Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২২

তথ্যবিবরণী ২১ আগাস্ট ২০২২

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৩৮৯

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :

          একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ রাজধানীর সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইসাথে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী সকলের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

          পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আয়োজিত এ দোয়া মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

#

 মোহসিন/রফিক/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২২৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৩৮৮

২১ আগস্ট হত্যাকাণ্ড চালিয়ে বিএনপি-জামায়াত আবার মানবতার কথা বলে

                                                                             -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

বোচাগঞ্জ (দিনাজপুর), ৬ ভাদ্র (২১ আগস্ট) :

           নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২১ আগস্ট আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।  এত অমানবিকতার বিরুদ্ধেও আমরা কখনও অমানবিক আচরণ করি নাই। আমরা কখনো মানবতার বিরুদ্ধে যাই নাই। আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র বানাতে চেয়েছি। ২১ আগস্ট হত্যাকাণ্ড চালিয়ে বিএনপি-জামায়াত আবার মানবতার কথা বলে। ২০০১ সালের নির্বাচনের পর আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছেন। গুম করেছেন, সনাতন ধর্মের সম্প্রদায়ের ওপর অত্যাচার করেছেন। আবার আপনারা মানবতা শিখাতে আসেন। আহসানউল্লাহ মাষ্টারকে পাখির মতো গুলি করে হত্যা করে আপনারা মানবতার কথা বলেন। এস এম কিবরিয়াকে গুলি করে হত্যা করে আপনারা মানবতার কথা বলেন। গ্রেনেড হামলা করে নারী নেত্রী আইভি রহমান সহ ২৪ জনকে হত্যা করে আপনারা মানবতার কথা বলেন। সে সব কথা বাংলার মানুষ ভুলে যায় নাই। শায়েখ আব্দুর রাজ্জাক ও বাংলা ভাইকে দিয়ে আপনারা জঙ্গিবাদ কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু বাংলার মানুষ আপনাদের সে সমস্ত ষড়যন্ত্র নসাৎ করে দিয়েছে।

          প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

           বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সবুর, মোঃ নাঈম শাহ, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারি, মোঃ শামিম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম খন্দকার কাওসার প্রমুখ।

          প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর এদেশে কোনো আইনের শাসন ছিলনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ২০১৪ সাল থেকে সাংবিধানিক ধারাবাহিকতা চলছে। প্রত্যেক ধর্মের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সমঅধিকার নিশ্চিত করা হয়েছে। মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে।

#

জাহাঙ্গীর/রফিক/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২২৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩৩৮৭  

 

আগস্ট মাসে এত রক্ত ঝরেছে যে তার হিসেব করা কোনো কালেই ও কোনক্রমেই সম্ভব নয়

                                                                                      - সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :   

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জানুয়ারি থেকে ডিসেম্বর-বছরে রয়েছে বারোটি মাস। তার মাঝে রয়েছে একটি মাস যে মাসে আমরা শোক ও বেদনায় কাতর হয়ে যাই। আগস্ট বেদনার ও শোকের মাস। আগস্ট মাসে এত রক্ত ঝরেছে যে তার হিসেব করা কোনো কালেই ও কোনক্রমেই সম্ভব নয়।

 

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষ্যে জাতীয় জাদুঘর আয়োজিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: রাজনীতিতে প্রেম' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার ড. খুরশীদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান।

 

প্রধান অতিথি বলেন, আগস্ট আমাদের দিয়েছে অনেক কিন্তু কেড়ে নিয়েছে সর্বস্ব। এ মাসে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সম্পদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৪৬ সালের এ মাসে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়। ২০০৪ সালের ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা ঘটানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও মহিলা লীগ নেত্রী আইভী রহমান সহ দলের ২৪ জন নেতাকর্মী শাহাদতবরণ করেন। কে এম খালিদ বলেন, আগস্ট আমাদের দিয়েছেও অনেক। এ মাসেই জন্মগ্রহণ করেন মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও যুব সমাজের অহংকার জাতির পিতার সুযোগ্য পুত্র ক্যাপ্টেন শেখ কামাল।

 

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর বলেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’ জাতির পিতা জীবে প্রেম করেছেন তাঁর রাজনীতির মাধ্যমে। দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে প্রেম দেখিয়েছেন। দীর্ঘ দুই যুগের পথ পরিক্রমায় ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক ভূখণ্ডকে স্বাধীন করেছেন। সচিব জাতির পিতার ত্যাগ ও আদর্শকে আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করার আহবান জানান। এবং এর মাধ্যমে জাতির পিতার স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা ও সম্মান জানানো হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ সংলগ্ন প্রাঙ্গণে ভয়াল, বিভীষিকাময় ও কলঙ্কিত রক্তাক্ত ২১ আগস্ট স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা, পাবলিক আর্ট ও স্থাপনা শিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি তিন দিনব্যাপী (২১-২৩ আগস্ট ২০২২) প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রদর্শনীটি ঘুরে দেখেন।

#

ফয়সল/রফিক/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/২১১৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩৩৮৬

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা

                               -সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :   

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে শেখ হাসিনা শপথ নিয়েছিলেন ও দেশবাসীর সাথে ওয়াদা করেছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি পূরণ করবেন। সে লক্ষ্যকে সামনে রেখে তিনি কাজ করছেন।

মন্ত্রী আজ লালমনিরহাট জেলার আদিতমারীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আদিতমারী উপজেলা শাখা আয়োজিত ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াবার শক্তির নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এক সময়ের অচেনা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে মর্যাদার আসনে উন্নীত করেছেন। ।

মন্ত্রী আরও বলেন, ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার কুশীলবরা দেশের উন্নয়নকে চোখে দেখতে পারেনা। তাদের আমলে তারা দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যার্থ হয়েছে। আমাদের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

বিএনপি-জোটের শাসনামলে দেশে ১৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছিল। আজ দেশ যখন উন্নত হচ্ছে তখন তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, ষড়যন্ত্রকে প্রতিহত করে ২০২৩ সালের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতা প্রদান করে দেশ পরিচালনার দায়িত্বে রাখতে হবে।

বিক্ষোভ মিছিল ও আলোচনাসভায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

#

জাকির/রফিক/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/২১১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৩৮৫

 

বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্রের মতবাদ পুঁজিবাদী বিশ্বের জন্য অনেক বড় থ্রেট ছিল

                                                                                                        -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :

          শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তরের পরাজয়ের গ্লানি ও প্রতিশোধপরায়ণতা এবং শোষিতের গণতন্ত্রের মতাদর্শের কারণে বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্রের মতবাদ পুঁজিবাদী বিশ্বের জন্য অনেক বড় থ্রেট ছিল। তার এই মতাদর্শের কারণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বিশ্বের নির্যাতিত ও বঞ্চিত মানুষের অনুপ্রেরণার  উৎস। তাই তাঁকে বিশ্ব মোড়লদের অনেক ভয় ছিল।

          আজ রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে ‘১৫ই আগস্ট ২০২২: শোক থেকে শক্তির ক্রমউত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

          আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান।

          মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তকেও অনেক বেশি ভয় ছিল ঘাতকদের। তাই তাঁর পরিবারের প্রায়  সবাইকে  হত্যা করে তাকে  নির্বংশ করার চেষ্টা করা হয়েছিল। তাদের ভয় অমূলক ছিল না। তার প্রমাণ আজকের শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

          শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে অসাম্প্রদায়িক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থায়  জোর দিতে হবে।

#

খায়ের/রফিক/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৩৮৪

আওয়ামী লীগ জনগণের দল, আমাদের শক্তি জনগণের শক্তি

                                                                      -- আইনমন্ত্রী

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :

          আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। আমাদের শক্তি জনগণের শক্তি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করেছে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এজন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করার প্রয়োজন নেই।

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, তৎকালীন পূর্ব বাংলার অনেক বড় বড় নেতা পাকিস্তানের সামরিক জান্তাদের সাথে আপস করলেও বঙ্গবন্ধু কখনও আপস করেননি। এজন্য পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধুকে ভয় পেতেন। বঙ্গবন্ধুকে ভয় পাওয়ার যুক্তিও ছিল। বঙ্গবন্ধু সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতি করতেন। তিনি গেরিলা যুদ্ধে বিশ্বাস করতেন না। ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করতেন না। তিনি সবসময় জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন। কারণ তাঁর ছিল প্রবল দেশপ্রেম এবং ছিল জনগণের প্রতি গভীর ভালোবাসা, বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

          মন্ত্রী দুঃখ করে বলেন, পাকিস্তানের সামরিক জান্তারা যাকে হত্যা করার সাহস পায়নি, সেই বঙ্গবন্ধুকে আমরা হত্যা করেছি। এই কলঙ্ক আমরা কোনোদিন মোচন করতে পারবো না।

          আনিসুল হক বলেন, জাতির পিতার আদর্শ, দেশপ্রেম, মানুষের প্রতি গভীর ভালোবাসা ও আত্মমর্যাদার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কঠিন সময় অবশ্যই আমরা মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। তাঁর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে  উন্নত বাংলাদেশ  বিনির্মাণ করতে পারবো।

          আলোচনা সভায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ মইনুল কবির, আইন ও বিচার  বিভাগের  সচিব মোঃ গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক, সুপ্রীম কোর্টের  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রাব্বানী, অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী,  যুগ্ম সচিব উম্মে কুলসুম ও কাজী আরিফুজ্জামান,  উপসচিব শেখ গোলাম মাহবুব ও গাজী কালিমুল্লাহ বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন।

          অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

#

 রেজাউল/রফিক/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২০১৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩৩৮৩

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে কাতারের শ্রম মন্ত্রীর বৈঠক

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :   

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের  সাথে কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সাইদ বিন সামিখ আল মাররি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। 

এ সময় মন্ত্রীদ্বয় কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, কাতারের শ্রম আইন, কর্মীদের সামগ্রিক সুরক্ষা ও দায়িত্ব, কর্তব্য ও অধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়া বৈঠকে কাতারে নার্সিং, হসপিটালিটি, নির্মাণ, সেবা এবং আইটি খাতে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল। তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও সফলতার সাথে অবদান রাখছে। এছাড়া বাংলাদেশি কর্মীদের দক্ষতার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রী কাফালা পদ্ধতিতে পরিবর্তন এবং ন্যূনতম মজুরি নির্ধারণ বিষয়ে কাতারের ইতিবাচক সংস্কারের প্রশংসা করেন।

বৈঠকে কাতারের শ্রম মন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, কাতারের শ্রম আইন সংশোধন করা হয়েছে। এই আইনে দেশীয় শ্রমিকদের মতো বিদেশি শ্রমিকরা যাবতীয় সুবিধাদি পাবে। তিনি কাতারের ক্রমবর্ধমান শ্রমবাজারের উপযোগী দক্ষ কর্মী প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান নিয়োগকর্তারা বিদেশি শ্রমিকদের সাথে কোনো ধরনের আইন পরিপন্থী কাজ করলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরো জানান, কাতারে কর্মরত শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হয়েছে। কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান পাওনা পরিশোধ করতে অসমর্থ হলে এই তহবিল থেকে অর্থ প্রদান করা হচ্ছে। একইসাথে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কাতারের আইন মেনে চলার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি তাদের দায়িত্ব, কর্তব্য ও অধিকারের বিষয়ে আরো সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।  

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কাতার শ্রম মন্ত্রণালয়ের অ্যাসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলি, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক শহীদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন।

#

রাশেদুজ্জামান/রফিক/সঞ্জীব/মাহমুদ/শামীম/২০২২/২০০৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৩৩৮২

২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খালেদা ও তারেক

                                                       --পানিসম্পদ উপমন্ত্রী

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :

          পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং এদের দল বিএনপি'র বিচার করতে হবে। এই খুনি ও সাম্প্রদায়িক দল বিএনপিকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিল।

          ২০০৪ সালের ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

          ২১ আগস্ট গ্রেনেড হামলায় স্প্রিন্টার বয়ে বেড়ানো এনামুল হক শামীম বলেন, একাত্তরের লাখো শহিদের রক্তে যে মাটি ভিজেছিল, যে মাটি বঙ্গবন্ধুর রক্তে ভিজেছিল পঁচাত্তরে, সেই মাটিতে আবারো রক্তস্রোত, যা ২০০৪ সালের ২১ আগস্ট বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের ২১ আগস্টে ফিরে আসে প্রাণঘাতী গ্রেনেড হয়ে। নেতাকর্মীরা প্রাণপণ লড়াই করে নেত্রীর সুরক্ষায় গড়ে তোলে মানবঢাল।

          উপমন্ত্রী বলেন, বিএনপি-জামাত দেশ বিরোধী মহাপরিকল্পনা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ‘৭৫ এ জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড। আর ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হত্যা পরিকল্পনার মাস্টারমাইন্ড খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। গ্রেনেড হামলার পর তারা মামলা পর্যন্ত করতে দেয়নি। তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল। তবে তারা সফল হয়নি, সফল হবেও না। বাংলার মাটিতেই তাদের বিচার হবে।’

          এসময় বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

#

গিয়াস/রফিক/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/১৯৫৫ঘণ্টা

Handout                                                                                                         Number : 3381

Qatar's Minister of Labour calls on Foreign Minister Dr. Momen

Dhaka, 21 August 2022 :

            Minister of Labour of Qatar Dr. Ali bin Saeed bin Al Samikh Al Marri paid a courtesy call on Foreign Minister Dr. A K Abdul Momen at State Guest House Padma in Dhaka today.

            Qatar's Labour Minister expressed his satisfaction to the Bangladesh community living in Qatar. He appreciated the role of Bangladeshi expatriates in developing the economy of Qatar as well as Bangladesh. He mentioned that in the coming days Qatar would like to recruit skilled and semi-skilled workers from Bangladesh in the field of medical, hospitality, driving and IT sector.

            Foreign Minister Dr. Momen briefed him about the initiatives taken by the Government of Bangladesh led by Prime Minister Sheikh Hasina for skill development to meet growing demand in domestic and abroad. He appreciated the cooperation of Qatar Government in supplying LNG to Bangladesh. Foreign Minister lauded the role of Qatar for its mediation in Afghanistan, Palestine, Chad and in Sudan. He requested Qatar government’s political and economic support for solving Rohingya problems. The Qatar Labour Minister appreciated the steady development of Bangladesh despite COVID pandemic. The Foreign Minister highlighted trade and investment opportunities in Bangladesh and requested for Qatar’s investment in Bangladesh especially in SEZ.

            Qatar's Labour Minister said that Qatar will actively explore investment scope in Bangladesh.

#

Mohsin/Pasha/Sanjib/Mahmud/Joynul/2022/1920hours

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর :  ৩৩৮০

 

সারের মজুত পর্যাপ্ত

তদারকি জোরদার ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষি সচিবের

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :

কেউ যাতে সারের কৃত্রিম সংকট তৈরি করতে ও দাম বেশি নিতে না পারে-সে বিষয়ে তদারকি জোরদার এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিসচিব মোঃ সায়েদুল ইসলাম। তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কোথাও সারের সংকট হওয়ার কোনো সুযোগ নেই।  

 আজ সচিবালয়ে ভার্চুয়ালি ‘সার্বিক সার পরিস্থিতি পর্যালোচনা’ সভায় কৃষিসচিব এ নির্দেশনা প্রদান করেন। সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা, বিএডিসির চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, সারা দেশের জেলা-উপজেলাসহ মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। সভায় প্রতিটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকবৃন্দ সারের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। 

কেউ কেউ গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংকট তৈরি করছে কি না সে ব্যাপারে কৃষি কর্মকর্তাদের বাড়তি সতর্কতা গ্রহণ করার আহ্বান জানান কৃষিসচিব।

আলোচনা শেষে সভায় সঠিকভাবে সার বিতরণ-বিক্রি নিশ্চিত করার জন্য মাঠ কর্মকর্তাদের কতিপয় নির্দেশনা প্রদান করেন কৃষিসচিব। ডিলাররা যেন বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলন করে তা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত মনিটরিং জোরদার করা। কোনো কোনো ডিলার বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলন না করার কারণে সার বিক্রির সময় রেশনিং করে থাকেন যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এর ফলে মাঠ পর্যায়ে কৃষকের মাঝে এক ধরনের কৃত্রিম আশঙ্কা সৃষ্টি হয়। কোন ডিলার যেন নিয়মবহির্ভূতভাবে সার বিক্রিতে রেশনিং না করতে পারেন, সেজন্য ডিলারদের সতর্ক করাসহ তদারকি বৃদ্ধি করা।

রশিদ ছাড়া যেন সার বিক্রি না হয় তা নিশ্চিত করা। ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে লালসালুতে বা ডিজিটালি সারের মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। ডিলারে গুদাম ভিজিট করে সারের অ্যারাইভাল নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে কৃষি বিভাগ নিবিড় যোগাযোগ রক্ষা করবে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। অধিক মূল্যে সার বিক্রির কোনো তথ্য বা সংবাদ পাওয়া গেলে সাথে সাথেই তা রিপোর্ট করতে হবে এবং সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সার্বিক বিষয়াদি নিয়ে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিলারদের নিয়ে সভা করে কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে সারের পর্যাপ্ততা সম্পর্কে অবহিত করতে হবে।

সভায় জানানো হয়, চাহিদার বিপরীতে দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৪৯ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৭ লাখ ৩৬ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন। সারের বর্তমান মজুতের বিপরীতে আমন মৌসুমে সারের চাহিদা হলো ইউরিয়া ৬ লাখ ১৯ হাজার টন, টিএসপি ১ লাখ ১৯ হাজার টন, ডিএপি ২ লাখ ২৫ হাজার টন, এমওপি ১ লাখ ৩৭ হাজার টন।

বিগত বছরের একই সময়ের তুলনায়ও সারের বর্তমান মজুত বেশি। বিগত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুত ছিল ৬ লাখ ০৬ হাজার মেট্রিক টন, টিএসপি ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ৫ লাখ ৫৬ হাজার টন এবং এমওপি ১ লাখ ৯৬ হাজার টন।

#

 

কামরুল/পাশা/সঞ্জীব/মাহমুদ/রেজাউল/২০২২/১৯০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৩৩৭৯

২১ আগস্ট বিএনপির হত্যা ও প্রতিহিংসার রাজনীতির ভয়াল নজির

                                                      - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :   

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘হত্যার রাজনীতির মাধ্যমে জন্ম নেয়া বিএনপির হত্যা ও প্রতিহিংসার রাজনীতির ভয়াল নজির হচ্ছে ২১ আগস্টের গ্রেনেড হামলা। বিএনপি ও তাদের দোসররা, জামাত, জঙ্গিগোষ্ঠী যদি রাজনীতিতে দাপিয়ে বেড়ায়, তাহলে এই অপরাজনীতি বন্ধ হবে না।’

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। ‘২০০৪ সালের ভয়াল ২১শে আগস্টে ঢাকায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রকাশ্যে দিবালোকে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে হাওয়া ভবন ও তারেক রহমানের প্রত্যক্ষ পরিচালনায় বেগম খালেদা জিয়ার জ্ঞাতসারে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল বলেন তথ্যমন্ত্রী। 

গ্রেনেড হামলায় আহত এবং শরীরে স্প্লিন্টারবাহী মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলৌকিকভাবে বেঁচেছেন। কিন্তু আইভি রহমানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ২৪জন নিহত এবং ছয়জন সংসদ সদস্যসহ পাঁচ শতাধিক আহত হয়েছিলেন, অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন, আহতরা সবাই গ্রেনেডের স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন। কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার দল পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাব আনতে দেয়নি বরং হাস্যরস করা হয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হয়েছে যে আমাদের নেত্রী না কি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড বোমা নিয়ে গিয়েছিলে

2022-08-21-16-51-66f36f90832a3214ca5dbca67452018c.docx 2022-08-21-16-51-66f36f90832a3214ca5dbca67452018c.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon