Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 27/02/2015

তথ্যবিবরণী                                                                            নম্বর : ৫৯৭ 

 

আগুন-সন্ত্রাসীরা সভ্যতার শত্রু

                     -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

    আগুন-সন্ত্রাসীদের সভ্যতার শত্রু বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী একথা বলেন।

    দেশের প্রকৌশলীদের সামনে এখন টেকসই, সবুজ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকৌশলীরা সভ্যতার বাহক এবং জঙ্গিবাদ হচ্ছে সভ্যতার সবচেয়ে বড় শত্রু। জঙ্গিবাদ এবং আগুন-সন্ত্রাসীদের আক্রমণ থেকে জনগণকে রক্ষায় তিনি প্রকৌশলীদের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান জানান।

    বুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক এম এইচ খান ও অধ্যাপক খালেদা একরামসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

অভিজিৎ রায় হত্যা মুক্তচিন্তা ও বিজ্ঞানমনস্কতার ওপর আঘাত

    অভিজিৎ রায় হত্যাকে মুক্তচিন্তা ও বিজ্ঞানমনস্কতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত মুক্তমনা ব্লগের সম্পাদক ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যার দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার ওপর গুরুত্ব দেন তিনি।

    তথ্যমন্ত্রী আজ ঢাকায় অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক ড. অজয় রায়ের সাথে তাদের সিদ্ধেশ্বরীর বাসায় দেখা করেন ও কিছু সময় কাটান। এসময় অভিজিতের আহত স্ত্রী রাফিদা আহমেদের চিকিৎসারও খোঁজ নেন তিনি। 

কমান্ডার আব্দুর রউফের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি হিসেবে তৎকালীন পাকিস্তানিদের চক্রান্তের শিকার কমান্ডার রউফ আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

    তথ্যমন্ত্রী প্রয়াত আব্দুর রউফের আত্মার শান্তি কামনা করেন ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

#

আকরাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :   ৫৯৬

 

মানুষের ভাগ্যোন্নয়নে সকলকে পারস্পরিক

সহযোগিতামূলক মনোভাব পোষণ করতে হবে

                             --  ডেপুটি স্পিকার

 

ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

                                       

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভেকেট মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব পোষণ করতে হবে। এলাকার জনগণের স্বার্থে সবধরনের হীনমন্যতা ও পরশ্রীকাতরতা পরিহার করে দেশ গড়তে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য রংপুর বিভাগের সকলের প্রতি তিনি আহ্বান জানান।

 

ডেপুটি স্পিকার আজ ঢাকায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ অডিটোরিয়ামে ঢাকাস্থ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

 

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার উত্তরবঙ্গের জনগণের ভাগ্য পরিবর্তনে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলের উচিত বর্তমান দরিদ্রবান্ধব গণমুখী সরকারকে দেশগঠনে সবধরনের সহযোগিতা করা, যাতে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকে।

 

গাইবান্ধা জেলার গৌরবময় ইতিহাস বর্ণনার এক পর্যায়ে তিনি বলেন, আমাদের উচিত গাইবান্ধা জেলার অধিকারবঞ্চিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। ঢাকাতে এসে উত্তরবঙ্গের মানুষ যেন কারো কাছে অবহেলার পাত্র না হয়। প্রতিযোগিতামূলক চাকুরির জন্য উপযুক্ত করে গড়ে উঠতে উত্তর জনপদের প্রার্থীদের সহযোগিতা দিতে তিনি এলাকার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

সমিতির সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান সরকার এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ বক্তৃতা করেন।

 

#

 

স¦পন/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :   ৫৯৫

ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের ছাড় দেয়া হবে না
                                            -- আইনমন্ত্রী

ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
                                        
    লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকা-ে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    আজ এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, এ হত্যাকান্ডের পুলিশি তদন্ত চলছে, হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

#

শাহীন/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                নম্বর :   ৫৯৪

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা
                                -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ), ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

    মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ষড়যন্ত্র করে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না। যারা দেশে-বিদেশে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

    মন্ত্রী আজ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে একথা বলেন।

    মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। এখন আর কোনো হরতাল পালন হয় না। সারাদেশে গাড়ি চলছে। বর্তমান সরকারের অর্জিত বিভিন্ন সাফল্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনার কথা তিনি মুক্তিযোদ্ধাদের সামনে তুলে ধরেন।
                                                                                                                  
    নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাজাহারুল হক ফকিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন ও শওকত হোসেন ঈমন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আহাদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল কাইয়ুম বক্তৃতা করেন।

    এর আগে মন্ত্রী নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

#

মারুফ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                          নম্বর :  ৫৯৩

সন্ত্রাসীরা কখনো জয়লাভ করতে পারে না
                              -- নৌমন্ত্রী

ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীরা কখনও জয়লাভ করতে পারে না। দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    মন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি আয়োজিত নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    কর্মচারী সমিতির নেতা মোঃ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য বাখেন চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক, কর্মচারী সমিতির নেতা শাহজাহান মিয়া, মোঃ মজিবর, আবুল কালাম আজাদ, মোঃ নাসির, মোঃ সুজন, মোঃ হেলাল এবং মোঃ মাহবুব।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সরকারি চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সকল ন্যায়সঙ্গত দাবি পূরণ করতে বদ্ধপরিকর। শ্রমজীবী মানুষের রক্তের বিনিময়ে আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিতে পারি না বলে তিনি উল্লেখ করেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণœ রাখা এবং হরতাল অবরোধের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

#

জাহাঙ্গীর/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৫৯২

জ্ঞানবিজ্ঞানে নতুন প্রজন্মের অগ্রগতির ধারা অব্যাহত থাকলে সাহিত্যাঙ্গন আরো আলোকিত হবে  
                                                                           -- রাশেদ খান মেনন

ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বদৌলতে নতুন প্রজন্ম শিল্প সাহিত্যসহ জ্ঞানবিজ্ঞানে অনেক এগিয়ে গেছে। অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যাঙ্গন আরো আলোকিত হবে।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক কিয়ান রাশেদ সাদি’র  ‘সি অভ্ ড্রিম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইংরেজিতে লেখা এ বইয়ের মোড়ক উন্মোচন করেন বর্ষীয়ান রাজনীতিক হায়দার আকবর খান রনো। ২৪ পৃষ্ঠার এ বইটিতে ৪টি গল্প, ১৬ টি ছড়া ও অনুবাদ রয়েছে।  

    জনাব রনো  বইটির মোড়ক উন্মোচন শেষে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বইটিতে ১২ বছর বয়সী লেখক কিয়ান রাশেদের  শব্দচয়ন, কাব্যিক জ্ঞান আমাকে অভিভূত করেছে। বইটিতে আমাদের সমাজজীবনের কাহিনী, মহান মুক্তিযুদ্ধ ও বাংলার প্রকৃতি সর্বোপরি  বাংলাদেশের জীবনব্যবস্থা প্রস্ফুটিত হয়েছে ।

    
    পরে মন্ত্রী লেখক রায়া খানের সিজন নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ।

#

শেফায়েত/মিজান/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৫/১৯৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :   ৫৯১

সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে
                               -- নারায়ণ চন্দ্র চন্দ

ডুমুরিয়া (খুলনা), ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকার সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী আজ খুলনায় ডুমুরিয়ার শলুয়া, থুকড়া, মিকসিমিল, রুদাঘরা, মধুগ্রাম ও শাহপুর গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী উন্নয়ন কর্মকা-       বাস্তবায়ন করে যাচ্ছে।  যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ এবং পল্লি এলাকার উন্নয়নসাধনের লক্ষ্যে সরকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রুদাঘরা ইউপি চেয়ারম্যান জি এম আমান উল্লাহ, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আরজান আলী এবং স্থানীয় নেতৃবৃন্দ এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী এসএসসি ও দাখিল পরীক্ষার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, শাহপুর মধুগ্রাম কলেজ ও মধুগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

#

মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ৫৯০

 

আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতি  থেকে পরিশুদ্ধ করা সম্ভব

                                                                        -- ভূমিমন্ত্রী

 

ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

 

          ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমির নকশা, পর্চা, খাজনা ও নামজারি সবকিছুই প্রযুক্তি দিয়ে করার চেষ্টা চালাচ্ছি আমরা। প্রযুক্তির মাধ্যমেই ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতি থেকে পরিশুদ্ধ করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

          মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ভবন মিলনায়তনে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি সমস্যা : উত্তরণের পথ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

          ভূমিমন্ত্রী সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভূমি নিয়ে জটিলতা হ্রাসের আশ্বাস দিয়ে বলেন, ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। ভূমি ব্যবহার নীতিমালা আরো যুগোপযোগী করতে সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, এদেশের এক শ্রেণির লোভী মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের দারিদ্র্যের সুযোগে ভূমি নিয়ে নানাভাবে তাদের হয়রানি করছে। ভূমিদস্যুদের বিপক্ষে সবাই।

 

          সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল- ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রথাগত ভূমি অধিকারের যথাযথ স্বীকৃতি প্রদান করা। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার আদায়ের বড় প্রতিবন্ধকতা হিসেবে অশিক্ষা, পশ্চাৎপদতা ও দারিদ্র্যকে চিহ্নিত করে ভূমিমন্ত্রী বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে শিক্ষার হার সম্প্রসারণের জন্য আবাসিক বিদ্যালয়ে বিনামূল্যে খাদ্য, পোশাক পরিচ্ছদ, আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা কারিকুলাম, শিক্ষা উপকরণ, চিকিৎসা ও অন্যান্য সুবিধাদি প্রদান করছে। শিশুদের শতভাগ স্কুলে যাওয়া নিশ্চিত করতে পারলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দুঃখ কষ্ট দূর হবে।

 

          সিসিডিবি’র নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ  শেখ মোঃ জহিরুল হক, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক গবেষক প্রফেসর মেসবাহ কামাল, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. স্বপন আদনান, ক্রিস্টিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর সাবেক নবী, আরডিসির ট্রাস্টি আবু নাসের ও সাধারণ সম্পাদক  জান্নাত-এ-ফেরদৌসী এবং নর্দার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ভিক্টর লাকড়া বক্তব্য রাখেন।

 

#

রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৫৮৯

 

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ইঞ্জিনচালিত নৌকা আটক

 

চট্টগ্রাম, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

 

          বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন চট্টগ্রামের আউটপোস্ট পতেঙ্গার একটি অপারেশন দল আজ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে গহিরা নামক এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাঠের বোটসহ ৮ হাজার ৩শ’ বোতল বিদেশি মদ ও বিয়ার আটক করেছে।

 

          আটককৃত মদ ও বোটের  মূল্য  প্রায় ১  কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত বোট, মদ ও বিয়ার আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে ।

 

#

 

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                      নম্বর : ৫৮৮

পরীক্ষার্থীদেরকে মানসিক সাহস দিন
                             ---শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিবেচনাবর্জিত দায়িত্বজ্ঞানহীন অবরোধ-হরতালের অশান্ত পরিবেশেও এসএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার সর্বাত্মক
মানসিক-সহযোগিতা প্রদানের পরামর্শ দিয়েছেন। পরীক্ষার্থীদের সুবিধার্থে আবারো হরতাল-অবরোধ শিথিল করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    মন্ত্রী আজ ঢাকায় গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

    মন্ত্রী অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের কথা শোনেন। অভিভাবকরা অশান্ত পরিবেশেও কৌশলী হয়ে পরীক্ষাগুলো চালিয়ে নেয়ায় সরকারের প্রশংসা করেন। অনেকে পরীক্ষার খাতা সময় নিয়ে দেখার পরামর্শ দেন। অনেকে এইচএসসি পরীক্ষার আগে এসএসসি পরীক্ষা শেষ হবে কিনা জানতে চান। হরতাল ঘোষণার সাথে সাথে পরীক্ষার পরবর্তী তারিখ জানানো ও ধর্ম পরীক্ষাটি শীঘ্র নেয়ারও অনুরোধ করেন কেউ কেউ। মন্ত্রী অত্যন্ত ধৈর্য ধরে সবার কথা শোনেন।

    মতবিনিময়কালে জনাব নাহিদ এইচএসসি পরীক্ষা যথাসময়ে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। তিনি সকল পরীক্ষার্থীকে নিজের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, আপনাদের এক এক জনের একজন করে পরীক্ষার্থী সন্তান, আমার ১৫ লাখ পরীক্ষার্থী সন্তান।

    মন্ত্রী পরে ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুলের সামনে অবস্থানরত অভিভাবকদের সাথেও কথা বলেন।

                              #
ঢালী/মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭২০ ঘণ্টা

 

Todays handout (4).doc Todays handout (4).doc