Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০১৭

তথ্যবিবরণী 28 March 2017

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৮০

ইইউ প্রতিনিধিদলের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
শ্রমিক কল্যাণ ও অধিকার রক্ষায় গৃহীত পদক্ষেপে ইইউ সন্তুষ্ট

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপ এবং নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যগণ। ইউরোপীয় ইউনিয়নের দেওয়া পরামর্শ মোতাবেক বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। বাংলাদেশে এখন কর্মবান্ধব ও নিরাপদ গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে। 
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টের ৪ জন পার্লামেন্ট সদস্যসহ ৮ সদস্যের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পরামর্শ এবং আইএলও-এর বিধান মোতাবেক দেশে শ্রমিকদের দর কষাকষির অধিকার নিশ্চিত করা হয়েছে। একটি কারখানায় ৩০ শতাংশ শ্রমিক চাইলে একটি ইউনিয়ন গঠনের সুযোগ পাচ্ছেন। ইপিজেড-এ শ্রমিকরা ওয়ার্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠনের মাধ্যমে তাদের অধিকার ভোগ করছেন। 
সফররত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান আর্নি লিয়েট (অৎহব খরবঃু) সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশের তৈরিপোশাক খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইবিএ-এর আওতায় বাংলাদেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। ইইউ চায় শ্রম আইন মোতাবেক বাংলাদেশের শ্রমিকরা অধিকার ভোগ করুক। এক্ষেত্রে বাংলাদেশ সন্তোষজনকভাবে কাজ করেছে। 
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ইইউ পার্লামেন্টের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপারসন লিনডা এমসিএ ভ্যান (খরহফধ গপঅ াধহ), এস এন্ড ডি ডেভেলপমেন্ট কো-অডিনেটর নরবার্ট নিউসার (ঘড়ৎনবৎঃ ঘবঁংবৎ), এস এন্ড ডি এনআইটিএ এগনেস জনজিরিয়াস (অমহবং ঔড়হমবৎরঁং) এবং ঢাকাস্থ ইইউ এম্বাসেডর পিয়েরি মায়াডোন (চরবৎৎব গধুধঁফড়হ)  উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৭৯
একনেক সভায় ১২ প্রকল্প অনুমোদিত
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :
    জাতীয় অর্থনৈতিক পরিষদের  নির্বাহী কমিটি (একনেক) এর সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়)-১ম সংশোধন  প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ  প্রকল্পসহ ১০ হাজার ১৪৭ কোটি ৫৭ লাখ  টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২টি নতুন ও  সংশোধিত প্রকল্প  অনুমোদন দেয়া  হয়েছে। এর মধ্যে জিওবি ৬ হাজার ২৮০ কোটি ৬৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৩ হাজার ৬ শত ৩১ কোটি ৩৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা।
     আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সিনিয়র সচিব ও সচিববৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
    পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে  সভার বিস্তারিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সমগ্র দেশে ২০৯টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৪ হাজার ২৪৬ দশমিক ৯৬ কিলোমিটার। তন্মধ্যে ঢাকা জোনে ৩৩টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৬৫৪ দশমিক ৬৬ কিলোমিটার। বিবেচ্য প্রকল্পে সওজ’র ঢাকা জোনের আওতায়  ৬টি আঞ্চলিক মহাসড়কের মোট ১৩৪ দশমিক ২০ কিলোমিটার সড়কাংশ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হবে। সড়কসমূহ হচ্ছে- টংগী-কালিগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক (আর-৩০১) এবং গফরগাঁও-বরমী-মাওনা সড়ক (আর-৩১৪)। ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক (আর-২০৩)। নয়াপুর-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা সড়ক (আর-১১৪) এবং নয়াপুর-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা সড়ক (আর-১১৪) নয়াপুর-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা সড়ক (আর-১১৪)। পরিকল্পনা মন্ত্রী জানান, বর্জ্য ব্যবস্থাপনা নাগরিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য কৃষি জমিসহ জলাশয় অধিগ্রহণ না করতে এবং ২০ বছরের পরিকল্পনা মাথায় নিয়ে  প্রকল্প প্রণয়নের জন্য  প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 
    একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে- তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতীকরণ (সেক্টর) (১ম সংশোধিত) (ইউজিআইআইপ-৩)” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৪৬ দশমিক ১৭ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১ হাজার ১৮৪ দশমিক ৫৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৮৬১ দশমিক ৬০ কোটি টাকা। মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল স¤প্রসারণসহ ভূমি উন্নয়ন  প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭২৪ দশমিক ৪৯ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৬৬২ দশমিক ৭৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব ৬১ দশমিক ৭৬ কোটি টাকা। গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্লিনারবাসীদের জন্য বহুতলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৭৭ দশমিক ৭৩ কোটি টাকা। এর জিওবি ১২৪ দশমিক ৪১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ৫৩ দশমিক ৩২ কোটি টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ (ঢাকা জোন) প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯১ দশমিক ৭৫ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ  প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৫ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৪) যথাযথমানে ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৫৫ দশমিক ৩০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। সাইবার থ্রেট ডিটেকশন ও রেসপন্স” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৪৯ দশমিক ৫২ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৯৮ দশমিক ৯১ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ মেরিন সাইন্সেস ও ফিশারিজের গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭২ দশমিক ১০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেস) (৩য় সংশোধিত) প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৮০২ দশমিক ৫২ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩২ দশমিক ৭৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৭৬৯ দশমিক ৭৪ কোটি টাকা। সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি বাফার গোডাউন নির্মাণ” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৮২ দশমিক ০৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩৬১ দশমিক ৫৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১২০ দশমিক ৫১ কোটি টাকা এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়)-১ম সংশোধন” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২ হাজার ২৭২ দশমিক ০৪ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
#
শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮৭৮

আইন মন্ত্রণালয় ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক
উন্নত প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন ৫৪০ বিচারক

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :

    অধস্তন আদালতের ৫৪০ জন বিচারককে উন্নত প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ‘অধস্তন আদালত ব্যবস্থা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প থেকে এ প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা ব্যয় নির্বাহ করা হবে। 

    আজ রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে আইন মন্ত্রণালয়ের পক্ষে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুর হক এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওই বিশ্ববিদ্যালয়র ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর বার্নি গ্লোভার স্বাক্ষর করেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকায় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার শেলি-অ্যানি ভিনসেন্ট, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।   

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মানসম্পন্ন বিচার ব্যবস্থা নিশ্চিত করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং কিছু পদক্ষেপের বাস্তবায়নও সম্পন্ন হয়েছে।
 
    তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে একটি সুদক্ষ বিচারকর্ম বিভাগের জন্য প্রয়োজন সুদক্ষ মানবসম্পদ। তাই এই মানবসম্পদের উন্নয়নের জন্য স্থানীয় প্রশিক্ষণের পাশাপাশি বিদেশি প্রশিক্ষণ প্রদানের প্রদক্ষেপ নেওয়া হয়েছে এবং সুষ্ঠু, দ্রুততা এবং দক্ষতার সাথে বিচারকার্য এবং বিচার ব্যবস্থাপনা পরিচালনার লক্ষ্যে অধস্তন আদালতের বিচারকগণকে বৈদেশিক প্রশিক্ষণ এবং উচ্চ শিক্ষা প্রদানের প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮২০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৮৭৭

স্পিকারের সাথে আইপিইউ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে আইপিইউ’র সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগুং (গধৎঃরহ ঈযঁহমড়হম) সাক্ষাৎ করেন। 
 
সাক্ষাৎকালে তাঁরা আসন্ন ১৩৬তম আইপিইউ  এসেম্বলির প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন। 

স্পিকার বলেন, আইপিইউ এসেম্বলির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত তত্ত্বাবধান কমিটিসহ বিভিন্ন উপকমিটি কাজ করছে। তিনি এসেম্বলি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

স্পিকার আরো বলেন, এসেম্বলি উপলক্ষে মূল ভেন্যু বিআইসিসি সংলগ্ন এলাকায় আইপিইউ মেলার আয়োজন করা হবে। মেলায় বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হবে।

আইপিইউ’র সেক্রেটারি জেনারেল ১৩৬তম আইপিইউ এসেম্বলির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। 

#

কামাল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর :  ৮৭৬

নতুন জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের পুষ্টিমান বাড়াতে দেশব্যাপী গণসচেতনতামূলক সমন্বিত কার্যক্রম জোরদার করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী অর্থনৈতিক প্রতিকূলতার কারণে যথাযথ পুষ্টি গ্রহণ থেকে বঞ্চিত। অন্যদিকে, ধনী শ্রেণির মানুষ সচেতনতার অভাবে সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারছে না। এ কারণে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য শক্তিশালী ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
    তিনি আজ সচিবালয়ে জাতীয় পুষ্টি পরিষদের নির্বাহী কমিটির সভা এবং দশ বছর মেয়াদী নতুন জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
    সভায় জাতীয় পুষ্টি পরিষদের জন্য পৃথক কার্যালয় নির্মাণ এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মন্ত্রী বলেন, সরকার সারাদেশে পুষ্টিবিদ নিয়োগের উদ্যোগ নেবে। আর্থিক কারণে যে জনগোষ্ঠী পুষ্টিমান নিশ্চিত করতে পারছে না, তাদের মধ্যে সঠিক পুষ্টি জ্ঞান তুলে ধরার ক্ষেত্রে পুষ্টিবিদগণ ভূমিকা রাখতে পারবেন। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে জনগণের পুষ্টিমান উন্নয়নে বাংলাদেশ বিশে^ উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হবে বলে মোহাম্মদ নাসিম এ সময় আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি পুষ্টি কর্মসূচির সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার সহায়তা কামনা করেন।  
    সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিধপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
    এর আগে মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনায় নীতিমালা সংক্রান্ত এক সভায় নাইটিংগেল মেডিকেল কলেজ থেকে অন্যান্য বেসরকারি কলেজে মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমতি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়কে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৭৫


শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ইউনিলিভার ও মেঘনা পেট্রোলিয়ামের অনুদান
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :
    শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৬ কোটি টাকা অনুদান প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিঃ এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ।
    আজ মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের কাছে ইউনিলিভারের পক্ষে পরিচালক (অর্থ) জাহিদুল হক মালিথা এবং মেঘনা পেট্রোলিয়ামের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের গত এক বছরের লভ্যাংশের ৬ কোটি এক লাখ ১৯ হাজার ৯৭১ টাকার চেক হস্তান্তর করেন। 
          বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের আলোকে ইউনিলিভার বাংলাদেশ তাদের ২০১৬ সালের লভ্যাংশের ৫ শতাংশের এক দশমাংশ ৪ কোটি ৬৯ লাভ ১০ হাজার ৪৮৪ টাকা এবং মেঘনা পেট্রোলিয়াম লিঃ তাদের ২০১৫-১৬ অর্থবছরের লভ্যাংশের ৫ শতাংশের এক দশমাংশ ১ কোটি ৩২ লাভ ৯ হাজার ৪৮৭ টাকা মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে। 
    এ পর্যন্ত দেশের মোট ৭৩টি কোম্পানি ২শ’ কোটি টাকার বেশি এ তহবিলে অনুদান প্রদান করেছে। 
    অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল ইউনিলিভার বাংলাদেশের মানব সম্পদ পরিচালক কুনাল শর্মা, কোম্পানি সচিব কাজী কামরুল হাসান এবং মেঘনা পেট্রোলিয়াম এর ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং সিবিএ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
#

আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৭৪

স্পিকারের সাথে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য অৎহব খরবঃু এর নেতৃত্বে ছয় সদস্যের ইউরোপীয়ান পার্লামেন্ট প্রতিনিধিদল আজ তার  কার্যালয়ে সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা  ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। 
স্পিকার বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এখন দৃশ্যমান। তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এখাতে নিয়োজিত শ্রমিকের অধিকাংশই নারী। নারী শ্রমিকের শিশুদের সুন্দর শৈশব নিশ্চিত করতে ইতোমধ্যে সরকার ডে কেয়ার সেন্টার এবং ডরমিটরি তৈরি, মাতৃত্বকালীন ছুটি, ল্যাকটেটিং মাদার ভাতাসহ বহুবিধ  সুবিধা নিশ্চিত করেছে। 
স্পিকার বলেন, দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, সংসদ উপনেতা, স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে নারীরা সাফল্যের সাথে দায়িত্ব পালন করে চলেছে। 
তিনি বলেন, বর্তমান সরকার দারিদ্রের হার কমিয়ে আনতে  সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করেছে যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে।
প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে  নিয়োজিত শ্রমিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময়ে তারা তৈরি পোশাক শিল্পকে  বাংলাদেশে উদীয়মান একটি সেক্টর হিসেবে আখ্যায়িত করেন।
    
#
কামাল/অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৭৩

৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস্ শুরু
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার  মাঠে শুরু হয়েছে ৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস্-২০১৭।
বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস্ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামালউদ্দিন আহাম্মদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ ও বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
আগামি ৯ এপ্রিল ২০১৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস্ এর খেলাগুলো অনুষ্ঠিত হবে।
    
#
শফিকুল/অনসূয়া/শহিদ/সুবর্ণা/শামীম/২০১৭/১৫৪৮ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৭০ 

ডিসেম্বরে বাংলাদেশে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন 
                                                                    -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী                                                                                       
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় আজ এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, প্রতিবন্ধি জনগোষ্ঠীর প্রতি বিশে^র মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ এবং বিশ^বাসীকে প্রতিবন্ধিকে সহায়তায় ঐক্যবদ্ধ করার জন্য এ সম্মেলন এর আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, নারী ও শিশুরা দুর্যোগকালে এমনিতেই ঝুঁকিতে থাকেন। সেখানে তারা প্রতিবন্ধি হলে অবর্ণনীয় কষ্টের শিকার হন। বিভিন্ন দুর্যোগের কারণে যারা প্রতিবন্ধিতার শিকার হয়েছেন তাদের অবশ্যই পুনর্বাসন করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
সভায় সম্মেলন আয়োজনের জন্য ১১টি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি প্রতি ১৫ দিনে একবার ও মূল উপদেষ্টা কমিটি প্রতিমাসে একবার বৈঠকে বসে সভার অগ্রগতি পর্যালোচনা করবেন। 
৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালনকে সংযুক্ত করে প্রথম সপ্তাহে সম্মেলনটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।  
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। ২০১৬ সালে নভেম্বরে দিল্লীতে অনুষ্ঠিত এএমসিডিআর সম্মেলনে একে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ১ম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে ঘোষণা করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট এনজিও-আইএনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#
ওমর ফারুক/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৭১

২০১৭ সনের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ২৮-৩০ মার্চ পর্যন্ত চলবে

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :
২০১৭ সনের বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম ২৮ মার্চ হতে ৩০ মার্চ পর্যন্ত চলবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখার এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হজযাত্রী কোটায় ১ লাখ ১৭ হাজার ১৮৯ জনের মধ্যে ২ হাজার ৬০৪ জন হজগাইড ও হজ এজেন্সীর ব্যবস্থাপনার জন্য ৮৫০ জন মোনাজ্জেম সরাসরি নিবন্ধন করবে। অবশিষ্ট ১ লাখ ১৩ হাজার ৭৪৪ টি খালি কোটা প্রাক-নিবন্ধনের ক্রম অনুযায়ী পূরণের জন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৭ অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত প্রাক-নিবন্ধিতদেরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সনের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করেছে।
    এ বিষয়ে বিস্তারিত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়ৎধ.মড়া.নফ) জানা যাবে।
    
#
হাসান/অনসূয়া/মাসুম/শামীম/২০১৭/১৫২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৮৬৮ 

সরকারি হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ২৮-৩০ মার্চ পর্যন্ত চলবে

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :

    ২০১৭ সনের হজ প্যাকেজ অনুযায়ী হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ২৮-৩০ মার্চ পর্যন্ত চলবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজগাইডের জন্য সংশোধিত ৯ মার্চ ২০১৭ তারিখের বিজ্ঞপ্তির হজগাইড বাছাই ও কর্মপরিধি সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
    ই-হজ ব্যবস্থাপনার সাথে সমন্বয়ের জন্য সরকারি হজযাত্রীগণের পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীগণ পাসপোর্ট বিষয়ে হজ প্যাকেজ ১৪৩৮ হিজরি (২০১৭) এর ৪.১ অনুচ্ছেদ অনুসরণ করবেন।   
    সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণ নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এজন্য হজযাত্রীগণ মাহরামসহ একইসঙ্গে হজে যাওয়ার জন্য নিবন্ধন ফরম পূরণ করে ইউডিসি, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসকের কার্যালয় বা হজ অফিস, ঢাকার মাধ্যমে নিবন্ধন ভাউচার তৈরি করতে পারবেন। ২০১৭ সনের হজ প্যাকেজ-১ এর হজযাত্রীদের অবশিষ্ট ৩ লাখ ৫৩ হাজার পাঁচশত আট টাকা এবং হজ প্যাকেজ-২ এর হজযাত্রীদের ২ লাখ ৯১ হাজার তিনশত পঞ্চান্ন টাকা সোনালী ব্যাংক লি., স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার ০০০২৩৩০০৯০৮ 
(ঝধষব ঢ়ৎড়পববফং ড়ভ ঐধলল উবঢ়ড়ংরঃ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিপরীতে জমা প্রদান করতে বলা হয়েছে।
#
হাসান/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৬৫

অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) :

    অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    সোমবার রাতে অভিনেতা মিজু আহমেদ ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না.............রাজিউন)। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, সোমবার রাতে ঢাকা থেকে ট্রেনযোগে দিনাজপুরে যাওয়ার পথে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
    চিকিৎসার জন্য সিংগাপুরে অবস্থানরত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোকবার্তায় প্রয়াত মিজু আহমেদকে একজন শক্তিমান অভিনেতা হিসেবে স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন ও বিয়োগব্যথাহত স্বজনদের গভীর সমবেদনা জানান।
    ১৯৭৮ সালে কৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর মিজু আহমেদ আটশত’র অধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে তৃষ্ণা, চাকর, ত্যাগ, বশিরা, হাঙর নদী গ্রেনেড, কুলি, লাঠি, কষ্ট, ইতিহাস ও ক্রাইম রোড অন্যতম। তৃষ্ণা ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্বঅভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
    মিজু আহমেদের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ হল মালিক ও প্রদর্শন সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান শোক জানান।
    ১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী মিজু আহমেদ মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#
আকরাম/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৬৭ 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাব গোয়েন্দা প্রধানের পাশে তথ্যমন্ত্রী

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) : 

    সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাব গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে দেখতে আজ সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সিঙ্গাপুরের অপর একটি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ইনু আহত সেনাসদস্যের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান। 
    মাউন্ট এলিজাবেথের কর্তব্যরত চিকিৎসক, সেখানকার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর নাজিম উদ-দৌলা আজাদের সাথে আসা তার সহকর্মী লে. কর্নেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু এসময় উপস্থিত ছিলেন। নিজের চিকিৎসাশেষে তথ্যমন্ত্রীর আজ রাতে ঢাকা ফেরার কথা। 
    শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নততর চিকিৎসার জন্য রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। 
#

আকরাম/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৬৬ 

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ):    
    ১৪৩৮ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ২৯ মার্চ বুধবার সন্ধ্যা ৬.৪৫ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। 
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭     ও ৯৫৫৮৩৩৭।        
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

#
নিজাম/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১২২৪ ঘণ্টা

Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon