Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 10/09/15

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৬৭

ডেপুটি স্পিকারের সাথে ত্রিপুরার লেজিসলেটিভ এসেম্বলির ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
ভারতের ত্রিপুরার লেজিসলেটিভ এসেম¦লির ডেপুটি স্পিকার পবিত্র কর আজ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বন্ধুপ্রতিম দু’ প্রতিবেশী রাষ্ট্রের আর্থসামাজিক, সাংস্কৃতিক কর্মকা- ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন।
মোঃ ফজলে রাব্বী মিয়া ১৯৭১ সালে বাংলাদেশের স¦াধীনতাযুদ্ধে ভারত সরকার ও ভারতের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স¥রণ করে বলেন, উভয়দেশের সৌহাদ্যপূর্ণ সম্পর্কের গাঁথুনি অত্যন্ত প্রাচীন ও মজবুত। তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকা-ে ভারত, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার সহযোগিতা কামনা করেন। এ প্রসঙ্গে বাংলাদেশের ডেপুটি স্পিকার বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসাবাণিজ্যের ব্যবধান কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
ত্রিপুরার লেজিসলেটিভ এসেম্বলির ডেপুটি স্পিকার উভয়দেশের সরকার ও জনগণের আবহমানকালের সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের গতিশীল দিকনির্দেশনায় কাক্সিক্ষত উন্নয়ন অর্জিত হওয়ায় ভারত সরকার ও জনগণ সমভাবে আনন্দিত। তিনি বলেন,‘সীমান্ত হাট’ দু’দেশের সম্পর্কের উত্তরোত্তর উন্নয়নে ভূমিকা রাখছে।
পবিত্র কর পদ¥া সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল ও কাজের অগ্রগতির প্রশংসা করেন। 
ত্রিপুরার ডেপুটি স্পিকার পবিত্র কর পরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং আইন, বিচার, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সাথেও সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব প্রণব চক্রবর্তী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
লাবণ্য/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২২১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫৬৬

শিশু নির্যাতন বন্ধে  সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :

    শিশু নির্যাতন বন্ধে দেশে ব্যাপক প্রচারণা চালানো এবং সব মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি তাঁরা শিশুর সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ, সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান  জানান। 

    আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে শিশুর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে জাতীয় পর্যায়ের মতবিনিময়সভায় বিশিষ্টজনেরা এ আহ্বান জানান।

    বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আনিসুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সংসদ সদস্য কাজী রোজী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মনোরোগ বিশেষজ্ঞ ড. মোহিত কামাল, অধ্যাপক মাহফুজা খানম, শিল্পী হাশেম খান এবং শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বক্তব্য রাখেন।

      মেয়র মোঃ আনিসুল হক বলেন, শিশুর সার্বিক বিকাশের কথা আমরা বলছি ঠিকই কিন্তু বাস্তবতা ভিন্ন। সম্পূর্ণরূপে আইনের শাসন বাস্তবায়ন না হলে নির্যাতনমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়তে জনপ্রতিনিধিদেরও কমিটমেন্ট থাকা দরকার। অঙ্গীকার থাকতে হবে, তারা নিজ এলাকাকে শিশু নির্যাতন মুক্ত রাখবে। নিজের অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
    
    জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, শিশুর সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের প্রথম দায়িত্ব। দায়মুক্তির যে অপসংস্কৃতি দেশে চলছে তা থেকে মুক্ত হতে হবে। রাজনৈতিক শক্তি, পেশিশক্তি থাকলেই আইন অমান্য করা যায় এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। শিশু সুরক্ষা নিশ্চিত করতে হলে শিশুর পিঠে স্কুলব্যাগের বোঝা কমাতে হবে। 
 
    সচিব নাছিমা বেগম বলেন, এ মতবিনিময়সভার মাধ্যমে  যে সব সুপারিশ আসবে তা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করবে সরকার। এবিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকার ভালো কাজ করলেও অনেক সময় তা গুরুত্ব দিয়ে প্রচার করা হয় না। নির্যাতিত নারী ও শিশুরা যে হেল্পলাইন থেকে সহায়তা পেতে পারেন সেটিকে আরো প্রচার করতে  হবে।  হেল্পলাইনটি হলো ১০৯২১ ।
#
খায়ের/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫৬৫
মাঠ পর্যায়ের হাসপাতাল নিয়মিত পরিদর্শন করার নির্দেশ স¦াস্থ্যমন্ত্রীর 
ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জেলা সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদেরকে নিয়মিত মাঠ পর্যায়ের হাসপাতাল পরিদর্শন করার নির্দেশ দিয়ে বলেছেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাই সিভিল সার্জনদের দায়িত্ব। এক্ষেত্রে শুধু ফোন করে খোঁজ নিলে হবে না। সশরীরে পরিদর্শন করে প্রতিবেদন দিতে হবে। তিনি চিকিৎসক ও নার্সদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, কাজ করলে পুরস্কার পাবেন, ফাঁকি দিলে বিদায় করে দেয়া হবে। 
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ কলেজ অভ্ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে ‘বাংলাদেশে টিকাদান কর্মসূচির কভারেজ মূল্যায়ন জরিপ’ এর প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    স্বাস্থ্যমন্ত্রী গ্রাম পর্যায়ের চিকিৎসকদের দু’বছরের আগে বদলি না করার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে বলেন, গ্রামের মানুষের চিকিৎসা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কর্মস্থলে থেকে মানুষের সেবা দিতে হবে। তিনি বলেন, প্রায় সময় অভিযোগ পাওয়া যায়, চিকিৎসক বা নার্স ছুটি না নিয়ে অথবা অফিসে এসে স্বাক্ষর করেই কর্মস্থল ত্যাগ করেন, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এসব ক্ষেত্রে জেলা সিভিল সার্জনদের তদারকি জোরদার করতে হবে।
    মন্ত্রী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কমিটির অনুমোদন নেয়ার সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, হাসপাতালে ব্যবহার করা যাবে না এমন অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কিনলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
টিকাদান কর্মসূচির আওতায় দেশের শতভাগ শিশুকে আনার লক্ষ্যে কর্মসূচি জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের যে সব এলাকায় কভারেজ দুর্বল সেখানে সমস্যা চিহ্নিত করে কর্মসূচি জোরদার করতে হবে। পাশাপাশি শতভাগ সাফল্য নিশ্চিত করতে ভালো কাজ হচ্ছে এমন জায়গাতেও কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে।
    টিকাদান কর্মসূচির কভারেজ প্রতিবেদনে দেখা যায়, ২০১৪ সালে জাতীয় পর্যায়ে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসা শিশুর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। বর্তমানে এ কর্মসূচির মাধ্যমে একবছরের কম বয়সী শিশুদের ১০টি রোগের বিরুদ্ধে টিকা দেয়া হচ্ছে এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের পাঁচ ডোজ ধনুষ্টংকারের টিকা দেয়া হচ্ছে। যথাযথ নিয়মে টিটি টিকা দেয়ার ফলে শতকরা ৯৩ ভাগ নবজাতক ধনুষ্টংকারের হাত থেকে সুরক্ষিত আছে। এবার সকল জেলা, বিভাগ ও সিটি করপোরেশনের মধ্যে রাজশাহী জেলা সর্বোচ্চ কভারেজ অর্জনকারী জেলার গৌরব অর্জন করেছে।
    অনুষ্ঠানে মন্ত্রী কর্মসূচিতে সফলতা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নূর হোসেন তালুকদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিথারান এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডুয়ার্ড বিগবিদার বক্তৃতা করেন। 
#
পরীক্ষিৎ/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৫৬৪

লাইসেন্সবিহীন ঔষধের দোকান বন্ধে অভিযান শুরুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
অবিলম্বে লাইসেন্সবিহীন ঔষধের দোকান বন্ধে অভিযান শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এজন্য সারাদেশে সরজমিন পরিদর্শন করে লাইসেন্সবিহীন দোকান চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন পেশ করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানী ঢাকা থেকে এই অভিযান শুরু হবে বলে জানান তিনি। অভিযান শেষ না হওয়া পর্যন্ত নতুন লাইসেন্স না দিতে তিনি নির্দেশ দেন। ভেজাল, নকল ও অননুমোদিত ঔষধ বিক্রয় প্রতিরোধে আরো কঠোর হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভেজাল ঔষধ ও খাবার প্রতিরোধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এই অভিযান বন্ধ করা হবে না। এক্ষেত্রে আরো কঠোর পদক্ষেপ নিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তাগিদ দেন । 
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের স¦াস্থ্য মন্ত্রণালয়ে ভেজাল ঔষধ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
    বৈঠকে স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুকুমার ঘোষ এমপি, অ্যাসোসিয়েশন ড্রাগস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবীর, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, বাংলাদেশ ইউনানী বোর্ডের চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও বাংলাদেশ ভেষজ চিকিৎসক সমিতির প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় মোহাম্মদ নাসিম জাতীয় ঔষধ নীতি সংশোধনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে বলেন, সংশোধিত ঔষধ নীতিতেও ভেজাল ও নকল ঔষধ বিপণনের বিরুদ্ধে কঠোর বিধান রাখা হবে। 
তিনি বলেন, দেশে ভেজাল খাবার ও নকল ঔষধ বন্ধে সরকার অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় অপরাধীদের শাস্তি দেয়া হচ্ছে। ভেজাল ঔষধের কারখানা বন্ধ করা হচ্ছে। সীমিত জনবল ও সম্পদ নিয়ে সরকারের একার পক্ষে কাজটি করা দুরূহ। এ লক্ষ্যে ঔষধ প্রশাসনকে আরো কার্যকর ও শক্তিশালী করা হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে জেলা পর্যায়ের অফিসকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী বলেন, এমনও দেখা যায় শাস্তি পাওয়ার পরও পুরনো ভেজাল ব্যবসায়ীরা আবারো একই অপরাধ করছে। এতে করে প্রকৃত ব্যবসায়ীদের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ প্রবণতা বন্ধ করতে সর্বস্তরের জনগণকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, দেশের বড় বড় হাসপাতাল ও দোকানে যদি ভেজাল ও অননুমোদিত ঔষধ পাওয়া যায় তবে দেশবাসী কোথায় যাবে? দেশবাসীকে বাঁচাতে প্রকৃত ব্যবসায়ীদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে। নকল ও ভেজাল ঔষধ প্রতিরোধে দোকানে চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া জীবনরক্ষাকারী ঔষধ বিক্রয় বন্ধে জনমত সৃষ্টি করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
#
পরীক্ষিৎ/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫৬৩

রাজন হত্যায় অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে 
সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে                               
            -- ডেপুটি স্পিকার

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
    
    ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, রাজন হত্যার অভিযোগে অভিযুক্ত আসামীকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা সরকার অব্যাহত রেখেছে। আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশু অধিকার বাস্তবায়নে তিনি সকলকে  জোর দেয়ার আহ্বান জানান।
    
    ডেপুটি স্পিকার আজ ঢাকায় সংসদভবনে আইপিডি সম্মেলনকক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সাথে শ্রমজীবী শিশুদের মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
    শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উম্মে রাজিয়া কাজল, জেবুন্নেছা আফরোজ, মোঃ ইয়াসীন আলী, কামরুন নাহার চৌধুরী, আয়েশা ফেরদাউস ও এডভোকেট নাভান আক্তার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
    
    ডেপুটি স্পিকার বলেন, গৃহকর্মী গণনার ক্ষেত্রে বা নামের তালিকা তৈরির ক্ষেত্রে যেসমস্ত সীমাবদ্ধতা আছে তা কীভাবে কাটিয়ে ওঠা যায় তা নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা দরকার। ভবিষ্যতে জাতীয়ভাবে শিশুদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস অধিকতর উদ্যোগ নিবে বলে তিনি জানান।
          
#

সাব্বির/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫৬২

জাতীয় এথলেটিক প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম শামসুজ্জোহা স্মৃতি ৩৯ তম জাতীয় এথলেটিক প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে। 
আজ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এথলেটিক ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। 
ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম চেঙ্গিস এবং ক্রীড়া সংগঠক তানভীর আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন। 
প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের এথলেট অংশ নিচ্ছেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক প্রশান্তি এনে দেয়। ক্রীড়াশৈলী মানুষের ব্যক্তিত্বে থাকে পরিচ্ছন্নতার ছাপ। তিনি নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হওয়ার পরামর্শ দেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে, তেমনি বিশ্ব এথলেটিকেও গৌরব অর্জন করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকার সার্বিক সহায়তা অব্যাহত রাখবে।
 পরে প্রতিমন্ত্রী বিভিন্ন ইভেন্টের খেলা উপভোগ করেন এবং বিজয়ী এথলেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
#

আহসান/মিজান/নবী/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৫৬০

আপিল বিভাগে সিভিল রিভিউ পিটিশনের শুনানি পর্যন্ত রানা প্লাজা চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :

    ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের প্রদর্শন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে এ বিষয়ে দায়েরকৃত সিভিল রিভিউ পিটিশনের শুনানি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    আজ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজের আদেশের  প্রেক্ষিতে আগামী ১৪ সেপ্টেম্বর শুনানির জন্য ধার্য তারিখ পর্যন্ত রানা প্লাজা চলচ্চিত্রটির প্রদর্শন স্থগিত রাখা হয়েছে।

#

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৫৬১

সমাজকল্যাণমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। 

আজ সকালে সমাজকল্যাণমন্ত্রীর ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন জানান, মন্ত্রীকে গতকাল লাইফ সাপোর্ট খুলে দিয়ে বেডে স্থানান্তর করা হয়েছে। মন্ত্রীর শারীরিক অবস্থা আগের থেকে এখন অনেক ভাল বলেও তিনি জানান।

#

আকরাম/মাইদুল/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/সেলিম/২০১৫/১৮২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                        নম্বর : ২৫৫৯

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভ্যাট আদায় বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ব্যাখ্যা

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
    বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভ্যাট আদায় বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক ব্যাখ্যা প্রদান করেছে। ব্যাখ্যায় বলা হয়েছে : 
    নতুন করে শিক্ষার্থীদের নিকট হতে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি; বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনক্রমেই শিক্ষার্থীদের নয় এবং বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ফি বাড়ার কোন সুযোগ নেই।    
#

মু’মেন/অনসূয়া/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা 

 


তথ্যবিবরণী                                                                                                                                                                                                   নম্বর : ২৫৫৮

একুশে পদক ২০১৬ মনোনয়ন আহ্বান 

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
    অন্যান্য বছরের ন্যায় ২০১৬ সালে একুশে পদক প্রদান সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সরকার কর্তৃক ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  
    এ লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক/একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে আগামী ২২ নভেম্বর ২০১৫ এর মধ্যে মনোনয়ন/প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। 
    এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়পধ.মড়া.নফ এবং তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়র.মড়া.নফ এ পাওয়া যাবে। 
#

মতিয়ার/অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                      নম্বর : ২৫৫৭ 

কমনওয়েলথ ইয়ূথ গেমস্ েস্বর্ণজয়ী আরচ্যারীদলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :  

    সামুয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ ইয়ূথ গেমস্-২০১৫ এ বাংলাদেশ আরচ্যারীদলের মোঃ তামিমুল ইসলাম রিকার্ভো ওহফরারফঁধষ গবহ ঋরহধষ এ স্বর্ণপদক এবং নন্দিনী খান স্বপ্না রিকার্ভো ওহফরারফঁধষ ডড়সবহ ঋরহধষ এ ব্রোঞ্জপদক পাওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 
ড. শ্রী বীরেন শিকদার। 
    এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী কমনওয়েলথ ইয়ূথ গেমস্ এ অংশগ্রহনকারী বাংলাদেশ আরচ্যারীদলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 
#

শফিকুল/অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৩৪৫ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                    নম্বর : ২৫৫৬

কমনওয়েলথ ইয়ূথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশদলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক অভিনন্দন বার্তায় অস্ট্রেলিয়া মহাদেশের সামোয়াতে অনুষ্ঠিত ৫ম কমনওয়েলথ ইয়ূথ গেমস্ েঅংশগ্রহণকারী বাংলাদেশদলের আরচ্যারী খেলায় বালক বিভাগে মোহাম্মদ তামিমুল ইসলাম ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক এবং বালিকা বিভাগে নন্দিনী কান স্বপ্না মালয়েশিয়ার প্রতিযোগীকে হারিয়ে ব্রোঞ্জপদক লাভ করায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশদলের সাথে সংশ্লিষ্ট সকলকেও অভিনন্দন জানান। 
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল আগামীতেও এ জাতীয় খেলায় বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ক্রীড়াক্ষেত্রে বিশ্বের বুকে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
#

নুরএলাহি/অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৩৪৫ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                     নম্বর : ২৫৫৪

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে ড. এ কে আব্দুল মোমেনের শোক

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
    এক শোকবাণীতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    তিনি বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন সিলেট জেলার সকলের অকৃত্রিম বন্ধু। তিনি সর্বদা নীরবে নিভৃতে সকলের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন সত্যবাদী ও আন্তরিক। তাঁর মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। 
#

অনসূয়া/খাদীজা/শুকলা/মিজান/আসমা/২০১৫/১১০০ ঘণ্টা 

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon