Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 21.01.2018

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ২৫৬

মুক্তিযোদ্ধাদের নামে স্থানীয়  সড়কের নামকরণ করা হবে
                                 -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বগুড়া, ৮ মাঘ (২১ জানুয়ারি) :

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক .ম মোজাম্মেল হক বলেছেন, এলাকার জনগণ যাতে তাদের বীর
মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারে সেজন্য মুক্তিযোদ্ধাদের নামে স্থানীয়  সড়কের নামকরণ করা হবে। এ  লক্ষ্যে সরকার কাজ করছে। আজ বগুড়া জেলা  মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    মন্ত্রী বলেন, শহিদ মিনার ভাষা আন্দোলনের প্রতীক। ভাষা শহিদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। কিন্তু মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে শ্রদ্ধা জানানোর মতো স্থাপনা জেলা- উপজেলায় নেই। তাই শহিদ মুক্তিযোদ্ধার স্মৃতির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।

    মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের উপজেলা সদরের ব্যাংকে কষ্ট করে গিয়ে  টাকা তুলতে হবে না। এলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম প্রয়োজন। তাই মুক্তিযোদ্ধাদের সন্তান তথা পরিবারকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

    মন্ত্রী আরো বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সব জেলা-উপজেলায় বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে এবং সারাদেশের সব বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ¢ নির্মাণ এবং মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করা হবে। যাতে মানুষ দেখে সহজে চিনতে ও বুঝতে পারে। এছাড়া পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের  কুর্কীতির কথাও থাকবে। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

     বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোঃ মকবুল হোসেন ও স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।

#

মারুফ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৫
জাতিকে সাফল্যশিখরে নিতে সরকারের ধারবাহিকতা রাখুন 
                                          --- তারানা হালিম

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘জাতিকে সাফল্যের শিখরে নিতে বর্তমান সরকারের ধারবাহিকতা বজায় রাখুন।’ আজ ঢাকায় রমনা উদ্যানে একটি রেস্তোরাঁয় সামাজিক সংগঠন ‘বাংলার আমরা’ আয়োজিত ‘সফল দেশের ইতিহাসে ক্ষমতার ধারবাহিকতা’ শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্যবৃন্দের মধ্যে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জলিল সাথী ও সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী বিশ^বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
তারানা হালিম বলেন, ‘যেদল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সরকারে তার ধারাবাহিকতা প্রয়োজন। শেখ হাসিনার সরকার সকল প্রতিশ্রুতি পূরণ করেছে। যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারী বিচার, ডিজিটাল বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যাপীঠগুলোকে হানাহানিমুক্ত রাখাসহ নির্বাচনী ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন করেছে সরকার।’
সেইসাথে ‘সরকার কোনো অপরাধকে ছাড় দেয়নি’, উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ^জিৎ হত্যার বিচারে ছাত্রলীগ নেতাদের ফাঁসির আদেশ হয়েছে। আওয়ামী লীগের এমপিকেও কারাগারে যেতে হয়েছে, মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মীরা কেউ দুর্নীতি করলে দুদকের বারান্দায় যেতে হয়েছে।’ 
তারানা বলেন, ‘তিন মূল কারণে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করতে হবে। উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও জাতিকে মাথা উঁচু করে চলার জন্য। ২০০৬ সালের ছয়ের নিচের প্রবৃদ্ধি আজ সাত পেরিয়েছে, সেসময়ের মাথাপিছু আয় পাঁচ’শ তেতাল্লিশ ডলার থেকে আজ ষোল’শ ডলারের বেশি, তখনকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিন বিলিয়ন থেকে আজ তেত্রিশ বিলিয়নের ওপরে।’
তথ্য প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের প্রসঙ্গ টেনে বলেন, ‘তার প্রতি আমার সম্মান। সেইসাথে মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো তাকে উনিশবার হত্যাচক্রান্ত মোকাবিলা করতে হয়নি। যুদ্ধাপরাধী, অগ্নিসন্ত্রাসী, জঙ্গিদের মোকাবিলা করতে হয়নি। তাই সকল স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে শেখ হাসিনাই পারেন ষোল কোটি মানুষের সমাধান দিতে।’
‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, শেখ হাসিনা দিয়েছেন উন্নত বাংলাদেশ’, বলেন তারানা হালিম।
তথ্য প্রতিমন্ত্রী এসময় সিম্পোজিয়ামে সেরা উপস্থাপনার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ প্রফেশনালস দল এবং দ্বিতীয় সেরা হিসেবে ব্র্যাক বিশ^বিদ্যালয় দলের শিক্ষার্থীদের হাতে যথাক্রমে দশ ও পাঁচ হাজার টাকার চেক তুলে দেন।  
#

আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৪

৩৫তম বিসিএস তথ্য ফাউন্ডেশন কোর্স উদ্বোধন করলেন তথ্যসচিব

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
৩৫তম বিসিএস তথ্য ফাউন্ডেশন কোর্স উদ্বোধন করেছেন তথ্যসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।
আজ রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে এ সংস্থা পরিচালিত বিসিএস তথ্য ফাউন্ডেশন ৩৫তম কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রবাহের যুগ এবং এক্ষেত্রে দেশ ও জনসেবায় আত্মনিয়োগ করতে প্রশিক্ষণের বিকল্প নেই।
ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ রফিকুজ্জামান ও কোর্স পরিচালক জাহেদ রিপন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#

আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২০৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৩
সহায়ক সরকারের প্রস্তাব চক্রান্তের রাজনীতি
                                      --- ইনু

কুষ্টিয়া, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
‘নির্বাচনকালে সহায়ক সরকারের প্রস্তাব বিএনপির চক্রান্তের রাজনীতি’, বলেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত আট বছরে সহায়ক সরকারের কোনো রূপরেখা, সাংবিধানিক ব্যবস্থা বা স্থায়ী কোনো সমাধানের প্রস্তাব বিএনপি জাতির কাছে উত্থাপন করতে পারেনি। ২০১৪ সালে নির্বাচনের আগে বিএনপি যে কথা বলেছিল, ২০১৮ সালের শুরুতেও একই কথা বলছে।’
মন্ত্রী বলেন, ‘কোনো রূপরেখা না দিয়ে বরং বিএনপি সারাদেশে হত্যা, খুন, সংঘর্ষ ও তা-ব চালিয়েছে। সে কারণেই নির্বাচনকালে সহায়ক সরকারের প্রস্তাব বিএনপির চক্রান্ত ও রহস্যের রাজনীতি।’
উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ইনু বলেন, ‘সরকার নির্বাচনে ভয় পেলে নির্বাচনই দিতো না। সংবিধান অনুযায়ী যখন যে নির্বাচন করার সময় তখনই সে নির্বাচন করা হচ্ছে।’
এ সময় কুষ্টিয়া জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপরই তথ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা মিরপুরে একটি সমাবেশে যোগ দেন।

#

আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা

Handout                                                                                                            Number : 252

Foreign Minister Briefed the Diplomatic Corps

Dhaka, January 21:

            Foreign Minister A. H. Mahmood Ali briefed the diplomatic corps today on the recent developments on the issue of return of displaced Rohingyas to their homeland in Myanmar through bilateral arrangement of return signed between the two countries on 23 November 2017 and the subsequent agreements towards the implementation of the arrangement. Ambassadors, High Commissioners and representatives of 52 missions including USA, UK, KSA, India, China, Japan, Qatar, EU etc. engaged into an interactive discussion with the Foreign Minister during the briefing session on the practical questions related to sustainable return. Foreign Secretary and other senior officials of Ministry of Foreign Affairs were also present during the briefing.

            At the outset, Foreign Minister expressed his deep gratitude to the members of the diplomatic community for their unremitting support in handling the Rohingya influx as well as in reaching the bilateral agreement with Myanmar for their return. He urged the diplomats to continue their engagement with Myanmar for effective implementation of the return arrangements. 

            Referring to the arrangement of return and the subsequent agreements relating to formation of Joint Working Group and the physical arrangement of return, the Foreign Minister mentioned that, Bangladesh has put its best efforts to ensure that the agreements facilitate safe, voluntary, dignified and sustainable return. In this regard, he referred to various provisions of the agreements, such as, Myanmar’s commitment to implement the report of the Kofi Annan Commission, non-discrimination and respect for international human rights instruments vis-à-vis the returnees, and engagement of international community in the resettlement of Rohingyas in the Rakhine State. In order to ensure that the return is voluntary, Bangladesh has incorporated provisions for involvement of UNHCR and other relevant international organizations in the entire return process, he added.  He also informed them that Bangladesh is currently working with UNHCR in this regard.

            The Foreign Minister mentioned that Bangladesh tried to create space for international actors in every phase of the return, resettlement and reintegration. In this regard he referred to the initiatives of India, China and Japan in developing resettlement facilities in the Rakhine State and encouraged  the international community to offer similar helps to Myanmar.

            The diplomats commended the people and government of Bangladesh,  particularly  Prime Minister Sheikh Hasina, for taking the courageous decision and sheltering the  persecuted Rohingyas and also for managing a humanitarian situation of such magnitude so efficiently. They committed to continue their support towards achieving sustainable solution to the Rohingya crisis.

#

Khaleda/Selim/Mosharaf/Salimuzzaman/2018/1945 Hrs

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫১
জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত  কমিটির ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, এ বি তাজুল ইসলাম, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম, মোঃ জেঃ এ টি এম আব্দুল ওয়াহহাব (অব.) এবং ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি কর্তৃক  গৃহায়ণ ও গণপূর্ত  মন্ত্রণালয় সম্পর্কিত ১৫তম ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত ১০ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি, কৃষি, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রতিবেদনের এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
যে সকল প্রকল্পে জমি অধিগ্রহণের প্রয়োজন আছে সে প্রকল্পগুলো গ্রহণের পূর্বেই জমি অধিগ্রহণ করে প্রকল্প প্রণয়নের জন্য সকল মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে ।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গৃহীত যে সকল প্রকল্প আছে, যা বাস্তবায়ন করা সম্ভব নয় এবং নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব নয়, সে বিষয়ে মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে আগামী মার্চ-২০১৮ এর মধ্যে কমিটির নিকট প্রতিবেদন প্রদানের বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের যে সকল প্রকল্প আছে সে সকল প্রকল্পের বিস্তারিত বিবরণ আগামী মার্চ-২০১৮ এর মধ্যে কমিটির নিকট প্রতিবেদন আকারে প্রদানের বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং যে সকল প্রকল্পের কাজ এখনও শুরু করা হয়নি, সেসব প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়কে কমিটি কর্র্তৃক সুপারিশ করা হয় ।
আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের কাজে জটিলতার বিষয়ে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে একটি প্রতিবেদন কমিটির নিকট প্রদানের সুপারিশ করে।
বৈঠকে পানিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত  মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/ফারহানা/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৫০

২০১৮ সালে ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজে যেতে পারবেন
                                                                            --- ধর্মমন্ত্রী

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ২০১৮ সালের সৌদি-বাংলাদেশ হজ চুক্তি অনুসারে এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১ শত ৯৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ৭ হাজার ১ শত ৯৮ জন হজযাত্রী। অবশিষ্ট ১ লাখ ২০ হাজার হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পাবেন। 
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সৌদি-বাংলাদেশ হজচুক্তি-২০১৮’ পরবর্তী এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান। 
ধর্মমন্ত্রী বলেন, অন্যান্য বছরের মতো এবারও মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং শতকরা ৫০ ভাগ সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স পরিবহণ করবে। 
ধর্মমন্ত্রী আরো জানান, এ বছর রাজকীয় সৌদি সরকার সকল প্রকার ক্রয় ও সেবার ক্ষেত্রে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে, যা ১ জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হয়েছে। আবাসন, খাদ্য ও পরিবহণের উপর এর প্রভাব পড়বে। তবে রাজকীয় সৌদি সরকার কর্তৃক আরোপিত ভ্যাটের প্রভাব যাতে হজযাত্রীদের উপর আর্থিক প্রভাব সৃষ্টি না করে সে বিষয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচেষ্ট থাকবে। 
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিগত নয় বছরে হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে। ২০১৬ সাল হতে হজ ব্যবস্থাপনায় পুরোপুরি ই-হজ পদ্ধতি প্রবর্তিত হয়েছে। হজ গমনেচ্ছু ব্যক্তিদের প্রাক-নিবন্ধন, নিবন্ধন, ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্ট, ভিসাপ্রাপ্তি, পাসপোর্ট যাচাই ইত্যাদি কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পাদিত হওয়ার ফলে হজ ব্যবস্থাপনা কার্যক্রম স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত হয়েছে। 
বেসরকারি এজেন্সিগুলোর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিসমূহকে হজযাত্রীদের প্রতি আরো যতœবান ও দায়িত্বশীল হতে হবে। হজযাত্রীদের প্রতি কোনো ধরনের অবেহলা বা প্রতারণা সহ্য করা হবে না। তিনি এজেন্সিসমূহকে হজ নীতিমালা, হজ প্যাকেজ এবং বাংলাদেশ ও সৌদি আরব সরকারের বিভিন্ন নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনিছুর রহমান, যুগ্মসচিব (হজ) মোঃ হাফিজ উদ্দিন, যুগ্মসচিব (প্রশাসন) ড. মোঃ মোয়াজ্জেম হাসেন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দেক আহমেদ এসময় উপস্থিত ছিলেন। 
#

আনোয়ার/ফারহানা/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৯

এলজিআরডি মন্ত্রীর সাথে এডিবি’র আবাসিক প্রতিনিধির বৈঠক

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এডিবি বৃহৎ অংশীদার। স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ এলজিইডিতে ১৫টির অধিক প্রকল্প এডিবি’র সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। যাতে এডিবি’র অর্থ সহায়তা রয়েছে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় চলমান বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রীর সাথে আজ তাঁর সচিবালয়স্থ অফিসকক্ষে বাংলাদেশে নবনিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি গধহসড়যধহ চধৎশধংয সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
মন্ত্রী নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টরকে বর্তমান সরকারের আমলে উন্নয়ন কর্মকা-ের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, যোগাযোগ, অবকাঠামো, নদী সংস্কার, পরিবেশ, কৃষি, পানি সরবরাহের অগ্রগতিতে বাংলাদেশ বিশে^ রোলমডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর জানান, এডিবি বাংলাদেশের উন্নয়নে দ্বিতীয় বৃহৎ অংশীদার হিসেবে গত পাঁচ বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ সহায়তা ৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তিনি জানান। তিনি উন্নত ও আধুনিক নগরায়ন, যোগাযোগ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এ এস এম মাহবুবুল আলম, এডিবি’র বহিঃসম্পর্ক বিভাগের দলপ্রধান গোবিন্দ বার, এডিবি’র পানিসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দলপ্রধান জহির উদ্দিন আহমদ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#

জাকির/ফারহানা/নাইচ/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ২৪৮

টহ-ঈঁঃ, ইঞজ এবং ইডজ নামে কাঁচাপাটের রপ্তানি বন্ধ

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :

    পাট আইন, ২০১৭ এর ধারা ১৩ মোতাবেক পুনরাদেশ না দেয়া পর্যন্ত টহ-ঈঁঃ, ইঞজ এবং ইডজ নামে কাঁচাপাটের রপ্তানি বন্ধ করা হয়েছে।  এছাড়া অন্যান্য কাঁচাপাট রপ্তানি যথারীতি অব্যাহত থাকবে।

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

#

হায়দার/ফারহানা/শেফায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৭৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
 দশম জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
 কমিটির সদস্য বি এম মোজাম্মেল হক, বেগম মমতাজ বেগম, আবদুর রহমান বদি, মোঃ শফিকুল ইসলাম শিমুল এবং এস এম জগলুল হায়দার এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি ব্রিজ ও কালভার্ট নির্মাণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সম্পর্কে দ্রুত তদন্তপূর্বক এক মাসের মধ্যে একটি প্রতিবেদন উপস্থাপন ও মন্ত্রণালয়কে তদারকি বৃদ্ধি করার এবং সাইক্লোন ও ফ্লাড সেল্টার নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সাইক্লোনপ্রবণ এলাকাসমূহকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করে।
কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে বিভিন্ন অফিসের ২য়, তয় ও ৪র্থ শ্রেণির জনবল নিয়োগ কার্যক্রমের সকল জটিলতা নিরসন এবং মন্ত্রণালয়কে ইডকলের সাথে মূল্য নির্ধাণ করে সোলার সিস্টেম কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার জন্য সুপারিশ করে।
বৈঠকে পাহাড়ধসের কারণ অনুসন্ধান ও সরেজমিন পরিদর্শনের জন্য তালুকদার আব্দুল খালেক এমপি’কে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন- মোঃ শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ আবু হোসেন এবং বেগম হেপী বড়াল এমপি।
 বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

নুরুল/ফারহানা/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৬

শিক্ষাবিদ মোঃ নুরুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ  মোঃ নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    রাষ্ট্রপতি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম নুরুল হক কিশোগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।

    উল্লেখ্য, মোঃ নুরুল হক আজ ভোরে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে.......রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স¦জন ও গুণগ্রাহী রেখে গেছেন।

#

জয়নাল/ফারহানা/শেফায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪৫

তৈরিপোশাক রপ্তানিতে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি 

সুবিধা দিতে রাশিয়ার মন্ত্রীর প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাশিয়া বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বড় রপ্তানি বাজার। শুল্ক ও আর্থিক লেনদেনের কিছু জটিলতার কারণে রাশিয়ার বাজারে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশি পণ্য রপ্তানি করা যাচ্ছে না। বিশ^ বাণিজ্যসংস্থার সিদ্ধান্ত মোতাবেক রাশিয়া বাংলাদেশকে প্রায় ৭১টি পণ্য রপ্তানিতে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য  সুবিধা প্রদান করছে। কিন্তু বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরিপোশাক রপ্তানির ক্ষেত্রে এ বাণিজ্য সুবিধা প্রদান করা হচ্ছে না। রাশিয়ার সাথে বাণিজ্য জটিলতা দূর করতে বাংলাদেশ কিছুদিন আগে ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সদস্য হতে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশ এ কমিশনের সদস্য পদ লাভ করবে। তখন রাশিয়ার সাথে বাণিজ্য করতে কোনো জটিলতা থাকবে না। 
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত রাশিয়ার কৃষি বিষয়ক ডেপুটি মিনিস্টার লেভিন সারজে এলভোভিস(খবারহ ঝবৎমবু খাড়ারপয)-এর নেতৃত্বে 
৭ সদস্যের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
রাশিয়া বাংলাদেশকে তৈরিপোশাক রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করলে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অনেক বৃদ্ধি পাবে। রাশিয়া সহানুভূতির সাথে বিষয়টি দেখার আশ^াস দিয়েছে। মন্ত্রী বলেন, আগামী ২০২৫ সালের ‘ওয়ার্ল্ড এক্সপো’-এর আয়োজক হতে চায় রাশিয়া। এ বিষয়ে আগামী নভেম্বরে সিদ্ধান্ত হবে। বাংলাদেশ এ ফোরামের সদস্য। এ বিষয়ে রাশিয়া বাংলাদেশের সমর্থন কামনা করে বলে মন্ত্রী জানান। 
এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, ডব্লিউটিও সেলের ডিজি মুনীর চৌধুরী এবং অতিরিক্ত সচিব (রপ্তানি-২) তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
#

লতিফ/ফারহানা/শেফায়েত/মোশারফ/জয়নুল/২০১৮/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪৪

 
তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা অর্জন 
                               -সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
 
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, বর্তমান সরকার শহর থেকে গ্রামে সবজায়গায় ডিজিটালের ছোঁয়া লেগেছে। এখন বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব দেয়া হয়েছে। দেশ তথ্যপ্রযুক্তিতে বিশ্বের উন্নতদেশের মতোই এগিয়ে চলছে। 
 
মন্ত্রী আজ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসবকথা বলেন। 
 
বর্তমান সরকারের এই ডিজিটাল সেবা শিক্ষার সর্বস্তরে পৌঁছে দেয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়েও ডিজিটাল সেবা পৌঁছে গেছে। এই সেবাকে যথার্থভাবে কাজে লাগাতে হবে।’ বর্তমান যুব সমাজকে মাদকাসক্তের কবল থেকে মুক্ত  থাকার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। ক্রিকেটে বাংলাদেশ উচ্চতর অবস্থানে পৌঁছেছে। ফুটবলে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হচ্ছে। ময়মনসিংহের সুদূর কলসুন্দর গ্রামের মেয়েরা আজ ফুটবলে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। 
 
অনুষ্ঠানে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক  ড. মো. আব্দুল মান্নান। 
 
#
মাইদুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬২০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪৩
 
বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কেউ আর দরিদ্র থাকবে না 
                                                   -ভূমিমন্ত্রী
ঈশ^রদী, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কেউ আর দরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দ্রুত উন্নয়নের মহাসড়কে পৌঁছে যাচ্ছে। রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে মধ্যমআয়ের দেশে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন করছে।
 
ভূমিমন্ত্রী আজ পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন। পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
 
শিক্ষার উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বছরের শুরুতে বই প্রদান, বিভিন্ন বৃত্তি প্রদান করে ছাত্রছাত্রীদের ঝড়েপড়া বন্ধসহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষাকে আরো বাস্তবমুখী করা হয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষার মানোন্নয়ন হয়েছে। এখন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি পাবনার ভিক্ষুকমুক্তসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সন্তোষ প্রকাশ করেন। চলমান উন্নয়ন প্রকল্প যথাসময়ে এবং মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন। পাবনায় কেউ যাতে গৃহহীন না থাকে, সেজন্য খাস জমি উদ্ধার করে গৃহহীনদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রী পাবনা জেলা প্রশাসককে নির্দেশ দেন।  
 
#
 
রেজুয়ান/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৪২

 

উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশ

 

কেশবপুর (যশোর), ৮ মাঘ (২১ জানুয়ারি) :

            টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে উন্নয়ন কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। স্থানীয় জনগণ, প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে।

            জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। প্রতিমন্ত্রী একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এসময় উপস্থিত করেন।

            সাদেক বলেন, আজকের নতুন প্রজন্ম আগামীতে দেশকে নেতৃত্ব দেবে। তাদেরকে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা সম্পর্কে এখন থেকেই ধারণা দিতে হবে। পরে তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে

Todays handout (10).docx Todays handout (10).docx