Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 11/10/15

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৫০
আমার যুদ্ধ অসাম্প্রদায়িকতার পথ তৈরির যুদ্ধ 
                                      -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) : 

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তিনি অসাম্প্রদায়িকতা আর মানবিকতার পথ তৈরির যুদ্ধে নিয়োজিত রয়েছেন এবং এযুদ্ধে কোন মাঝামাঝি পথ নেই।
    আজ রাজধানীতে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান মিলনায়তনে ‘ভোলা তো যায়না তারে’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো’তে প্রধান অতিথির বক্তৃতাকালে তথ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ‘আমার যুদ্ধ- অসাম্প্রদায়িকতার পথ তৈরির যুদ্ধ, আমার যুদ্ধ- মানবিকতার পথ তৈরির যুদ্ধ। 
    হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে যে দেশের অভ্যুদয়, শেখ হাসিনার হাত ধরে সে বাংলাদেশের পুনরুজ্জীবন ঘটছে। এসময়টাতে আমরা জঙ্গি-আগুনসন্ত্রাসের বিরুদ্ধে, বিদেশে টাকা পাচার করা টাকা দেশে ফিরিয়ে এনে পাচারকারীদের বিচার করার যুদ্ধের ময়দানে রয়েছি।
    মধ্যপন্থা অবলম্বনকারীদের উদ্দেশ্যে সতর্কবাণী দিয়ে মন্ত্রী বলেন, এযুদ্ধে মধ্যখান দিয়ে হাঁটার কোনো পথ নেই। যুদ্ধে এসপার, না হয় ওসপার।
    ইনু বলেন, আওয়ামী লীগ, জাসদ, প্রগতিশীল ও চলচ্চিত্রজগতের মানুষেরা কখনো জঙ্গির সাথে দোস্তি করতে পারেনা। জঙ্গি পোষা ও জঙ্গির সাথে দোস্তির দায় বিএনপি এবং বেগম খালেদা জিয়া এড়াতে পারবেন না। 
    ‘ভোলা তো যায়না তারে’ চলচ্চিত্রের কাহিনীকার ও পরিচালক রফিক সিকদার, প্রযোজক শহিদুল হক তপনসহ শিল্পী ও কলাকুশলীদের এসময় তাদের সাহসী নির্মাণের জন্য অভিনন্দন জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি চলচ্চিত্রটিকে অসাম্প্রদায়িক চেতনায় নির্মিত বলে উল্লেখ করেন। 
    হামিদুল হক রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এড. গোলাম মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ চৌধুরী ও এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।
#

আকরাম/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/২১১২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪৯
এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর


ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :
    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করার মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে রাজবাড়ী জনকল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আজ ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকাস্থ রাজবাড়ী জেলা জনকল্যাণ সমিতির অভিষেক ও ছাত্র বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
রাজবাড়ী জনকল্যাণ সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব শাহজাহান আলী মোল্ল¬ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন : রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম এবং সমিতির সাধারণ সম্পাদক এন এ এম ইফতেখার।
স্থানীয় সরকার মন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদেরকে আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
#
শহিদুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪৮
কৃষিযন্ত্র উদ্ভাবন ও প্রস্তুতকরণ বিষয়ক কর্মশালায় কৃষিমন্ত্রী
মাঠ চাহিদার নিরিখে কৃষিযন্ত্র উদ্ভাবন ও কৃষকদের মাঝে সহজলভ্য করুন

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) : 

    সকল ক্যাটাগরির কৃষিযন্ত্রসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরো অধিক মনোযোগী হয়ে মাঠ চাহিদার নিরিখে কৃষিযন্ত্র উদ্ভাবন, আমদানিকৃত যন্ত্র দেশীয় উপযোগীকরণ ও কৃষক পর্যায়ে সহজলভ্য করার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

    কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার যান্ত্রিকীকরণ প্রকল্প ২য় পর্যায়ের আয়োজনে আজ ঢাকায় বিএআরসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন, প্রস্তুতকরণ ও স্থানীয় উদ্যোক্তা সৃষ্টিতে করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির  বক্তৃতায় এ পরামর্শ দেন। কৃষিবিদ মো. হামিদুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান এবং কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন। কর্মশালায় কৃষি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানসমূহের কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের প্রধানগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবিত দেশীয় যন্ত্রপাতির কাজ ও উপযোগিতা উপস্থাপন করেন।

    দিনব্যাপী এ কর্মশালায় দেশে উদ্ভাবিত কৃষিযন্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মশালার মূল লক্ষ্য দেশের খ- খ- জমিউপযোগী কৃষিযন্ত্র ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন খরচ হ্রাস করে কৃষিকে আধুনিক যান্ত্রিক কৃষিতে রূপান্তর করা। একদিকে দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে যেমন কৃষি জমি হ্রাস পাচ্ছে অন্যদিকে গ্রাম অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধির ফলে বেকার শিক্ষিত যুবক শ্রমসাধ্য কৃষিকাজ ছেড়ে পরিবহণ, শিল্প কারখানাসহ অন্যান্য পেশায় স্থানান্তর হওয়ায় কৃষি শ্রমিকের সংকট দিন দিন প্রকট হচ্ছে। সার্বিক এই  প্রেক্ষাপটে কৃষির উৎপাদনশীলতা ধরে রাখতে কৃষিকে যান্ত্রিক কৃষিতে রূপান্তরের কোনো বিকল্প নাই।

#

বিবেকান্দ/আফরাজ/জসীম/রফিকুল/রেজাউল/২০১৫/১৯৪৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪৭
৮৬৯ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) : 

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র পরিদপ্তরের ১১টি ও তাঁত বোর্ডের ৫টিসহ ১৬টি এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রকল্পগুলো বাস্তয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৬৯ কোটি ২৪ লাখ টাকা।

    প্রকল্পগুলো হচ্ছে- বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে শহিদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতিকরণ, বেগমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতিকরণ, ৪ জেলায় ৪টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন, ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন, ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন, জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন; তাঁতবস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, বেসিক সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপন; বিভিন্ন তাঁত অধ্যুষিত এলাকায় ৩টি তাঁতসেবা কেন্দ্র স্থাপন এবং নরসিংদীর মাধবদীতে বিদ্যমান ক্লথ প্রসেসিং সেন্টারের আধুনিকীকরণ।

    আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের ২০১৫-১৬ অর্থবছরের এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনাসভায় এতথ্য জানানো হয়।

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীসহ বিভিন্ন প্রকল্প পরিচালকগণ বক্তৃতা করেন।

    মির্জা আজম মন্ত্রণালয়ের প্রকল্পসহ যাবতীয় কাজের গতি ত্বরান্বিত করার ওপর জোর দিয়ে বলেন, দেশ ও জাতির উন্নয়নে নিজেদের কাজ মনে করে আগাম পরিকল্পনা নিয়েই কর্মকর্তাদের কাজ করতে হবে।

#

আলম/আফরাজ/মোশাররফ/রেজাউল/২০১৫/১৯২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৪৬
বাজার তদারকি
১৬ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় আজ চট্টগ্রাম, নেত্রকোনা, যশোর ও লক্ষ্মীপুরে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৬টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
    পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ২শ’ টাকা, নেত্রকোনার সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, যশোরের ঝিকরগাছা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা ও লক্ষ্মীপুর সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর, স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা প্রশাসন এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪৫
শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর হয়েছে
                            -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মসূচির ফলে শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর হয়েছে। লেখাপড়ায় মেয়েরা আজ ছেলেদের পাশাপাশি সমান যোগ্যতা প্রদর্শনে সমর্থ হয়েছে।
    মন্ত্রী আজ ঢাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যে বই, উপবৃত্তি, চাকুরিতে কোটা সংরক্ষণের মতো বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এখন ছাত্রের চেয়ে অধিক সংখ্যক ছাত্রী পড়াশুনা করছে। তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও ছাত্রীসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে কলেজ পর্যায়ে এবং পাঁচ-ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রী সংখ্যা সমান হবে।
    জনাব নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারের যে সাফল্য তাতে মূল ভূমিকা পালন করেছেন আমাদের শিক্ষকগণ। তিনি বলেন, সরকার শিক্ষকদের মানমর্যাদা ও স্বার্থ রক্ষায় সম্ভব সবকিছু করবে। সরকারের ওপর আস্থা রেখে জাতিকে এগিয়ে নেয়ার মহান দায়িত্ব নিবেদিতপ্রাণে পালনের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
    কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও বক্তব্য রাখেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪৪

মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর 
কার্যাবলী নির্ধারিত সময়ের আগেই সম্পাদন করুন
                               -- রাশেদ খান মেনন

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :   
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের পর্যটন শিল্প এবং বিমান পরিববহণের মতো অতীব গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সাথে আমরা যুক্ত। এ বিষয়টি মনে রেখে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কার্যাবলী নির্ধারিত সময়ের আগেই সম্পাদনের ব্যাপারে সংশ্লিষ্টদের অধিকতর মনোযোগী হতে হবে।
    মন্ত্রী আজ বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থা প্রধানদের সাথে স্ব স্ব সংস্থার ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী মন্ত্রণালয়ের পক্ষে অধীনস্থ সংস্থা প্রধানদের সাথে পৃথক পৃথক চুক্তিতে স্বাক্ষর করেন।
    রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে পর্যটনবর্ষ হিসেবে ঘোষনা করেছেন। পর্যটকদের আতিথেয়তাসহ প্যাকেজিং করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, প্রকৃত অর্থেই আমরা ২০১৬ সালকে পর্যটনবর্ষ হিসেবে দেখতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা খুবই জরুরি।
#

শেফায়েত/আফরাজ/মোশাররফ/জয়নুল/২০১৫/১৬০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪৩ 

আওয়ামী লীগের সাবেক সহসভাপতি 
আব্দুর রহিমকে দেখতে হাসপাতালে স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :   
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুর রহিমকে দেখতে ঢাকায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান।
     সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে আব্দুর রহিমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসককে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 
    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া, আব্দুর রহিমের দুই পুত্র বিচারপতি এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ রোগীর স্বজনরা এসময় উপস্থিত ছিলেন।
    বর্ষীয়ান এই নেতা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হৃদরোগ, স্মৃতিবিভ্রমসহ বাধ্যর্কজনিত বিভিন্ন রোগে ভুগছেন। গত ৫ অক্টোবর তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. রিয়াজুল করিম খানের অধীনে চিকিৎসাধীন আছেন।
#

পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪২ 
জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) : 

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আগামীকাল ১২ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষয়ার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ অথবা িি.িহঁনফ.রহভড়-এ পাওয়া যাবে। 
    এছাড়া, যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব> য১ <ংঢ়ধপব> ৎবম. ঘড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল পাওয়া যাবে। 
    উল্লেখ্য, এ পরীক্ষা গত ২১ মে শুরু হয়ে ৬ জুলাই শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ১৭ সেপ্টেম্বর শেষ হয়। এ পরীক্ষায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 
#
ফয়জুল/আফরাজ/মোশাররফ/জসীম/রেজাউল/২০১৫/১৭২০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৪১

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাথে 
অধীনস্থ দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স¦াক্ষর

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :    

    পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার সাথে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আজ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদিত হয়েছে। চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাম্প্রতিক বছর সমূহের অর্জন, সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করে আগামী ২০১৫-১৬ অর্থ বছরের জন্য একটি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।   

    মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার জনবলসহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, শতভাগ শিল্পকারখানাকে পরিবেশ আইন প্রতিপালনের আওতায় আনা, সকল জেলায় পরিবেশ অধিদপ্তরের অফিস স্থাপন করা, ২০২১ সালের মধ্যে দেশে বনের ব্যাপ্তি ২০ শতাংশে উন্নীত করা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি, বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করাসহ বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মন্ত্রণালয়ের সচিব এবং এর অধীনস্থ সংস্থা প্রধানদের সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

#
পাশা/আফরাজ/মোশাররফ/জসীম/আব্বাস/২০১৫/১৭২৫ ঘণ্টা

Handout                                                                                                             Number : 2940

 

Prime Minister Sheikh Hasina condoles death of Palestinians

 

Dhaka, October 11:

 

            Prime Minister Sheikh Hasina has expressed concern to the President of the State of Palestine and Chairman of PLO Executive Committee Mahmoud Abbas about the recent atrocities by Israeli occupation forces during the last few days which claimed lives of several Palestinian civilians.

 

            Full text of her message is as follows :

 

 

 

"Your  Excellency,

 

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh.

 

I am deeply saddened and concerned about the recent atrocities perpetrated by Israeli occupation forces during the last few days which claimed lives of several Palestinian civilians, including shot dead of seven Palestinians on 9 October and two Palestinian innocent minors on 10 October and left many others injured. While expressing our deep condolences and sympathies to the victims as well as to our Palestinian brothers, we pray for early recovery of the injured ones. We unequivocally denounce such acts of terror and violence and call for bringing the perpetrators involved in these heinous crimes to justice.

 

I take this opportunity to reiterate Bangladesh’s unequivocal commitment in realizing the inalienable rights of the brotherly people of Palestine for independent homeland and a sovereign and viable State of Palestine. May Almighty Allah give the Government and the brotherly people of Palestine the strength to achieve the goal of an independent homeland."

 

#

 

Afraz/Mosharrf/Rafiqul/Rezaul/2015/1718 hours

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৩৯ 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে এর অধীনস্থ 
চারটি দপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :   

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মধ্যে পৃথকভাবে ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য চারটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাক্ষরিত হয়। 
চুক্তি চারটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক মো. আলমগীর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. রুহুল আমীন সরকার, নেপের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাহ আলম ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
    উল্লেখ্য, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করে। এ চুক্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম স্বাক্ষর করেন। 
#

রবীন্দ্রনাথ/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৬২০ ঘণ্টা  

                            
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৩৮


জঙ্গিবাদের উত্থান রুখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে  
                                         - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মেহেরপুর, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :   

 
    জঙ্গিবাদের উত্থান রুখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
    আজ মেহেরপুর জেলার নবনির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যা গভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু ষড়যন্ত্রকারীরা একাত্তরে  পরাজিত হয়েছে। এবারও পরাজিত হবে।
    তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমান পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে কিন্তু এতে নতুন প্রজন্ম জানতে পারছে না কি ঘৃণ্য তৎপরতা যুদ্ধাপরাধীদের ছিল, কত বর্বরতা তারা চালিয়েছিল। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য দশ হাজার আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা আবাসনপল্লি তৈরি করা হবে। এছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কবরসমূহ একই ডিজাইনে পাকা করা হবে যাতে শত বছর পরেও দেখে বোঝা যায় এটা মুক্তিযোদ্ধার কবর।
    পরে মন্ত্রী মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স ও নাটুদাচুয়াডাঙ্গা আট শহিদ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন এবং চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা ও আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও উদ্বোধন করেন।
#

মারুফ/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৩৭  

স্পিকারের সাথে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এর সাক্ষাৎ

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :   

বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডুয়ার্ড বেইগবেডার (ঊফড়ঁধৎফ ইবরমনবফবৎ) আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎকালে তারা বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাস, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, পুষ্টি কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। 
স্পিকার বলেন, পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বাংলাদেশের মাতৃ ও শিশুমৃত্যুহার হ্রাস পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু ও মাতৃ পুষ্টি নিয়ে কাজ করছে। সংসদ সদস্যদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি সংক্রান্ত সচেতনতা সৃষ্টি কার্যক্রম চলমান রয়েছে। 
এ সময় ইউনিসেফ প্রতিনিধি পুষ্টি, স্বাস্থ্য, শিশু ও মাতৃমৃত্যুহার হ্রাস, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি এ সকল কার্যক্রমে সংসদ সদস্যদের আরও সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষার মান আরও বৃদ্ধিসহ বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। 
সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, ইউনিসেফ এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ লুইস ভনো (খড়ঁরং গাড়হড়) উপস্থিত ছিলেন। 
#
মঞ্জুর/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/   ঘণ্টা  

 

 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৩৬ 
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ”- এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ দিবস উপলক্ষে দেশের এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল কন্যাশিশুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 
    বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪৫ শতাংশ ১৮ বছরের কম বয়সী শিশু, যাদের ৪৮ শতাংশই কন্যাশিশু। এ বিপুল সংখ্যক কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারলে জাতি হিসেবেই আমরা এগিয়ে যাব। এ লক্ষ্য অর্জনে তথা কন্যাশিশুদের কল্যাণে আমাদের সরকার অবৈতনিক শিক্ষার প্রচলন, উপবৃত্তি প্রবর্তন, বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি, মাতৃত্ব ভাতা বৃদ্ধিসহ বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। আমরা জাতীয় শিশুনীতি-২০১১, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন করেছি। নারী ও শিশু নির্যাতন (দমন) আইন-২০০০ ও বাল্যবিবাহ নিরোধ আইন আধুনিকীকরণের লক্ষ্যে এর খসড়া প্রণয়ন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন স্থাপন করা হয়েছে। কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ তাদের সুরক্ষার জন্য দেশব্যাপী প্রতিষ্ঠা করা হয়েছে কিশোরী ক্লাব।   
    বিদ্যালয়ে ছাত্রী ভর্তির হার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। কিশোরী ও নারীদের বিভিন্ন দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ¯œাতক পাশ নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হচ্ছে। এখন দেশের প্রাথমিক স্কুলের শিক্ষকদের ৬০ শতাংশই নারী। আমাদের নেওয়া এসব পদক্ষেপের ফলে গত দু’দশকে বাংলাদেশে বাল্যবিবাহ কমে এসেছে। 
    কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে শিক্ষিত, সু-স্বাস্থ্যের অধিকারী ও উপার্জনক্ষম করা গেলে তারা পরিবার তথা রাষ্ট্রের সম্পদে পরিণত হবে। আমি আশা করি, কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসবেন। 
    জাতীয় কন্যাশিশু দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১২২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৩৫ 
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) :   

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিসব ২০১৫ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে দেশের সকল কন্যাশিশুর প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 
আজকের কন্যাশিশু আগামী দিনের নারী তথা মা। তাই প্রতিটি কন্যাশিশুর পরিপূর্ণ বিকাশে তাদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক। এ লক্ষ্যে সরকার কন্যাশিশুদের উন্নয়নে তাদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ পরিপূর্ণ বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের এসব পদক্ষেপ বহির্বিশ্বেও প্রশংসিত হচ্ছে। তবে কন্যাশিশুদের সামগ্রিক উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে পরিবারের ভূমিকা এ ক্ষেত্রে অত্যধিক বলে আমি মনে করি। পরিবার থেকে কন্যাশিশু ও ছেলেশিশুকে বিভেদ না করে তাদের সমান যতœ, খাবার, পুষ্টি, বিনোদন ও  লেখাপড়ার সুযোগসহ অন্যান্য অধিকার নিশ্চিত করলে কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর হবে। গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।
একটি জাতির উন্নয়নে শিক্ষিত মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি কন্যাশিশু যাতে যতেœর সাথে বেড়ে উঠতে পারে এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সেলক্ষ্যে সকলকে সচেতন হতে হবে। আমি জাতীয় কন্যাশিশু দিবসে কন্যাশিশুদের সম-অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রতিটি পরিবার, সচেতন নাগরিকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই।   
    আমি জাতীয় কন্যাশিশু দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১২২০ ঘণ্টা  

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon