Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী ০৫/১১/১৫

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩২২০ 
নারী ড়্গমতায়ন অধিকতর সম্প্রসারণে ডেপুটি স্পিকারের গুরম্নত্বারোপ

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মধ্য দিয়ে নারী ড়্গমতায়নকে আরো সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে হাওর, চর ও উপকূলীয় অঞ্চলের দরিদ্র নারীদের অধিকার ও প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এড়্গেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে। তিনি প্রত্যনত্ম অঞ্চলের দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের আশ্বাস দেন।
    ডেপুটি স্পিকার আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দু’দিনব্যাপী সমাজভিত্তিক সংগঠনসমূহের জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সোনাজীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, সিবিও প্রতিনিধি রাশিদা বেগম ও ড়্গুদ্র নৃগোষ্ঠী সংগঠনের প্রতিনিধি রবীন্দ্রনাথ সরেন বক্তব্য রাখেন।
    ডেপুটি স্পিকার বলেন, অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনধারণে সহযোগিতা করতে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সমাজভিত্তিক সংগঠনসমূহ উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনে অভিযোজন, দুর্যোগ ব্যবস'াপনা, অর্থনৈতিক ড়্গমতায়ন, নারীর নেতৃত্ব বিকাশ ও ড়্গমতায়ন, কৃষি বিষয়ক সেবা, কারিগরি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। কৃষকের ফসল উৎপাদন বাড়াতে ও ফসলের বিপণন নিশ্চিত করতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ও যোগাযোগ ব্যবস'ার উন্নয়ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    তিনি আরো বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় বিপদাপন্ন প্রানিত্মক নারী পুরম্নষের অংশগ্রহণ ব্যতিরেকে কার্যকর ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্গম ও পিছিয়ে পড়া অঞ্চলে তৃণমূল সমাজভিত্তিক গণসংগঠনসমূহের কাজের অভিজ্ঞতা ও অর্জিত সফলতা আগামীতে বিশেষ কাজে আসবে। আর পারস্পরিক আলোচনার মাধ্যমে গৃহীত সুপারিশ জাতীয় পরিকল্পনা প্রণয়নে বড় ধরণের ভূমিকা রাখবে। 
    এর আগে সম্মেলনের তিনটি অধিবেশনে সংশিস্নষ্ট বিশেষজ্ঞ, সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের উপসি'তিতে আলোচনার মাধ্যমে ১৬ দফা সুপারিশমালা প্রণয়ন করা হয়। সুপারিশে কৃষিখাত সংশিস্নষ্ট নারীদের কৃষক হিসেবে স্বীকৃতি প্রদান ও তাদের সড়্গমতা বৃদ্ধি, খাসজমি ও জলা-জঙ্গলে নারীদের প্রবেশাধিকার বাড়ানো, হাওর ও উপকূল অঞ্চলে স্কুলে যাতায়াতের জন্য বিশেষ নৌব্যবস'া চালু এবং কৃষি উৎপাদন, পশুপালন ও মৎস্যচাষকে উৎসাহিত করতে স্বল্পসুদে ঋণের ব্যবস'া করার প্রসত্মাবনা রাখা হয়।
#
স্বপন/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩২১৯

 

সরকার দারিদ্র্যবিমোচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে

                                        -- স্পিকার

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সরকার দারিদ্র্যবিমোচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বর্তমান সরকার প্রণীত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প - ২০২১, প্রেড়্গিত পরিকল্পনা ২০১০-২০২১সহ  সকল দলিলে দারিদ্র্য নিরসনকে বিশেষ গুরম্নত্ব প্রদান করা হয়েছে।

স্পিকার আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি অডিটোরিয়ামে পস্ন্যানিং কমিশন আয়োজিত National Social Security Strategy (NSSS) of Bangladesh 2015  এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

স্পিকার বলেন, বর্তমানে প্রণীত জাতীয় সামাজিক সুরড়্গা কৌশলপত্র দারিদ্র্য নির্মূলে একটি  সমন্বিত উদ্যোগ। এই কৌশলপত্র বাংলাদেশের দারিদ্রবিমোচনে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের দারিদ্র্যবিমোচন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে  সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো গুরম্নত্বপূর্ণ অবদান রাখছে। স্পিকার দেশের দারিদ্র্যবিমোচনে উন্নয়ন সহযোগী সংস'াগুলোকে আরো অধিক সহায়তার আহ্বান জানান। দেশের হতদরিদ্র ও প্রানিত্মক জনগোষ্ঠীর প্রতি লড়্গ্য রেখে বিশেষ উন্নয়ন কর্মসূচি গ্রহণের জন্য তিনি সংশিস্নষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুসত্মফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ,  বাংলাদেশে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস এবং ডিএফআইডি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারাহ কুক বক্তৃতা করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অভ্‌ ডেভেলপমেন্ট স্টাডিজের রিসার্চ ডিরেক্টর ড. বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এম আকাশ আলোচনায় অংশগ্রহণ করেন।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব শামসুল আলম অনুষ্ঠানে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের ওপর একটি উপস'াপনা পেশ করেন।

উলেস্নখ্য, দারিদ্র্য, সংকটাপন্নতা ও প্রানিত্মকীকরণ এ তিন সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে এবারই প্রথম জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়ন করা হলো যা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প - ২০২১ বাসত্মবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

#

শিবলী/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২১৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :

জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  মো. জাহিদ আহসান রাসেল  এতে সভাপতিত্ব করেন। 

কমিটির সদস্য  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, 
মো. কবিরম্নল হক, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নুরম্নল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে খসড়া ‘জাতীয় যুবনীতি - ২০১৫’ এর ওপর আলোচনা হয়। প্রতিটি যুবককে ন্যায়নিষ্ঠ, আধুনিক জীবনবোধসম্পন্ন ও আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে গড়ে তোলা, প্রত্যেক যুব নারীপুরম্নষকে মানবসম্পদে পরিণত করা, যুবদের জন্য উন্নত শিড়্গা, স্বাস'্য, পেশা ও কর্মের ব্যবস'া করার জন্য একটি সুন্দর ও আধুনিক যুগোপযোগী যুবনীতি প্রণয়নের বিষয়ে বিসত্মারিত আলোচনা করা হয়।  

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ  সেন্টার (ইণখঈ) এবং  সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (ঈজও) এর পরামর্শ গ্রহণ করে সকল পর্যায়ে স্টেকহোল্ডার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক ও অনলাইন মাধ্যম এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কশপ আয়োজনের সুপারিশ করা হয়।

বিকেএসপিতে সদ্যনির্মিত বেইলম্যান ইন্ডোর হ্যাঙ্গারটি ব্যবহারের উপযোগী করার জন্য কি ব্যবস'া গ্রহণ করা যায় সে সম্পর্কে বুয়েটের প্রতিনিধি, দেশের এবং বিদেশের সংশিস্নষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের পরামর্শ গ্রহণ এবং একইসাথে ত্রম্নটির জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরম্নদ্ধে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের সুপারিশ করা হয়।
  
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিকেএসপি’র মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট  ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

শিবলী/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                        নম্বর : ৩২১৫ 
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য বেগম রেবেকা মমিন, মো. শামসুল হক টুকু, মঈন উদ্দীন খান বাদল, এ কে এম মাঈদুল ইসলাম এবং মো. রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।  
    বৈঠকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের সামগ্রিক কার্যাবলীর ২০০৩-২০০৪, ২০০৪-৫ ও ২০০৫-৬ অর্থবছরের হিসেবের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পারফরমেন্স অডিট রিপোর্ট ২০০৩-৬ এর ১৮টি অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। আপত্তিগুলো কমিটি প্রদত্ত নির্দেশনার আলোকে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। 
বৈঠকে সড়ক নেটওয়ার্কের সঠিক হিসাব না থাকা, সওজ বহির্ভূত সড়ক মেরামতের জন্য বিপুল অর্থ বরাদ্দপূর্বক ব্যয় নির্বাহ, অনুমোদিত সড়ক দৈর্ঘ্য অপেক্ষা ৪৫ কিলোমিটার অতিরিক্ত সড়ক জরিপ দেখিয়ে মেরামত প্রাক্কলন তৈরি, অর্থনৈতিক ও কারিগরি মূল্যায়ন সংবলিত গঞইঋ পদ্ধতিতে নির্ণেয় নিডস রিপোর্টভুক্ত ২০০৫-৬ সালের মেরামত কাজগুলো সম্পন্ন না করা, অর্ধশত কোটি টাকার জরুরি তহবিল নিয়ে অর্থনৈতিক ও কারিগরি মূল্যায়নবিহীন কাজের বকেয়া বিল পরিশোধ মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি যথাসম্ভব দ্রুততার সাথে প্রাপ্ত তথ্য পরিকল্পনা কমিশনে প্রেরণ, রাস্তার তালিকা হালনাগাদ করা, রাস্তার কাজের গুণগত মানরক্ষা, বৃষ্টিসহিষ্ণু রাস্তা নির্মাণ এবং মনিটরিং কার্যক্রম জোরদারপূর্বক আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করে। 
বৈঠকে অর্থনৈতিক ও কারিগরি মূল্যায়ন উপেক্ষা করে জরিপ তথ্যভুক্ত ৮৭০ দশমিক ৮৮ কিলোমিটার বা শতকরা ২১৯ দশমিক ৯২ ভাগ ফেয়ার রাস্তা অপ্রয়োজনীয়ভাবে মেরামতপূর্বক ব্যয় সাধন, বছরের পর বছর ধরে বিধি বহির্ভূতভাবে মেরামত কাজে বকেয়া সৃষ্টি, পিএমপি (চবৎরড়ফরপ গধরহঃবহধহপব চৎড়মৎধসসব) কাজে এমবিতে (পরিমাপ বই) এন্ট্রি ব্যতীত ঠিকাদারি কাজের বিল পরিশোধ, মেরামতখাতের মোট বরাদ্দের শতকরা ৬১ দশমিক ১৭ ভাগ অর্থ দ্বারা অস্বচ্ছ বকেয়া পরিশোধ কার্যক্রম সম্পাদন যা সুষ্ঠু বাজেট নিয়ন্ত্রণের পরিপন্থী, নিডস রিপোর্ট প্রত্যাহার করে জরিপবিহীন মেরামত কাজ বাস্তবায়ন করায় ন্যূনতম স্থায়িত্বকাল অর্জিত হচ্ছে না এবং বিগত তিন বছরের বার্ষিক ক্ষতির প্রবণতা পরিহার করে হঠাৎ অননুমোদিতভাবে ৫৪০% অতিরিক্ত ক্ষতি সৃষ্টিপূর্বক মেরামত ব্যয় বৃদ্ধি মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি  রাস্তা অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বেই রাস্তা মেরামত কাজ শুরু, বকেয়া দ্রুত পরিশোধের উদ্যোগ গ্রহণ, রাস্তার জরিপ কাজ সম্পাদন, রাস্তার লোডিং ক্ষমতা নিরূপণ করে সাইনবোর্ড স্থাপন, পরিকল্পনা কমিশনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং খরচের পরিমাণ কমিয়ে আনতে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় অত্যাধুনিক মেশিন দিয়ে রাস্তা মেরামত ও রাস্তা নির্মাণকাজ শুরু করতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। 
বৈঠকে সিতাজা (সিলেট-তামাবিল-জাফলং) প্রকল্পটি অননুমোদিতভাবে শতকরা ১১৭ দশমিক ৬২ ভাগ অতিরিক্ত ব্যয় এবং ৯ বছর অতিরিক্ত সময়ান্তে সমাপ্ত হলেও বাস্তবায়নের মূল্যায়ন করা হয়নি, উথুলী-নালী-বারুরিয়া ফেরি সংযোগ সড়ক নির্মাণকাজে ৭ বছর অতিরিক্ত সময়ক্ষেপণসহ সংশোধিত বর্ধিত বরাদ্দের সাথে অবৈধভাবে রাজস্ব মেরামতখাতের অর্থ এবং সহযোগী প্রকল্পবরাদ্দ মিলিয়ে মূল প্রকল্প বরাদ্দের শতকরা ৫৭৮ দশমিক ৫৪ ভাগ অতিরিক্ত ব্যয় করেও উদ্দেশ্য অর্জিত হয়নি, ৫৫১টি যানবাহনের জন্য জ্বালানি বরাদ্দ নেই ফলে যথেচ্ছ অপব্যবহার হচ্ছে,বছরের শেষ দিনে বরাদ্দ প্রদান এবং বরাদ্দকৃত অর্থের ব্যয় দেখিয়ে রিটার্ন তৈরিপূর্বক ঝুঁকিপূর্ণ ব্যয় প্রদর্শন, ঈযধরহ ড়ভ ঈড়সসধহফ নেই, বছরের শেষ দিনে বরাদ্দপ্রাপ্ত অর্থের বিধি বহির্ভূতভাবে ব্যয় নির্বাহ, প্রধান হিসাবরক্ষণ অফিস এবং রক্ষণাবেক্ষণ সার্কেলের হিসাবের মধ্যে গরমিল ৬৩৬ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকা এবং রক্ষণাবেক্ষণ সার্কেল, ডাটাবেজ, সিএও, সিজিএ দপ্তরসমূহে রক্ষিত প্রতিটি অর্থনৈতিক কোডভুক্ত বরাদ্দ ও ব্যয় হিসাবের মধ্যে বড় ধরনের গরমিল, অপচয় এবং জালিয়াতির সুযোগ বিদ্যমান মর্মে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি রাস্তা নির্মাণের বাস্তবায়ন কাজ মূল্যায়ণ, গৃহীত অনুমোদনের প্রমাণক অডিট অফিসে জমাদান, আইএমইডি’র মূল্যায়ন অডিট অফিসের মাধ্যমে কমিটিতে উপস্থাপন এবং হিসাবের গরমিল মন্ত্রণালয়কে তদন্তের মাধ্যমে ব্যবস্থা  গ্রহণের সুপারিশ করে। 
সিএন্ডএজি মাসুদ আহমেদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবালসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২১৬

খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের 
‘৭২২’ ও ‘৭২১’ গ্রুপের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :

    খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ‘৭২২’ গ্রুপের নম্বরসমূহ কারিগরি কারণে কলার আইডি সুবিধাসহ ‘৫৫১২’ গ্রুপের নম্বর দ্বারা রূপান্তর হচ্ছে। গ্রাহকগণের পূর্বের টেলিফোন নম্বরের শেষ তিন ডিজিট অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নম্বর হবে আট ডিজিটের। উদাহরণ স্বরূপ: পূর্বের নম্বর-৭২২ীীীী এর পরিবর্তিত নম্বর ৫৫১২১ীীী.

এছাড়া, ‘৭২১’ গ্রুপের টেলিফোন গ্রাহকগণের আবেদনের প্রেক্ষিতে কলার আইডি সুবিধাসহ  ‘৫৫১২’ গ্রুপের নম্বর দ্বারা রূপান্তর করা হবে। 

বিটিসিএল এ বিষয়ে বিস্তারিত জানার জন্য গ্রাহকগণকে ৭২৫৩৩২২ ও ৫৫১২০০১০ টেলিফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
#

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ২য় বর্ষ অনার্র্স পরীক্ষা ৭ নভেম্বর শুরু 

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ২য় বর্ষ অনার্র্র্স পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৭ নভেম্বর দুপুর ১টা থেকে শুরু হবে। 

    সারাদেশের ৪৭৩টি কলেজের ১৮৪টি কেন্দ্রে মোট ২ লাখ ৩৬ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।

#

ফয়জুল/মোরশেদ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon