Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 15/01/2019

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৬৮ 
 
২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর নির্মাণ সম্ভব
                                   -- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) : 
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সরকার গঠনের মাত্র আট দিনের মধ্যে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ডাক বিভাগের কর্মপরিকল্পনা প্রণয়ন এ বিভাগকে ডিজিটালাইজড করার জন্য একটি মাইলফলক। ২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর গড়ে তুলতে এটি একটি অনন্য উদ্যোগ। 
 
মন্ত্রী আজ ঢাকায় ডাক অধিদপ্তর মিলনায়তনে ডাক অধিদপ্তর আয়োজিত সরকারের নির্বাচনি ইশতেহার ২০১৮ বাস্তবায়নে ডাক বিভাগের করণীয় শীর্ষক আলোচনা ও ডকুমেন্ট উপস্থাপন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠায় সাম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ডাক বিভাগ নিয়ে যে নেতিবাচক ধারণা ছিল, যুগোপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সে ধারণা পাল্টে দেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল ডাকঘর দেখতে চাই। আমি মনে করি আমাদের সে সক্ষমতা আছে। ডাক বিভাগের বিদ্যমান জনবল দিয়েই তা সম্ভব। এখন বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। সকলের সম্মিলিত উদ্যোগে ডাক বিভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হবেই। তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনি ইশতেহার নিয়ে জনগণ পর্যন্ত পৌঁছানো কঠিনতম লড়াই ছিল। এই লড়াই এ ‘এটুআই’সহ তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের ভূমিকা ছিল অভাবনীয়।
 
মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ২০১২ সালে শিল্প বিপ্লব ফোর পয়েন্ট জিরোর কথা বলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালেই ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
 
ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘এটুআই’ এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান এবং পলিসি এডভাইসার আনির চৌধুরী বক্তৃতা করে।
 
ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এসএস ভদ্র অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার ২০১৮ বাস্তবায়নে ডাক বিভাগের করণীয় শীর্ষক ডকুমেন্ট  উপস্থাপন করেন।
#
 
শেফায়েত/মাহমুদ/হাসান/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/২০৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৬৭
 
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) : 
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
 
সভায় দিবসটি সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে নিয়মিত জাতীয় কর্মসূচি ছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, একুশে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাকরণ, সচিবালয় ও তৎসংলগ্ন এলাকা এবং জিরো পয়েন্টের সড়ক দ্বীপসমূহ বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ। এছাড়াও সঠিক নিয়ম ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ব্যাপক প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
 
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক, অতিরিক্ত সচিব মোঃ নিজাম উদ্দিন ও মোঃ আব্দুল মান্নান ইলিয়াসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৯/২০৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৬
 
যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে
                                          --- শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি):
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, গার্মেন্টস কারখানার সব ধরনের অভিযোগ জানানোর জন্য শীঘ্রই হট লাইন চালু করা হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হট লাইন পরিচালনা করবে। তিনি বলেন, এখন থেকে গার্মেন্টস শিল্প সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। গার্মেন্টস শিল্পের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। 
গার্মেন্টস শিল্পের শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মালিক-শ্রমিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, তৈরিপোশাক শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামো সমন্বয়ের পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রম আইন সবার জন্যই প্রযোজ্য, কার্ড পাঞ্চ করে হাজিরা দিয়ে কোন শ্রমিক কারখানা থেকে বেরিয়ে গেলে তিনি ওই দিনের মজুরি পাবেন না।
শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে শ্রম প্রতিমন্ত্রী ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নে মালিক-শ্রমিক সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। 
সভায় অংশগ্রহণকারী গার্মেন্টস মালিক প্রতিনিধিগণ গত কয়েকদিনের গার্মেন্টস কারখানার উদ্ভূত পরিস্থিতির কারণে কোনো নিরীহ শ্রমিক হয়রানির শিকার হবেন না বলে নিশ্চয়তা প্রদান করেন। কাজে যোগ দেয়ার জন্য মালিক প্রতিনিধিগণ শ্রমিকদের ধন্যবাদ জানান। 
শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, এফবিসিসিআইয়ের সভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএয়ের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বিজিএমইএয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম, হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ সামসুজ্জামান ভূইয়া, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, ইন্ড্রাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা এড. মন্টু ঘোষ, সিরাজুল ইসলাম রনি, বাবুল আক্তার, নাজমা, শামীমা নাসরিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৫
 
ধর্ম  মন্ত্রণালয়ে অন্যায় কাজ হতে দেওয়া হবে না
                                                                   --- ধর্ম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি):
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ধর্ম একটি পবিত্র বিষয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কোনো ধরনের অন্যায় কাজ হতে দেওয়া হবে না। এ মন্ত্রণালয় প্রতিটি ধর্মের কল্যাণে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। প্রতিটি ধর্মের ধর্মীয় রীতি-নীতি, অনুশাসন পালনের সুযোগ করে দেওয়া এ মন্ত্রণালয়ের দায়িত্ব। সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ দায়িত্ব পালনে অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের পরিচিতি ও কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তার-কর্মচারীদের উদ্দেশে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার কর্তব্য। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার আলোকে আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব ইন্শাল্লাহ। তিনি আরো বলেন, দক্ষতা ও যোগ্যতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সেরা মন্ত্রণালয় হিসেবে প্রমাণ করতে চাই। এ চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রণালয় ও এর দপ্তর ও সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে একটি পরিবারের সদস্য হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াকফ প্রশাসক মোঃ শহিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রকল্পসমূহের কর্মকর্তাবৃন্দ।
#
 
আনোয়ার/মাহমুদ/হাসান/পারভেজ/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৬৪
 
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের বিদায়ী ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা
 
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি):
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানকে আজ বোর্ড কার্যালয়ে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান আবদুল মালেক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকল সরকারি কর্মচারীকে জনগণ ও সরকারের স্বার্থ রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। 
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, রাষ্ট্রপ্রতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, মোঃ আজিজুর রহমান গত ১ জানুয়ারি ২০১৯ তারিখে চলচ্চিত্র সেন্সর বোর্ডের অতিরিক্ত দায়িত্ব পালনরত অবস্থায় অবসরকালীন ছুটিতে যান। 
#
 
আলী/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৬৩

হাইকোর্ট ও আপীল বিভাগে রাষ্ট্রের পক্ষে রিট, আপীল ও রিভিউ দায়েরে 
রুলস অভ্ বিজনেস অনুসরণের অনুরোধ

ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) : 

হাইকোর্ট ও আপীল বিভাগে রাষ্ট্রের পক্ষে রিট, আপীল ও রিভিউ দায়েরে রুলস্ অভ্ বিজনেস অনুসরণের অনুরোধ জানিয়ে সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে রুলস্ অভ্ বিজনেস ১৯৯৬ অনুযায়ী আইন মন্ত্রণালয়ের কর্মপরিধি মোতাবেক হাইকোর্ট বিভাগে রিট দায়ের, আপীল বিভাগে আপীল ও রিভিউ দায়ের করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা এবং অঙজ নিয়োগ করা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এখতিয়ারভুক্ত বিষয়।

রুলস্ অভ্ বিজনেস ১৯৯৬ এর বিধি ১৪ (২) তে বর্ণিত আছে যে,‘ঘড় গরহরংঃৎু ংযধষষ পড়হংঁষঃ ঃযব অঃঃড়ৎহবু-এবহবৎধষ বীপবঢ়ঃ ঃযৎড়ঁময ঃযব খধি ধহফ ঔঁংঃরপব উরারংরড়হ ধহফ রহ ধপপড়ৎফধহপব রিঃয ঃযব ঢ়ৎড়পবফঁৎব ষধরফ ফড়হি নু ঃযব উরারংরড়হ।’
 
তা সত্ত্বেও বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক কার্যালয়সহ অধীনস্থ দপ্তর ও পরিদপ্তরসমূহ কর্তৃক হাইকোর্ট ও আপীল বিভাগে রিট, আপীল ও রিভিউ দায়ের করার জন্য সরাসরি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মামলার কাগজাদিসহ প্রস্তাব প্রেরণ করছেন, যার ফলে মামলাসমূহের অবস্থা সম্পর্কে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা, মামলা সংক্রান্ত কোনো তথ্য সংরক্ষণ ও মামলার ব্যয় নির্বাহের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের কাজে জটিলতার সৃষ্টি হচ্ছে, যা রুলস অভ্ বিজনেস ১৯৯৬ এর বিধি ১৪ (২) পরিপন্থী।

এমোতাবস্থায় রুলস অভ্ বিজনেস ১৯৯৬ এর বিধি ১৪ (২) এর বিধান মতে বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা প্রশাসক কার্যালয়সহ অধীনস্থ দপ্তর ও পরিদপ্তরকে হাইকোর্ট ও আপীল বিভাগে রিট, আপীল ও রিভিউ দায়ের ও মামলাসমূহে প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগের পরামর্শ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রস্তাব আইন ও বিচার বিভাগে প্রেরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

#

রেজাউল/মাহমুদ/হাসান/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৯০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৬০
 
পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চত করা হবে
                          --- বস্ত্র ও পাট মন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি):
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সর্বত্র নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
মন্ত্রী বলেন, পাট আমাদের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে। এজন্য প্যাকেজিং শিল্পে সর্বত্র পাটের ব্যবহার নিশ্চিত করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন সবই করা হবে। একই সাথে সরকারি যেসব জুট মিলস আছে সেগুলোর উৎপাদন আরো বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। পাট পণ্যেরে উৎপাদন খরচ বেশি হওয়ায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তাই সামনে যেন আর কোনো কারখানা বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখা হবে। 
পাট উৎপাদনে কৃষকদের সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, এ দেশের মাটি পাট উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী। পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চত করা গেলে পাট শিল্পের বিকাশ ত্বরানি¦ত হবে। এছাড়া কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করার জন্য বহুমুখী পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ করা হবে। ফলে অর্থনৈতিকভাবেও দেশ লাভবান হবে।
আলোচনা সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#
 
হালদার/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা   
তথ্যবিবরণী                                             নম্বর : ১৬২
 
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) : 
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ ঢাকার খিলগাঁও থানার মধ্য বাসাবোতে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১৫ কাঠা জমির ওপর পাঁচ তলা ভিত্তিপ্রস্তরের ওপর তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান, অতিরিক্ত সচিব শেখ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ ছালাহ উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মইনুল হক আনছারী, তত্তাবধায়ক প্রকৌশলী কাজী মোঃ ফিরোজ হাসানসহ ঢাকা জেলার মুক্তিযোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন।
 
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ৩ দশমিক ২০ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের ফলে ঢাকা জেলার মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে। এ ভবন বীর মুক্তিযোদ্ধাগণ ব্যবহার করবেন। এখানে একটি পাঠাগারও নির্মাণ করা হবে। 
 
উল্লেখ্য, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় দেশের ৫৯টি জেলায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে ও চারটি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ চলমান রয়েছে। 
 
#
 
আলমগীর/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৮৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                             নম্বর : ১৬১
 
চট্টগ্রাম সফরে তথ্যমন্ত্রী
সরকার সুষম উন্নয়ন নিশ্চিত করবে
 
চট্টগ্রাম, ২ মাঘ (১৫ জানুয়ারি) : 
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার ৬ ঘণ্টা হতে ১২ ঘণ্টায় উন্নীতকরণ, চট্টগ্রাম নগরীতে স্যুয়ারেজ লাইন স্থাপন, কালুরঘাটে নতুন সেতু নির্মাণ, চট্টগ্রাম-কক্সবাজার-ঘুনধুম রেললাইন নির্মাণ কাজ দ্রুত সমাপ্তকরণ প্রভৃতি উন্নয়ন কাজ বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। সরকার জনচাহিদা মোতাবেক সুষম উন্নয়ন নিশ্চিত করবে।     
  
তথ্যমন্ত্রী আজ দায়িত্বগ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে এলে সার্কিট হাউসে তাঁকে দেওয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। 
 
অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনজীবী নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ যোগ দেন। 
 
তথ্যমন্ত্রী বলেন, পরপর তিন বার রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার নজির এশিয়াতে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বের কারণে জনগণ তাঁকে এ সম্মানে আসীন করেছে। জনকল্যাণে কাজ করায় দেশের সীমানা ছাড়িয়ে প্রধানমন্ত্রী এখন বিশ্ব নেতৃত্বে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছেন। 
 
সাংবাদিক নেতৃবৃন্দের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘোষিত হওয়ার পর নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও তদারকি যথাযথভাবে করা হবে। তাছাড়া ভুঁইফোড় অনলাইন সাংবাদিকতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
প্রশাসনের সাথে মতবিনিময়
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ আজ চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সরকারি কর্মকর্তাগণ এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। 
 
বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জি এম নিতাই কুমার ভট্টাচার্য, পিআইডি, চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মোঃ আজিজুল হক নিউটন, জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উপপরিচালক মোঃ সাঈদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 
 
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৯/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                             নম্বর : ১৫৯
 
শেখ হাসিনাই বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছেন
     -- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী
 
সিলেট, ২ মাঘ (১৫ জানুয়ারি) : 
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সামরিক শাসকরা সেই গণতন্ত্র হরণ করেছিল। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন। 
 
প্রতিমন্ত্রী আজ সিলেটে ইরা দেবীর মাঠে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন।
 
ইমরান আহমদ বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ উন্নত দেশের লক্ষ্যে শেখ হাসিনাকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। বাংলার মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে। তিনি আরো বলেন, সরকার জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল। 
 
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে উক্ত জনসভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল হক, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, পূজা উদ্যাপন পরিষদের নেতা নৃপেন্দ্র কুমার দাস প্রমুখ নেতৃবৃন্দ। 
 
#
 
রাশেদুজ্জামান/মাহমুদ/হাসান/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৯/১৮৪৫ ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৫৮

সমৃদ্ধ ও আধুনিক গাজীপুর গড়ার প্রত্যয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

গাজীপুর, ২ মাঘ (১৫ জানুয়ারি):
প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ এর লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মধ্য দিয়ে গাজীপুরকে একটি উন্নত, সমৃদ্ধ আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। 
প্রতিমন্ত্রী আজ গাজীপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বের কাছে এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। গণতন্ত্র ও উন্নয়নের রোল মডেল। এরই ধারাবাহিকতায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে গাজীপুর নগরীকে ঢেলে সাজানো হবে। শহরকে যানযটমুক্ত করা হবে। রাস্তাঘাটসহ সকল অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাতেও মানসম্মত শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া তিনি বেকার যুবকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মধ্যেমে কর্মসংস্থান সৃষ্টি করবেন বলেও আশা প্রকাশ করেন। তিনি তরুণ সমাজের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ও দুর্নীতিকে বরদাশত করা হবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রেবেকা সুলতানা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#
আরিফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                              নম্বর : ১৫৭
 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর প্রাণিসম্পদ অধিদফতর পরিদর্শন
দেশের উন্নয়নে কাজ করার আহ্বান
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি): 
দেশের পশু-পাখিদের রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদফতরের আওতাধীন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানসমূহ হতে ২০১৭-১৮ অর্থবছরে গবাদিপশুর জন্য এক কোটি ৮০ লাখ ডোজ এবং হাঁস-মুরগির জন্য আড়াই কোটি লাখ ডোজ টিকা উৎপাদিত হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে মোট ২ কোটি ৮ লাখ গবাদিপশু এবং ১১ কোটি ৯০ লাখ হাঁস-মুরগির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অন্যদিকে কৃত্রিম প্রজনন কার্যক্রমের আওতায় গরুর জাত উন্নয়নের লক্ষ্যে সারাদেশে প্রতিবছর ৪২ লাখ ডোজ সিমেন সরবরাহ করা হয়ে থাকে। 
দুধের ঘাটতি পূরণে বিশ্বব্যাংকের সাহায্যে ৪ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে ‘খরাবংঃড়পশ ধহফ উধরৎু উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ’ চলমান রয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় তফসিলি ব্যাংকের মাধ্যমে প্রান্তিক খামারিদের মধ্যে ৫ শতাংশ সুদে ২০০ কোটি টাকার ঘূর্ণায়মান তহবিলের ঋণ প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১৩ হাজার খামারি এর সুফল ভোগ করেছে। আমিষের পর্যাপ্ত উৎপাদন এবং দেশের জনগণের মাংস, দুধ ও ডিমের চাহিদা পূরণের জন্য প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে ২০টি প্রকল্পের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। 
দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদফতরে পরিদর্শনে এলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে আজ এসব তথ্য জানানো হয়। 
পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী অধিদফতরের কর্মচারীদের সকল দ্বন্দ¦ ও বিভেদ ভুলে দেশের জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি ফিডমিল ও মাংসের মূল্য কমানোর ওপর জোর দিয়ে বলেন, ধনী-গরিব সবাই যাতে মাংস কিনে খেতে পারে তা নিশ্চিত করতে হবে। আমরা দুধেও স্বয়ম্ভর হয়ে তা বিদেশে রপ্তানি করতে চাই। মন্ত্রণালয়সহ সকল দফতর ও সংস্থায় তিনি কোনো দুর্নীতি ও স্বজনপ্রীতি দেখতে চান না বলেও মন্তব্য করেন। 
সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ড. ইমরান হাসান খান, জাতীয় চিড়িয়াখানার কিউরেটর এ এস এম নজরুল ইসলাম বক্তৃতা করেন। 
#
 
শাহ আলম/মাহমুদ/হাসান/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                             নম্বর : ১৫৬
 
পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক ও অযৌক্তিক 
                   -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) : 
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, পুনরায় নির্বাচনের দাবি মোটেও সাংবিধানিক নয় এবং অযৌক্তিক। জনগণের দেয়া ভোটকে এভাবে অসম্মান করা সমীচীন নয়।
 
আজ রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাবেক পরিচালক জাফরোল হাসানের অবসরজনিত বিদায় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 
 
নারী শিক্ষা নিয়ে আল্লামা শফীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আল্লামা শফী যা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত অভিমত। কিন্তু তাঁর এসব বক্তব্য বর্তমান সরকারের দেশ পরিচালনায় বা নীতির কোন পরিবর্তন আনবে না। শেখ হাসিনার সরকার নারী অধিকারের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সেটা আরো দৃঢ় হবে এবং আরো এগিয়ে যাবে। 
 
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দিতে না পারলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কোন মূল্য থাকবে না। তাই আইনি সহায়তা কার্যক্রম জোরদার করার জন্য সংস্থাকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সংস্থার অধীন লিগ্যাল এইড অফিসারের সকল শূন্যপদ পূরণ করা হবে। জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচার কার্যক্রম জোরদার করা হবে। এক্ষেত্রে টেলিভিশনের মাধ্যমে প্রচারকে অগ্রাধিকার দেওয়া হবে। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই সাক্ষ্য আইন এবং বৈষম্য বিরোধ আইন উত্থাপনের লক্ষ্যে আইন মন্ত্রণালয় কাজ করছে।
 
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্মসচিব গোলাম সারওয়ার, দাতা সংস্থার প্রতিনিধি প্রমুখ বক্তৃতা করেন।
 
#
 
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৯/১৭৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                   নম্বর : ১৫৫
 
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ স¦াস্থ্যমন্ত্রীর
 
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি):
নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সকল সরকারি হাসপাতাল, ইনস্টিটিউট পরিচালক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষদেরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সরকারি হাসপাতালকে রোগীবান্ধব হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও স¦চ্ছতার সাথে সকলকে কাজ করতে হবে।
আজ সচিবালয়ে সরকারি বিভিন্ন হাসপাতাল, ইনস্টিটিউটের পরিচালক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ দেশের সকল জেলার সরকারি হাসপাতাল, ইনস্টিটিউটের পরিচালক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে জনবল উপস্থিতি, অবকাঠামো ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে একটি মনিটরিং নেটওয়ার্ক গড়ে তোলা হবে। আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাজধানী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সব হাসপাতালকে নিয়মিত কঠোর নজরদারির আওতায় নিয়ে আসবে এই নেটওয়ার্ক। এমনকি দুর্গম অঞ্চলের হাসপাতালগুলোও এই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবে না। হাসপাতালগুলোর যে কোনো সমস্যা এই নেটওয়ার্কের মাধ্যমে চিহ্নিত করে
Todays handout (9).docx Todays handout (9).docx