ করতে হবে। তিনি মৎস্যসম্পদ রক্ষায় কারেন্টজাল ও বেহেন্দী জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধে নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হবার আহ্বান জানান। বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন অর্থকরী প্রজাতি- শামুক, ঝিনুক, কাঁকড়া এবং কুচিয়ার চাষ জনপ্রিয় করতে অধিকতর গবেষণার জন্য তিনি বিজ্ঞানীদের পরামর্শ প্রদান করেন। তিনি চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীতে ইলিশের জাটকা সংরক্ষণের মতো পাঙ্গাশ মাছের পোনা সংরক্ষণের বিষয়ে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
    বিএফআরআই’র মহাপরিচালক মোহাম্মদ জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজা ও মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শেখ মোঃ মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন। বিএফআরআই’র পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বার্ষিক গবেষণা অগ্রগতি উপস্থাপন করেন।
    উল্লেখ্য, বিএফআরআই’র বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি মৎস্য রোগ নিরাময়ে ভেষজ উদ্ভিদ ব্যবহারে আশাব্যঞ্জক সফলতা অর্জন করেছে। মৎস্য গবেষণার অংশ হিসেবে রোগাক্রান্ত পুটি, শিং এবং রুই জাতের মাছের ওপর নিম পাতা, কালিজিরা তেল, আকন্দসহ ভেষজ গুণসম্পন্ন গাছের ফল-পাতা ব্যবহার করে গবেষকরা এ সফলতা পেয়েছেন। যা মৎস্যখাতের উন্নয়নে অত্যন্ত সম্ভাবনাময় দিক। 
#
আকতারুল/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা     

Handout                                                                                                          Number: 2649

Polish Deputy Minister calls on Shahriar Alam

Dhaka, September 16 :

            Deputy Minister of Treasury of Poland Zdzislaw Gawlik called on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam in the Foreign Ministry today.

 

            At the outset of the meeting, the Polish Deputy Minister appreciated re-opening of Bangladesh Embassy in Warsaw and observed that this would facilitate strengthening existing bilateral relations between the two countries. He expressed Poland’s interest in exploring full potential of economic cooperation between Bangladesh and Poland for the benefit of the two nations.

 

            Agreeing on the opinion of the Polish Deputy Minister of Treasury, Shahriar Alam put emphasis on exchange of business delegation between Bangladesh and Poland. He also observed that technical cooperation from Poland may benefit mineral extraction and processing companies, chemical engineering institutions and agro-food processing in Bangladesh.

 

            In response, the Polish side gave assurance for further cooperation in these new fields.

 

#

 

Khaleda/Afraz/Sanjib/Rezaul/2015/2056 hours

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৪৮

আবহাওয়ার সতর্কবার্তা
সমুদ্র বন্দরসমূহে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :

    ঊড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ঊড়িষ্যা ও তৎসংলগ্ন স্থলভাগ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

    চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

#

রহমান/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা     

Handout                                                                                  Number : 2647 

 

Bangladesh and Iranian Foreign Ministers meet

 

Dhaka, September 16:

 

          Iranian Foreign Minister Dr. Mohammad Javad Zarif had a bilateral meeting with the Foreign Minister of Bangladesh Abul Hassan Mahmood Ali in Dhaka today. Iranian Foreign Minister briefed his counterpart on the nuclear deal concluded between Iran and E3/EU+3 (China, France, Germany, Russia, UK, USA and European Union). He reaffirmed Iran’s commitment for implementation of the agreement and sought Bangladesh’s support in this regard.

 

          Terming the deal as “historic and landmark,” Bangladesh Foreign Minister stated that the agreement has proved once again the paramount importance of dialogue and diplomacy in resolving disputes through the peaceful process.

 

          Both the Foreign Ministers agreed to enhance and deepen bilateral relations for mutual benefit of the two peoples. Iranian Foreign Minister expressed his country’s willingness to improve cooperation with Bangladesh through exchange of visits both in private and public sectors.

 

          During the discussion, trade and investment, energy, science and technology, culture and education, ship-building, blue economy and tourism sectors were identified as potential areas of enhanced cooperation between the two countries.  

 

#

 

Khaleda/Afraz/Sanjib/Selim/2015/1940 Hrs 

 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৪৬

আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন
দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল একীভূত করে একটি ট্রাইবুনাল গঠনের সিদ্ধান্ত

ঢাকা, পয়লা আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ ও ২ এর বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় ট্রাইবুনাল দু’টিকে একীভূত করে একটি ট্রাইবুনাল গঠনের সিদ্ধান্ত  নেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর  সদস্য বিচারপতি আনোয়ারুল হককে  চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এর বিচারপতি  মো. শাহিনুর ইসলামকে সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম  কোর্টের পরামর্শক্রমে বিচারপতি  মো. সোহরাওয়ারদীকে সদস্য করে ট্রাইবুনালটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অপর ট্রাইবুনালটি পরবর্তী আদেশ না  দেয়া পর্যন্ত অগঠিত অবস্থায় থাকবে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর  চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এর  চেয়ারম্যান বিচাপতি ওবায়দুল হাসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এর সদস্য বিচারপতি  মো. মজিবুর রহমান মিয়া বাংলাদেশ সুপ্রিমকোর্টে প্রত্যাবর্তন করবেন। পরবর্তী আদেশ না  দেয়া পর্যন্ত ট্রাইবুনাল হতে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তনকারী বিচারপতিগণের অনুকূলে ট্রাইবুনালে কর্মরত থাকাকালে প্রদত্ত সকল নিরাপত্তা সুবিধাসহ আনুষঙ্গিক অন্যান্য সুবিধা অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, পরবর্তী আদেশ না  দেয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রশাসনিক ও বিচার সংক্রান্ত সকল বিষয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সম্পন্ন হবে।

    গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ  মো. জহিরুল হক স¦াক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

#

হাবিবুর/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৪৫

বাজার তদারকি
২১ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ঢাকা, খুলনা, নোয়াখালী, বরিশাল ও সুনামগঞ্জে আজ বাজার তদারকি করে। বাজার তদারকিকালে ২১টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

         ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে চায়মন বেকারিকে ৩৫ হাজার টাকা, ওজনে কারচুপির অপরাধে আলমের সবজির দোকানকে এক হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে বুলবুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে খুলনার খালিশপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শ’ টাকা, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, বরিশালের উজিরপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা  এবং সুনামগঞ্জ সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    
#

হাবিবুর/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৪৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯  সেপ্টেম্বরের 
প্রথমবর্ষ অনার্র্স (বিশেষ) পরীক্ষা স্থগিত

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ২০১৪ সালের অনার্র্র্স প্রথমবর্ষের (বিশেষ) পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। 

    বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং   www.nubd.info থেকে জানা যাবে।

#

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৪৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের বিভিন্ন 
সেমিস্টারের পরীক্ষার তারিখ পরিবর্তিত

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :
                                
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের বি এড অনার্স প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ১৯  সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর, বিবিএ তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষা ২০  সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর এবং বিএসসি অনার্স ইন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ঊঈঊ) পার্ট-১, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

    পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং   www.nubd.info থেকে জানা যাবে।

#

ফয়জুল/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা     

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৬৪২

 জাতীয় সংসদে গৃহীত দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) : 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নি¤œলিখিত ২ (দুই) টি বিলে আজ সম্মতি জ্ঞাপন করেছেন। 

বিল দু’টি হচ্ছে : বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল, ২০১৫ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল, ২০১৫।

#

মঞ্জুর/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৪০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :  
জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এম আবদুল লতিফ এবং এম এ আউয়াল অংশগ্রহণ করেন। 
    বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের অগ্রগতি এবং পার্বত্য জেলাসমূহে পরিচালিত এনজিওসমূহের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে কমিটি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব করে এবং বৈঠকে উপস্থিত সকলেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন।
কমিটি এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পার্বত্য জেলার দুইজন স্বাস্থ্য কর্মকর্তার অবসরকালীন আর্থিক সুবিধা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে পিএসসিকে সুপারিশ করে।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/অনসূয়া/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫১৫ ঘণ্টা                                                           

                                                                        

 তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৪১  

সপ্তাহব্যাপী ঢাকা বিভাগীয় আয়কর মেলা-২০১৫ এর উদ্বোধন
স্বচ্ছল নাগরিকদের স্বপ্রণোদিত হয়ে কর পরিশোধ করতে শিল্পমন্ত্রীর আহ্বান 

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) :  
দেশের স্বচ্ছল নাগরিকদের স্বপ্রণোদিত হয়ে করপ্রদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আর্থিকভাবে সক্ষম সকল নাগরিক নিয়মিত কর পরিশোধ করলে, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় জনসংখ্যার অনুপাতে করদাতার সংখ্যা অনেক কম হবার পরও ইতোমধ্যে বাংলাদেশ নি¤œমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে তিনি জানান। 
শিল্পমন্ত্রী আজ ঢাকা বিভাগীয় আয়কর মেলা-২০১৫ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জাতীয় রাজস্ব বোর্ড রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করে। 
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
আমির হোসেন আমু আয়কর প্রদানের গুরুত্ব উল্লেখ করে বলেন, নাগরিকরা নিজ নিজ আয়কর পরিশোধ করলে, সরকারের রাজস্ব আয় বাড়বে। সরকারের রাজস্ব আয় বাড়লে, দেশে অবকাঠামোসহ বিভিন্ন খাতে অধিক পরিমাণে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে। এতে করে রাষ্ট্রের নাগরিকরাই উন্নত ও সমৃদ্ধ জীবনযাপনের সুযোগ পাবে। বিদেশি ঋণের পরিবর্তে নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলে, সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হয় বলে তিনি মন্তব্য করেন। 
শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতা-উত্তর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি অর্থনৈতিকভাবে দেশকে স্বনির্ভর করতে ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭৬ নম্বর আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করে অভ্যন্তরীণ সম্পদ প্রবাহ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর অর্থনৈতিক উন্নয়ন দর্শনের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর নির্মাণ কাজও এগিয়ে চলছে। এসব প্রকল্প সম্পন্ন হলে, বঙ্গবন্ধুর স্বপ্নের আদলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে। এর মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহিদের আত্মা শান্তি পাবে। 
উল্লেখ্য, এ বছর ঢাকা বিভাগীয় আয়কর মেলায় সহজে আয়কর পরিশোধের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। কর পরিশোধের সুবিধার্থে করদাতাদের জন্য অঞ্চলভিত্তিক বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ রয়েছে। বিভিন্ন বুথে আয়কর বিভাগীয় কর্মকর্তারা করদাতাদের আয়কর রিটার্ণ পূরণ ও দাখিলে সেবা দিচ্ছেন। মেলায় আয়কর বিষয়ক পরামর্শ ও সেবাদানের জন্য ৫৬টি হেল্প ডেক্স, আয়কর রিটার্ণ গ্রহণের জন্য ৪১টি, ই-টিআইএন সংক্রান্ত ১০টি ও অন্যান্য সেবা সংক্রান্ত ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের ৪টি, জনতা ব্যাংকের ২টি, প্রাথমিক স্বাস্থ্য সেবা ১টি, তথ্য ও মিডিয়ার জন্য ১টি, ফটোকপির জন্য ৪টিসহ মেলায় সব মিলিয়ে ১২৩টি বুথ রয়েছে। 
#
জলিল/অনসূয়া/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৩৯ 

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) : 
         জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ কমিটির সভাপতি  মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক, মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, 
মো. আনোয়ারুল আজীম এবং এডভোকেট মমতাজ বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।  
        বৈঠকে পোর্টস সংশোধনী বিল, ২০১৫ এর ওপর বিস্তারিত আলোচনা করা হয় এবং পরবর্তী বৈঠকে আরো আলোচনা করে সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়। 
    বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

এমাদুল/অনসূয়া/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪৪৫ ঘণ্টা

   

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৩৮

সৈয়দ মহসিন আলীর কফিনে শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) : 

    সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল 
ইসলাম নাহিদ।
    সরকারি সফরে ফিনল্যান্ডে অবস্থান করায় শিক্ষামন্ত্রীর পক্ষে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোল্লা জালালউদ্দিন, শিক্ষা সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান এবং শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাকির হোসেনসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
#

সাইফুল্লাহ/অনসূয়া/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪০০ ঘণ্টা

 

 তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৩৭


জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত 

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর) : 

বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, হুইপবৃন্দ, সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যবৃন্দ,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন। পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসিন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ ও রুহুল আমীন হাওলাদার এমপি, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষ থেকে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর পক্ষ থেকে মইন উদ্দীন খান বাদল এমপিসহ জাসদের সংসদ সদস্যবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 
 পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 
#

নূরুল/অনসূয়া/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon