Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ৫ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৯৬২ 
জেলা ত্রাণ কর্মকর্তাদের সাথে মন্ত্রী মায়ার মতবিনিময়
                                                                                                          
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, এ বছর সময়ের পূর্বেই ঘূর্ণিঝড়, বজ্রপাত, টর্নেডো ও বন্যার মতো দুর্যোগগুলো দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলা টর্নেডো ও বন্যায় আক্রান্ত হয়েছে। তাই কর্মকর্তা-কর্মচারীদের মানুষের পাশে থেকে কষ্ট লাঘব ও  জানমাল রক্ষায় কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সব ধরনের পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে হবে। 
তিনি আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
মন্ত্রী বলেন, যে কোন দুর্যোগে মানুষের কষ্ট লাঘবে জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী জিআর চাল ও নগদ অর্থ, ভিজিএফ সহায়তা, টিন ইত্যাদি রিজার্ভ রাখা আছে। এসব ত্রাণসামগ্রী নিয়ে তাৎক্ষণিক দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। যে কোন জেলার ত্রাণসামগ্রী শেষ হওয়ার পূর্বেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার জন্য জেলা প্রশাসকদের তিনি নির্দেশ দেন। সিলেটে অকাল বন্যা ও টর্নেডোতে আক্রান্ত বিভিন্ন জেলার সাথে মন্ত্রণালয়ের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে উল্লেখ করে সার্বক্ষণিক মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে কোন ধরনের অবহেলা বরদাশ্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
#

ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৯৬১

প্রকল্প বাসত্মবায়নে দ্রম্নত কাজ করার নির্দেশ শিড়্গামন্ত্রীর

ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :  

    শিড়্গা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস'ার প্রকল্পসমূহের কাজ যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। ব্যর্থ হলে প্রকল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জবাবদিহি করতে হবে।

    তিনি আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে শিড়্গা মন্ত্রণালয়ের সভাকড়্গে ২০১৬-১৭ অর্থবছরের  সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি)  বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। শিড়্গা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিড়্গা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরম্ননা বিশ্বাস ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দিন খান, শিড়্গা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকগণ সভায় উপসি'ত ছিলেন।

    সভায় বিভিন্ন সংস'ার প্রকল্পসমূহের বাসত্মবায়ন অগ্রগতি উপস'াপন ও পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরের শিড়্গা মন্ত্রণালয়ের  সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৭৮টি প্রকল্পে মোট বরাদ্দ ৫ হাজার ৩শ’ ৭০ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে অবমুক্ত করা হয়েছে ২ হাজার ৯শ’ ১৬ কোটি ৫২ লাখ টাকা এবং ইতোমধ্যে ব্যয় হয়েছে ১ হাজার ৬শ’ ৩১ কোটি ৬১ লাখ টাকা। বাসত্মবায়ন অগ্রগতি শতকরা ৩০ ভাগ। সভায় আরো জানানো হয়, বরাদ্দের ৪ হাজার ৫শ’ ১৩ কোটি টাকা জিওবি খাতের এবং ৮শ’ ৫৭ কোটি ৬৮ লাখ টাকা প্রকল্প সাহায্য।  

    সভায় শিড়্গামন্ত্রী প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও  কলেজ স'াপন প্রকল্পের কাজ দ্রম্নত করারও নির্দেশ দেন।

#

আফরাজ/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৬০

তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের প্রতিভা বিকাশের উদ্যোগ অব্যাহত রাখতে হবে
                                                               -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
                                                                                                          

ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। আজকের এই তরুণদের হাত ধরেই এ সম্ভাবনাকে বাস্তবায়ন করে উন্নত বাংলাদেশ গড়া হবে। 
প্রতিমন্ত্রী আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী ‘উরমরঝশরষষ ঊীঢ়ড় ২০১৭’ মেলার উদ্বোধনকালে এ সব কথা বলেন। 
মেলায় সেমিনার, গোলটেবিল বৈঠক, অভিজ্ঞতা বিনিময় বৈঠক, ডিজিটাল প্রদর্শনী ছাড়াও নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, প্রোবলেম সলভিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। 
প্রতিমন্ত্রী বলেন, সরকার কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য খওঈঞ (খবাবৎমরহম ওহভড়ৎসধঃরড়হ ্ ঈড়সসঁহরপধঃরড়হ ঞবপযহড়ষড়মু) প্রকল্প; কর্মসংস্থান ও বিনিয়োগের জন্য ঝঊওচ (ঝশরষষং ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস) প্রকল্প; স¦-উদ্যোগে আয়ের জন্য খবধৎহরহম ধহফ ঊধৎহরহম উবাবষড়ঢ়সবহঃ প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া ওউঊঅ (ওহহড়াধঃরড়হ, উবংরমহ ধহফ ঊহঃৎবঢ়ৎবহবঁৎং অপধফবসু) প্রকল্পের মাধ্যমে নতুন  উদ্ভাবন ও উদ্ভাবনী প্রকল্প অর্থায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আগামী প্রজন্মকে নতুন নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার সাথে সাথে প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। 
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বেসিস (ইঅঝওঝ)-এর প্রেসিডেন্ট মোস্তফা জব্বার, সফ্টওয়্যার সলিউশনের নির্বাহী প্রধান রাশেক রহমান, আমেরিকান অ্যালিউনি এসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির বক্তব্য রাখেন। 
#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৫৯

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল) :  

          আজ ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক প্রধান অতিথি হিসেবে সভায় উপসি'ত ছিলেন।
      
    প্রধান অতিথি তাঁর বক্তৃতায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে সরকারের অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিসত্মারিত আলোচনা করেন।
       
    উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামের সভাপতিত্বে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ তৈয়ব আলী।  উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আহম্মদ আল-জামান, সিআইপি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিড়্গা অফিসার শাহিন আরা বেগম বক্তব্য রাখেন।
       
    সরকারি কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক, শিড়্গক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স'ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে মতবিনিময় করেন। নারীদের  অংশগ্রহণও ছিল লক্ষ্যণীয়।

    উলেস্নখ্য, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ হলো- একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ড়্গমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিড়্গা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরড়্গা।

#

তৈয়ব/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৯৫৮

স্পিকারের সাথে রাশিয়া ও নামিবিয়ার প্রতিনিধিদলের প্রধানগণের সাক্ষাৎ
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল):
স্পিকার , সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ও ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে  এসেম্বলিতে আগত রাশিয়া ও নামিবিয়ার প্রতিনিধিদলের প্রধানগণ আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে স্পিকার রাশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, রাশিয়ার  সাথে বাংলাদেশের ভ্রাতৃত্ববন্ধন দীর্ঘদিনের। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দু’দেশের সম্পর্ককে ভিন্নমাত্রা দিয়েছে। এ সময় তিনি সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং সমবেদনা প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে যা এ অঞ্চলে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।    
স্পিকার বলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে রাশিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং স্বাধীনতার অব্যবহিত পরেই রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়োপযোগী হস্তক্ষেপে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে রাশিয়ার অবদান অনস্বীকার্য।
প্রতিনিধিদলের প্রধান ও রাশিয়ান পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান ওখওণঅঝ টগঅকঐঅঘঙঠ বলেন, বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে ১৩৬তম আইপিইউ এসেম্বলি আয়োজন করেছে। রাশিয়া আগামী ১৪-১৮ অক্টোবর আইপিইউ’র ১৩৭তম  এসেম্বলি আয়োজন করতে যাচ্ছে। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য এ এসেম্বলিতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে বলে তারা আশা প্রকাশ করেন। এ সময় প্রতিনিধিদল বাংলাদেশকে আরো কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার  আশ্বাস দেন।
২০১৬ সালে রাশিয়া সফরের স্মৃতি স্মরণ করে স্পিকার বলেন দ্বি-পাক্ষিক সফরের মাধ্যমে দু’দেশের পার্লামেন্টের সম্পর্কে সূচিত হতে পারে নব দিগন্ত, উন্মুক্ত হতে পারে সম্ভাবনার নব দ্বার। এ সময়ে তিনি রাশিয়ার পার্লামেন্টের স্পিকারের আতিথিয়তায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিনিধিদলের মাধ্যমে রাশিয়ার পার্লামেন্টের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
স্পিকার এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ, নবায়নযোগ্য বিদ্যুৎ, পাটজাত দ্রব্য, ঔষধ, তৈরি পোশাক শিল্প, জাহাজ নির্মাণ শিল্প ও চামড়া শিল্পে রাশিয়ার বিনিয়োগকারীদেও আরো অধিক বিনিয়োগের আহ্বান জানান। 
নামিবিয়ার স্পিকার ও প্রতিনিধিদলের প্রধান চজঙঋ.চঊঞঊজ ঐ. কঅঞঔঅঠওঠও এর নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে স্পিকার দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় নামিবিয়ার স্পিকার বাংলাদেশের স্পিকারকে সে দেশে সফরের আমন্ত্রণ জানান।
#
তারিক/অনসূয়া/গিয়াস/রফিকুল/শামীম/২০১৭/১৬২৭  ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৯৫৬ 

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন প্রতিনিধিদলের সংসদভবন পরিদর্শন
ঢাকা, ২২ চৈত্র (৫ এপ্রিল):

ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (ওচট) এর ১৩৬তম এসেম্বলিতে অংশগ্রহণকারী বিশে^র বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও প্রতিনিধিগণ আজ এসেম্বলির শেষ দিনে বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদভবন পরিদর্শন করেন। চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য কাজী রোজী এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদেশি অতিথিদের সংসদভবনে স্বাগত জানান।

বিদেশি অতিথিগণ স্বাগতিক দেশের পার্লামেন্ট ভবনের লাইব্রেরি, সংসদকক্ষ, স্থায়ী কমিটিগুলোর বৈঠকের কক্ষসহ সংসদভবনের উত্তর এবং দক্ষিণ প্লাজা ঘুরে দেখেন। চিফ হুইপ, হুইপ এবং কর্মকর্তাবৃন্দ প্রতিনিধিদের সাথে থেকে সংসদ সচিবালয়ের সার্বিক কর্মকা- এবং ভবনের স্থাপত্য শৈলী বর্ণনা করেন। তারা বিদেশি অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিনিধিদের কয়েকজন সংসদ লাইব্রেরির পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

 অতিথিগণ সংসদভবনের অনন্য স্থাপত্যশৈলীর প্রশংসা করেন। পরিদর্শন শেষে জাতীয় সংসদের শপথকক্ষে বিদেশি অতিথিগণ সংসদের ওপর নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রত্যক্ষ করেন।
 
#
লাবণ্য/অনসূয়া/গিয়াস/শহিদ/শামীম/২০১৭/১৪৩৩ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৯৫৪
জাতিসংঘ সদরদপ্তরে চীনের ভাইস মিনিস্টারের সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎ 

নিউইয়র্ক, ৫ এপ্রিল :

জাতিসংঘ সদর দপ্তরে ৩ এপ্রিল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক চীনের ন্যাশনাল হেলথ্ অ্যান্ড ফ্যামিলি প্লানিং কমিশনের ভাইস মিনিস্টার কুই লি এর সাথে সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী এসময় দু’দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং গত বছর চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে বলে উল্লেখ করেন। পিপিডি’র (চধৎঃহবৎং রহ চড়ঢ়ঁষধঃরড়হ ধহফ ফবাবষড়ঢ়সবহঃ) আওতায় রাজধানী ঢাকায় নতুন সচিবালয় নির্মাণে ২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান এবং এই অর্থের বাকী 
১ মিলিয়ন মার্কিন ডলার দ্রুত ছাড় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ ছাড় দেওয়া হবে মর্মে চীনের ভাইস মিনিস্টার প্রতিমন্ত্রী জাহিদ মালেককে নিশ্চয়তা দেন। বর্তমানে পিপিডি’র চেয়ারম্যানের দায়িত্বে থাকা কুই লি আরো বলেন, নির্মাণ শেষে সচিবালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে চীন খুবই খুশি হবে।
আগামী আগস্ট মাসের ১৮ তারিখে চীনে অনুষ্ঠিতব্য ‘সিল্ক রুট ইনিসিয়েটিভ এন্ড হেলথ্’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য চীনের ভাইস মিনিস্টার স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিশেষ করে নতুন নতুন হাসপাতাল নির্মাণে চীনা বিনিয়োগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। তিনি কুই লি কে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৩-৭ এপ্রিল, জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন পপুলেশন এন্ড ডেভোলপমেন্ট এর ৫০তম সেশনে বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক। 
#

অনসূয়া/গিয়াস/জসীম/আসমা/২০১৭/১০১০ ঘণ্টা 
  

 

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon