Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০২০

তথ্যবিবরণী - 01/04/2020

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১১৯৭

পহেলা বৈশাখ ও বৈসাবিতে সকল ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

          করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আগামী পহেলা বৈশাখ এবং বৈসাবি (১৪২৭) উৎসবের সকল ধরনের অনুষ্ঠান বা কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সম্ভাব্য ক্ষেত্রে যে কোনো ধরনের জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ ও বৈসাবি উৎসব পালন করতে পারবে।

          আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

অসীম/নাইচ/রফিকুল/শামীম/২০২০/১৯৩৯ ঘণ্টা                                                                              

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১১৯৬

বিএনপি'র উদ্দেশ্য সাহায্য করা নয়, ভুল খোঁজা

                                             -তথ্যমন্ত্রী

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

            তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, 'বিএনপি'র উদ্দেশ্য সাহায্য করা নয়, সরকারের ভুল না থাকলেও ভুল খোঁজার চেষ্টা করা।'

            আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকরা করোনা পরিস্থিতি মোকাবিলায় বিএনপি'র দেয়া জাতীয় কমিটি গঠনের প্রস্তাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী একথা বলেন। 

            মন্ত্রী এ সময় প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে বলেন, 'ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী লিখিতভাবে সে দেশের প্রধানমন্ত্রীকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের সাথে একযোগে কাজের কথা জানিয়েছেন, কিছু পরামর্শ দিয়েছেন। বিএনপি সেটি করতে ব্যর্থ হয়েছে।'

            আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ সময় উপস্থিত ছিলেন। 

            'বিএনপি মহাসচিবের বক্তব্য এ সংকট মোকাবিলায় তাদের হাত প্রসারিত করার উদ্দেশ্যে নয়' উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী এই দুর্যোগের মুহূর্তে ভুল না থাকলেও সরকারের ভুল খোঁজার চেষ্টা করাই তাদের উদ্দেশ্য। তাদের দলের পক্ষ থেকে রিজভী সাহেবসহ অনেকেই ক'দিন আগেও সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বক্তব্য রেখেছেন।' 

            আমরা বারংবার বলেছি, বিএনপি আমাদের সাথে থেকে কাজ করতে পারে, কোনো বাধা নেই, আমরা স্বাগত জানাবো, তাদের যদি কোনো পরামর্শ থাকে তারা দিতে পারে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 'কিন্তু বিএনপি এ পরিস্থিতিতে জনগণের পাশে না থেকে সরাকারের ভুল খোঁজার চেষ্টা করছে', বলেন তিনি। 

            'পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় এখনো ভাল থাকলেও সরকার স্বস্তির ঢেঁকুর তুলছে না, বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে' উল্লেখ করে ড. হাছান বলেন, 'আজ এই মহাদুর্যোগের সময় যখন সমস্ত পৃথিবী থমকে গেছে, তখন সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ধৈর্যের সাথে পর্যায়ক্রমে নানা পদক্ষেপ গ্রহণের কারণে এখনো পর্যন্ত আমাদের দেশে পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো আছে। তার মানে এই নয় যে, সরকার স্বস্তির ঢেঁকুর তুলছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো পরিস্থিতির জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসছেন এবং সাংবাদিকবৃন্দ সেগুলো গণমাধ্যমে তুলে আনছেন। সবাই সাড়া দিয়েছে।'

            বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এ সময় মন্ত্রীর কাছে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে কয়েক দফা দাবি সংবলিত একটি পত্র হস্তান্তর করেন। 

            মন্ত্রী পত্রটি গ্রহণ করেন ও বৈশ্বিক এ দুর্যোগ, যা থেকে বাংলাদেশও মুক্ত থাকেনি, এর মধ্যে প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানুষকে সচেতন করতে এবং কেউ যাতে জনমনে গুজব-বিভ্রান্তি-আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য গণমাধ্যম ও সরকার আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে, সে বিষয়ে আলোচনায় ঐকমত্য হয়েছে। 

#

আকরাম/নাইচ/রফিকুল/শামীম/২০২০/১৯৩৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১১৯৫

কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

          করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার নিম্ন আয়ের মানুষদের জন্য ৬৪টি জেলায় এ পর্যন্ত ১১ কোটি ২৪ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা খয়রাতি সাহায্য নগদ এবং ৩৯ হাজার ৬শত ৬৭ মেঃটন চাল বরাদ্দ করেছে।

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত এ সাহায্য সমগ্র দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। আজ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) এর মাধ্যমে এ তথ্য জানা যায়।

          এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তথ্যানুযায়ী আজ দেশে নতুন করে আরো ৩  জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বাংলাদেশে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৬ জন। এ রোগে মৃত্যুবরণ করেছে ৬ জন।  বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৯শত ২৯ জন এবং আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৭ জন।

#

তাসমীন/নাইচ/রফিকুল/শামীম/২০২০/১৮৪১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ১১৯৪

সাধারণ ছুটি বাড়ানো হয়েছে ৯ এপ্রিল পর্যন্ত

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

        দেশব্যাপী করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ এবং ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটিও এর সাথে সংযুক্ত থাকবে।

          জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণ এবং কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজনে অফিসসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে রিক্সা, ভ্যান-সহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে।

          জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

          আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

#

শিবলী/নাইচ/রফিকুল/শামীম/২০২০/১৭৩১  ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১১৯৩

 

ঘর হতে বের না হওয়ার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

          অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর হতে বের না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত মানুষদের জন্য খাদ্য-সহ প্রয়োজনীয় সকল উপকরণ নিশ্চিত করা হবে।

          আজ রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে  নিম্নআয়ের মানুষ ও দিনমজুরদের  মাঝে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।

          করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষদের জন্য শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ হতে আজ সাতশ' পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

          প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, করোনার বিস্তাররোধে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কিছুক্ষণ পরপর সাবান-পানি দিয়ে হাত ভালভাবে ধুতে হবে। এ সময় সকলকে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান তিনি।

#

মাসুম/নাইচ/রফিকুল/শামীম/২০২০/১৭৩৪ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১১৯২

দুধ, ডিম, মাছ ও মাংস সংক্রান্ত সংকট মোকাবেলায় সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে

                                                         - মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন দুধ, ডিম, মাছ ও মাংস সংক্রান্ত সংকট মোকাবেলায় সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে করোনা সংকটকালীন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন। তাই প্রাণিজ পুষ্টির উৎস দুধ, ডিম, মাছ ও মাংসের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সংক্রান্ত সংকট মোকাবেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সকল ব্যবস্থা গ্রহণ করছে।”

মন্ত্রী আজ ঢাকায় তার সরকারি বাসভবনে করোনার প্রাদুর্ভাবকালীন পোল্ট্রি ও দুগ্ধশিল্প এবং মৎস খাতের সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে এসব কথা বলেন।

এ সময় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে পোল্ট্রি, ডিম, একদিন বয়সী মুরগীর বাচ্চা, হাঁস, মুরগী ও গবাদিপশুর খাদ্য, দুগ্ধজাত পণ্য, অন্যান্য প্রাণি ও প্রাণিজাত পণ্য, মাছ, মাছের পোনা ও মৎস্য খাদ্য সরকারঘোষিত ছুটিকালীন নিরবচ্ছিন্ন উৎপাদন, পরিবহন ও বিপণন সচল রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সকল জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয়া হয়েছে। পোল্ট্রি ও মৎস্য খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানীকৃত কাঁচামালের পরীক্ষাগার দ্রুত চালু করার ব্যাপারেও যোগাযোগ করা হয়েছে। আশা করছি শীঘ্রই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পিআরটিসি ল্যাব চালু হবে।”

শ ম রেজাউল করিম বলেন, “খামারে উৎপাদিত দুধ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণের জন্য মিল্কভিটাকে মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। সংরক্ষণসহ ভোক্তার কাছে নিজস্ব ব্যবস্থাপনায় দুধ পৌঁছে দেয়ার কাজে প্রাণ, আড়ং, আকিজসহ বেসরকারি কোম্পানিগুলোকে আমি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মিষ্টির দোকান খোলা রাখার ব্যবস্থা গ্রহণে দোকান মালিক সমিতির উদ্যোগ কামনা করছি।”

এ সময় মাছ ও মাংসের মাধ্যমে করোনা ছড়ানোর গুজবে বিভ্রান্ত না হয়ে করোনা মোকাবেলায় নিয়মিত দুধ, ডিম, মাছ ও মাংস খাওয়ার আহ্বানও জানান মন্ত্রী।

#

ইফতেখার/শরিফুল/শুভ/২২৩৪ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১১৯১

পয়লা বৈশাখের সকল অনুষ্ঠান স্থগিতের নির্দেশ

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আগামী ১লা বৈশাখ বা এ সময়ে তিন পার্বত্য জেলার ‘বৈসাবি’সহ সকল ধরনের অনুষ্ঠান বা কার্যক্রম স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটি অনুরোধ পত্র দেয়া হয়েছে।    

#

শরিফুল/শুভ/২২৩৪ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১১৯০

করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রান্ত ধারণা ও গুজব থেকে সাবধান হওয়ার আহ্বান

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা এবং গুজব লক্ষ্য করা যাচ্ছে।

এ সমস্ত ভ্রান্ত ধারনা বা গুজবের মধ্যে রয়েছে থানকুনি পাতা খেলে, ঘন ঘন চা পান করলে, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়। এ রোগ গরিবদের হয়না, বরং সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাসীদের হয়ে থাকে। এছাড়া ঠান্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে।

এ সকল ভ্রান্ত ধারনা থেকে মুক্ত হয়ে এবং কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

#

শরিফুল/শুভ/১৪০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১১৮৯

করোনা সংকটকালে কেউ না খেয়ে থাকবে না

                             - পরিবেশ মন্ত্রী

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতোমধ্যে অসহায়, দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে পর্যাপ্ত খাদ্য সাহায্য বিতরণ করছে। অসহায় মানুষের জন্য সরকারের এ ত্রাণ সহায়তা চলমান থাকবে, দেশের কেউই না খেয়ে থাকবে না।

মন্ত্রী আজ তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১৭শত অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১১ শত পরিবার এবং জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের ৬শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।

এর পূর্বে পরিবেশ মন্ত্রীর নিজ উদ্যোগে করোনা ভাইরাস থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস, হাসপাতাল, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১শত ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) বিতরণ করা হয়।

ভিডিও বার্তায় মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার জনগণকে হতাশাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার সব সময়ই আপনাদের পাশে আছে, আল্লাহর রহমতে কেউ না খেয়ে থাকবে না। জরুরি প্রয়োজন ছাড়া কোনো অবস্থায়ই ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, একান্ত প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

#

দীপংকর/শরিফুল/শুভ/১৪০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৮৮

কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার নিম্ন আয়ের মানুষদের জন্য ৬৪টি জেলায় এ পর্যন্ত ১১ কোটি ২৪ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা নগদ সাহায্য এবং ৩৯ হাজার ৬ শত ৬৭ মেঃটন চাল বরাদ্দ করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত এ সাহায্য সমগ্র দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। আজ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) এর মাধ্যমে এ তথ্য জানা যায়।

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তথ্যানুযায়ী আজ দেশে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং ১ জন মারা গেছেন । বাংলাদেশে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৬ জন এবং এ রোগে মৃত্যুবরণ করেছে ৬ জন।  বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৯ শত ২৯ জন ।

#

তাসমীন/শরিফুল/শুভ/১৩২২ ঘণ্টা    

2020-04-01-21-57-39da8bfa3541dccb94359c83ad46bc72.docx 2020-04-01-21-57-39da8bfa3541dccb94359c83ad46bc72.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon