Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০১৮

তথ্যবিবরণী 29/6/2018

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৮৪৬
 
যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম পুনরায় শুরু হবে 
                                    -- আইনমন্ত্রী
 
কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ১৫ আষাঢ় (২৯ জুন) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম অচিরেই পুনরায় শুরু করা হবে। ট্রাইব্যুনালের বিচারক আবু আহমেদ জমাদারকে কিছু দিন আগে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেয়ার কারণে ট্রাইব্যুনালটি আবারও পুনর্গঠন করার প্রয়োজন হয়েছে। কয়েক দিনের মধ্যেই পুনর্গঠনের আদেশ জারি করা হবে। 
 
আইনমন্ত্রী আজ শুক্রবার কসবা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 
 
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেন মন্ত্রী। এ সময় উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন তিনি।  এ সভায় আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 
বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, এমজি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম ও আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, কসবার পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম প্রমুখ বক্তৃতা দেন। 
 
#
 
রেজাউল/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ১৮৪৫
 
বিশ্বব্যাপী বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
                                 -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
সিলেট, ১৫ আষাঢ় (২৯ জুন) :
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বিশ্বব্যাপী বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি আজ সিলেট মহানগরের একটি হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সিলেটের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।  এ সময় সংশ্লিষ্ট দপ্তরের জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, এ সরকারের আমলে দেশে জিডিপি প্রবৃদ্ধি, মাথা পিছু আয় বৃদ্ধি, কর্মসৃজন ও খাদ্য উৎপাদনসহ সকল সূচকে অগ্রগতি অর্জন করেছে। দেশি-বিদেশি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজি এ্যাওয়ার্ড, ইন্দিরা গান্ধী এ্যাওয়ার্ড, সাউথ কো-অপারেশন বিশ্ব নারী এ্যাওয়ার্ডসহ অনেক পদকে ভূষিত হয়েছেন। তিনি আরো বলেন, সরকারের এসব অগ্রগতি ও অর্জনসমূহকে এগিয়ে নিতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ ব্যাপারে সিলেট বিভাগ ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী আরো ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 
 
#
 
আহসান/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২৪৫ ঘণ্টা  

Handout                                                                                                                      Number: 1844

China will help facilitate return of

the displaced Myanmar nationals from Bangladesh

 

Dhaka, 29 June: (Received from Beijing)

 

            China will help facilitate return of the displaced Myanmar nationals from Bangladesh. The assurance came during the bilateral talks between Foreign Minister Abul Hassan Mahmood Ali and his Chinese counterpart Wang Yi held at Beijing today. During the meeting, Mr. Ali briefed the Chinese side on the status of the 1.1 million forcibly displaced Myanmar nationals, the Rohingyas, who have taken temporary shelter in Bangladesh.

            “The displaced Rohingyas are so traumatized that they want solid security guarantee for their return. They want to return to their original villages and not to any camps; they must be accorded opportunities to earn their livelihood,” Mr. Ali emphasized.  He sought China’s active support in expediting the process of early repatriation of these displaced people by encouraging Myanmar in creating a conducive environment in the Rakhine state for return and resettlement of the forcibly displaced people. Chinese Foreign Minister committed full support of China in realizing early repatriation of the displaced people to Rakhine State of Myanmar and improve the resettlement environment in the Rakhine State by helping in building houses and creating economic opportunities.

            The two sides reviewed the progress made in implementation of decisions of Joint Statement issued during the historic visit of Chinese President Xi Jinping to Bangladesh in 2016. They also discussed the progress achieved in implementation of the different projects that were signed during the Chinese President's visit. The Foreign Minister sought support of his counterpart in early finalization and speedy implementation of these projects. Other areas of cooperation like trade, investment, education, consular and cultural cooperation were also discussed in details. Both sides emphasized on the need for continued dialogue between the two countries through high-level interactions as well as people-to-people contacts and agreed to work together closely for the common development of the region.

            Earlier on the same day Mahmood Ali called on the Chinese Vice-President Wang Qishan. He briefed the Vice-President about the milestone achievements of Bangladesh under the visionary leadership of Prime Minister Sheikh Hasina, especially in socio-economic areas. Wang Qishan evinced keen interest in various development programmes in Bangladesh and assured China’s continued support to further consolidate and deepen our bilateral cooperation. He said as the people of Bangladesh is in the right course of transforming their country into Golden Bengal with hard work and determination  as was  dreamt by their Father of the Nation, China is pursuing steadfastly their dream of rejuvenation of the country as articulated by President Xi Jinping. Wang Qishan commented ''China rejoices at the graduation of Bangladesh from LDC status to a developing country''.

            Bangladesh Ambassador to China M. Fazlul Karim was present among others during these meetings.

            Foreign Minister Abul Hassan Mahmood Ali is visiting Beijing from 28-30 June 2018 at the invitation of the State Councilor and Foreign Minister of China Wang Yi.

            The bilateral meeting was followed by a Joint Press Briefing and a lunch hosted by the State Councilor and Foreign Minister of China in honour of Bangladesh Foreign Minister.

#

Tohidul/Mahmud/Mosharaf/Abbas/2018/1718 Hours

Todays handout (1).docx Todays handout (1).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon