Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১১ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর: ৮৫৮

ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি

                                               -স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনকে বেশি নজর দিচ্ছি৷ ইতোমধ্যে দেশের সকল পৌরসভা, সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সে অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করেছে। 

উপদেষ্টা আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের পরিদর্শন করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। 

হাসান আরিফ জানান, ডেঙ্গুতে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সাথে তিনি কথা বলেছেন৷ রোগীরা ভালো চিকিৎসা পাচ্ছে। তাদের চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ নেই। তিনি আরো বলেন, গত ৮ সেপ্টেম্বর ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভা ফলপ্রসূ হয়েছে৷ ইতোমধ্যে বিভিন্ন প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ 

উপদেষ্টা বলেন, ডেঙ্গু ছাড়াও ভর্তিকৃত রোগীরা টাইফয়েড, ডায়বেটিকসহ অন্যান্য রোগে আক্রান্ত। যার কারণে সুস্থ হতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত চিকিৎসক এবং নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হব।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. মো. শের আলী খান-সহ স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

পবন/রানা/রফিকুল/শামীম/২০২৪/২২৩০ ঘণ্টা

Handout                                                                                                                      Number: 857

Iran Ambassador calls on Foreign Adviser

Dhaka, 11 September:

Ambassador of Iran Mansour Chavoshi called on Foreign Affairs Adviser Md. Touhid Hossain at the Ministry of Foreign Affairs in Dhaka today. 

The discussions focused on strengthening bilateral and multilateral relations, with an emphasis on diplomatic, economic, and cultural cooperation. During the meeting, Ambassador Chavoshi referred to the congratulatory message from the Iranian Foreign Minister and congratulated the Foreign Adviser on his recent appointment. 

Foreign Adviser highlighted the deep historical and cultural ties between Bangladesh and Iran, reaffirming the potential for enhancing cooperation in multiple sectors. Ambassador Chavoshi expressed Iran’s commitment to further deepen these ties, proposing the signing and renewal of MoUs/Agreements on investment, preferential trade, cultural exchanges, city-to-city partnerships, media collaboration and so on. 

Both sides also stressed the importance of expanding cooperation particularly, in healthcare, tourism, education, and knowledge-based industries, with focus on advanced technology.

The Ambassador expressed gratitude for Bangladesh’s longstanding support on international platforms and voiced his hope for continued collaboration in future global initiatives.

They also discussed the possibility of holding the next round of Foreign Office Consultations and to resume the Joint Commission meeting in Tehran. They also explored ways to address current challenges and expand opportunities for collaboration.

 

#

Kamrul/Rana/Rafiqul/Shamim/2024/2135 hours

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর: ৮৫৬

স্বাস্থ্য সুরক্ষা আইন শীঘ্রই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে

                                                        -স্বাস্থ্য সচিব

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা কেবিনেটে পাঠাব। আগামী রবিবারের মধ্যে এটার খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। 

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার জন্য ঢাকায় ১৩টি হাসপাতাল-সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে সারা দেশের আহত ছাত্র-জনতার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন যাদের ঢাকায় রেফার করা হয়েছে তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিনামূল্যে এম্বুলেন্সযোগে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালগুলোর ডেডিকেটেড অংশে স্থানান্তর করা হয়েছে যেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাঁদের চিকিৎসা সম্পর্কিত অভিযোগ, পরামর্শ, তথ্য জানার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক হটলাইন খোলা হয়েছে। হটলাইনে আসা কলগুলো পর্যালোচনা করে সাথে সাথেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনেক বেসরকারি হাসপাতাল বিনামূল্যে আহতদের চিকিৎসা সেবা দিয়েছে বলে স্বাস্থ্য সচিব জানান। যারা চোখে গুরুতর আঘাত পেয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাঁদের চিকিৎসা দেওয়ার জন্য বিদেশ থেকে মেডিকেল টিম আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এজন্য বিভিন্ন দেশ এবং বহুজাতিক উন্নয়ন সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। যাদের দেশে চিকিৎসা করতে হাসপাতাল অপারগতা প্রকাশ করেছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

এ সময় স্বাস্থ্য সচিব আরো বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহিদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহিদ ও আহত ব্যক্তিদের পরিচিতি-সহ একটি পূর্ণাঙ্গ তালিকা করার লক্ষ্যে একজন প্রাক্তন স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা  এবং আহত-নিহতদের প্রাথমিক একটা তালিকা মন্ত্রণালয়ে দাখিল করেছে। ইতোমধ্যে আমরা ৭০০ জনেরও বেশি নিহত এবং ১৯ হাজার জন আহতের তালিকা পেয়েছি। এ তালিকা সম্পূর্ণ হয়েছে এটা বলা যাবে না। তথ্য সংগ্রহ ও যাচাই কাজ চলমান রয়েছে। এছাড়া দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।

বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বন্যা পরিস্থিতিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা-সহ আক্রান্ত এলাকায় সরকারিভাবে প্রতি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম, পৌরসভায় তিনটা করে মেডিকেল টিম কাজ করেছে।  বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং কর্মীদের সাথে সমন্বয় করে কাজ করেছে। তিনি আরো বলেন, বন্যা পরবর্তী সময়ে আক্রান্ত এলাকায় ডায়রিয়া, চর্মরোগ ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পর্যাপ্ত স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কলেরা ফ্লুইড ইত্যাদি মজুত রয়েছে। এছাড়া বর্তমানে হাসপাতালগুলোতে বেডের সক্ষমতার তিনগুণ বেশি রোগীও ভর্তি আছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যখাতের জনবলের অপ্রতুলতা রয়েছে। ফলে কোনো কোনো জায়গায় চিকিৎসা সেবার ব্যত্যয় ঘটেছে। যেটার সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

ডেঙ্গুর বিষয়ে স্বাস্থ্য সচিব বলেন, এ বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ঢাকার বেশিরভাগ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ডেডিকেটেড কর্নার করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতের জনবলকে ডেঙ্গু বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। 

#

শাহাদাত/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/২১৩১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৮৫৫

আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে

                                            -বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

 ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

সাম্প্রতিক লোডশেডিং সম্পর্কে বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন, বড় পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে যা দ্রুত মেরামত করা হচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হয়েছে। এছাড়া আদানির সাথে যোগাযোগ করা হচ্ছে এবং দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ-এর চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সাথে অন্য সরকারের পার্থক্য হল এ সরকার কোনো পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত নয়। এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার। তিনি বলেন, ইতিমধ্যে ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের ৩৪ক ধারা বাতিল, তেলের দাম কমানো এবং কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ করা হয়েছে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য নীতিমালা তৈরি-সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সকল ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ এগিয়ে যায় সেটাও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ওপেন টেন্ডারে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন উপদেষ্টা।

উপদেষ্টা জানান, তাঁর কোনো পছন্দের লোক নেই। তিনি কোনো পরিসংখ্যানে বিশ্বাস করেন না। মানুষের সত্যিকারের উপকারের মাধ্যমে কাজের বিচার করা হবে। উন্নয়ন বিচার করা হবে বাস্তব অবস্থা দিয়ে। এসময় তিনি সাংবাদিকদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম-দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

প্রতিনিধিদল ফাওজুল কবির খানকে নতুন দ্বায়িত্বের জন্য স্বাগত জানিয়ে বলেন, তারা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এ খাতের অনিয়ম-দুর্নীতি তুলে ধরে একটি টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত গঠনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

মতবিনিময় সভায় সংগঠনের ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিরেক্টর ও এক্সিকিউটিভ মেম্বাররা উপস্থিত ছিলেন।

 #

শফিউল্লাহ/রানা/খায়ের/রফিকুল/শামীম/২০২৪/২১২৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৮৫৪

 

চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা জোরদার করবে

                                                                       --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

          পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীন বাংলাদেশে পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে সহায়তা বৃদ্ধি করবে। তারা বন্যার সময় পানি সম্পর্কিত তথ্য ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়েছে। চীন দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ বাড়ানোরও প্রস্তাব দিয়েছে।

          আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মধ্যে বাংলাদেশ সচিবালয়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

          সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে নদী ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ ও অবকাঠামো প্রকল্পে একসাথে কাজ করা যাবে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা জরুরি।

          চীনের রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং এই সম্পর্ক আরো শক্তিশালী হবে। তিনি নদী দূষণ নিয়ন্ত্রণ, সৌর শক্তি, বৈদ্যুতিক, যানবাহন, বন্যা নিয়ন্ত্রণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

          বৈঠকে পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং চীনা দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

দীপংকর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৮৫৩

প্রধান উপদেষ্টার পক্ষে ত্রাণ উপদেষ্টার ৭৬ লাখ ৮৩ হাজার টাকার অনুদানের চেক গ্ৰহণ

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৭৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

আমান বাংলাদেশ ১০ লাখ টাকা; আকিজ টেক্সটাইল মিলস ১৭ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা; বাংলাদেশ এসোসিয়েশন অভ্ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস ১০ লাখ টাকার চেক প্রদান করেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ২৫ লাখ টাকা; রমনা প্রভাতী ৯ লাখ টাকা এবং দ্য ইনস্টিটিউট অভ্‌ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যন্স অভ্ বাংলাদেশ (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল ৫ লাখ টাকার চেক প্রদান করেছে।

এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

#

এনায়েত/রানা/খায়ের/রফিকুল/শামীম/২০২৪/১৮৩৯ ঘণ্টা

Handout                                                                                                                             Number: 852

Bangladesh and China to Strengthen Cooperation

 on Water Management and Environmental Sustainability
                                                        --- Environment Advisor
 
Dhaka, 11 September:

            Water Resources and Environment Advisor Syeda Rizwana Hasan said China is committed to sharing expertise in water management, building a smart water conservancy system, and enhancing data sharing during floods. She also said China proposed to provide training in water conservancy and promote technical collaboration between the two countries.

            A courtesy meeting was held today between Yao Wen, the Chinese Ambassador to Bangladesh and Syeda Rizwana Hasan, Advisor on Water Resources and Environment, Forest and Climate Change. The meeting took place at the Bangladesh Secretariat, where discussions focused on enhancing collaboration between the two nations in water management and environmental sustainability.

            Environment Advisor said to further strengthen ties, the formation of a Joint Committee and cooperation between Bangladeshi and Chinese water research institutions was recommended. These efforts would boost collaboration on river management, flood prevention, and infrastructure projects benefiting both countries. She emphasized the importance of international partnerships in achieving long-term goals for environmental protection and resilience to climate change.

            The Chinese Ambassador reaffirmed China's commitment to Bangladesh, stating that China is a true friend and that the relationship will continue to flourish. He expressed interest in collaborating on river pollution control, ecological management, solar energy, electric vehicles, water resources management, capacity building, flood control systems, smart water management, and the sharing of hydrological data. He noted that Bangladesh could enhance its prosperity by fully utilizing its rivers.

            The meeting concluded with both parties expressing optimism about deepening bilateral relations and exploring future cooperation in environmental sustainability and water resource management.

#

Dipankar/Rana/Rafiqul/Joynul/2024/1850hour 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৮৫১

গত ২৪ ঘণ্টায় দেশে একজনের শরীরে করোনা শনাক্ত

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৪ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৯০ জন।

#

দাউদ/খায়ের/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ৮৫০

 

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সাথে ইউএনএইচসিআর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

 

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

          বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর প্রতিনিধি Sumbul Rizvi আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।

          এ সময় উভয়ের মধ্যে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বিষয়ে এবং ফেনীতে বন্যা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনায় হয়।

          Sumbul Rizvi মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদান তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি উপদেষ্টাকে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা বিষয়ে অবহিত করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অধিক জীবিকায়ন, কর্মসংস্থান-সহ স্থানীয় জনগোষ্ঠীর সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসের বিষয়ে আলোচনা করেন।

          সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে উপদেষ্টাকে অবহিত করে ইউএনএইচসিআর প্রতিনিধি বলেন, তাদের খাবার, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান করতে সমস্যা হচ্ছে। এজন্য তিনি এ সকল রোহিঙ্গাদের দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় আনয়নের আহ্বান জানান।

          Sumbul Rizvi জানান, ফ্রেন্ডশিপ বেসরকারি সংস্থার মাধ্যমে UNHCR ফেনীর বন্যা দুর্গত জনগণের জন্য ২ লাখ ডলারের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি আরো জানান, ইউএনএইচসিআর হাইকমিশনার Filippo Grandi আগামী অক্টোবর মাসের ৬-৭ তারিখে বাংলাদেশ ভ্রমণ করবেন।

          এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান-সহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

                                               #

এনায়েত/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২২২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                            নম্বর: ৮৪৯

বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে টাস্কফোর্স গঠন

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ (Re-strategising the economy and mobilising resources for equitable and sustainable development)-এর লক্ষ্যে রিপোর্ট প্রণয়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদনের পর পরিকল্পনা বিভাগ থেকে গতকাল এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। 

ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের ফলশ্রুতিতে একটি বৈষম্যহীন, সুশাসিত ও সমৃদ্ধ অর্থনীতি নির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনঃর্নিধারণ, উদ্যোক্তাবান্ধব অর্থনৈতিক পরিবেশ তৈরি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে নতুন করে চিন্তাভাবনা প্রয়োজন। একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরি করা এ চিন্তাভাবনার অংশ।

এ লক্ষ্যে নিম্নলিখিত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হলো। এর সদস্য সংখ্যা ১২ জন। অবশ্য টাস্কফোর্সে নতুন সদস্য অর্ন্তভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে টাস্কফোর্স একটি প্রাথমিক পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে। পরিকল্পনা কমিশনের সদস্য এ টাস্কফোর্সের সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

টাস্কফোর্স কমিটির গঠন নিম্নরূপ: ড. কে এ এস মুর্শিদ, প্রাক্তন মহাপরিচালক, বিআইডিএস (সভাপতি),
ড. আখতার মাহমুদ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা, ড. সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আবদুর রাজ্জাক, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান, ড. মুশফিক মোবারক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়, ড. শামসুল হক, অধ্যাপক বুয়েট ড. রুমানা হক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নাসিম মনজুর, প্রাক্তন প্রেসিডেন্ট এমসিসিআই, ড. মনজুর হোসেন, গবেষণা পরিচালক, বিআইডিএস, ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি, এ কে এম ফাহিম মাশরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডিজবসডটকম লিমিটেড এবং ড. মোঃ কাউসার আহাম্মদ, সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগ এ টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

#

মাহমুদুল/ফাতেমা/সুবর্ণা/আলী/আসমা/২০২৪/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৮৪৮

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে এডহক কমিটি গঠন

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

          ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করে ৯ সদস্য বিশিষ্ট ‘এডহক’ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’জন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী; উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।

পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এডহক কমিটি বলবৎ থাকবে।

#

জাহাঙ্গীর/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৪/১৫৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর: ৮৪৭

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

‘বাণিজ্য সংগঠন আইন ২০২২’ এর ১৭ ধারা মোতাবেক ই- কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই- ক্যাব) এর প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেল এর উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে নিয়োগ করা হয়েছে। 

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

#

কামাল/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৪/১৪৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                     নম্বর: ৮৪৬

এফবিসিসিআই এর প্রশাসক নিয়োগ

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

‘বাণিজ্য সংগঠন আইন ২০২২’ এর ১৭ ধারা মোতাবেক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো: হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

#

কামাল/ফাতেমা/সুবর্ণা/আলী/আসমা/২০২৪/১৪২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                            নম্বর: ৮৪৫

কৃষি উপদেষ্টার সাথে এফএও এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর):

কৃষি  উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের সাম্প্রতিক বন্যায় কৃষির ক্ষয়ক্ষতি, কৃষির উন্নয়নে কারিগরি ও পরামর্শ সহায়তা, কৃষিজ পণ্যরপ্তানি বহুমুখীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, এফএও অনেক বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করছে, আমরা আশা করি এ সহযোগিতা অব্যাহত থাকবে। সম্প্রতি বন্যায় আক্রান্ত দেশের ২৩টি জেলার মধ্যে ১১টি জেলায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে এফএও এর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

বৈঠকে এফএও এর প্রতিনিধি বলেন, বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে এফএও সবসময় সহযোগী হিসেবে কাজ করছে। এফএও সবসময় বীজ, কৃষি প্রযুক্তি, কারিগরি ও পরামর্শ সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience (PARTNER) প্রকল্পে এফএও কারিগরি সহায়তা দিচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে জনগণের পুষ্টিমান নিশ্চিত হবে। তিনি পার্টনার প্রকল্পের ১৮টি কর্মসূচিতে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতার আশ্বাস দেন।

কৃষিখাতের বিভিন্ন তথ্য (ডাটা) নিয়মিতভাবে এফএও এর সাথে বিনিময় করার জন্য প্রতিনিধি আগ্রহ জানালে, উপদেষ্টা এ বিষয়ে সবসময় সহযোগিতা করা হবে বলে জানান।  

এফএও এর প্রতিনিধি তার সংস্থার এক দেশ এক পণ্য (OCEP-One Country One Product) কর্মসূচির মাধ্যমে সদস্য দেশসমূহের একটি কৃষিপণ্য, ফসল ও ফল রপ্তানিতে সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশের মৌসুমি ফল আম রপ্তানিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত অন্যান্য মৌসুমি ফলসহ বিভিন্ন শস্য, রপ্তানি সম্প্রসারণ ও বহুমুখীকরণে কাজ করার জন্য এফএও প্রতিনিধিদল

2024-09-12-12-21-9c46890d000b858128126d83296b1f4e.docx