Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ১৮ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৪৯৩

বিলুপ্ত ছিটমহল এলাকাকে আধুনিকায়ন করা হবে
                              -- এলজিআরডি মন্ত্রী

কুড়িগ্রাম (লালমনিরহাট), ৬ ফাল্গুন (১৮ ফেব্রম্নয়ারি) :
    স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিড়্গা, স্বাস'্য ও অবকাঠমোগত উন্নয়নের মাধ্যমে বিলুপ্ত ছিটমহল এলাকাসমূহকে আধুনিকায়ন করা হবে।
    তিনি আজ লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ভিতরকুঠি- বাঁশপঁচাই বিলুপ্ত ছিটমহল এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়র রহমান, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সভায় বক্তব্য রাখেন।
    মন্ত্রী বলেন, ১ আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশে অনত্মর্ভুক্ত হওয়ার আনন্দ যেন এ অঞ্চলের জনগণের মুখে সারাজীবন থাকে সে লড়্গ্যে এ এলাকায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাসত্মবায়িত হচ্ছে।
    এর আগে মন্ত্রী কুলাঘাট-ভটিবাড়ী-দায়েরকাটা রাসত্মার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
    পরে মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিশ্রম্নত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর উপর নির্মাণাধীন ৯৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু পরিদর্শন করেন। সেতুটি প্রায় একশত নব্বই কোটি টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে।
    উলেস্নখ্য, অধুনা বিলুপ্ত ছিটমহলবাসী বাংলাদেশি জনগণের জীবনমান উন্নয়নে স'ানীয় সরকার বিভাগের এলজিইডি ও জনস্বাস'্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাসত্মবায়িত হচ্ছে। দাশিয়ারছড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৬টি গ্রাম উন্নয়ন সমিতিতে ৩৬০টি দরিদ্র পরিবারকে অনত্মর্ভুক্ত করা হয়েছে। তাদের নিজস্ব সঞ্চয়ের পরিমাণ ৮.০৯ লাখ টাকা। প্রকল্প হতে বোনাস দেয়া হয়েছে ৬.২৪ লাখ টাকা। ৬টি সমিতিকে আবর্তক ঋণ অনুদান প্রদান করা হয়েছে ১৪.৬৯ লাখ টাকা। বর্তমানে মোট তহবিল ২৯.০২ লাখ টাকা। ১৫৬টি পরিবার ১৪.১৩ লাখ টাকা বিনিয়োগ করে ১৫৬টি পারিবারিক ড়্গুদ্র আয়বর্ধক খামার গড়ে তুলেছেন। চলতি অর্থ বছরে প্রকল্প হতে বাকি সহায়তা প্রদান করে সমিতির স'ায়ী পুঁজি গঠন প্রক্রিয়া শেষ করা হবে।
    ভিতরকুঠিতে ২টি গ্রাম উন্নয়ন সমিতিতে ১২০টি দরিদ্র পরিবারকে অনত্মর্ভুক্ত করা হয়েছে। তাদের নিজস্ব সঞ্চয়ের পরিমাণ ২.১০ লাখ টাকা। প্রকল্প হতে বোনাস দেয়া হয়েছে ১.৪২ লাখ টাকা। ২টি সমিতিকে আবর্তক ঋণ অনুদান প্রদান করা হয়েছে ৪.৮৮ লাখ টাকা। বর্তমানে মোট তহবিল ৮.৪০ লাখ টাকা। ৫১টি পরিবার ৪.৫৭ লাখ টাকা বিনিয়োগ করে ৫১টি পারিবারিক ড়্গুদ্র আয়বর্ধক খামার গড়ে তুলেছেন। চলতি অর্থ বছরে প্রকল্প হতে বাকি সহায়তা প্রদান করে সমিতির স'ায়ী পুঁজি গঠন প্রক্রিয়া শেষ করা হবে।  
    বিকালে মন্ত্রী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও নীলকমল নদীর ওপর নির্মিত সেতুর ভিত্তিপ্রসত্মর স'াপন করেন।
#
জাকির/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৯২

নির্দিষ্ট এলাকায় শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করা হবে                                                                                                                                                     -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রম্নয়ারি) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, নির্ধারিত এবং নির্দিষ্ট এলাকায় শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করা হবে। পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ গড়তে বর্জ্য-ব্যবস'াপনা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত। মধ্যম আয়ের দেশে যেতে হলে যেমন বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে তেমনি পস্নাস্টিক পণ্যের ব্যবহারও বাড়াতে হবে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘১২তম আনত্মর্জাতিক পস্নাস্টিক ফেয়ার-২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ দেয়া হচ্ছে। জ্বালানি কোন সমস্যা হবে না। যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান না করার আহ্বান জানিয়ে বলেন, পস্নাস্টিক শিল্পের জন্যও একটি জোন করম্নন।

    এবারের মেলায় ১৪টি দেশের ৪শ’ টি স্টল রয়েছে। উদ্যোক্তারা আশা করছে, এ মেলার ফলে নতুন নতুন বাজার সৃষ্টি হলে কর্মসংস'ান বৃদ্ধি পাবে। তারা পস্নাস্টিক শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ চেয়ে পস্নাস্টিক খেলনার ওপর ভ্যাট প্রত্যাহার ও সহজ ব্যাংক ঋণের দাবি জানান।

    বাংলাদেশ পস্নাস্টিক দ্রব্য প্রসত্মুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোরশেদ আলম বক্তব্য রাখেন।

#

আসলাম/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৯১

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তহবিলের 
প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিত করতে হবে
                               -- স্পিকার

ইন্দোর (ভারত), ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য একটি বৈশ্বিক বিষয়। এর বাস্তবায়নে বিশ্ব তহবিল ও প্রত্যেক দেশের নিজস্ব তহবিল প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এ দু’ধরনের তহবিলের যথাযথ প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিত করতে হবে।  

তিনি আজ  ভারতের ইন্দোরে  ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ( আইপিইউ) ও ভারতের লোকসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত 2017 South Asian Speakers’ Summit on Achieving the Sustainable Development Goals (SDGs)  এর প্লেনারি সেশনে বক্তৃতাকালে একথা বলেন।  

স্পিকার বলেন, পৃথিবীর  প্রায় সব দেশেরই সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে তৃতীয় বিশ্বের দেশসমূহের এ সীমাবদ্ধতা অনেক প্রকট। উন্নত দেশসমূহের অর্থনৈতিক ও কারিগরি পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে এ সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব এবং সীমিত সম্পদের সঠিক ও  সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বিশ্বের সকল দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হতে পারে। 

স্পিকার ইতঃপূর্বে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার উল্লেখ করে বলেন, বাংলাদেশ এ লক্ষ্যমাত্রার অনেকগুলোই অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ইতোমধ্যে অর্থনৈতিক ও সামাজিক খাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

     স্পিকার আরো বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বিশ্বের সকল দেশের পার্লামেন্ট সদস্যগণের বড় ধরনের ভূমিকা রয়েছে। বিশেষ করে বাল্য বিবাহরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, শিশু মৃত্যুহার রোধ, জেন্ডার সমতা, শিক্ষা বিস্তার ইত্যাদি সামাজিক নির্দেশকসমূহের অগ্রগতিতে পার্লামেন্টারিয়ানগণের কার্যকর অবদান রাখার সুযোগ রয়েছে। 

 বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদে বিরোধীদলীয় নেত্রী এবং সংসদ উপনেতা নারী উল্লেখ করে স্পিকার বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নেও বাংলাদেশ সারাবিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং উন্নয়নের মূল ¯্রােতধারায়ও বাংলাদেশের নারীরা সম্পৃক্ত হয়েছে।

সম্মেলনে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ও ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনসহ মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা এবং আফগানিস্তানসহ দক্ষিণ এশীয় স্পিকারগণ  অংশগ্রহণ করেন। এর আগে স্পিকার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

#

হুদা/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৯০

জ্ঞানভিত্তিক সমাজ গড়ে ওঠছে বাংলাদেশে
                          -- ভূমিমন্ত্রী

বড়াইগ্রাম (নাটোর), ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে চলেছে। মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে ওঠছে বাংলাদেশে। 

গতকাল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ১৮তম একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রস্থল হলো বই মেলা। জ্ঞানভিত্তিক সমাজ ও ক্ষুধামুক্ত সুখী সমৃদ্ধিশালী অর্থনীতি গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা হচ্ছে প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করা। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও চেতনার বিকাশ ঘটেছিল বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, একটি অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ জাতি গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিলেন। মন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশবাসীর জন্য জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে তিনি এর সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন। তিনি জাতির পিতার লালিত স্বপ্নকে সকলে মিলে বাস্তবায়ন করার আহ্বান জানান। 

পরে মন্ত্রী একুশে বইমেলা-২০১৭ উদ্বোধন করেন এবং বিভিন্ন বুকস্টল ঘুরে দেখেন। মেলায় ৪৭টি স্টল অংশ নেয়। ১৮ বছরের পুরনো রাজাপুর বইমেলা একুশে গ্রন্থাগার কর্তৃক নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন করে আসছে। 

#

রেজুয়ান/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৮৯

অধ্যাপক ড. আনিসুজ্জামানের জন্মদিনে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮০তম জন্মদিন উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

    আজ শিক্ষামন্ত্রী অধ্যাপক আনিসুজ্জামানের সাথে সাক্ষাৎ করে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তিনি এ সময় তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। মন্ত্রী অধ্যাপক আনিসুজ্জামানকে সমাজের আলোকবর্তিকা উল্লেখ করে বলেন, তিনি আমাদের প্রজন্মের আদর্শ ব্যক্তিত্ব।
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৮৮

সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাকে এগিয়ে নিতে হবে
                    ---শিক্ষামন্ত্রী


ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুনির্দিষ্ট সুপারিশ পেলে বেসরকারি কলেজের শিক্ষকদের দাবিগুলো বিবেচনা করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাকে এগিয়ে নিতে হবে। তিনি এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

    মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর জাতীয় সম্মেলন ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার উন্নয়নে শিক্ষকদের মান বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

    বাকশিস-এর সভাপতি অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাকশিস-এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ফয়েজ হোসেন বক্তৃতা করেন। সভায় বক্তাগণ সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষা জাতীয়করণ দাবি জানান। তারা শিক্ষকদের পদোন্নতি এবং এমপিও নীতিমালা দাবি করেন।
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৬৫৭ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৮৭

স্পিকারের সাথে মধ্য প্রদেশের লেজিসলেটিভ এসেম্বলির স্পিকারের সাক্ষাৎ

ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সিপিএ চেয়ারপার্সন ও ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং  ফোরামের বর্তমান চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ভারতের মধ্য প্রদেশের লেজিলেটিভ এসেম্বলির স্পিকার সিতাশরণ শর্মা ( ঝরঃধংযধৎধহ ঝযধৎসধ)  গতকাল স্পিকারের হোটেল কক্ষে  সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় স্মরণ করেন।

মধ্য প্রদেশের স্পিকার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

সাক্ষাৎকালে তাঁরা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলির বিষয়ে মতবিনিময় করেন। স্পিকার বলেন, আগামী ১-৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য আইপিইউ এর ১৩৬তম এসেম্বলিতে বিশ্বের ১৭১ দেশের প্রায় ১৩  শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এসেম্বলির  সার্বিক প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। তিনি ভারত থেকেও একটি প্রতিনিধিদল উক্ত এসেম্বলিতে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য,  ড. শিরীন শারমিন চৌধুরী  ২০১৭ ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং’ ঝঁসসরঃ ড়হ অপযরবারহম ঃযব ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং (ঝউএং) এ অংশগ্রহণের জন্য বর্তমানে ভারতের ইন্দোরে অবস্থান করছেন।
#
হুদা/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭০৭ ঘণ্টা  
 

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon