তথ্যবিবরণী নম্বর : ২১৭০
উন্নত- সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই
-- বীর বাহাদুর উশৈসিং
নাইক্ষ্যংছড়ি ¬ (বান্দরবান), ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকতে পারে না। তাই উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই।
আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী কলেজের ফলক উন্মোচনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাইশারীতে আলো জ্বালানো হলো, ফলে শিক্ষার্থীরা আলোকিত এবং আদর্শবান হয়ে দেশ ও মানুষের জন্য অবদান রাখবে।
এসময় প্রতিমন্ত্রী কলেজের উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দ রাখার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম।
পরে প্রতিমন্ত্রী বাইশারী ইউনিয়ন পরিষদে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ও ঢেউটিন বিতরণ এবং অনুদানের চেক প্রদান করেন।
#
জুলফিকার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২১৫০ ঘণ্টা
Handout Number : 2169
Foreign Minister meets his Canadian Counterpart
Singapore, August 3:
Foreign Minister Abul Hassan Mahmood Ali held meeting with Canadian Foreign Minister Chrystia Freeland on the side-lines of the 25th ASEAN Regional Forum (ARF) meeting in Singapore today. During the meeting, Canadian Foreign Minister praised Prime Minister Sheikh Hasina for her extraordinary approach in giving shelter to more than one million Rohingyas in Bangladesh. She also reiterated Canada’s possible help for mitigating the sufferings of the forcibly displaced Rohingyas. Bangladesh Foreign Minister thanked Canada for its overwhelming support for the cause of Rohingyas issue. Canadian Foreign Minister thanked Prime Minister Sheikh Hasina and Foreign Minister Ali for the warm hospitality extended to her during her recent visit to Bangladesh. Foreign Minister Ali conveyed the invitation of Prime Minister Sheikh Hasina to the Canadian Prime Minister to visit Bangladesh. The Canadian Foreign Minister assured that she would convey the invitation to Canadian Prime Minister soon.
Indian State Minister meets Bangladesh Foreign Minister
Foreign Minister Abul Hassan Mahmood Ali also held meeting with Indian State Minister for External Affairs General (Rtd) Vijay Kumar Singh on the side-lines of ARF. During the meeting, the two Ministers discussed about the latest situation on the repatriation of the Rohingyas as per the agreement signed between Bangladesh and Myanmar. Indian State Minister reassured their readiness to extend all possible cooperation and support to Bangladesh for implementation of the terms of the agreement. Bangladesh Foreign Minister informed Mr. Singh that he would be visiting Myanmar on 9 August 2018 to see the preparation made so far regarding accommodation facilities, particularly installation of pre-fabricated houses for repatriation of Rohingyas. The Indian State Minister communicated India’s interest in the Solar Alliance and renewable energy cooperation with Bangladesh. He also expressed his commitment to accelerate the BIMSTEC process and sought Bangladesh’s support in this regard. He also offered assistance to Bangladesh regarding establishment of a holocaust museum in memory of the martyrs of the Liberation War of angladesh.
Singapore is hosting the 25th ASEAN Regional Forum’s Foreign Ministers Meeting from 3 to 4 August 2018. Foreign Minister will deliver speech at the ARF retreat session tomorrow.
#
Tohidul/Mahmud/Mosharaf/Salimuzzaman/Rezaul/2018/20.30 Hrs
তথ্যবিবরণী নম্বর : ২১৬৮
মিম ও রাজিবের পরিবারকে পাঁচ লাখ করে টাকা দিলেন নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ বিকালে রাজধানীর আশকোনায় গত ২৯ জুলাই বাস চাপায় নিহত আব্দুল করিম রাজিবের আত্মীয়ের বাসায় গিয়ে তার মাকে সমবেদনা জানান। মন্ত্রী রাজিবের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি রাজিবের মা ও ছোট ভাইয়ের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। তিনি রাজিবের ছোট ভাই আল আমিনের লেখাপড়ার খরচ চালানোর জন্য মাসিক অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। মন্ত্রী তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত আচমত আলী খান ফাউন্ডেশন থেকে প্রতিমাসে অনুদান দেবেন।
পরে মন্ত্রী মহাখালী বাসস্ট্যান্ড মসজিদে মিম ও রাজিবের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে নিহতদের রুহের মাগেফরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।
এছাড়া মন্ত্রী ২৯ জুলাই নিহত দিয়া খানম মিমের বাবার নিকট আজ মহাখালীতে পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন এবং মিমের ছোট ভাইয়ের লেখাপড়ার জন্য প্রতিমাসে আচমত আলী খান ফাউন্ডেশন থেকে অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।
সন্ধ্যায় মন্ত্রী সিএমএইচে ২৯ জুলাই বাস চাপায় আহত শিক্ষার্থীদের দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ৬ জন শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৯২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৬৭
জনগণ উন্নতির সুফল পাচ্ছে
-- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যোগাযোগ, বিদ্যুৎ, কৃষিসহ সবক্ষেত্রেই উন্নতির সুফল জনগণ পাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, চেয়ারম্যান আব্দুস সামাদ, কেশবপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পরে ইসমাত আরা সাদেক উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা ও বসুন্তিয়া গ্রামে গণসংযোগ করেন।
#
মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৬৬
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইয়ুথ রান অনুষ্ঠিত
ঢাকা, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইয়ুথ রান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে প্রায় পাঁচশ প্রতিযোগীর অংশগ্রহণে ইয়ুথ রানটি গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়ে হাতিরঝিল ঘুরে আবার পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগীরা পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন।
ইয়ুথ রান উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীডা মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি সুস্থ, সুন্দর ও নিরাপদ বাসস্থান এবং সামাজিক পরিবেশ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের আহ্বান জানান।
যুব ও ক্রীডা মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এ প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা সভাপতি ইজাজ আহমেদ। পরে সচিব বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
প্রতিযোগিতায় ১৯ মিনিট ১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন মাহফুজুর রহমান, ২০ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ মাহবুবুর রহমান এবং তৃতীয় স্থান অধিকারী নিকোলাস সময় নেন ২০ মিনিট ৫০ সেকেন্ড । মেয়েদের মধ্যে ২৩ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন রাজিয়া। প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সী প্রতিযোগী মাসুর (আট বছর) নির্ধারিত পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন ।
১২ আগস্ট বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীডা মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৬ আগস্ট সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে।
#
আকতারুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৮০৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৬৫
উপযোগী কাউকে ভাতা প্রদান থেকে বাদ দেওয়া হবে না
---ভূমিমন্ত্রী
ঈশ^রদী, ১৯ শ্রাবণ (৩ আগস্ট) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকারি ভাতা উপযোগী কাউকে ভাতা প্রদান থেকে বাদ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
আজ ঈশ^রদী উপজেলা পরিষদে ২০১৭-১৮ অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বেদে, দলিত হরিজন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ২০১৭-১৮ অর্থবছরে ঈশ^রদী উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩ হাজার ১১৭ জনের মধ্যে ১৭ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা ভাতা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।
ভূমিমন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গড়ার যুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বাস্তবায়নে দেশের সকল নৃগোষ্ঠী, বেদে হরিজন, স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা, অসচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সরকার অব্যাহত রাখবে।
ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল মোমিন, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস, ঈশ^রদী উপজেলা সমাজসেবা অফিসার খন্দকার মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৮০০ ঘণ্টা