Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০১৭

তথ্যবিবরণী ৬ মার্চ ২০১৭

Handout                                                                                                       Number : 672

Connectivity, Regional cooperation and full-spectrum

engagement with the international community

                                                        -- Foreign Minister

Jakarta, 6 March 2017 :

Bangladesh Foreign Policy is based on the basic tenet as enunciated by Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman ÔÔFriendship to all malice towards none”. From this basic premise flows “Connectivity, Regional cooperation and full-spectrum engagement with the international community...”, said Abul Hassan Mahmood Ali, Foreign Minister of Bangladesh at the Council of Ministers Meeting (COMM) held in Jakarta, Indonesia on 06 March 2017 on the occasion of the first-ever Indian Ocean Rim Association (IORA) Leaders' Summit in Commemoration of the 20th Anniversary of the Association.

The meeting was hosted by the Government of the Republic of Indonesia, the current Chair of IORA, with the support of IORA Secretariat. The meeting was attended by Foreign Ministers/ State Ministers from 21 Member States of the IORA- Australia, Bangladesh, Comoros, India, Indonesia, Iran, Kenya, Madagascar, Malaysia, Mauritius, Mozambique, Oman, Seychelles, Singapore, Sri Lanka, Somalia, South Africa, Tanzania, Thailand, United Arab Emirates, and Yemen. The Bangladesh delegation in the Ministerial Meeting was led by Foreign Minister of Bangladesh.

Foreign Minister Ali has expressed his satisfaction over IORA’s evolution into a forum which addresses regional and global issues of both human security and human development across several continents during the last 20 years.

The Meeting adopted two historic documents titled the IORA Plan of Action and the Declaration on Preventing and Countering Terrorism and Violent Extremism. The Meeting also finalized the Agenda and the Programme of Work for the Leaders’ Summit to be held in on 07 March 2017 in Jakarta, Indonesia.

Prime Minister Sheikh Hasina will lead the Bangladesh delegation to the first ever IORA Leaders Summit tomorrow where the Jakarta Concord is expected to be signed.

#

Khaleda/Alamgir/Sanjib/Joynul/2017/2100hours

তথ্যবিবরণী                                             নম্বর : ৬৭১

প্রতি ঘনফুট বালুর মূল্য সরকারিভাবে ১ টাকা নির্ধারণ
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ ):
    সিংগাপুর ও মালদ্বীপে রপ্তানির জন্য উত্তোলিত বালুর প্রতি ঘনফুট মূল্য ১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
    সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, নৌ যান চলাচল প্রবাহ উপযোগী ঠিক রেখে এবং নদীর নাব্যতা যথাযথ রেখে যমুনা নদীর প্রস্তাবিত স্থান থেকে প্রাথমিকভাবে পরীক্ষামূলক আকারে আপাতত ৬ মাসের জন্য বালু উত্তোলন করা যাবে। তবে কোনভাবে পরিবেশের বিরূপতা পরীলক্ষিত হলে তা বন্ধ রাখতে হবে।
    উল্লেখ্য, ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেড নিজ খরচে প্রাথমিকভাবে ২ বছরের জন্য যমুনা নদী ড্রেজিং এবং ড্রেজিংকৃত বালু সিঙ্গাপুর ও মালদ্বীপে রপ্তানিকরণ বিষয়ে পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করে। তৎপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর ২০১৬ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় যৌথভাবে পরীক্ষামূলকভাবে বালু উত্তোলন ও ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেড কর্তৃক বিদেশে বালু রপ্তানির বিষয়টি জাতীয় বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়। আবেদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যমুনা নদীর সংশ্লিষ্ট অংশে সমমানের বালুর দেশীয় ও আন্তর্জাতিক বাজার দর এবং সরকারি সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াদি বিবেচনা করে প্রতি ঘনফুট বালু কত মূল্য নির্ধারণ করা যায় তা পরীক্ষা নিরীক্ষাপূর্বক তথ্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণের জন্য প্রধান প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ, ডিজি পানি উন্নয়ন বোর্ড, ডিজি-ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী সর্বসম্মতিক্রমে প্রতি ঘনফুট বালুর মূল্য ১ টাকায় নির্ধারণ করা হয়।  
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, ইনফ্রাস্ট্রাকচার ড্রেজিং লিমিটেডের এর চেয়ারম্যান এম এ মান্নান এ সময় উপস্থিত ছিলেন।
   
#
রেজুয়ান/আলমগীর/সঞ্জীব/শামীম/২০১৭/২০১৫ ঘণ্টা     

তথ্যবিবরণী                                             নম্বর : ৬৭০

নগরবাসীর আবাসন সমস্যার অনেকটাই সমাধান করবে রাজউক
                                      --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ ):
    নগরবাসীর আবাসন সমস্যার অনেটাই সমাধান করবে রাজউক। এ লক্ষ্যে উত্তরা ১৮ নম্বর সেক্টর, পূর্বাচল এবং ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় নি¤œ ও মধ্যআয়ের জনগোষ্ঠীর জন্য ১৩ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। এটিই হবে দেশের আবাসনখাতে পিপিপি’র আওতায় নির্মিত প্রথম কোন স্থাপনা।
    গতকাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কেরাণীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন।
    গণপূর্ত মন্ত্রী বলেন, ঝিলমিল হবে একটি স্মার্ট ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা। এখানে বিশ^মানের একটি হাসপাতাল এবং একটি বিশ^বিদ্যালয়সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এ আবাসিক এলাকার বিভিন্ন ইউটিলিটি সার্ভিস ডাকটিং পদ্ধতিতে মাটির নিচে রাখা হবে। এখানে এখনই বাড়ি নির্মাণের সকল সুযোগ গড়ে তোলা হয়েছে।
    তিনি বলেন, কেরাণীগঞ্জ এলাকায় ৩৮১ একর জমির ওপর এ আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে। এখানকার ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। এখন দুই হাজার ৬৫০ ফুট দীর্ঘ এবং ২১০ ফুট প্রশস্ত লেক নির্মাণের কাজ চলছে। এ আবাসিক এলাকায় স্যুয়োরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টসহ একটি পরিকল্পিত আবাসিক এলাকার সকল সুযোগ-সুবিধা রাখা হবে। পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
    এ সময় রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/আলমগীর/সঞ্জীব/শামীম/২০১৭/২০০৬  ঘণ্টা                             

 

                        


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৬৯
 
সংসদে তথ্যমন্ত্রীর ছড়া

ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :

    গতকাল রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রদত্ত ভাষণে পঠিত স্বরচিত ছড়া: 

    কৃষকের ক্ষেতে ধানের ঢেউ, পাটের হাসি, 
    জলাতে মাছের নাচানাচি। 

    বিদ্যুতে কারখানা সচল,
    গ্রামের ঘরবাড়ি আলোতে ঝলমল।

    ছাত্র-ছাত্রীর হাতে হাতে বই,
    কমিউনিটি ক্লিনিকে ডাক্তার-রোগীর ভিড়ে হৈচৈ।

    হাতে হাতে মোবাইল ইন্টারনেট,
    স্কুলের ল্যাবে কম্পিউটার সেট।

    ফোরলেন ফøাইওভার পদ্মাসেতু পায়রা সোনাদিয়া,
    গোটা দুনিয়া দেখছে বিস্ময়ে চাহিয়া।

    সমুদ্রে সাবমেরিন, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট,
    ইউনিয়নে তথ্য কেন্দ্র, সব খবরের জন্য ওয়েবসাইট।

    আরও বহু আছে শেখ হাসিনার প্রচেষ্টা,
    মহামান্য রাষ্ট্রপতির ভাষণে আছে সবটা।

#
আকরাম/আলমগীর/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৩৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৬৮ 

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওচিত্র উদ্বোধনে তথ্যমন্ত্রী
জীবন্ত ইতিহাস, প্রাণবন্ত জাতি
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
‘ইতিহাস যত জীবন্ত থাকবে, জাতি তত প্রাণবন্ত ও সজীব থাকবে।’ 
আজ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে তথ্যমন্ত্রীর বিশেষ উৎসাহে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্মিত জাতির পিতার ৭ মার্চের ভাষণের ত্রি-মাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’র উদ্বোধনী প্রদর্শনীতে দেয়া বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেইসাথে আরো বলেন, ‘ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ত্রি-মাত্রিক ভিডিওচিত্র তারই একটি প্রোজ্জ্বল উদাহরণ। আমাদের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনে এটি এক অসাধারণ উদ্যোগ।’
বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র প্রধান নির্বাহী অভিনেতা আফজাল হোসেনের তত্ত্বাবধানে ‘পিতা’র নির্মাণ সমাপ্তিতে চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ব্যবসা উদ্যোক্তা কাজী জসিমুল ইসলাম আয়োজিত এ প্রদর্শনীতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বিশিষ্ট লেখক আনিসুল হক, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালকদ্বয় সুরথ কুমার সরকার ও নাসির উদ্দিন আহমেদ, আবৃত্তিকার রোকেয়া প্রাচীসহ গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। 
#
আকরাম/আলমগীর/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                             নম্বর : ৬৬৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ ):
    জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
    কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মো. আফছারুল আমীন, নুরুন্নবী চৌধুরী, আশেক উল্লাহ রফিক এবং স্বপন ভট্টাচার্য্য বৈঠকে অংশগ্রহণ করেন।
    কমিটিকে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদনকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত কাজ রিট পিটিশনের কারণে মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। 
    আরো জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের রিট মামলার সংখ্যা ১৬০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত মামলার নিষ্পত্তির সংখ্যা ০২টি। এগুলোর দফাওয়ারী জবাব তৈরি করে বিজ্ঞ আইনজীবির নিকট প্রেরণ করা হয়েছে। 
    বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন স্থাবর সম্পত্তিতে শেয়ারিং পদ্ধতির পরিবর্তে নিজস্ব অর্থায়নে বিল্ডিং নির্মাণ অথবা বিদেশি বিনোয়োগকারীদের এই সকল সম্পত্তিতে বিনিয়োগের  আহ্বান জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
    গুলিস্তান শপিং কমপ্লেক্সের সমস্যা সমাধানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২নং সাব-কমিটির প্রতিবেদন মুল কমিটিতে উপস্থাপন করা হয় এবং উক্ত প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়। 
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মামলার সংখ্যা, বর্তমান অবস্থা এবং কতগুলো মামলায় জয়লাভ ও কতটি মামলায় জয়লাভ করা যায়নি এ সংক্রান্ত প্রতিবেদন কমিটির বৈঠকে প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।  
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যপস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আলমগীর/সঞ্জীব/শামীম/২০১৭/১৯৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৬৬  

সারা দেশে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালিত
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই স্লোগানে সারাদেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় পাট দিবস-২০১৭’। এ উপলক্ষে আজ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাকাসহ সারাদেশে বিভিন্ন ভবন ও সড়কে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হয়েছে।
এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক। প্রতিমন্ত্রী মির্জা আজম এ র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবিনা আক্তার তুহিনসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাটচাষিবৃন্দ, পাটের সাথে সংশ্লিষ্ট সকল ব্যাবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য এ দিবসের আয়োজনে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় শহর থেকে পাট চাষিসহ পাটের সাথে সংশ্লিষ্ট সকলকে এর সাথে অর্ন্তভুক্ত করা হয়। র‌্যালি, ব্যানার, পোস্টারসহ পাট চাষ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। পাটকল সমৃদ্ধ এলাকাগুলোতে আলোকসজ্জাসহ তোরণ নির্মাণ করা হয়।
মন্ত্রী বলেন, বিশ্বখ্যাত সোনালী আঁশ পাট ও পাটজাত দ্রব্যই ছিল এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনস্বার্থে পাট ও বস্ত্রকলসমূহ জাতীয়করণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এ ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মৃতপ্রায় পাটকে আবার সোনালী আঁশের ঐতিহ্যে ফিরিয়ে এনেছে। পাট এখন পরিবেশবান্ধব ও বহুমুখী পণ্যের উপাদান। 
প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সতেরটি পণ্য সংরক্ষণ ও পরিবহণে পাটজাত পণ্য মোড়ক বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত হয়েছে। এতে পাটের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে, পাট চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাটকে বিশ্ব বাজারে তুলে ধরতে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এ বহুমুখী পাটপণ্যের স্থায়ী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। 
উল্লেখ্য, আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশনে মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন। এছাড়াও ৯-১১ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনদিন ব্যাপী পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে ।
#
সৈকত/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ৬৬৫ 

 দেশের কয়েকটি হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার 
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ ):
    দেশের কয়েকটি হাসপাতালে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
    আজ সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে বৈঠক শেষে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। মন্ত্রীর ধানমন্ডিস্থ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
    রাজধানীর ঢাকা, সলিমুল্লাহ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ এই বৈঠকে অংশ নেন। 
    এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।
    বৈঠকে ইন্টার্নি চিকিৎসকদের প্রতিনিধিগণ সার্বিক পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে সেদিকে সতর্ক থাকার প্রতিশ্রুতিও দেন তাঁরা। 
    মন্ত্রী চিকিৎসকদের সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি জনগণ বিশেষ করে সাধারণ রোগীদের ভোগান্তি বন্ধ করতে চলমান সংকট দ্রুত নিরসনের লক্ষ্যে সকল পক্ষকে ধৈর্য্যশীল হবার আহ্বান জানিয়ে বগুড়ার শজিমেক হাসপতালের চার চিকিৎসকের সাজার আদেশ প্রত্যাহারের আশ^াস দেন। মন্ত্রীর আশ^াসের প্রেক্ষিতে ইন্টার্নি চিকিৎসকরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
    এদিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের বেদখলকৃত জমি পুনরুদ্ধার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় তা সুপারিশ আকারে পেশ করার জন্যে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 
    আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মহাখালীতে অবৈধ দখল উচ্ছেদ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দেন তিনি।
    সভায় মহাখালীতে একটি এক হাজার শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, অটিজম ইনস্টিটিউটসহ কয়েকটি নতুন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে সকল অবৈধ-দখল উচ্ছেদে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার, পূর্ত এবং বিদ্যুৎ ও জ¦ালানী মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।
    দীর্ঘ কয়েক দশক যাবত অবৈধ দখলে থাকা জমি উচ্ছেদের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলরসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার জন্যেও মন্ত্রী এসময় নির্দেশ দেন।
    স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ র‌্যাব, পুলিশ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, পূর্ত এবং বিদ্যুৎ ও জ¦ালানী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 
#

পরীক্ষিৎ/আলমগীর/আলী/শামীম/২০১৭/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৬৬৪ 

মার্কিন মানবাধিকার প্রতিবেদন বিষয়ে তথ্যমন্ত্রী
তথ্যনির্ভর নয়, ভুল চশমায় ঝাপসা দৃষ্টিতে দেখা হয়েছে বাংলাদেশকে

ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
সম্প্রতি প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন ২০১৬ এ বাংলাদেশ বিষয়ে বর্ণনাকে তথ্যনির্ভর নয় বলে প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিষয়ে মার্কিন মানবাধিকার প্রতিবেদনটি তথ্যনির্ভর নয়, বাংলাদেশকে ভুল চশমায় ঝাপসা দৃষ্টিতে দেখা হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথিবীর সকল দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতি বছর পর্যবেক্ষণ রিপোর্ট প্রকাশ করে থাকে। অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের ঢালাও মন্তব্য প্রদান, আমরা নীতিগতভাবে সমর্থন করি না। সর্বশেষ তারা যে রিপোর্ট প্রকাশ করেছে, আমরা তা প্রত্যাখ্যান করছি। কারণ তা যথাযথ তথ্যনির্ভর নয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখার বিষয়ে তাদের চশমাটা ভুল, দেখার চোখটাও ঝাপসা।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সংবিধান ও আইন দ্বারা পরিচালিত। দেশের সব সংস্থাই সংবিধান ও আইনের পাশাপাশি সংবিধিবদ্ধ বিধি-প্রবিধি-নীতিমালা দ্বারা পরিচালিত। সুতরাং আইন বহির্ভূত কোন কাজ করার সুযোগ সরকার বা সংস্থা কারোই নেই, কোথাও এর অন্যথা হলে, আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থাও সংবিধান দ্বারা সুসংরক্ষিত।’
প্রতিবেদনে জঙ্গি তৎপরতার বৃদ্ধি ও আন্তর্জাতিক যোগাযোগের উল্লেখের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি তৎপরতা বৃদ্ধি পায়নি, বরং সরকারের শূন্যসহিষ্ণু নীতিতে জঙ্গি সন্ত্রাস কমে এসেছে। গুটিকতক জঙ্গি সন্ত্রাসীরা এখানেই গড়ে ওঠা ও এখানেই অশান্তির অপপ্রয়াসে লিপ্ত। এদের সাথে আন্তর্জাতিক সংযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর এ পর্যন্ত যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তার প্রতিটিতেই জঙ্গিরা বিফল হয়েছে, পালাতে পারেনি, নির্মূল হয়েছে। ইউরোপ-আমেরিকার চাইতে জঙ্গি দমনে বাংলাদেশ বেশি সফল।’
জঙ্গি দমনের কাজে কোনো সামাজিক বা নাগরিক অধিকার ক্ষুণœ করা হয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সংবিধানে দেয়া কোনো অধিকার খর্ব করাকে সমর্থন করে না। একইভাবে বিচারবহির্ভূত যেকোন হত্যাকেও সরকার বা আইন সমর্থন করে না। সন্ত্রাসীদের সাথে সম্মুখ সংঘর্ষে কেউ নিহত হলে তাকে বিচারবহির্ভূত হত্যাকা- বলা সঠিক নয়।
এ সময় প্রতিবেদনের অন্যান্য বিষয়ের ওপরে মন্তব্য করতে গিয়ে ইনু বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে উন্নয়নে এগিয়ে যাওয়াই সরকারের নীতি। দেশের পোশাক শিল্প এখন আন্তর্জাতিক মানদ-ে পরিচালিত, শ্রমিকেরা ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ পাচ্ছেন। দেশের গণমাধ্যমও নজিরবিহীন বিকাশ লাভ করেছে। কিন্তু জঙ্গি সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা, চরিত্র হনন বা হলুদ সাংবাদিকতা কখনই সাংবাদিকতা নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ছাড়া কখনই ইন্টারনেটের কোনো সাইট সাময়িক বন্ধ ছিল না। এনজিও পরিচালনার ক্ষেত্রেও নূতন কোনো বিধিনিষেধ আরোপিত হয়নি।’
সম্মেলনের সমাপ্তিতে দু’দেশের সহযোগিতামূলক মনোভাবের কথা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, উভয়েই গণতান্ত্রিক দেশ। উভয় দেশই বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিশ্ব বিষয়ে একসাথে অংশীদার হিসেবে কাজ করছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের গণতান্ত্রিক ব্যবস্থা উন্নততর করার প্রয়াসই আমাদের লক্ষ্য।’
#
আকরাম/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ৬৬৩ 

বাণিজ্যমন্ত্রী-কাতারের রাষ্ট্রদূত বৈঠক
২০১৮ সালের পর দেশে গ্যাস সংকট থাকবে না

ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ ):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গভীর সমুদ্রে ভাসমান লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। লিকুইফাইড গ্যাস (তরলীকৃত গ্যাস) আসবে কাতার থেকে। ২০১৮ সালের মধ্যে টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হবে, তখন দেশে আর কোন গ্যাস সংকট থাকবে না।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত  আহমেদ মোহাম্মেদ আল দিহাইমী (গৎ. অযসবফ গড়যধসবফ অষ-উবযধরসর)-এর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন। 
    মন্ত্রী বলেন, কাতার বাংলাদেশের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। উভয় দেশ এ সকল বিষয়ে সহযোতিা বৃদ্ধি করতে একমত। গত বছর বাংলাদেশ কাতারে ৩৩ দশমিক ২৭ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করা হয়েছে ১৩৯ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। কাতার বাংলাদেশে বিপুল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। 
    তিনি বলেন, কাতারের বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে সুবিধাজনক একটি জোন বরাদ্দ প্রদান করা হবে। এ ছাড়া উভয় দেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে জটিলতা দূর করতে দ্বৈত ট্যাক্স প্রথা বাতিলের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
    সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের তৈরিপোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠনের অফিস ‘বিজিএমইএ ভবন’ স্থানান্তরের জন্য ঢাকার উত্তরায় উপযুক্ত জমি নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক সকল কাজ সম্পাদন করা হবে। 
    মন্ত্রী আরো বলেন, ২৫ মার্চ বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। এ দিনকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া চলছে। ঘোষণা করা হলে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ হিসেবে পালিত হবে। 
    বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু এসময় উপস্থিত ছিলেন।
#
বকসী/আলমগীর/সঞ্জীব/মোশারফ/শামীম/২০১৭/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৬২ 

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী সাব-কমিটির বিসিক শিল্পনগরী পরিদর্শন


ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :
জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ৫ নং সাব-কমিটির আহ্বায়ক ও কমিটির সদস্য রহিম উল্লাহ আজ ঢাকার কেরানিগঞ্জ বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন। তিনি পরিদর্শন শেষে বিসিক কর্মকর্তা ও শিল্প মালিক সমিতির সাথে বৈঠক করেন।
       সাব-কমিটি কেরাণীগঞ্জে বিসিক শিল্প নগরীতে বিদ্যুতের পাশাপাশি গ্যাসের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে।
দেশের ৬৪টি জেলার ৭৪টি শিল্পনগরীকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে যেতে সক্ষমতা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত গ্রহণ করে সাব-কমিটি।
উল্লেখ্য, কোন সংসদীয় সাব-কমিটি কেরাণীগঞ্জে প্রথমবারের মতো বিসিক শিল্পনগরীর সমস্যা চিহ্নিতকরণের উদ্দেশ্যে পরিদর্শনে আসে এবং সাব-কমিটি সমস্যাগুলো চিহ্নিত করে রিপোর্ট আকারে মূল কমিটিতে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ও কমিটি সচিব ড. শাহনাজ আরেফিন, বিসিক শিল্প নগরীর আঞ্চলিক পরিচালক, কেরাণীগঞ্জ শিল্প মালিক সমিতির সভাপতিসহ শিল্পনগরীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিল্প মালিকগণ উপস্থিত ছিলেন। 
#
সাব্বির/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা


তথ্যবিবরণী                                             নম্বর : ৬৬১
আফরোজা বেগমের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ ):
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হকের মাতা আফরোজা বেগমের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোকপ্রকাশ করেছেন।
    আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, মোহাম্মদ আজহারুল হকের মাতা আফরোজা বেগম একজন ধন্য ও সফল মাতা ছিলেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    অপর এক শোকবাণীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হকের মাতা আফরোজা বেগমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬১৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৬০  

ডেইলি সান পত্রিকার সম্পাদকের মৃত্যুতে নৌপরিবহণ মন্ত্রীর শোক

ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) : 

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান দি ডেইলি সান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেনের মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    মন্ত্রী আজ এক শোকবাণীতে বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো যা সহজে পূরণ হবার নয়। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।   
#
জাহাঙ্গীর/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৬৫৯ 
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী  
ঢাকা, ২২ ফাল্গুন (৬ মার্চ) :     
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে ৭ই মার্চ এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ঐতিহাসিক এদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’
    দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলের জনগণের ওপর নেমে আসে বৈষম্য আর নির্যাতনের যাতাকল। অর্থনৈতিক বৈষম্য ছাড়াও সংখ্যাগরিষ্ঠ বাঙালির মাতৃভাষাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠে পশ্চিমা শাসকগোষ্ঠী। শুরু হয় বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের সংগ্রাম। ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬-দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭০’র সাধারণ নির্বাচনে বিজয়ের পথ ধরে বাঙালির মুক্তি সংগ্রাম যৌক্তিক পরিণতির দিকে ধাবিত হয়। আর এসব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    অবশেষে চলে আসে ৭ই মার্চের সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। রেসকোর্সের জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি প্রদান করলেন স্বাধীনতার পথ-নকশা। যুদ্ধ অনিবার্য জেনে তিনি শত্রুর মোকাবিলা

Todays handout (12).docx Todays handout (12).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon