Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০১৫

তথ্যবিবরণী 12/06/2015

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭০০

 

বোস্টনে স্বাস্থ্যমন্ত্রীর সাথে মতবিনিময়

ক্যান্সার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস ম্যাসাচুসেটস হাসপাতালের

যুক্তরাষ্ট্র, ১২ জুন :

বাংলাদেশে ক্যান্সার রোগের চিকিৎসায় কারিগরি ও জ্ঞানভিত্তিকসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে সফররত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে গতকাল বোস্টনে আয়োজিত এক মতবিনিময়সভায় এ আশ্বাস প্রদান করা হয়। এ হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। বাংলাদেশে প্রথম ‘বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন ইউনিট’ স্থাপনে কারিগরি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল।

মতবিনিময়কালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী  বলেন, আপনারা ইতোমধ্যে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। আপনাদের কারিগরি ও জ্ঞানভিত্তিকে সহযোগিতায় বাংলাদেশে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে। দেশের চিকিৎসাসেবার অব্যাহত উন্নয়নে এটি নতুন মাত্রা এনে দিয়েছে। ব্লাড ক্যান্সারে আক্রান্তদের সফলভাবে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন সম্পন্ন হওয়ায় বাংলাদেশে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক স্থাপিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশেই স্থায়ীভাবে শুরু হয়েছে বোন ম্যারো প্রতিস্থাপন কার্যক্রম। এই সেন্টারে চিকিৎসা মিলছে বিদেশের তুলনায় অনেক কম খরচে।

মোহাম্মদ নাসিম বলেন, গত এক বছরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ১৪ জন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর সফল বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন সম্পন্ন হয়েছে। এছাড়া বাংলাদেশের ৫০ জন নার্সকে তারা প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষিত নার্সরা বর্তমানে সেবায় নিয়োজিত রয়েছেন।

মতবিনিময়সভায়  স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে আরো বেশি দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরিতেও সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। আর এক্ষেত্রেও সহযোগিতা দিতে স্বাস্থ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ছয় বছরে বাংলাদেশে স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। কার্যকরী পদক্ষেপের কারণে শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস পেয়েছে। কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন অগ্রগতির কথা তিনি তুলে ধরেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) ক্যান্সার সেন্টারের ক্লিনিক্যাল ডাইরেক্টর ডা. ডেভিড রাইয়ান, নির্বাহী পরিচালক মারা ব্রুম, এমজিএইচ এর গ্লোবাল ক্যান্সার প্রোগ্রামের কো-চেয়ারম্যান ডা. থমাস রেনডল, এমজিএইচ এর গাইনোকোলজি ও অনকোলজি বিভাগের পরিচালক ডাঃ একে গুডম্যান ও এমজিএইচ এর চিকিৎসক বাংলাদেশি বংশোদ্ভূত ডাঃ বিমলাংশু দে উপস্থিত ছিলেন।

#

পরীক্ষিৎ/মিজান/নবী/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৯৯ 

সরকার অস¦চ্ছলদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করেছে
                                                           -- ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা), ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের অস্বচ্ছল মানুষের আর্থিক স্বচ্ছলতা আনয়নে সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করেছে। সরকার দারিদ্র্যবিমোচনে রাষ্ট্রের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও এতিম শিশুসহ অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
    
    মন্ত্রী আজ ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঈশ্বরদী সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীন অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। তিনি বলেন, বর্তমান সরকার বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রদান অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীর হাতকে সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী ২০৪ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ৯ লাখ ১৮ হাজার টাকা, ২৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা উপবৃত্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন। এছাড়া, তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ ৬ জন উপকারভোগীকে ক্রেস্ট ও অর্থ  প্রদান করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আঃ মোমেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু ও উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া বক্তব্য রাখেন।

#

রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৯৮ 

জাকাত শুধু ইবাদত নয়, বিনিয়োগও
                     -- পরিকল্পনামন্ত্রী


ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন) :

    জাকাতকে ইবাদত ও ভবিষ্যৎ বিনিয়োগ উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,  বাংলাদেশে বর্তমানে জাকাত আদায়ের পরিমাণ ১২ হাজার কোটি টাকা। সবাইকে সচেতন করলে জাকাত আদায় ২৫ হাজার কোটি টাকায় দাঁড়াবে। তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো ও জনগোষ্ঠী অনুপাতে জাকাত আদায় জিডিপি’র ৪ ভাগ হওয়া উচিত বলে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অভিমত। এক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের বড় ভূমিকা দরকার। 

    মন্ত্রী আজ রাজধানীর গুলশানে  সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত তৃতীয় জাকাত মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    সাবেক মন্ত্রী লে. জে. (অব.) এম. নুরুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে একে খান গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন কাশেম খান, ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোহাম্মদ সবুর খান এবং বর্তমান সহসভাপতি শোয়েব চৌধুরী বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে ¯œাতক, প্রকৌশল ও মেডিকেল পর্যায়ের ১৪১ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়। সেইসাথে ১০ জন মেডিকেল শিক্ষার্থীকে ল্যাপটপ দেয়া হয়। 

    পরিকল্পনামন্ত্রী জাকাত মেলার উদ্বোধন করে  মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
    
#

তাপস/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০২০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৯৭

চীনের ভাইস  প্রেসিডেন্টের সাথে সাক্ষাতে স্পিকার
সহায়তার ধারা অব্যাহত রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক  জোরদারের ওপর গুরুত্বারোপ

ইউনান (চীন), জুন ১২ :

চীন সফররত  জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী  আজ চীনের  ভাইস প্রেসিডেন্ট লি ইয়ানচাও (খর ণঁধহপযধড়) এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় তাঁরা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। উভয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 

এসময় স্পিকার বলেন, চীন বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনৈতিক  উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে। ভবিষ্যতেও  সহায়তার ধারা অব্যাহত  রেখে চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও  বাংলাদেশের জ্বালানিখাতে সহযোগিতার মাধ্যমে দেশের শিল্পায়নেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে স্পিকার উল্লেখ করেন।
 
চীনের  ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, চীন শিক্ষা, কৃষি, চিকিৎসা, বিজ্ঞানসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশকে সহায়তা প্রদান করে চলেছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

এর আগে স্পিকার চীনের ইউনান প্রভিনশিয়াল কমিটির পার্টি সেক্রেটারি লি জিহেং (খর ঔরযবহম) এর সাথে তাঁর কার্যালয়ে এক বৈঠক করেন। বৈঠককালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। 

স্পিকার বলেন, দারিদ্র্যবিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের একসাথে কাজ করার সুযোগ রয়েছে । 

এসময় লি জিহেং বলেন, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সফল নীতিমালা গ্রহণ করেছে। তিনি এসকল নীতিমালার ভূয়সী প্রশংসা করেন।  

#

মঞ্জুর/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৪৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৯৬ 

ফরমালিন নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
                                        --  ডেপুটি স্পিকার


ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন) :

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, আম, কাঁঠালসহ মৌসুমী ফলে ক্ষতিকর ফরমালিন ও বিভিন্ন ধরণের কেমিক্যাল ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে। এ হুমকি থেকে রক্ষায় ইতোমধ্যে জাতীয় সংসদে ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় ওই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি আহ্বান জানান।

    ডেপুটি স্পিকার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া ও সবুজচত্বরে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ফল উৎসব ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    সংগঠনের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলজিআরডি সচিব আব্দুল মালেক, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাহ উদ্দিন জাকী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওসার বক্তৃতা করেন।

    ডেপুটি স্পিকার বলেন, প্রতিবছর মৌসুমী ফল উৎসবের আয়োজন এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। এ উৎসবের বিশেষ গুরুত্ব আছে। শহরের ছেলেমেয়েরা অনেক ফলের সঙ্গে অপরিচিত। এধরণের উৎসবের মধ্যদিয়ে তারা ফল ও গাছের সঙ্গে পরিচিত হবে। গাছ লাগাতে উৎসাহিত হবে। তিনি আরো বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ফলদ উদ্ভিদের সম্প্রসারণ জরুরি। তা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনীতিকেও শক্তিশালী করবে। ফলের গাছ লাগানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিভিন্ন ধরণের ফলের প্রদর্শনী করা হয়। ওই সকল ফলের সঙ্গে উপস্থিত শিশু-কিশোরদের পরিচয় করিয়ে দেন ডেপুটি স্পিকার। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ করেন। তিনি টিএসসি চত্বরে একটি ফলের চারা রোপণ করেন। 

    এর আগে তিনি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন।

#

স¦পন/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৯৫

 

বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান

                                               -- স্পিকার

 

ইউনান (চীন), জুন ১২ :

 

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাথে চীনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক এ সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতির সকলক্ষেত্রে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ইতিবাচক ও সহযোগিতামূলক এ সম্পর্ক ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দু’দেশ এ সম্পর্ক আগামীদিনে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

 

স্পিকার আজ চীনের ইউনান প্রদেশে ৩ৎফ ঈযরহধ-ঝড়ঁঃয অংরধ ঊীঢ়ড়ংরঃরড়হ এবং ২৩ৎফ ঈযরহধ কঁহসরহম ওসঢ়ড়ৎঃ ধহফ ঊীঢ়ড়ৎঃ ঈড়সসড়ফরঃরবং ঋধরৎ এর উদ্বোধন অনুষ্ঠানে  বক্তৃতাকালে একথা বলেন। 

 

স্পিকার বলেন, আঞ্চলিক সহযোগিতা ছাড়া অর্থনৈতিক ও সামাজিক কোনো ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয় না। তিনি আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক তৈরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

চীনের ভাইস প্রেসিডেন্ট লি উয়ানচাও (খর ণঁধহপযধড়), মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন (অনফঁষষধ ণধসববহ) সহ বিভিন্ন  দেশের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

১৪ জুন স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

#

 

মঞ্জুর/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৯৪

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীকাল


ঢাকা, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন) :
        
    আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামীকাল  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।

         বিদ্যালয়কে শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় করে তুলতে ২০১২ সাল থেকে এ প্রতিযোগিতা শুরু করা হয়। এ প্রতিযোগিতার সাংস্কৃতিক বিষয়ে আবৃতি, উপস্থিত বক্তৃতা, অভিনয়, নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কন এবং ক্রীড়া বিষয়ে ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অঙ্ক দৌড়, উচ্চলাফ ও দীর্ঘলাফ অনুষ্ঠিত হবে।

    এ প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়ের ১ম  হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকাধীন থানা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করবে। ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় পুরস্কার প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারীদের স্বীকৃতি প্রদান করা হয়।

#

রবি/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা   

Todays handout (5).doc Todays handout (5).doc