Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 13/02/2015

তথ্যবিবরণী                                          নম্বর :   ৪৩৯

সত্যকে অলংকৃত করে সাহিত্যকে রূপ রসে সমৃদ্ধ করা যায়

                       -- ডেপুটি স্পিকার

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

 

     ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, সাহিত্যে আবেগ থাকবে কিন্তু সত্যকে ছাপিয়ে আবেগসর্বস্ব সাহিত্য কখনই মানুষের মনে স্থায়ী আসন লাভ করতে পারে না। সত্যকে অলংকৃত করে সাহিত্যকে রূপ রসে সমৃদ্ধ করা যায় কিন্তু অলংকারকে ঘষে মেজে সত্যের রূপ দেয়া যায় না। বস্তুনিষ্ঠ, মানবতাবাদ ও সমাজ সচেতনতামূলক সৃষ্টিকর্মই উত্তম ও আধুনিক সাহিত্য বলে তিনি অভিমত প্রকাশ করেন।

     ডেপুটি স্পিকার আজ ঢাকায় অমর একুশে বইমেলায় “সঞ্চয়ন” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। এসময় অসংখ্য লেখক তাঁদের লেখা বইয়ের মোড়ক উন্মোচনের জন্য ডেপুটি স্পিকারকে অনুরোধ জানালে তিনি তাঁদের বইয়ের মোড়ক উন্মোচন করেন।

     ডেপুটি স্পিকার বলেন, আমাদের মাঝে  অনেকেই আছেন যারা প্রখর মেধার অধিকারী এবং তাদের প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে। আপনারা আপনাদের মনের কথা ও ভাবনাগুলোতে কালির আঁচড় লাগান দেখবেন তা সাহিত্যে রূপলাভ করেছে। কিন্তু আমরা আজ অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমরা ব্যস্ততার অজুহাতে না পারি পাঠক হতে, না পারি লেখক হতে। অথচ আমাদের মনের খোরাক মেটাতে সাহিত্যের বিকল্প নেই। এ অমোঘ সত্যটাকে আমরা শেষ জীবনে এসে উপলব্ধি করি কিন্তু জীবনের শুরুতে পড়ার কিংবা লেখার কোনো অভ্যাস গড়ে তুলি না- এটাই আমাদের দুর্ভাগ্য।

     তিনি তরুণ তরুণীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে আমোদ উপভোগের একাধিক উপায় বা মাধ্যম থাকতে পারে কিন্তু মনের নির্মল আনন্দ খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম হলো সাহিত্যচর্চা ও বইপড়া। সাহিত্যচর্চার মাধ্যমে আমাদের মধ্য হতে কূপমন্ডূকতা, কুসংস্কার ও আত্মিক জড়তা দূর হতে পারে।

     পাঠকদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন,  আপনারাই হলেন সাহিত্যের গন্তব্য। পাঠকই পারে সাহিত্যকে চিরঞ্জীব করে রাখতে। তরুণ পাঠকদের  আরো বেশি সাহিত্যচর্চা করতে, নিজ সংস্কৃতি ও ঐতিহ্যকে বুকে লালন করে উন্নত জীবন গড়তে তিনি আহ্বান জানান। 

     এরআগে ধানমন্ডি দৃক গ্যালারিতে গ্রাসহুপার ফটোগ্রাফার কমিউনিটি এক ফটোপ্রদর্শনীর আয়োজন করে। ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে প্রদশর্নীর উদ্বোধন করেন। তিনি গ্যালারিতে বিভিন্ন ফটোগ্রাফারের তোলা ছবি ঘুরে দেখেন।

#

স¦পন/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                  নম্বর :  ৪৩৮

                                                                              

মাঝপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের

কুলখানিতে ভূমিমন্ত্রীর যোগদান

 

আটঘরিয়া (পাবনা), পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

 

     ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ পাবনার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ আলী সরকারের বাসভবনে অনুষ্ঠিত কুলখানি ও মিলাদ মাহফিলে যোগ দেন।

 

     মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শবান, নীতিবান, সৎ ও ন্যায়নিষ্ঠ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেতে হবে। নিজেদের অন্যায় কাজ থেকে বিরত রেখে অন্যকেও অন্যায় কাজের কুফল সম্পর্কে অবহিত করে সমাজের উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করলেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

 

     ভূমিমন্ত্রী বলেন, মরহুম মোহাম্মদ আলী সরকার ন্যায়নীতি ও নিষ্ঠার দিক দিয়ে একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি সমাজের সকলকে আদর্শবান মানুষ হিসেবে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনপদ্ধতি অনুসরণ ও অনুকরণের আহ্বান জানান।

#

 

রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                 নম্বর :  ৪৩৭                                                                                

 

চিংড়ি প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি                                                                                  -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 

ডুমুরিয়া (খুলনা), পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

 

     মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, চিংড়ি প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

 

     প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়ায় শহিদ যোবায়েদ আলী মিলনায়তনে রপ্তানিযোগ্য চিংড়ি সম্পদের মান উন্নয়ন এবং ইইউ-এফভিও অডিট টিমের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায়  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

     প্রতিমন্ত্রী বলেন, চিংড়ি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম রপ্তানিপণ্য। এটি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে। বিদেশে এ রপ্তানিপণ্যের সুনাম অক্ষুণœ রাখার জন্য অবিলম্বে পুশইন বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মৎস্যখাত। এখাতের ঐতিহ্য ধরে রাখতে হলে মাছের গুণগতমান ঠিক রাখতে হবে। এজন্য মাছ প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে তিনি  ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

 

     উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দৌজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খান আলী মুনছুর, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক মোঃ আব্দুর রাশেদ,  জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি বক্তৃতা করেন।

#

জিনাত/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                         নম্বর :  ৪৩৬                                                            

 

হরতাল অবরোধে দেশের খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

                               -- রাশেদ খান মেনন

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

 

     বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান  মেনন বলেছেন, হরতাল অবরোধ দেশের গরিব মানুষকে আঘাত করছে। দেশের খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে । এ অবস্থা চলতে পারে না। গরিব মানুষের জীবনজীবিকা জিম্মি রেখে রাজনীতির নামে অপতৎপরতা প্রতিহত করতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

     মন্ত্রী আজ ঢাকায় শান্তিবাগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

     স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক ওয়ার্ড কমিশনার শেখ সেকান্দর আলী উপস্থিত ছিলেন ।

 

     বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান সন্তোষজনক মাত্রায় অগ্রগতি হয়েছে। দেশে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে । দরিদ্র পরিবারের সন্তানদের মধ্যে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পাচ্ছে। সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের সফল প্রচেষ্টায় হতদরিদ্র পরিবারের সন্তানরাও জীবিকা অর্জনের লক্ষ্যে স¦ল্পব্যয়ে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন ।

 

     পরে মন্ত্রী দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন।

 

#

 

শেফায়েত/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                         নম্বর : ৪৩৫

 

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে

যুগোপযোগী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে

                                            --বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খুলনা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি ) :

    

     বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কে যুগোপযোগী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে,পাশাপাশি এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

 

     প্রতিমন্ত্রী আজ খুলনার বয়রায় ওজোপাডিকোর প্রধান কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

     প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০২১ সালের মধ্যে বিদ্যুৎখাতে উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা ২০১৯ সালের মধ্যেই অর্জন করতে হবে। এজন্য সিস্টেমলস কমিয়ে আনা, সুষ্ঠু লোড ম্যানেজমেন্ট এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের দিকে অধিক নজর দিতে হবে। তিনি আরো বলেন, অন্যান্য বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের সাথে ওজোপাডিকোকে এগিয়ে যেতে হলে বিদ্যুতের ভবিষ্যৎ চাহিদাকে সামনে রেখে আধুনিক ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি গ্রাহকদের সেবারমান উন্নয়নের জন্য ওয়ানস্টপ সার্ভিসকে আরো কার্যকর করার আহ্বান জানান।

 

     ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।

 

     পরে প্রতিমন্ত্রী দৌলতপুরের মেঘনা অয়েল কোম্পানির জমি পরিদর্শন করেন এবং শহিদ অধ্যাপক আবু সুফিয়ান স্মৃতি হতদরিদ্র ভূমিহীন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। মেঘনা অয়েল কোম্পানির জমিতে যে সকল ভূমিহীন লোক বসবাস করছে তিনি তাদের অন্যত্র পুনর্বাসন না করা পর্যন্ত উচ্ছেদ না করার আশ্বাস দেন।

    

 

#

মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৪৩৪

 

ডব্লিউডব্লিউএলসিএ সম্মেলনে যোগদানের উদ্দেশে

স্পিকারের ঢাকা ত্যাগ

 

 

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

 

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য 2nd World Women Leadership Congress and Award (WWLCA)এ অংশগ্রহণের  উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন।

 

    সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

 

    আগামী ১৫ ফেব্রুয়ারি স্পিকার ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

 

#

 

মঞ্জুর/মিজান/মোশারফ/সেলিম/২০১৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ৪৩৩

 

বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

 

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

 

     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোস্টগার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

 

     ‘‘বাংলাদেশ কোস্টগার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

 

     জাতীয় সমুদ্র সম্পদের সুরক্ষার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নিরাপত্তা বলয়। এক্ষেত্রে একটি আধুনিক ও যুগোপযোগী কোস্টগার্ডের কোন বিকল্প নেই।

 

     দেশের সুবিশাল সমুদ্র এবং উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তা বিধানে কোস্টগার্ডের অবস্থানকে আরো সুদৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। কোস্টগার্ডকে একটি সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমাদের সরকার ইতোমধ্যেই ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এ বাহিনীর জন্য আমরা আধুনিক ট্রেনিং ঘাঁটি নির্মাণ করেছি। আধুনিক দ্রুতগতিসম্পন্ন বোট সংগ্রহ করা হয়েছে। কোস্টগার্ডের স্টেশন ও জনবল বৃদ্ধি করা হয়েছে। খুব শীঘ্রই নতুন জলযান সংগ্রহ করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

 

     আমার বিশ্বাস, কোস্টগার্ডের সদস্যগণ দেশপ্রেম, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করবেন। উপকূল ও দেশের সমুদ্রসীমায় মূল্যবান মৎস্য ও জলজ সম্পদ আহরণকে নিরাপদ করবেন। সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অবদান রাখবেন।

 

     আমি বাংলাদেশ কোস্টগার্ড-এর উত্তরোত্তর সমৃদ্ধি এবং ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

 

 

                                                                    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

                                                                   বাংলাদেশ চিরজীবী হোক।’’

 

#

মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭০২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৪৩২

 

বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

রাষ্ট্রপতির বাণী

 

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

 

            রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ কোস্টগার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

 

            “বাংলাদেশ কোস্টগার্ড এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও  ‘কোস্টগার্ড  দিবস-২০১৫’ উপলক্ষে আমি এই বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

            বাংলাদেশ কোস্টগার্ড জাতীয় জলসীমা ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা দমন, অবৈধ  চোরাচালান রোধ, মৎস্য,  তেল, গ্যাস ও বনজ সম্পদ রক্ষাসহ পরিবেশ দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি এ প্রতিষ্ঠানটি সমুদ্রবন্দরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে যাচ্ছে। এছাড়াও কোস্টগার্ড প্রাকৃতিক দুর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্য পরিচালনা করে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

 

            বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী আমরা বঙ্গোপসাগরে সুবৃহৎ একান্ত অর্থনৈতিক এলাকা এবং মহীসোপানে অর্থনৈতিক ও আইনগত অধিকার লাভ করেছি। সমুদ্রের অনুন্মোচিত প্রাকৃতিক ও খনিজসম্পদ বাংলাদেশের জাতীয় উন্নয়নে অত্যন্ত সম্ভাবনাময় উপাদান। বাংলাদেশের সিংহভাগ বাণিজ্যিক কর্মকা- পরিচালিত হয় সমুদ্রপথে। তাই নিরাপদ সমুদ্র প্রতিষ্ঠা ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় জলসীমা ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যগণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্বপালন করে যাবে - এটাই সকলের প্রত্যাশা।

 

            আমি বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

 

            খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

 

#

 

আজাদ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা

Todays handout (1).doc Todays handout (1).doc