Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০২০

তথ্যবিবিরণী - ০৬ মে ২০২০

তথ্যবিবরণী                                                                                                  নম্বর :  ১৬২০

 

পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি


ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):


            পবিত্র রমজান উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকাসহ প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়র পর্যায়ে ৫০২ টি ট্রাকসেল এর মাধ্যমে দেশব্যাপী ৭১৪ দশমিক ৮৪ মেট্রিক টন সয়াবিন তেল, ৫১৮ মেট্রিক টন চিনি, ১০০ দশমিক ৪ মেট্রিক টন মশুর ডাল, ৫১৮ মেট্রিক টন ছোলা, ৩১ দশমিক ৮ মেট্রিক টন খেজুর এবং ৩৩ দশমিক ৯ মেট্রিক টন পেঁয়াজসহ মোট দুই লাখ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ীমূল্যে দুই লাখ ৮শ জন ক্রেতার কাছে বিক্রয় করা হয়েছে। প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে এ সকল পণ্য বিক্রয় করা হচ্ছে। জনপ্রতি সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর এবং ২ কেজি পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে।


            উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে দেশব্যাপী ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) উল্লিখিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, ছোলা  প্রতি কেজি ৬০ টাকা, খেজুর প্রতি কেজি ১২০ টাকা এবং পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রয় করছে।


#

বকসী/গিয়াস/কামাল/২০২০/১৩৫০ ঘণ্টা



 

2020-05-06-13-57-c70bc1f162d4876db225e481a41426ac.docx 2020-05-06-13-57-c70bc1f162d4876db225e481a41426ac.docx