Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 10/2/2018

তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ৪৪৬
 
গান মানুষের মনকে নির্মল ও পরিশীলিত করে
-- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, গান মানুষের মনকে নির্মল, সুন্দর ও পরিশীলিত করে। এটি মানুষের মানবিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি মানুষকে মননশীল ও রুচিশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ফলে মানুষ হয়ে ওঠে সংস্কৃতিমনা ও অসাম্প্রদায়িক; সর্বোপরি মানবিক গুণাবলি সম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী (১০-১২ ফেব্রুয়ারি, ২০১৮) শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান ও বিশিষ্ট সংগীতজ্ঞ অধ্যাপক ড. আ ব ম নুরুল আনোয়ার।
 
মন্ত্রী বলেন, গান ভালোলাগাটাই বড় কথা। শাস্ত্রীয় সংগীতের বেশিরভাগ দর্শকই এ বিশেষ উচ্চমার্গীয় সংগীতকে ভালোভাবে বোঝেন না। কিন্তু শাস্ত্রীয় সংগীত ভালোবাসেন বলেই তাঁরা ছুটে আসেন। ভালোলাগতে লাগতেই এটাকে তাঁরা বুঝবেন এবং একসময় এ সংগীতের বোদ্ধায় পরিণত হবেন। কেননা, ভালোলাগাটা মানুষের মনের মধ্যে অনুভব ও উপলব্ধি তৈরি করে। 
 
#  
 
ফয়সল/নাইচ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪৪৫ 
 মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৪টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
 
আজ কুতুপালং ক্যা¤েপ ১ শত ৮ জন পুরুষ, ৮৪ জন নারী মিলে ১ শত ৯২ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৯১ জন পুরুষ, ১ শত ৮ জন নারী মিলে ১ শত ৯৯ জন, থাইংখালী ক্যাম্পে ১ শত ৫৯ জন পুরুষ, ১ শত ৩৬ জন নারী মিলে ২ শত ৯৫ জন, বালুখালী ক্যাম্পে ১ শত ৪২ জন পুরুষ, ১ শত ৫৩ জন নারী মিলে ২ শত ৯৫ জন এবং পুরোদিনে ৪টি কেন্দ্রে মোট ৯ শত ৮১ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৬২ হাজার ৫ শত ৮২ জনের নিবন্ধন করা হয়েছে। 
 
সমাজসেবা অধিদপ্তর আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ১০ ফেব্রুয়ারি  পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার ৩ শত ৬০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
 
#  
সাইফুল/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৮/২০১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৪৪৪
 
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার 
                --এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) : 
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব হওয়ায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ সরকার কৃষিখাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষি মন্ত্রণালয় আয়োজিত “জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা ২০১৮”-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। 
মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা এ সফলতা অর্জন করেছি। আমরা আজ নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্য রপ্তানির জন্য বহির্বিশ্বে বাজার খুঁজছি। 
মন্ত্রী বলেন, কৃষক, মজুর ও মেহনতি মানুষের দু’বেলা দু’মুঠো খাবারের জন্য, তাদের ঘামের বিনিময়ে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু  আজীবন সংগ্রাম করেছিলেন। দেশের সংকটকালীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে যে রূপরেখা প্রণয়ন করেছিলেন তাঁর সেই পথ ধরে বর্তমানে আমরা খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।
কৃষিজীবীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যাতে উৎপাদিত ফসল সহজেই বাজারে পৌঁছাতে পারেন সেজন্য সরকার ২০২১ সালের মধ্যে প্রতিটি গ্রামীণ সড়ক পাকাকরণের লক্ষ্যে কাজ করছে। গ্রামীণ হাটবাজারকে উন্নত করার জন্য অবকাঠামোগত পরিবর্তন করছি। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল বাজার স্থাপনের কাজ চলমান রয়েছে। বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের সকল সুবিধা এখন আপনাদের হাতের নাগালে রয়েছে। প্রতিটি উপজেলায় কৃষি, সেচ, মৎস্যচাষ ও জলাশয় ব্যবস্থাপনার জন্য পুকুর ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আপনাদের আর বিলে জলাবদ্ধতা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, সেচের পানির জন্য চিন্তা করতে হবে না। সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খনন প্রকল্পও হাতে নিয়েছে। শুষ্ক মৌসুমে সেচের পানির জন্য কৃষক ভাইদের আর এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। 
মন্ত্রী বলেন, আমরা নি¤œআয়ের দেশ থেকে মধ্যমআয়ের দেশে পরিণত হচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, এখন কোন মানুষকে বাধ্য হয়ে কৃষিকাজ করতে হয় না। মানুষ এখন নানা পেশায় নিয়োজিত আছে। কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে এ খাতকে আধুনিক করতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে কৃষিবিদ মিলনায়তন চত্বরে এসে শেষ হয়। তিন দিনব্যাপী এ মেলা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
পরে মন্ত্রী ‘জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা ২০১৮’-এর উদ্বোধন ঘোষণা করেন।
#  
জাকির/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮০৪ ঘণ্টা 
বেসরকারি                                                                                 নম্বর :  ৬
 
 
আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের সাবেক প্রধান সহকারীর ইন্তেকাল
 
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
 
আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রামের সাবেক প্রধান সহকারী মোঃ শাহজাহান মিয়া আজ সকালে ঢাকায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ১ কন্যা, ২ পুত্র ও অসংখ্য আত্মীয়-স¦জন রেখে গেছেন।
 
শোকসন্তপ্ত পরিবারের প্রতি তথ্য অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারী শোক প্রকাশ করেছেন।
 
মরহুমের মরদেহ আগামীকাল চট্টগ্রামের মিরেরশরাইয়ে তাঁর গ্রামের বাড়িতে সকাল ১০টায় দাফন করা হবে। 
 
#  
নাজমুল/আব্বাস/২০১৮/১৮৫০ ঘণ্টা 
 
 
New Microsoft Office Word Document.docx New Microsoft Office Word Document.docx