Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০১৫

তথ্যবিবরণী 26/04/2015

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২১১

ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন নির্মাণের লক্ষ্যে
বাংলাদেশ রেলওয়ে ও চায়না কোম্পানির মধ্যে সমঝোতাস্মারক স্বাক্ষরিত

ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

আজ রেলভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ডিজাইনসহ ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ এবং বরিশাল থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্দেশ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্য বাংলাদেশ রেলওয়ে ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে এক সমঝোতাস্বারক স্বাক্ষরিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধান পরিকল্পনা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম ও চায়না কোম্পানির পক্ষে সহকারী সভাপতি ওয়াং জিয়াংডং (ডধহম ঢরধহমফড়হম)।

ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন নির্মিত হলে বরিশালবাসী রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এ লাইনটি প্রায় ১০০ কিলোমিটার। প্রধানমন্ত্রীর ঘোষিত রেলওয়ের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে এটি একটি। রেলওয়ের মহাপরিকল্পনাতেও এ প্রকল্প অন্তর্ভুক্ত আছে।

    সরকার থেকে সরকারভিত্তিক অর্থায়নেরভিত্তিতে চায়নার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি একাজ সম্পন্ন করবে। এ সমঝোতাস্বারক ১২ মাস পর্যন্ত কার্যকর থাকবে।

#

শরিফুল/ফায়জুল/আলম/জসীম/রেজাউল/২০১৫/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                           নম্বর : ১২১০


ভূমিকম্পে আহতদের সহায়তা দিতে বাংলাদেশ থেকে একটি মেডিকেল টিম নেপাল যাবে


ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) : 

নেপালে ভূমিকম্পে আহতদের সহায়তা দিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর নির্দেশে একটি মেডিকেল টিম আগামী ২/১ দিনের মধ্যে নেপাল যাবে। স্মরণকালের ভয়াবহতম এই দুর্যোগে নেপালের জনগণের দিকে মানবিক সাহায্যের হাত বাড়াতে অর্থোপেডিক, নিউরোসাইন্স বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ৩০ জনের একটি তালিকা জরুরিভিত্তিতে প্রস্তুত করার জন্য স্বাস্থ্যমন্ত্রী আজ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এলক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন। 

মেডিকেল টিমের সাথে প্রয়োজনীয় ঔষধ, স্যালাইন, ব্যাথানাশক ঔষধ, প্লাস্টার ও ড্রেসিংসামগ্রী প্রেরণ করা হবে। এদিকে নেপালে গতকালের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং নেপালের জনগণ যেন দ্রুত তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করেন। 

                                                                                                                  #

পরীক্ষিৎ/ফায়জুল/আলম/জসীম/আব্বাস/২০১৫/১৮৩২ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২০৯

জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
 
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির ২৬তম  বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, রেবেকা মমিন, এ কে এম মাঈদুল ইসলাম এবং মোঃ রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের ২০০৮-৯ অর্থবছরের হিসাবের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৯-১০ এর আপত্তিসংক্রান্ত পৌরসভা/ করপোরেশন সংশ্লিষ্ট অনুচ্ছেদ ১, ৩, ৪.৭ ও ১১ এবং জেলা ও উপজেলা পরিষদসংক্রান্ত অনুচ্ছেদ ১, ৩, ৪ ও ৫ এবং সিটি করপোরেশন সংশ্লিষ্ট অনুচ্ছেদ ১, ২, ৪ ও ৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ  করা হয়।

স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  ২০০৯-১০ অর্থবছরের হিসাবসংক্রান্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৯-১০ এর আপত্তির অনুচ্ছেদ ১, ২, ৫, ৭, ৮, ৯, ১০, ১৩, ১৪, ১৭ ও ১৯ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে ৬৮টি পৌরসভার সিডিউিল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা না দেয়ায় ২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৫৪২ টাকা, ২০টি পৌরসভার হাটবাজার ইজারা মূল্যের ওপর ১৫% হারে ভ্যাট কর্তন না করায় ১ কোটি ১ লাখ ৬ হাজার ৮৯৬ টাকা, ২৭টি পৌরসভার অস্থায়ী হাটবাজার ইজারালব্ধ অর্থের ৫% অর্থ সরকারি কোষাগারে জমা না দেয়ায় ৭৯ লাখ ৪৩ হাজার ৩৫ টাকা, ১৮টি পৌরসভার সিডিউল ব্যাংকে জমার বিপরীতে অর্জিত সুদ কোষাগারে জমা না করায় ৬২ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা এবং ৩টি পৌরসভার এডিপির অব্যয়িত অর্থ কোষাগারে জমা না করায় ৬৫ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা ১৫ দিনের মধ্যে আদায় এবং আদায়কৃত টাকার প্রমাণক যথাক্রমে ১৫ ও ৩০ দিনের মধ্যে জমাদানপূর্বক অডিট অফিসের সন্তুষ্টিসাপেক্ষে বিষয়গুলো নিষ্পত্তির সুপারিশ করে।

    বৈঠকে ৩৪টি জেলা পরিষদ ও ১টি উপজেলা পরিষদের সিডিউিল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা না দেয়ায় ১ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৬৮৬ টাকা, ৪টি জেলা পরিষদ ও ১৪টি উপজেলা পরিষদের হাট বাজার ইজারা মূল্যের ওপর ভ্যাট কর্তন না করায় ৫৬ লাখ ৯৫ হাজার ৯০২ টাকা, ৩৮টি জেলা পরিষদের সিডিউল ব্যাংকে জমার বিপরীতে অর্জিত সুদ কোষাগারে জমা না করায় ১ কোটি ৫৫ লাখ ৭২ হাজার ৭১৮ টাকা এবং ৩টি জেলা পরিষদের অব্যয়িত অর্থ কোষাগারে জমা না করায় ৭ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৩৭৬ টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে ৩০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান, অনাদায়ী টাকা আদায় এবং দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
পরবর্তী পাতা-২
 

-২-

বৈঠকে ঢাকা সিটি করপোরেশন লুব্রিকেন্ট সরবরাহকারীর প্রাপ্য বিলের সাথে ১০% হারে লভ্যাংশ যোগ করে বিল পরিশোধ করায় ১কোটি ৯ লাখ ২২ হাজার ৯৩১ টাকা, ঢাকা সিটি করপোরেশন ১৬টি হাইড্রোলিক ল্যাডার গ্যারেজে ফেলে রাখায় ১ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা, ঢাকা সিটি করপোরেশন নিলাম ডাককারী প্রতিষ্ঠানের নিকট থেকে ভ্যাট কম কর্তন করায় এবং কর্তনকৃত অর্থ কোষাগারে জমাদান না করায় ৫ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ৬৭২ টাকা এবং ঢাকা সিটি করপোরেশন এর মেয়র প্রাপ্যতার অতিরিক্ত তেল ব্যবহার করায় জ্বালানি বাবদ ১৭ লাখ ৭ হাজার ৯৬০ টাকা রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ৬০ দিনের মধ্যে অনাদায়ী টাকা আদায়, দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ এবং আদায়কৃত টাকার প্রমাণক জমাদানপূর্বক অডিট অফিসের সন্তুষ্টিসাপেক্ষে বিষয়গুলো নিষ্পত্তির সুপারিশ করে।

ভূয়া দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ দেখিয়ে ১৮ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৬১৮ টাকার চুক্তি সম্পাদন, রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ মোবাইল ফোন কোম্পানির নিকট থেকে আদায়কৃত ৫৬ লাখ ১০ হাজার ১৭২ টাকা সরকারি কোষাগারে জমা না দেয়া, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঠিকাদারের বিল পরিশোধের সময় সরকারের ২ কোটি ৯ লাখ ৭১ হাজার ৬০১ টাকা অপচয়, ১২টি ইউনিয়ন পরিষদভবন নির্মাণ না করে ৩ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা কোষাগারে জমা না দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে অনিয়মিত ব্যয়, বহুল পত্রিকায় প্রকাশ ব্যতীত ৩ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৬১৮ টাকার কার্যসম্পাদন এবং পাকা সড়ককে কাঁচা সড়ক দেখিয়ে ঠিকাদারকে ৩৯ লাখ ৩৮ হাজার ৩০৫ টাকা পরিশোধ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে আহবায়ক এবং অডিট অফিস ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একজন প্রতিনিধি নিয়ে গঠিত কমিটির মাধ্যমে বিষয়গুলো তদন্ত করে সঠিকতা নিরূপণপূর্বক ৬০ দিনের মধ্যে বিষয়গুলো নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকৃত দৈর্ঘ্যরে অতিরিক্ত দৈর্ঘ্যরে রাস্তার মেরামত বাবদ অতিরিক্ত পরিশোধ করায় ৩০ লাখ ৯০ হাজার ৯০৫ টাকা ক্ষতি, দরপত্রের দীর্ঘসূত্রতার জন্য ১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৫৯৩ টাকা, এপ্রোচ সড়ক নির্মাণ না করে আরসিসি ব্রিজ নির্মাণের  কারণে ২ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৩৮৪ টাকা, সড়ক পাকা করার নামে ৫৯ লাখ ৫৮ হাজার ৯৪১ টাকা এবং দরপত্র আহ্বান ব্যতিরেকে ৬৪ লাখ ১৬ হাজার ২৭৪ টাকা ব্যয় নির্বাহ করায় সরকারের ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিষয়গুলো নিষ্পত্তির সুপারিশ করে।

    সিএন্ডএজি মাসুদ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও  অডিট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হুদা/ফায়জুল/নবী/মোশারফ/রেজাউল/২০১৫/১৮২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২০৮  
    
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোঃ আতিউর রহমান আতিক, মোঃ আবু জাহির, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের গ্যাসফিল্ডসমূহের বিগত ১০ বছরের ফিল্ডওয়ারি গ্যাসের উৎপাদন ও সরবরাহ এবং জেলা, বাণিজ্যিক ও আবাসিক খাতওয়ারি চাহিদার তুলনামূলক তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এছাড়াও গ্যাসফিল্ডসমূহের উৎপাদিত গ্যাস ও অন্যান্য উপজাত দ্রব্যের মূল্যনির্ধারণ সম্পর্কিত নীতিমালা ও পদ্ধতির ওপর আলোচনা হয়।    
কমিটি বাপেক্স এর কার্যক্রমকে আরো শক্তিশালী ও সক্রিয় করার সুপারিশ করে।  
বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাসসংযোগ চিহ্নিত করে অবিলম্বে তা বিচ্ছিন্ন করার সুপারিশ করা হয়।
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মৌমিতা/ফায়জুল/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২০৭  
    
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
    দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোঃ ছায়েদুল হক (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী), নারায়ন চন্দ্র চন্দ, মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, মুহাম্মদ আলতাফ আলী ও সামছুন নাহার বেগম অংশগ্রহণ করেন ।
    বৈঠকে জাটকা ও মা ইলিশরক্ষা ও নিধন বন্ধের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং এসময়ের জন্য জেলেদের ভরতুকির মাধ্যমে পুনর্বাসনের সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকে সুন্দরবনের ‘জেলেপল্লী’ স্থায়ীকমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের ব্যাপারে মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।
কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত খামারিদের সাহায্য প্রদানের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দবৃদ্ধির বিষয়ে স্থায়ী কমিটির সদস্যগণ কর্তৃক অর্থমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করার সুপারিশ করা হয়। জাতীয় চিড়িয়াখানার উদ্ধারকৃত জমি নিয়ন্ত্রণেআনার লক্ষ্যে প্রাচীরনির্মাণ ও নতুনকিছু প্রাণি ক্রয় করার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
অপ্রচলিত খামার (কুমির, কাঁকড়া, ঝিনুক, সাপ, কচ্ছপ) গুলোর স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা ও এর সম্ভাবনা যাচাইসাপেক্ষে খামারগুলো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।  
    ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

স¦পন/ফায়জুল/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৬

সিটি কর্পোরেশন নির্বাচন
 যানবাহণ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ

 ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর নির্বাচনী এলাকায় ২৭ এপ্রিল দিবাগত রাত ১২টা হতে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি/ অটোরিক্সা/ ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু  এবং ২৫ এপ্রিল  দিবাগত রাত ১২টা হতে ২৯ এপ্রিল ৩টা পর্যন্ত মটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন অধিশাখা এর ৮ এপ্রিলের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে ১৯৮৩ সালের মটর ভেহিক্যাল্স অধ্যাদেশ (১৯৮৩ সালের ৫৫ নং অধ্যাদেশ) এর ৮৮ ধারার ক্ষমতাবলে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন মিয়া  এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন।

এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/ তাদের নির্বাচনী এজেন্ট, দেশি বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া জাতীয় মহাসড়ক (ঐরমযধিুং), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

#

ফায়জুল/সাইফুল্লাহ/মোশারফ/রেজাউল/২০১৫/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১২০৫  
    

ভূমিকম্পের সময় করণীয়

ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

ভূমিকম্প থেকে জনগণের জানমাল এবং সম্পদ রক্ষার্থে সংযুক্ত বিজ্ঞপ্তিটি আজ থেকে পরবর্তী ৭ দিন সকল ইলেকক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ভূমিকম্পের সময় আপনার করণীয় :
    ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।
    ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোন আসবাবপত্রের নিচে আশ্রয় নিন।
    রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন; বিম, কলাম ও পিলার ঘেষে আশ্রয় নিন; শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।
    ঘরের বাইরে থাকলে গাছ, উঁচুবাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।
    গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়–ন।
    ভাংগা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলা বালি শ্বাস নালিতে না ঢোকে।
    একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।
    উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামাপর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।
    কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে +দ্রুত বেরিয়ে পড়–ন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন।
    গাড়িতে থাকলে ওভারব্রিজ ফøাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামাপর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।
    ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন
    এবং বিল্ডিং কোড মেনে ভবননির্মাণ করুন।
#

ফায়জুল/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২০৪

মোঃ শাহাজাহান খান এর নামাজে জানাজা সংসদের দক্ষিণপ্লাজায় অনুষ্ঠিত
    

ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক মোঃ শাহাজাহান খান এর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ ইকবালুর রহিম, মোঃ শাহাব উদ্দিন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে হুইপ মোঃ ইকবালুর রহিম, চিফ হুইপ আ স ম ফিরোজ এর পক্ষে হুইপ মোঃ শাহাব উদ্দিন, জাতীয় সংসদ সচিবালয় সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জানাজাশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে মরহুমের সহকর্মীরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, মোঃ শাহাজাহান খান গতকাল বিকাল ৪ ঘটিকায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি -----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৯ (ঊনচল্লিশ) বছর।  

 

#

ফায়জুল/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৩৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৩

সমবায়অঙ্গনে দুর্নীতিবাজদের স্থান নেই
সমবায়খাতে বন্ধ্যাত্ব দূর করতে হবে
               -- এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সমবায়অঙ্গনে দুর্নীতিবাজদের কোন স্থান নেই। সমবায়খাতের বন্ধ্যাত্ব দূর ও হৃতগৌরব ফিরিয়ে আনতে সমবায় কর্মকর্তা কর্মচারীসহ সমবায়ীদেরকে যুগোপযোগী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ চালু রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ সমবায়ভবনে বাংলাদেশ সমবায় একাডেমি কর্তৃক সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক এডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মসিউর রহমান বলেন, বর্তমান সরকার সমবায় অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটালাইজড করেছে। এ সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক তথ্যপ্রযুক্তিজ্ঞান অর্জন করতে হবে। পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগ এখাতে রেকর্ডপরিমাণ অর্থবরাদ্দ রেখেছে। এ অর্থের সদ্ব্যবহার করে তা জনকল্যাণে কাজে লাগাতে হবে।
সমবায় নিবন্ধক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদের হোসেন লিপু।
পরে প্রতিমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত সমবায় অধিদপ্তর ও মাঠপর্যায়ের ৫০ জন কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।
#

আহসান/ফায়জুল/আলম/জসীম/রেজাউল/২০১৫/১৭৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২০২  
    

 

মালয়েশিয়ার উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ


ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ঈড়সসড়হবিধষঃয চধৎষরধসবহঃধৎু অংংড়পরধঃরড়হ (ঈচঅ) এর গরফ-ণবধৎ ঊীবপঁঃরাব ঈড়সসরঃঃবব মিটিং এ অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।
১ মে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
#

শিবলী/মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা  


     
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২০১   
    


১ মে থেকে অনলাইনে স্টীমারের টিকেট পাওয়া যাবে

ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী স্টিমার/জাহাজের টিকেট আগামী ১ মে থেকে অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে টিকেট পেতে িি.িংযড়যড়ু.পড়স এ যোগাযোগ করতে হবে। এছাড়া কল সেন্টারে ১৬৩৭৪ নম্বরে ফোন করেও টিকেট পাওয়া যাবে।
    নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি ও অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেড এর মধ্যে আজ এ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিআইডব্লিউটিসি’র সচিব ফজলুল করিম ও সহজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির।
    এ সময়ে নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
    যাত্রীবাহী জাহাজের টিকেট পরীক্ষামূলক ভাবে এক বছরের জন্য অনলাইন প্রযুক্তির সাহায্যে ওয়েবসাইট, কলসেন্টার, মোবাইল প্লাটফরম ও অন্যান্য মাধ্যমে বিক্রীর পদ্ধতি চালু করবে সহজ লিমিটেড। এ প্রক্রিয়া শুরু করার পূর্বেই, যে প্রক্রিযায় অনলাইন পদ্ধতি চালু হবে তা বিআইডব্লিউটিসিকে সহজ লিমিটেড অবহিত করবে।
    নিরাপত্তা জামানত হিসেবে সহজ লিমিটেড কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি’র খাতে পাঁচ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি জমা প্রদান করবেন। প্রতি সপ্তাহ শেষে টিকেট বিক্রয়ের সম্পূর্ণ অর্থ বিআইডব্লিউটিসি’র খাতে সহজ লিমিটেড জমা প্রদান করবে।
    এম ভি বাঙ্গালী, পি এস মাহসুদ, পি এস অষ্ট্রিচ, পি এস লেপচা, পি এস টার্ন ও এম ভি সেলা জাহাজের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৭৪টি কেবিনের এবং তৃতীয় শ্রেণির সকল টিকেট সহজ লিমিটেড কর্তৃপক্ষ অনলাইনে বিক্রি করতে পারবে। ভিআইপি ও অন্যান্য কেবিনের বিক্রয়ের দায়িত্ব বিআইডব্লিউটিসির উপর ন্যস্ত থাকবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনসহ সুলভ শ্রেণির টিকেট যাত্রার ৫ দিন আগে থেকে বিক্রয় করা যাবে।
#

জাহাঙ্গীর/মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২০০   
 

 

 

২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি

 

 


ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

    নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ২৮ এপ্রিল ২০১৫ (১৫ বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ) মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকাধীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ভোটগ্রহণের দিন ২৮ এপ্রিল /১৫ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি (উক্ত সিটি কর্পোরেশন এলাকায় যদি ঐ তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে উক্ত পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে) ঘোষণা করা হয়েছে।   
    আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।   
#

মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৪০০ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১১৯৯  
 
সৃজনশীল মেধাসম্পদের পাইরেসিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করা হবে
                                                                          - শিল্পমন্ত্রী

ঢাকা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) :

সঙ্গীত, শিল্প ও সাহিত্যকর্মের মতো সৃজনশীল মেধাসম্পদের পাইরেসিরোধে সংশোধিত কপিরাইট আইনের আলোকে দেশব্যাপী অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ ধরনের অপকর্মের বিরুদ্ধে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি সঙ্গীতসহ অন্যান্য মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় গীতিকার, সুরকার, শিল্পী, সাহিত্যিক, নাট্যকারসহ সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত সকলের সহায়তা কামনা করেন।
শিল্পমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সঙ্গীতের চেতনায় জেগে উঠুন (এবঃ ঁঢ়, ংঃধহফ ঁঢ়. ঋড়ৎ সঁংরপ)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তর (ডিপিডিটি) এ সেমিনার আয়োজন করে।
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিকবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান শাহ্নাজ নাসরিন ইলা। এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, ডিপিডিটি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ইলিয়াস ভূঁইয়া আলোচনায় অংশ নেন।   
আমির হোসেন আমু বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার সৃজনশীল মেধাসম্পদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে। জাতীয় শিল্পনীতি-২০১০ এ নতুন উদ্ভাবন ও বুদ্ধিভিত্তিক সম্পদের মালিকানা সুরক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে ডিপিডিটি’র কার্যক্রম স্বয়ংক্রিয় করা হয়েছে। এর পাশাপাশি ট্রেডমার্কস্ ও কপিরাইট আইনের আধুনিকায়ন এবং জিআই ‘ল’ পাস করা হয়েছে। মেধাসম্পদের দ্রুত নিবন্ধন ও সুরক্ষা দিতে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় বাংলাদেশে একটি সমন্বিত মেধাসম্পদ অফিস প্রতিষ্ঠার কাজ চলছে বলে তিনি জানান।
সংস্কৃতিকবিষয়ক মন্ত্রী বলেন, মেধাসম্পদ বর্তমানে অর্থনৈতিক সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশে সঙ্গীত শিল্পখাত থেকে সরকার প্রতিবছর ২শ’ ৫০ কোটি টাকা রাজস্ব আয় করছে। এর পাশাপাশি দেশব্যাপী আয়োজিত বই মেলা থেকে প্রকাশক ও সরকার আর্থিকভাবে লাভবান হচ্ছে। চারু ও কারু শিল্প গ্রামীণ অর্থনীতির ভিত শক্তিশালী করতে গুরুত্ব

Todays handout (7).doc Todays handout (7).doc