Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী ১৬ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী                                                                          নম্বর : ১৫৪২
বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২য় বৈঠক অনুষ্ঠিত
বেইজিং (চীন), ১৬ এপ্রিল :
আজ চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং চীনের পক্ষে ১৪ সদস্যের দলের নেতৃত্ব দেন চীনের স্টেট কাউন্সেলর এবং জননিরাপত্তা মন্ত্রী তযধড় কবুযর. 
আজকের আলোচনায় চীনের মন্ত্রী দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা দেশ দুইটির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন এবং সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদ দমনে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন। তিনি উল্লেখ করেন, গত ১ বছরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ জন কর্মকর্তাকে সন্ত্রাস দমন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করে চীন। এ ধরণের প্রশিক্ষণ সুবিধা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাছাড়া মাদক ও সাইবার অপরাধ দমনের জন্য বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করবেন মর্মে উল্লেখ করেন।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৬ সালে চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এর সফল বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে সে সময়ে দুই দেশের মধ্যে আলোচিত সহযোগিতার ক্ষেত্রসমূহ আরো এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সন্ত্রাস দমনে দু’দেশের সহযোগিতার বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। 
  চীনের মন্ত্রী ভবিষ্যতে চারটি ক্ষেত্রে দু’দেশের মধ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেগুলো হলো : (১) আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস দমন (২) মাদক দমনে প্রশিক্ষণ সুবিধা প্রদান এবং তথ্য বিনিময় (৩) ইবষঃ ধহফ জড়ধফ উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণে চীনের প্রত্যাশা (৪) দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের নিয়মিত সভা আয়োজন। এ ব্যাপারে প্রয়োজনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনপূর্বক একটি প্রতিনিধিদল চীনে বাংলাদেশ থেকে প্রেরণ করতে পারবে বলে অভিমত দেন। তিনি বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা প্রদানে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। 
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূমিতে যে কোন দেশের সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী বিদেশি গ্রুপ কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একইভাবে চীনের ক্ষেত্রেও তা প্রযোজ্য মর্মে অভিমত ব্যক্ত করেন। তিনি মিয়ানমার কর্তৃক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ হতে মিয়ামনারে ফেরৎ পাঠাতে চীনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি দ্রুত প্রত্যাবাসন উপযোগী পরিবেশ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়েও তিনি চীনের আশু হস্তক্ষেপ প্রত্যাশা করেন। 
চীনের মন্ত্রী বলেন, তাঁরা এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। চীন মনে করে বিষয়টি সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের আরো আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহ বিশেষ করে টঘঐঈজ এবং টঘউচ’র ইতিবাচক ভূমিকা পালন করা উচিত। 
আলোচনায় দুই পক্ষই অভিমত ব্যক্ত করে, বন্ধুপ্রতিম বাংলাদেশ ও চীনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে চীন বাংলাদেশের পাশে থাকবে। 
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকে আলোচিত বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেন।
সভা শেষে দুই দেশের মন্ত্রীর উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বেইজিং মিউনিসিপাল পাবলিক সিকিউরিটি ব্যুরো এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। 
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ১ম বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
#
অপু/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/২২৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৫৪১
 
সুকুমার বৃত্তিকে বড় করতে হবে
        -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
 
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘মৌলিক সুকুমার বৃত্তিকে বৃহৎ করে বিত্তবান হতে হবে। এ জন্য চিত্তের বিত্ত থাকতে হবে। চিত্ত যদি বিত্তবান না হয় তাহলে বাহ্যিক বিত্ত কোনো কাজেই আসবে না। জীবনকে হতে হবে প্রাঞ্জল, উজ্জীবিত। যে জীবন উৎসাহিত হতে পারে না, সে জীবন আর জড় পদার্থের মধ্যে কোনো পার্থক্য থাকে না’।
 
আজ বিকেলে রাজধানীর তোপখানা রোডে ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র আয়োজিত ইংলিশ এন্ড স্মার্টনেস ফর লিডারশিপ কোর্সের ২৫তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘সবকিছুতে একটি সম্মিলিত প্রয়াস দরকার। একজনের ছোট্ট সহযোগিতা আরেকজনকে এগিয়ে নিয়ে যেতে পারে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে প্রতিভাকে বিকশিত করার একটা অদম্য প্রয়াস লক্ষ্য করেছি। ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’ ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘রক্ত মাংসের দেহ নশ্বর। কিন্তু কীর্তি অবিনশ্বর। কর্মের মৃত্যু হয় না। আসুন কর্মের মধ্য দিয়ে আমরা অমরত্ব লাভ করি। যে সৌন্দর্য কখনও বিলীন হয় না, সেটা হলো মনের সৌন্দর্য, সততার সৌন্দর্য, মূল্যবোধের সৌন্দর্য’।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হিমালয়ের মতো উদারতা ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কালজয়ী মহামানবে পরিণত হয়েছেন। তাঁকে অনুসরণ করতে হবে। মানুষ হিসেবে তৈরি হতে হবে’।
 
সামাজিক দায়বদ্ধতা আমরা এড়িয়ে যেতে পারি না উল্লেখ করে মন্ত্রী আরো যোগ করেন, ‘রাষ্ট্রের প্রতি সকলের দায়িত্ব আছে। সকল নাগরিককে দায়িত্ব পালন করতে হবে। নাগরিকের দায়িত্ববোধ থেকে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের ভেতরে একটা সোচ্চার চেতনাবোধ, সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হওয়া প্রয়োজন। ক্যাম্পাসের নাগরিক সচেতনতা বোধ জাগ্রত করার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই’।
 
অনুষ্ঠানে মন্ত্রী আলোকিত জাতি গঠনে ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন সমাজ উন্নয়নমূলক ও সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
 
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্রের মহাসচিব ড. এম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সাবেক সচিব ও ক্যাম্পাসের উপদেষ্টা খন্দকার রাশেদুল হক, অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, শিক্ষানুরাগী ড. মোঃ শরীফ আব্দুল্লা হিস সাকী প্রমুখ।
#
 
ইফতেখার/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/২২১০ ঘণ্টা  
তথ্যবিবরণী                 নম্বর : ১৫৪০
 
বিএসটিআই’র ৩২তম কাউন্সিল সভা অনুষ্ঠিত
অনলাইনে মিলবে বিএসটিআই প্রণীত ‘বাংলাদেশ মান’
 
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) : 
অনলাইনে মিলবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) কর্তৃক প্রণীত পণ্য ও সেবার মান বিষয়ক বিনির্দেশিকা বাংলাদেশ মান (বিডিএস)। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ রাজধানীর তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআই কাউন্সিল সভা শেষে ‘ই-ক্যাটালগ এবং বাংলাদেশ মান (বিডিএস) বিক্রি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই)- এর অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। 
শিল্পমন্ত্রী বলেন, অনলাইনে বিডিএস বিক্রয় কার্যক্রম চালু হওয়ার ফলে এখন থেকে ঘরে বসে অনলাইনে বিডিএস সংগ্রহ করা যাবে। এটা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। উল্লেখ্য, বিডিএস হলো পণ্য ও সেবার মান বিষয়ক বিএসটিআই কর্তৃক প্রস্তুতকৃত বিনির্দেশিকা। বিএসটিআই’র লাইসেন্স গ্রহণের আবেদনের সাথে সংশ্লিষ্ট পণ্য বা সেবার বাংলাদেশ মান তথা বিডিএস সংগ্রহ করা বাধ্যতামূলক।
কাউন্সিল সভায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, ভেজাল প্রতিরোধে প্রতিটি জেলায় বিএসটিআইয়ের তদারকি কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ জন্য যথাযথ পদমর্যাদায় প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হবে। তিনি এ সময় দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সকল নাগরিককে নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদানের আহ্বান জানান। সভায় বাংলাদেশ সার্টিফিকেশন মার্কসের আওতায় পণ্যসমূহের মার্কিং ফি পুনর্নির্ধারণের বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএসটিআই কাউন্সিল সভায় শিল্পমন্ত্রীর সভাপতিত্বে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী এবং শিল্পসচিব মোঃ আবদুল হালিম। বিএসটিআই মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন, শিল্প, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বরাষ্ট্র, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এফবিসিআই, ডিসিসিআই, বিসিআই, ক্যাবের প্রতিনিধিগণসহ এক্সেস টু ইনফরমেশন (এটুআই)-এর কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
#
 
মাসুম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/২০২৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৩৯
 
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে
                     -- ত্রাণ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ৬৪ জেলায় বিতরণের জন্য ১৫ হাজার ৫শ ৫৮ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৫শ ৪১ টাকা জেলা প্রশাসকদের নিকট মজুত আছে। বর্তমানে মহানগরসমূহে ৩২ হাজার নগর স্বেচ্ছাসেবক রয়েছে যা শীঘ্রই ৬২ হাজারে উন্নীত করা হবে। ১৩টি জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে ২শ ২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আরো আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বিদ্যমান আশ্রয়কেন্দ্রের সংস্কার কাজ চলমান আছে। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় মুজিব কিল্লা নির্মাণ কাজ চলমান আছে এবং ৯শ ৯৮টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে।
 
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক দুর্যোগসমূহে করণীয় ও পূর্ব প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে উপস্থিত সাংবাদিকদেরকে এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ পরবর্তী সময়ের জন্য ২শ ৩৬ কোটি টাকার প্রয়োজনীয় আধুনিক অনুসন্ধান-উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় করে সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্টগার্ড, র‌্যাব, জেলা প্রশাসন ও ঢাকা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। আরো ১ হাজার কোটি টাকার সরমঞ্জাম ক্রয়ের পরিকল্পনা রয়েছে। 
 
এনামুর রহমান বলেন, ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ পরবর্তী অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য জাতীয় আপদকালীন পরিকল্পনা তৈরি করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ সড়কে নিরবছিন্ন যোগাযোগ স্থাপনে ইতোমধ্যে ১৮ হাজার সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। আরো ১৩ হাজার সেতু ও কালভার্ট নির্মাণের কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের অংশ হিসেবে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণে ইতোমধ্যে ২ হাজার ৪শ ৩৮ কিলোমিটার এইসবিবি করা হয়েছে। বজ্রপাত প্রতিরোধে এ পর্যন্ত ৩২ লাখ ১২ হাজার ৬শ ৭১টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় পেশাদারিত্ব আনয়নের লক্ষ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনিস্টটিউট গঠন করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ২২ হাজার ৫শ জনকে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
 
#
 
সেলিম/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৯/১৯৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৩৮
 
প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী
২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত
 
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, গত ৬ এপ্রিল  জাতীয় চাঁদ দেখা কমিটির শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে মত দিয়েছেন বিশিষ্ট ওলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত ১১ সদস্য উপ-কমিটি। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী ২১ এপ্রিল দিবাগত রাত সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। 
ধর্ম প্রতিমন্ত্রী আজ বিকাল তিনটায় ঢাকায় তাঁর মন্ত্রণালয়ের অফিস কক্ষে বিশিষ্ট ওলামায়ে কেরামের সুপারিশ ও মতামতের আলোকে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, ১৪৪০ হিজরি সালের শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্তের বিষয়ে গত ১৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন (বায়তুল মুকাররস্থ)  সভাকক্ষে চাঁদ দেখা কমিটি এবং ওলামা ও মুফতিগণের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্তের বিষয়ে ভিন্নমত পোষণকারীদের দাবি যাচাইয়ে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষাসচিব মাওলানা মুফতী মুহাম্মাদ আবদুল মালেককে প্রধান করে বিশিষ্ট উলামায়ে কেরামের সমন্বয়ে ১১ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটি যারা চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদের সাক্ষ্য গ্রহণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১৭ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মর্মে জানায়। উক্ত সিদ্ধান্তের আলোকে বিশিষ্ট ওলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত উপ-কমিটি আজ সকাল সাড়ে দশটায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বায়তুল মুকাররম কার্যালয়ে এক সভায় মিলিত হয়। 
ধর্ম প্রতিমন্ত্রী আরো জানান, উপ-কমিটি তাঁদের লিখিত সুপারিশে জানায়, নতুন চাঁদের বিষয়টি সম্পূর্ণ একটি দ্বীনী বিষয়। এ ব্যাপারে ইসলামী শরীয়ার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ২৯ রজবের সন্ধ্যায় যেহেতু জাতীয় চাঁদ দেখা কমিটির নিকট চাঁদ দেখেছেন বলে কেউ সাক্ষ্য দিতে আসেনি তাই ইসলামী শরীয়াহ অনুযায়ী পরের দিনকে ৩০ রজব হিসাব করে এর পরের দিন সোমবার পহেলা শাবান ঘোষণা করা হয়। পরে ২৯ রজব সন্ধ্যায় কোথাও নতুন চাঁদ দেখা গেছে এমন বক্তব্য সামনে আসার পর তথ্য পর্যালোচনার জন্য গত ১৩ এপ্রিল প্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়, ওলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত কমিটি চাঁদ দেখেছেন এমন সাক্ষীদের বক্তব্য শুনে শরীয়তের দৃষ্টিকোণ থেকেই যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই হিসেবে আজকে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং তা যাচাইয়ের জন্য উক্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেহেতু সাক্ষীগণ সাব-কমিটির বার বার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সভায় উপস্থিত হননি বরং সাক্ষ্য প্রদানের জন্য এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেভাবে সাক্ষ্য গ্রহণের শরীয়তে কোন ভিত্তি নেই, তাই চাঁদ দেখার কোন সাক্ষীর সাক্ষ্য না পাওয়ায় আজকের সভা ইসলামী শরীয়াহ অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটির গত ৬ এপ্রিল ঘোষিত সিদ্ধান্ত বহাল রেখেছেন। অর্থাৎ পহেলা শাবান গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সে মোতাবেক আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। 
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মোঃ আনিছুর রহমানসহ অন্যান্য সদস্য এবং উপ-কমিটির প্রধান মুফতী মাওলানা আবদুল মালেক, সদস্য মুফতি মিজানুর রহমান সাঈদ এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
#
আনোয়ার/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৩৭
 
সৃজনশীল প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই
                             -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সৃজনশীল আগামী প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের অসাম্প্রদায়িক ও সুস্থভাবে বেড়ে উঠতে কার্যকর অবদান রাখবে। তিনি বলেন, বঙ্গবন্ধুসহ স¦নামধন্য  প্রায় সকল নেতাই খেলাধুলা পছন্দ করতেন এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন। খেলাধুলা তাই আত্মসচেতনতা বৃদ্ধি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সহযোগিতা করে। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথম সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা “বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস ২০১৯” এর টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল খেলা এবং পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প দিয়েছেন তা বাস্তবায়ন করতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। 
 
প্রতিযোগিতায় মেয়েদের এককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাইমা চ্যাম্পিয়ন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মীম রানারআপ এবং ছেলেদের এককে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সজিব চ্যাম্পিয়ন ও আইইউবি’র জাবেদ রানারআপ হয়ে পদক লাভ করে। 
 
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গিয়াস ইউ. আহসান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর বক্তব্য রাখেন। 
 
#
 
আসলাম/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৩৫
 
তুরাগ তীরে বিআইডব্লিউটিএ’র অভিযান
৯৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ তিনটি বালুর গদি অবমুক্ত
 
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ  ঢাকা নদী বন্দরের আওতাধীন  আশুলিয়ার ধউর ব্রিজ এলাকায়  একটি চারতলা, তিনটি দোতলা,  ১১টি একতলা, ১৫টি আধাপাকা ভবন এবং ২৭টি টিনশেড, আটটি বাউন্ডারি ওয়াল, ৩১টি টিনের ঘরসহ মোট ৯৬টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ, তিনটি বালুর গদি অপসারণ এবং চার একর তীরভূমি অবমুক্ত করা হয়েছে।  এছাড়া ২২ লাখ ৪৪ হাজার টাকার পণ্য নিলাম  করেছে।
 
নদী তীরে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
 
#
 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৩৬
 
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযান
৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ দুই একর ভূমি উদ্ধার
 
নারায়ণগঞ্জ, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ নারায়ণগঞ্জ  নদী বন্দরের আওতাধীন  নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায়  ১০টি পাকা, ১০টি সেমি পাকা ভবন, ১০টি ওয়াল এবং টিনসেডসহ মোট ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ  এবং দু’ একর ভূমি  উদ্ধার করেছে। এছাড়া দু’ লাখ ৫০ হাজার টাকার মালামাল নিলাম করেছে।
 
নদী  তীরের উচ্ছেদ অভিযান  চলমান থাকবে।
 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/১৭৫০ ঘণ্টা  

Handout                                                                                               Number : 1534

 

 

Prime Minister expresses sorrow at the

damage to the Notre Dame Cathedral

 

Dhaka, April 16 :

 

Prime Minister Sheikh Hasina has expressed her deepest sorrow at the colossal damage to the Cathedral of Notre Dame due to a catastrophic fire yesterday in France. Below is the full text of her condolence message addressed to Emmannel Macron, President of the French Republic.

 

 

“Excellency

 

We are terribly shocked and deeply saddened at the colossal damage to the Cathedral of Notre Dame due to a catastrophic fire yesterday. The damage to this iconic Cathedral is most tragic and heart wrenching not only for the people of France but for the entire humanity. We share the pain and grief of the French people.

 

With a deep sense of loss and grief I, on behalf of the people and government of Bangladesh and on my own behalf, convey our profound sadness to you and to the people of France.

 

Our thoughts and prayers are with the people of France.”

 

 

#

 

Dewan/Mahmud/Sanjib/Salim/2019/1740 Hrs.

 

 

Handout                                                                                               Number : 1533

 

Slovenian Ambassador meets State Minister for Foreign Affairs

 

Dhaka, April 16 :

 

The Ambassador of the Republic of Slovenia to Bangladesh with residence in New Delhi Jožef Drofenik called on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam at the latter's office in Dhaka today. Recalling the support of the then Yugoslavia in the liberation war in 1971 and subsequent assistance for reconstruction of the war-torn economy of Bangladesh in the post Liberation War period (early 70s), the State Minister expressed gratitude to the Slovenian people and stressed on further enhancing the existing bilateral relations between the two time-tested friendly countries in the days ahead.

 

He emphasized on the importance of the high level visits by recalling the visit of Bangabandhu Sheikh Mujibur Rahman to the former Yugoslavia at the early years of the independence of Bangladesh. Mentioning the investment-friendly environment of Bangladesh, State Minister invited the Slovenian businessmen to explore enhanced trade and investment opportunities between our two countries. He also mentioned that there are ample scopes of cooperation in the field of agriculture, education, culture, trade and economic cooperation, science and technology. Ambassador Drofenik assured the State Minister to continue and explore the all possible areas of mutual cooperation between the countries to strengthen and deepen the bilateral engagements of the two countries.

 

During the discussion, Ambassador mentioned that the Deputy Minister of Foreign Affairs of Slovenia would like to visit Bangladesh in the first week of July 2019 for Foreign Office Consultation.

 

Apart from bilateral issues, views on regional and international issues of mutual concern were exchanged during the meeting. Both sides agreed to maintain cooperation in different multilateral platforms.

 

#

 

Dewan/Mahmud/Sanjib/Salim/2019/1720  Hrs.

তথ্যবিবরণী         নম্বর : ১৫৩২ 
 
শাণিত কণ্ঠস্বর ব্যবহৃত হোক উন্নয়নের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে
              -- বিমান প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) : 
‘জীবনকে অর্থবহ করার জন্য সুস্থ ও সুন্দর কণ্ঠস্বরের কোনো বিকল্প নেই। জীবনে চলার পথে কণ্ঠস্বরের গুরুত্ব অপরিসীম। আমরা আমাদের শাণিত কণ্ঠস্বর ব্যবহার করব উন্নয়নের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলার জন্য।’ 
আজ বিশ্ব কন্ঠ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিলন হলে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
প্রতিমন্ত্রী কণ্ঠস্বরের যতœ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে অনুপ্রাণিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি নাগরিক। তার অসাধারণ কণ্ঠস্বরের কারণে জাগ্রত হয়েছিল বাঙালি জাতি। তারা ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের ৭ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া বঙ্গবন্ধুর সেই অমর ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।
মাহবুব আলী বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশংকরের কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের শিল্পীদের রণাঙ্গনে পরিবেশিত গান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে ও প্রেরণা যুগিয়েছে। একটি সুস্থ ও সুন্দর কণ্ঠস্বর আমাদের জন্য একটি বড় উপহার। সময়ের সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার হচ্ছে। অতীতে চিকিৎসা ছিল না এমন অনেক রোগেরই বর্তমানে চিকিৎসা রয়েছে। অচিরেই হয়তো আমরা শুনতে পাবো চিকিৎসা নাই এমন কোন রোগের অস্তিত্ব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। 
প্রতিমন্ত্রী বলেন, মানুষ রোগ মুক্ত হোক, মানুষ ভালো থাকুক। সকল রোগের চিকিৎসা আবিষ্কার হোক। কণ্ঠস্বরের গুরুত্ব আমরা সবাই অনুধাবন করি। বিশ্ব কণ্ঠ দিবস পালন সফল ও সার্থক হোক।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ মনিলাল আইচ, অধ্যাপক ডাঃ খোরশেদ আলম মজুমদার, অধ্যাপক ডাঃ শেখ হাসানুর রহমান ও অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে প্রতিমন্ত্রী র‌্যালির মাধ্যমে বিশ্ব কণ্ঠ দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।
#
 
তানভীর/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৭৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৩১
উত্তরবঙ্গে ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে জেবিআইসি
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
বাংলাদেশে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্রমবর্ধমান ইউরিয়া সারের চাহিদা বিবেচনা করে এটি স্থাপন লাভজনক হবে। নরসিংদী জেলার পলাশে বাস্তবায়নাধীন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের মতই উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্প হবে এটি। 
বাংলাদেশ সফররত জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) -এর এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ প্রস্তাব দেন। শিল্প মন্ত্রণালয়ে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। 
বৈঠকে জেবিআইসি’র নিউ এনার্জি অ্যান্ড পাওয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাপরিচালক ফুমিউ সুজুকি (ঋঁসরড় ঝুঁঁশর), উপদেষ্টা ইয়াসুয়ুকি ইয়ামাতু (ণধংুঁঁশর ণধসধঃড়), এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান প্রতিনিধি ইয়াসুকি কমিনামি (ণধংঁশর কড়সরহধসর), বিসিআইসি’র পরিচালক (বাণিজ্যিক) মোঃ আমিন উল আহসান এবং ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক মোঃ রাজিউর রহমান মল্লিক উপস্থিত ছিলেন।   
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশে ১৯৯০ সাল থেকে প্রতিষ্ঠানটি শিল্পখাতে বিনিয়োগ করে আসছে। এর মধ্যে কাফকো ফার্টিলাইজার প্রকল্প, ডিএপি ফার্টিলাইজার প্রকল্প এবং বিবিয়ানা গ্যাস ফায়ারড্ পাওয়ার প্লান্ট প্রকল্পে বিনিয়োগের কথা তারা তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যরা আরো বলেন, বিনিয়োগের ক্ষেত্রে জেবিআইসি সব সময় পরিবেশ সংরক্ষণ এবং কার্যকর প্রযুক্তির প্রয়োগের প্রতি অগ্রাধিকার দিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে সড়ক, রেল ও বন্দর যোগাযোগ, বিদ্যুৎ, পানি, টেলিকমিউনিকেশন এবং নবায়নযোগ্য জ্বালানিখাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ প্রতিষ্ঠান সুষম আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। জেবিআইসি সম্প্রতি নরসিংদী জেলার পলাশে গৃহীত ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্টে (জিপিইউএফপি)’ অর্থায়ন করছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চিয়তা পেলে তারা ভবিষ্যতে বাংলাদেশের শিল্পখাতে আরো বিনিয়োগ করবেন বলে জানান।  
শিল্পমন্ত্রী নতুন সার কারখানা স্থাপনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ক্রমবর্ধমান সারের চাহিদা মেটাতে সরকার উত্তরবঙ্গে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। বিসিআইসি ইতোমধ্যে উত্তরবঙ্গে একটি সার কারখানা স্থাপনের লক্ষ্যে প্রাক-সমীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সার কারখানা স্থাপনের লক্ষ্যে একটি পরিপূর্ণ প্রস্তাব পেশের জন্য প্রতিনিধিদলকে পরামর্শ দেন। বাংলাদেশের স্বার্থ সুরক্ষা করে জাপানের যে কোনো বিনিয়োগ প্রস্তাবকে সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি মন্তব্য করেন।  
মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট (জিপিইউএফপি)’ শেষ করতে জেবিআইসি’র কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরণের সময়ক্ষেপণ গ্রহণযোগ্য হবে না বলে তিনি উল্লেখ করেন।  
#
জলিল/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭১০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                   নম্বর : ১৫৩০
 
মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ আগামীকাল
 
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল) : 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। ফল আগামীকাল বিকেল ৪টা থ
Todays handout (11).docx Todays handout (11).docx