Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০১৮

তথ্যবিবরণী 18/10/2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৮৩
 
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
বিশিষ্ট সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রীদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
#
রবীন্দ্রনাথ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৮২
 
শেখ রাসেল আমাদের ভালবাসা-শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
বাংলাদেশ শিশু একাডেমিতে আজ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিবস উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বাংলাদেশ শিশু একাডেমির  শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘শেখ রাসেল আমাদের ভালবাসা’ শীর্ষক কবিতা বইয়ের মোড়ক উন্মোচন। কবিতা বইয়ের রচয়িতা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। কবিতার বইটি ছোট ছোট ছড়া এবং শেখ রাসেলের ছবি সংবলিত।  
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমেন, সংসদ সদস্য কবি কাজী রোজী এবং সাবেক সচিব কবি ড. কামাল আব্দুল নাছের চৌধুরী।  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আসলাম সানী, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন প্রমুখ। 
মেহের আফরোজ চুমকি বলেন, শেখ রাসেলের জন্ম দিনটি খুব আনন্দের দিন কিন্তু আমরা দিনটি আনন্দের সাথে উদ্যাপন করতে পারি না। কারণ শেখ রাসেলের কথা মনে হলে ইতিহাসের জঘন্যতম হত্যাকা- ১৫ আগস্ট ১৯৭৫ সালের কথা মনে হয়। খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করে। ছোট শিশু রাসেল সে দিন ঘাতকের  নির্মম বুলেট থেকে  রেহাই পায়নি। শেখ রাসেল বেঁচে থাকলে  আজ একজন দক্ষ রাষ্ট্র নায়ক হিসেবে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারত। তিনি বলেন,  খুনিরা সেদিন ভেবেছিল এ হত্যা কা-ের কোনো বিচার হবে না। তাই তারা দাম্ভিকতার সাথে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছিল। কিন্তু জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে এ হত্যাকা-ের বিচার করেছেন। 
#
খায়ের/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৮১
 
উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে শেখ রাসেলকে হত্যা করা হয়
                                      -- বিমান ও পর্যটন মন্ত্রী
 
লক্ষ্মীপুর, ৩ কার্তিক (১৮ অক্টোবর):
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, শুধু আদর্শকে মুছে ফেলা নয়, রক্তের উত্তরাধিকারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনার অংশ হিসেবে ঘাতকরা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলকে হত্যা করে। কিন্তু ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা যেমন সমগ্র বাংলাদেশে উড়ছে তেমনি শেখ রাসেলের নামও সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে। শেখ রাসেল অমর, অক্ষয়। আজকের শিশুরা শেখ রাসেলের নাম বয়ে নিয়ে যাবে নতুন শতাব্দীতে। 
 
মন্ত্রী আজ সকালে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।  
 
মন্ত্রী আরো বলেন, ড. কামাল খুনি ও স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বর্তমান সরকারের পতন ঘটাতে তৎপর; এদেরকে প্রতিহত করে আবারও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। 
 
#
 
মাহবুবুর/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৮০
 
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে
                     --- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
কেশবপুর (যশোর), ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
 
‘আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের আদলে একটি সুদৃশ্য স্মৃতিসৌধ নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। যশোর জেলা পরিষদের অর্থায়নে কেশবপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে স্মৃতিসৌধটি নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। দেশকে ভালোবেসে এর উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ এম রফিকুন্নবী, কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
#
মাসুম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৭৯
 
শতবর্ষের বদ্বীপ পরিকল্পনা দেশকে রাখবে চিরসবুজ 
                                                    --- তথ্যসচিব
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
তথ্যসচিব আবদুল মালেক বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতবর্ষের যে মহাপরিকল্পনা নিয়েছেন, সেই ‘ডেল্টা প্ল্যান’ বা বদ্বীপ পরিকল্পনা এ দেশকে চিরসবুজ রাখবে।’
আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জার্নালিস্টস ফর ডেভলপমেন্ট আয়োজিত ‘ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের চ্যালেঞ্জ’ বিষয়ক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
তথ্যসচিব বলেন, ‘২১০০ সালেও যাতে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও জলবায়ু সবুজ ও মনোরম থাকে, পাখির কলতানে মুখরিত একটি নদীমাতৃক দেশ যেন ভবিষ্যতের প্রজন্ম পায়, সেই মহান লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এ বদ্বীপ পরিকল্পনা নিয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়িত হবে।’ 
বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলমের মূলপ্রবন্ধের ওপর আলোচনা করেন প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ড. এএসএম মাকসুদ কামাল প্রমুখ। 
#
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৮
 
জনপ্রিয় সংগীত তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে 
তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর):
 
জনপ্রিয় সংগীত তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও তথ্যসচিব আবদুল মালেক। আজ সকালে ঢাকায় এই বরেণ্য শিল্পীর আকস্মিক মৃত্যু সংবাদে তাৎক্ষণিকভাবে শোক জানান তাঁরা।  
 
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব তাঁদের শোকবার্তায় বলেন, আইয়ুব বাচ্চু তার সংগীত ও সুরের মধ্য দিয়ে এ দেশের মানুষের মনে চিরজাগরূক থাকবেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
#
 
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৭৭
 
অর্থ সাশ্রয় করতে উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার করা আবশ্যক
                                                                      --- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, রাষ্ট্রের অর্থ সাশ্রয় করতে উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার করা আবশ্যক। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক ক্ষেত্রে দ্বৈততা পরিহার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের উন্নয়ন প্রকল্পের দ্বৈততা যাচাই না করার কারণে উন্নয়ন কাজে বিলম্ব ও অপচয় হয়। কিন্তু ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে খুব সহজেই নতুন প্রকল্প গ্রহণের সময় দ্বৈততা পরিহার করে কার্যক্রম সম্পাদন করা যাবে এবং এ লক্ষ্যে ব্যবহƒত পুরাতন প্রকল্পসমূহের তথ্য যাচাই করা সম্ভব হবে। এর ফলে জনগণের অর্থ সাশ্রয় হবে এবং দেশ হবে উপকৃত । 
মন্ত্রী আজ তাঁর আগারগাঁওস্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যালয়ে একসেস টু ইনফরমশন (এটুআই)-এর উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার ফরিদপুর উপজেলায় ‘উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার শীর্ষক পাইলট প্রকল্প’ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব এ বিএম আরশাদ হোসেন এবং এটুআই-এর প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানসহ পাবনা ফরিদপুর প্রান্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে যখনই বাংলাদেশের কোনো উপজেলায় নতুন প্রকল্পের প্রস্তাব উত্থাপিত হবে, সফটওয়ারটি খুব সহজেই সেটি পুরোনো কোনো প্রকল্পের সাথে নতুন প্রকল্পটির দ্বৈততা রয়েছে কিনা তা যাচাই করে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে যা বিদ্যমান পদ্ধতিকে অনেকাংশে সহজ করে তুলবে এবং স্বল্প সময়ে, নূন্যতম খরচে কাজটি করা সম্ভব হবে। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্নীতি হ্রাস পাওয়ার পাশাপাশি ৪৯২ টি উপজেলায় সঠিক ডেটাবেইজ ব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এই ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন খাতে সরকারের খরচ প্রতিবছর আনুমানিক ২৪৬ মিলিয়ন ডলার হ্রাস পাবে।
#
শহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৬
 
খ্যাতিমান সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গের শোক
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর):
খ্যাতিমান সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতে আইয়ুব বাচ্চু ছিলেন এক কিংবদন্তি। সংগীত জগতে তাঁর অবদান চির অম্লান হয়ে থাকবে। তাঁরা আরো বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অসাধারণ গুণী সংগীত পরিচালক ও গায়ককে হারালো যা সংগীত জগতে অপূরণীয় ক্ষতি হলো। তাঁর গান যুগে যুগে মানুষকে প্রেরণা যোগাবে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
 
 
মাইদুল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৫
 
সেপ্টেম্বর মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত
 
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর):  
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গত ২৮ জানুয়ারি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রণালয় ও স¦রাষ্ট্র্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকবিরোধী অভিযান, প্রচার, কার্যক্রম ও মাঠপর্যায়ে মাদকবিরোধী ফিলার প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত  সেপ্টেম্বর মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠপর্যায়ে প্রচারিত ফিলারগুলো তথ্য নি¤œরূপ: ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ৬২টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ৯৩টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১০টি; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ১৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১০টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৫টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৪৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৭৫টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১০টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ৩৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৮টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩৫টি; রংপুরে মাদকবিরোধী সভা ৩১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৭টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; খুলনায় মাদকবিরোধী সভা ৫৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৫২টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪টি; বরিশালে মাদকবিরোধী সভা ১০টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৫টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩২টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি।
সেপ্টেম্বর মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ২৫৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ৩৫৬টি ও মাদকবিরোধী ফিলার প্রচার হয়েছে ১০৮টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ৫ হাজার ৬শ’ ৫৪টি, মামলা করেছে ১ হাজার ৩শ’ ৪৩টি এবং আসামীর সংখ্যা ১ হাজার ৪শ’ ৪৫ জন। অভিযানকালে ইয়াবা ২ লাখ ৯ হাজার ৮শ’ ৩৯ পিস, গাঁজা ১৯৮ দশমিক ৭৭৫ কেজি, ফেনসিডিল ১ হাজার ৫শ’ ৪৬ বোতল, হেরোইন ৫শ’ ৯০ গ্রাম, ইনজেকটিং ড্রাগ ৩৩০ এম্পুল। এছাড়া, বিদেশি মদ, নগদ অর্থসহ বিভিন্ন অবৈধ জিনিস আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পত্রে এসব তথ্য জানানো হয়। 
#
 
 
মামুন/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৪
 
সরকার সাম্প্রদায়িক সম্প্রতি অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করছে
                                                       -প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
গংগাচড়া (রংপুর), ৩ কার্তিক (১৮ অক্টোবর):
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রতি অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে হিন্দু ধর্মাবলম্বী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  
রাঙ্গাঁ আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবনীদাস, বেতগাড়ীর বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ এলডিসি স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। গংগাচড়াসহ রংপুর জেলা আজ উন্নয়ন ও শান্তির রোল মডেল। তিনি বলেন বর্তমান সরকার রংপুরসহ দেশের পশ্চাৎপদ জনপদগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও অবকাঠামোখাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এক একটি অবহেলিত অঞ্চল সুখী, সমৃদ্ধ ও আদর্শ অঞ্চলে পরিণত করা সম্ভব। তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এর আগে প্রতিমন্ত্রী রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে হাজি কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
#
 
আহসান/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫২১ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৩  
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী ও এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
এক শোকবার্তায় সংস্কৃতিমন্ত্রী জানান, আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। তিনি বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এক উঁচু মাত্রায় নিয়ে গিয়েছেন। ব্যান্ড সংগীতকে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করতে তাঁর অবদান অপরিসীম। বাংলাদেশের মানুষ এ মহান সংগীত শিল্পীকে দীর্ঘদিন স্মরণে রাখবে। 
উল্লেখ্য আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আইয়ুব বাচ্চু রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
#
ফয়সল/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১২২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭১
দেশে ফিরলেন স্পিকার
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর):
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৯ তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলিতে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরেছেন। আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪-১৮ অক্টোবর, ২০১৮ পর্যন্ত এ এসেম্বলি অনুষ্ঠিত হয়।
স্পিকার আইপিইউ এসেম্বলিতে ‘উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শান্তি ও উন্নয়নে সংসদীয় নেতৃত্ব’ শীর্ষক জেনারেল ডিবেট ও স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স এন্ড ট্রেন্ড শীর্ষক ডিবেটে বক্তৃতা করেন। এসময় তিনি আইপিইউ’র জেনারেল সেক্রেটারি মার্টিন চুং গং এর সাথে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এসেম্বলিতে অংশ নেন।
স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
#
নুরুল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১২৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৭২
কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুর মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর):
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী ছিলেন। 
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোকপ্রকাশ করেছেন।
#
তারিক/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১২১৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৭০
এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ 
                                                      -মাসুদ বিন মোমেন
নিউইয়র্ক, ১৮ অক্টোবর :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দারিদ্র্য মোকাবিলায় সুদৃঢ়প্রতিজ্ঞার ফলেই এবার প্রথমবারের মতো এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। 
১৭ অক্টোবর জাতিসংঘ সদরদপ্তরে চলতি ৭৩ তম অধিবেশনের দ্বিতীয় কমিটিতে ‘দারিদ্র্যমোচন ও অন্যান্য উন্নয়ন ইস্যু’ সংক্রান্ত আলোচনায় একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। 
স্থায়ী প্রতিনিধি বলেন, এমডিজি সফল বাস্তবায়ন বিশেষ করে দারিদ্র্যমোচনে সফলতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার লক্ষ্যে জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে একীভূত করে এসডিজি’র বাস্তবায়ন ত্বরান্বিত করা হচ্ছে। স্বাস্থ্যবিষয়ক এসডিজি অর্জনের লক্ষ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাতের জন্য ২০১৭-২২ মেয়াদে ১৪ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলারের মেগাপ্রকল্প হাতে নেয়া হয়েছে। সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একত্রিত করে প্রথমবারের মতো বর্তমান সরকার দেশে জাতীয় ব্যাপকভিত্তিক সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়ন করেছে। ৬ দশমিক ৫ মিলিয়ন বয়স্ক নারী-পুরুষ, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা ও প্রতিবন্ধীগণ নিয়মিতভাবে ভাতা পাচ্ছেন।
যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বিশেষ করে ২০২০ সালের মধ্যে অতিরিক্ত ১২ দশমিক ৯ মিলিয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে আরো ১০ মিলিয়ন কর্মসংস্থান, প্রবাসী কর্মীদের জন্য ২ মিলিয়ন চাকুরির সুযোগ সৃষ্টিসহ শেখ হাসিনা সরকার গৃহীত দারিদ্র্যমোচন ও অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তাঁর বক্তৃতায় তুলে ধরেন।
সম্প্রসারিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, সৌর বিদ্যুতের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তির বিপ্লব, প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধার সম্প্রসারণ বাংলাদেশের নগর ও গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পদক্ষেপ ফেলেছে এবং একটি বাড়ি একটি খামারপ্রকল্প ও ক্ষুদ্রসঞ্চয় প্রকল্প গ্রামীণ দারিদ্র্যমোচনে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে মর্মে উল্লেখ করেন স্থায়ী প্রতিনিধি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব দারিদ্র্যমোচনের জন্য হুমকি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জিডিপির ১ শতাংশ ব্যয় করা হয়েছে এবং মেগা প্রকল্প ‘ডেল্টা প্ল্যান-২১০০ হাতে নেয়া হয়েছে।
রাষ্ট্রদূত মাসুদ দারিদ্র্যমোচনকে একটি অংশীদারিত্বভিত্তিক দায়িত্ব উল্লেখ করে সক্ষমতা বিনির্মাণ, সম্পদ ও প্রযুক্তি হস্তান্তর, তথ্য ধারণ ক্ষমতা বিনির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে উন্নয়ন সহযোগী দেশসমূহকে দারিদ্র্যমোচনে বাংলাদেশ গৃহীত পদক্ষেপের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
#
অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১০৪০ ঘণ্টা 
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon