Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০১৮

তথ্যবিবরণী ১৫ মে ২০১৮

Handout                                                                                                            Number :  1500

 

Foreign Minister visits atomic bomb survivors in Hiroshima

 

Dhaka, May 15 :

 

Peace and love above all, said the atomic bomb survivors to Foreign Minister A H Mahmood Ali during his visit to Hiroshima. On the second day of his tour to Japan, Minister Ali visited Yano Orizuru En, a nursing home in Hiroshima, that is taking care of 100 survivors of the holocaust in 1945.

 

The Orizuru En authority greeted Foreign Minister and the delegation with a warm welcome note. The atomic bomb survivors recalled the horrors of the atomic bomb attack on Hiroshima and appealed to the Foreign Minister to constantly work for peace and harmony across the world. The Foreign Minister assured them that Bangladesh is firmly against nuclear weapons and is working closely with Japan in this regard.

 

After visiting the nursing home, Foreign Minister went to the Hiroshima Peace Memorial Park to pay tribute to the victims of the atomic bomb. Foreign Minister also laid floral wreathe at the cenotaph of the park. Earlier, he met the Governor of the Hiroshima Prefecture and exchanged views and ideas about strengthening cooperation to promote peace.

 

#

 

Tohidul/Mahmud/Sanjib/Rafiqul/Salimuzzaman/2018/2030 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৯৯

 আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের 
মায়ের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে ) :
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের মাতা আরাফুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
#

জাকির/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৪৯৮
 
 
ইপিজেডে শ্রম পরিদর্শন ব্যবস্থায় যুক্ত হবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
-- শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ ম)ে : 
 
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বাংলাদেশ শ্রম আইনের অধীনে  ইপিজেডের বিদ্যমান শ্রম পরিদর্শন ব্যবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যুক্ত হবে। এজন্য বাংলাদেশ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন সংশোধনের কাজ চলছে। 
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর খাজানা গার্ডেনিয়ায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এসডিজি বাস্তবায়ন এবং এলডিসি-তে উত্তরণের পরিপ্রেক্ষিতে উদীয়মান শ্রম মানের চাহিদা শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়ন ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে কারখানায় ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করা যাবে। দেশে বর্তমানে ৮ হাজার ৬৪টি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন রয়েছে যার মধ্যে শুধু গার্মেন্টস সেক্টরেই রয়েছে ৬৫৯টি ইউনিয়ন; ২০১২ সালে যেখানে ছিল ১৩২টি। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন স্বচ্ছ করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। ২০২১ সালের মধ্যে সকল প্রকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম এবং ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশুশ্রম নিরসনে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, শ্রমিকের অধিকার এবং জীবন মান উন্নয়নে যা যা করা প্রয়োজন সব কিছুই করছে সরকার। তিনি এলডিসি  থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কারখানায় সামাজিক সংলাপের উপর জোর দেন। আগামী বছরগুলোতে শোভন কর্মপরিবেশ তৈরি এবং এসডিজি বাস্তবায়নে শ্রমিক সংগঠন, বেসরকারি খাত, নাগরিক সমাজ, আইএলও, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন অংশীদার, ব্যান্ড বায়ার এবং আন্তর্জাতিক সামাজিক সংগঠন সরকারকে সহযোগিতা করবে বলে তিনি বিশ্বাস করেন। 
 
সংলাপে সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন 
ড. খন্দকার গোলাম  মোয়াজ্জেম। এছাড়াও সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, আইএলও’র বাংলাদেশ প্রতিনিধি গগন রাজভান্ডারী, শ্রমিক প্রতিনিধি ডা. ওয়াজেদুল ইসলাম এবং বিল্সের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।
 
#
 
আকতারুল/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা  

Handout                                                                                             Number : 1497

Information Minister condemns attacks on Gaza

Dhaka, May 15 :

Information Minister Hasanul Haq Inu in a statement today strongly condemned Israeli authorities’ attacks on Palestinians in Gaza, which left scores of Palestine civilians dead and several thousand injured.

Inu urged all international community to put pressure on Israel to stop the atrocities immediately, while expressing his deep sympathies for Palestinians.

As Palestinian protest against United States’ shifting its Embassy to Jerusalem continues through 15 May, the date commemorated by Palestinians as Nakba Day (Day of the Catastrophe) on which Israel declared independence in 1948 causing huge displacement of Palestinians, Information Minister Inu stressed on preserving the legal status of Jerusalem according to UN resolutions.

Inu reiterated Bangladesh’s position for establishing the State of Palestine on

two-state solution and on pre-1967 borders with East Jerusalem as its capital.

#

Akram/Mahmud/Sanjib/Salimuzzaman/2018/1820 Hrs.

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৯৬
 
দুগ্ধ উৎপাদনে সক্ষমতা বাড়ানো হবে
                   --এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে ) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার কার্যক্রমকে আধুনিকায়ন করে দেশব্যাপী দুগ্ধ উৎপাদন কার্যক্রম বাড়ানো হবে। 
 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) কর্তৃক গৃহীত ‘বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পাশর্^বর্তী এলাকায় গবাদিপশুর জাত উন্নয়ন ও দুগ্ধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন প্রকল্প’ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, দেশের বর্তমান দুধের চাহিদা মিটানোর জন্য ধারাবাহিকভাবে সক্ষমতা তৈরি করতে হবে। দেশের যে অঞ্চলসমূহে দুগ্ধ উৎপাদন সম্ভব সেখানে সমবায়ের মাধ্যমে দুগ্ধ উৎপাদনে কৃষকদের প্রণোদনা দিতে হবে।
 
সভায় অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, মিল্কভিটার চেয়ারম্যান নাদির হোসেন লিপু ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাহার আলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
 
জাকির/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৯৫

 
প্রতিমন্ত্রী রাঙ্গাঁর নারায়ণগঞ্জে সমবায় ব্যাংক কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন
নারায়ণগঞ্জ, ১ জ্যৈষ্ঠ (১৫ মে ) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, দেশের সমবায়ীদের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান সমবায় ব্যাংক সমবায়ীদের জীবন মানোন্নয়নে রূপকল্প-২০২১ এর আলোকে বিশেষ আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষকবান্ধব সরকার পাঁচ হাজার টাকা পর্যন্ত সমবায়ী কৃষকদের ঋণের সুদের ওপর ভরতুকির অর্থ প্রদান করেছে। এতে সমবায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। 
প্রতিমন্ত্রী আজ ৩২ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে সমবায় ব্যাংকের অর্থায়নে বিএসবিএল কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় তাঁর সাথে ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মোঃ আহসান কবীর, বাংলাদেশ 
কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মোঃ শাহজাহান।
ভবনটির নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ২০১৮ সালের আগস্ট মাসের পূর্বেই প্রকল্পটি শেষ হবে। ভবনটি নির্মিত হলে নারায়ণগঞ্জের সমবায়ীদের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে। 
এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন দশতলা ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন।
#
 
আহসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৯৪
 
পবিত্র রমজানের তারিখ নির্ধারণ
আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা 
 
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে ) :
১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
#
 
নিজাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৯৩
এপ্রিল পর্যন্ত বস্ত্র মন্ত্রণালয়ের এডিপি’র ৪৬ শতাংশ বাস্তবায়িত 
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে ) :
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, প্রকল্প পরিচালকদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়নে যাতে কোনো অনিয়ম ও দূর্নীতি না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়নের অগ্রগতি-সংক্রান্ত পর্যালোচনা সভায় এ কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফ আলী সভায় সভাপতিত্ব করেন ।
বস্ত্র ও পাট খাতের উন্নয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর বা সংস্থা প্রধানকে চাহিদাভিত্তিক প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। প্রকল্পের আওতায় আধুনিক ও উৎকৃষ্টমানের মানসম্মত যন্ত্রপাতি ও মেশিনারিজ ক্রয়ের ওপর জোর দেন। এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো গতিশীল করে রেশম, তাঁত ও পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশোধিত এডিপিভুক্ত মোট ২১টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪ শত ১১ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে গত এপ্রিল পর্যন্ত ২ শত ৫৬ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকা অবমুক্ত করা হয়েছে। এ অর্থ মোট বরাদ্দের ৬২ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে ১ শত ৮৯ কোটি ৫৭ লাখ ৮১ হাজার টাকা মূল্যমানের কাজ সম্পাদিত হয়েছে, যা বরাদ্দের বিপরীতে আর্থিক অগ্রগতির হার ৪৬ দশমিক ২ শতাংশ। 
এডিপিভুক্ত ২১টি প্রকল্পের মধ্যে বস্ত্র পরিদফতর সতেরটি, বাংলাদেশ তাঁত বোর্ড দুইটি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড একটি, বিএসআরটিআই একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন । 
#
সৈকত/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৫৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৪৯২
শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে 
                           --শিক্ষামন্ত্রী
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ ম)ে : 
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে।  শিক্ষার লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রভূত অগ্রগতি অর্জন করেছে। প্রায় শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সংখ্যা বেশি। ২০৩০ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়নে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। 
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন  কক্ষে ’গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট-২০১৭/৮’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইউনেস্কো ঢাকা অফিস এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
শিক্ষামন্ত্রী বলেন, এই রিপোর্ট থেকে আমরা শিক্ষা নেবো। যেসব ত্রুটি রয়েছে, তা দূর করার চেষ্টা করবো। ভাল দিকগুলো গ্রহণ করে আরো এগিয়ে নিয়ে যাবো। কিছু বৈশ্বিক প্রতিশ্রুতিও রয়েছে এবং এসডিজি’র সাথে সঙ্গতি রেখে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার। শিক্ষায় বড় চ্যালেঞ্জ গুণগত মান। এজন্য শিক্ষকদের নিবেদিতপ্রাণ হতে হবে, শিক্ষকতাকে ব্রতী হিসেবে নিতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান বিয়াট্রিস খালদুন এবং বিএনসিইউ এর সচিব মো. মনজুর হোসেন। 
#
আফরাজুর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬১৪ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৪৯১ 

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সফরের ওপর নিরাপত্তা পরিষদে ব্রিফিং 
নিউইয়র্ক, ১৫ মে :

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মে মাসের সভাপতি পোলান্ড এর সভাপতিত্বে আয়োজিত ১৪ মে নিরাপত্তা পরিষদের সভায় প্রতিনিধিদলের ২৮ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সফরের ওপর ব্রিফিং করা হয়। ব্রিফিংটি তিনটি পর্বে ভাগ করে উপস্থাপিত হয়। কুয়েতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত গধহংড়ঁৎ অষ ঙঃধরনর বাংলাদেশ সংক্রান্ত অংশ, পেরুর স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এঁংঃধাড় গবুধ-ঈঁধফৎধ ঠবষপ্সংয়ঁবু মিয়ানমারের রাজধানী নেপিতো সংক্রান্ত অংশ এবং যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কধৎবহ চরবৎপব রাখাইন স্টেট সংক্রান্ত অংশটি উপস্থাপন করেন।  
কুয়েতের রাষ্ট্রদূত তার ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠক এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়ে তথ্য উপস্থাপন করেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহযোগিতা ও আশ্রয় প্রদানের জন্য তিনি নিরাপত্তা পরিষদ প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন। এক্ষেত্রে আশ্রিত রোহিঙ্গাদের আসন্ন বর্ষা মৌসুমে সহযোগিতার হাত আরো প্রসারিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়। তিনি রোহিঙ্গাদের প্রতি সংঘটিত সহিংসতাকে ‘জাতিগত নির্মূল’ বলে অভিহিত করেন।
পেরুর স্থায়ী প্রতিনিধি মিয়ানমারের রাজধানী নেপিতোতে স্টেট কাউন্সিলর অং সান সূচি, সিনিয়র জেনারেল মিন অং হালাইংসহ মিয়ানমার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকের বিষয়টি তুলে ধরেন। ব্রিফিংয়ে তিনি জানান, বৈঠকে নিরাপত্তা পরিষদ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের এই সমস্যার শিকড় খুঁজে বের করা এবং রাখাইন অ্যাডভাইজরি কমিশন এর সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি তার ব্রিফিংয়ে উত্তর রাখাইন প্রদেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে গ্রামের পর গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখার অভিজ্ঞতা বর্ণনা করেন।
নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল ২০১৭ সালের ৬ নভেম্বর নিরাপত্তা পরিষদে গৃহীত প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্টের সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চান। মিয়ানমার সরকার যাতে মিয়ানমারে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলের অবাধ ও নিরাপদ প্রবেশ এবং বাধাহীন কর্মপরিবেশ নিশ্চিত করে সে বিষয়ের প্রতি এই প্রতিনিধিদল বিশেষভাবে জোর দেন।
এছাড়া শিশু ও নারীসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সকল সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ পরিদর্শন দল। রোহিঙ্গাদের ওপর অত্যাচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের বিষয়টি উল্লেখ করেন কয়েকটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিগণ। 
ব্রিফিংশেষে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন, যুক্তরাষ্ট্র, সুইডেন, ফ্রান্স, কাজাখিস্তান, ইকুয়েটোরিয়াল গিনি, রাশিয়ান ফেডারেশন, নেদারল্যান্ডস ও পোলান্ড বক্তব্য রাখেন। 
#

অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১২০০ ঘণ্টা  

Todays handout (9).docx Todays handout (9).docx