তথ্যবিবরণী নম্বর : ২১২৩
গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় জাদুঘর এলাকা নগরবাসীর মিলনকেন্দ্রে পরিণত হবে
---সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৫ শ্রাবণ (৩০ জুলাই) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নকশা অনুযায়ী কাজ বাস্তবায়িত হলে গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় জাদুঘর এলাকা ঢাকা শহরের একটি দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হবে; ফলে এটি নগরবাসীর মিলনকেন্দ্রে পরিণত হবে। নকশা নিয়ে প্রতিযোগিতার আয়োজন স্থপতি সম্প্রদায়ের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ভবিষ্যতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নান্দনিক স্থাপনা নির্মাণে প্রয়োজনে স্থাপত্য বিষয়ক এ ধরনের আরো নকশা প্রতিযোগিতার আয়োজন করবে।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘গণগ্রন্থাগার অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের নকশা প্রণয়ন’ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠানসমূহকে অর্থ পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, স্থাপত্য শিল্পে বাংলাদেশ ক্রমান্বয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এ প্রতিযোগিতার মাধ্যমে অনেক ভালো মানের নকশা উঠে এসেছে। এর মধ্যে সেরা নকশাটি নির্বাচন করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে রাজধানীতে এটি ল্যান্ডমার্ক স্থাপনায় পরিণত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও বাংলাদেশ স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির। উন্মুক্ত নকশা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিযোগিতার সমন্বয়ক ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিটিউটের প্রাক্তন সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়।
পরে প্রতিযোগিতায় ১ম বিজয়ীর নির্বাচিত নকশার ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
#
ফয়সল/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৮/২১০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১২২
মাদক মামলায় জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন প্রকাশ
ঢাকা, ১৫ শ্রাবণ (৩০ জুলাই) :
মাদক মামলায় জব্দকৃত আলামতের রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ রেলওয়ে পুলিশ এবং সিআইডি ও কাস্টমস্-এর গত জুন মাসের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রতিবেদন অনুযায়ী ঢাকা অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জুন মাসে গৃহীত নমুনার সংখ্যা ১৫৮টি। এর মধ্যে রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে ১৫৪টি এবং পরীক্ষণের অপেক্ষায় রয়েছে ৬টি।
চট্টগ্রাম অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে গত জুন মাসে গৃহীত নুমনার সংখ্যা ১১৬টি। এগুলোর রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে।
রাজশাহী অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জুন মাসে গৃহীত নমুনার সংখ্যা ১১০টি। এগুলোর মধ্যে ১০৮টির রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে এবং পরীক্ষণের অপেক্ষায় রয়েছে ২টি।
খুলনা অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে গত মে মাসের ১টি পেন্ডিংসহ জুন মাসে গৃহীত নমুনার সংখ্যা ৯৮টি। রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে ৯৯টির।
বাংলাদেশ পুলিশে গত মে মাসে পরীক্ষণের অপেক্ষায় রয়েছে ৫টি। জুন মাসের গৃহীত নমুনার সংখ্যা ৩ হাজার ৮৮২টি। এগুলোর রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পুলিশে গত জুন মাসে গৃহীত নমুনার সংখ্যা ২২টি। এগুলোর রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে।
সিআইডি ও কাস্টমসে গত জুন মাসে গৃহীত নমুনার সংখ্যা ৩টি। এগুলোর রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে।
সার্বিকভাবে গত মে মাসে পরীক্ষণের অপেক্ষায় রয়েছে মোট ১০টি। জুন মাসে গৃহীত মোট নমুনার সংখ্যা ৪ হাজার ৩৮৯টি। এর মধ্যে রাসায়নিক পরীক্ষা সম্পন্ন ও পজিটিভ রিপোর্ট সরবরাহ করা হয়েছে ৪ হাজার ৩৮৬টি এবং পরীক্ষণের অপেক্ষায় রয়েছে ১৩টি।
#
দুলাল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১২১
ইইডি’র নবনিযুক্ত প্রকৌশলীদের ওরিয়েন্টশন ও মোটর সাইকেল বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে
ঢাকা, ১৫ শ্রাবণ (৩০ জুলাই) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সরকারের লক্ষ্য। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ সার্বিক শিক্ষা উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এই দায়িত্বপূর্ণ কাজ সম্পন্ন করছে। ইইডি’র মাধ্যমে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে দুই হাজার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ চলমান রয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে ১১ হাজার ৪৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে, যা ২০২০ সালের মধ্যে সমাপ্ত হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইইডি’র ২০১৮-২০১৯ অর্থবছরের উন্নয়ন ও অনুন্নয়ন খাতের প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, প্রধান কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ও মোটর সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ইইডি’র প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব মোঃ মহিউদ্দীন খান, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব সফিউদ্দিন আহমদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান।
শিক্ষামন্ত্রী নবনিয়োগপ্রাপ্ত ১০২ জন উপ-সহকারী প্রকৌশলীকে মোটর সাইকেলের চাবি হস্তান্তর করেন।
এর আগে শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে ইইডির নিজস্ব প্রধান কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ভবন নির্মাণে ৩৮৪ কোটি টাকার প্রকল্প বরাদ্দ রয়েছে।
অনুষ্ঠানে তিনজন প্রকৌশলীকে জাতীয় শুদ্ধাচার চর্চা-২০১৭ পদক প্রদান করা হয়।
#
আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/২০২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১২০
ভাল কাজের প্রতিযোগিতা করতে হবে
--- পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ১৫ শ্রাবণ (৩০ জুলাই) :
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভালো কজের প্রতিযোগিতা করতে হবে। ভালো কাজের প্রতিযোগিতা হলে দেশ এগিয়ে যাবে ও সর্বস্তরে সুশাসন নিশ্চিত করা যাবে।
আজ ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে সনদ ও মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক দেয়া হয়। ২০১৭ সালে কাজের দক্ষতা, সততা, জনসেবার মানসিকতাসহ ১৯টি সূচকে ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তরা এ পুরস্কার পান।
পরিকল্পনা বিভাগের সচিব মোঃ জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগের সদস্য, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. কেএএস মুর্শিদ, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক কামাল উদ্দিন তালুকদারসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তদের অভিন্দন জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশব্যাপী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেভাবে প্রজেক্ট পাঠানো হয় সেভাবেই অনুমোদন পায় না। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ জাতীয় পরিকল্পনা নীতির আলোকে এসব প্রজেক্ট যাচাই বাচাই করে চূড়ান্ত করে। দক্ষতা না থাকলে এ কাজ করা সম্ভব না।
#
তৌহিদুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১১৯
জনপ্রশাসন পদক-২০১৮ অর্জন উপলক্ষে বিটাক আয়োজিত আলোচনা সভা
আমদানিবিকল্প খুচরা যন্ত্রাংশ তৈরির উদ্যোগ জোরদার করতে শিল্পমন্ত্রীর নির্দেশ
ঢাকা, ১৫ শ্রাবণ (৩০ জুলাই) :
দেশীয় শিল্প কারখানায় ব্যবহার উপযোগী আমদানিবিকল্প নতুন নতুন খুচরা যন্ত্রাংশ তৈরির উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বিটাক শুরু থেকেই সাশ্রয়ী মূল্যে গুণগতমানের খুচরা যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে শিল্পায়নে সহযোগিতা করলেও এর কার্যকর প্রচার নেই। তিনি নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি এগুলোর বাণিজ্যিক ব্যবহার বাড়াতে প্রচারের ওপর গুরুত্ব দেন।
জনপ্রশাসন পদক-২০১৮ অর্জন উপলক্ষে বিটাক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এ নির্দেশনা দেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিটাক মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিটাকের মহাপরিচালক ড. মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। এতে প্রতিষ্ঠানটির পরিচালক ড. সৈয়দ ইহসানুল করিম এবং কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, হালকা প্রকৌশল শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্পখাত। এ খাতের আধুনিকায়ন ও উৎপাদিত পণ্যে মূল্য সংযোজনের মাধ্যমে দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। এ বিবেচনায় শিল্প মন্ত্রণালয় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হালকা প্রকৌশল শিল্প কারখানাগুলোকে সমন্বিত করে কেরানীগঞ্জে হালকা প্রকৌশল শিল্পনগরী গড়ে তুলছে। একই সাথে প্লাস্টিক, কেমিক্যাল, মুদ্রণ ও ওষুধ শিল্পের জন্য পৃথক নগরী গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশে^র ১৫২টি দেশে রপ্তানি হচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের শিল্পায়নে পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে বিটাক অনন্য অবদান রেখে আসছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান, সার ও চিনি শিল্প, নৌ-পরিবহন, বিদ্যুৎ, গ্যাসসহ অনেক শিল্পখাতে বিটাক সুলভমূল্যে আমদানিবিকল্প যন্ত্রপাতি সরবরাহ করছে। এ প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর করে শিল্পখাতের উৎপাদনশীলতা বাড়াতে অবদান রাখছে। বিটাক কারিগরি ও মান নিয়ন্ত্রণ সহায়তা দিয়ে ধোলাইখালের হালকা প্রকৌশল শিল্প কারখানায় উৎপাদিত অটোমোবাইল স্পেয়ার পার্টস্ যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রক্রিয়া চলছে। তারা শিল্পসমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে বিটাকের জনবল বৃদ্ধি এবং আঞ্চলিক পর্যায়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করেন।
উল্লেখ্য, প্রতিবন্ধীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ডিজাইনের হাইড্রোলিক লিফ্ট উদ্ভাবনের জন্য বিটাক জনপ্রশাসন পদক-২০১৮ অর্জন করে। এ অর্জনের ফলে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির সৃজনশীল উদ্ভাবন সম্পর্কে জনগণের জানার সুযোগ তৈরি হয়েছে। এ বিরল সম্মান দেশীয় শিল্প কারখানার চাহিদা অনুযায়ী প্রযুক্তি ও খুচরা যন্ত্রপাতি উদ্ভাবনে বিটাক কর্মকর্তা-কর্মচারীদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
#
জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১১৮
সকলের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের লক্ষ্য
-শিক্ষামন্ত্রী
ঢাকা ১৫ শ্রাবণ (৩০ জুলাই)ঃ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সকলের জন্য মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করা বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোন পার্থক্য নাই। তারা সকলেই জাতির ভবিষ্যৎ।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও নূন্যতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তাদের সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোন পথ খোলা নেই। তিনি ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে অনুরোধ জানান।
শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতে পরিবর্তনের লক্ষ্যে যুগান্তকারি সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উচ্চ শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে এবং এগুলোর গুণগত মান ধরে রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি, নারী শিক্ষায় বাংলাদেশের অর্জন সারাবিশ্বের প্রশংসা অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ খালেক ও উপাচার্য ড. আবদুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন। বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফন্টেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
আফরাজুর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১১৭
প্রবাসীদের কল্যাণার্থে সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে
- নুরুল ইসলাম বিএসসি
ঢাকা, ১৫ শ্রাবণ (৩০ জুলাই) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণার্থে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে সরকার প্রবাসী বাংলাদেশিদের দেশে বসবাসরত পরিবার পরিজনের কল্যাণ ও নিরাপত্তায় কার্যকর ভূমিকা পালন করছে।
২৯ জুলাই গ্রিসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নতির পথে। বৈধ পথে আরো বেশি বেশি রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রী উপস্থিত প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতৃবৃন্দের পাসপোর্ট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
গ্রিসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক
মরণ কুমার চক্রবর্তী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
#
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১১৬
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র আগামীকাল
ঢাকা ১৫ শ্রাবণ (৩০ জুলাই)ঃ
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ৯২ তম ‘ড্র’ আগামীকাল ৩১ জুলাই, ২০১৮ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রাইজ বন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬ লাখ টাকার ১টি, ৩ লাখ ২৫ হাজার টাকার ১টি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টি সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
আগামী ১ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে বলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
#
রাজিয়া/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৫৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১১৫
ব্যবসায়ী সমাজের নিকট ট্রেড ক্যাটালগ একটি অত্যন্ত গুরত্বপূর্ণ দলিল
-অর্থমন্ত্রী
ঢাকা ১৫ শ্রাবণ (৩০ জুলাই)ঃ
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ ট্রেড ক্যাটালগ ব্যবসায়ী সমাজের নিকট একটি অত্যন্ত গুরত্বপূর্ণ দলিল বলে বিবেচিত হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের ব্যবসা সংক্রান্ত তথ্যবহুল ক্যাটালগ বিরল। অর্থমন্ত্রী বলেন, এত বৈচিত্র্যপূর্ণ পৃথিবীতে জানার কোন শেষ নেই। আমৃত্যু জ্ঞান চর্চায় সাধনা চালিয়ে যাওয়া উচিত। তিনি বলেন, বর্তমান সরকারের মূল কৃতিত্ব হল দেশ থেকে অভাব নামক শব্দটি চিরতরে দূর করা।
মন্ত্রী গতকাল রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড ক্যাটালগ প্রজেক্টের ১৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ক্যাটালগ প্রজেক্ট আয়োজিত ‘গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, যেকোন দেশে সরকার সঠিক নীতি নির্ধারণ করে দিলে ব্যক্তিগত উদ্যোগসমূহ সামনে এগিয়ে যায়। বর্তমান সরকারের সঠিক নীতি নির্ধারণ ও পৃষ্ঠপোষকতার ফলে বাংলাদেশে বেসরকারি খাত ক্রমেই শক্তিশালী হচ্ছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, পৃথিবীর সব দেশের সমৃদ্ধির ইতিহাস একই। এমনকি সমাজতান্ত্রিক দেশ চীনের সমৃদ্ধির পেছনেও বেসরকারি খাতের বিশাল ভূমিকা রয়েছে।
বাংলাদেশ ট্রেড ক্যাটালগ এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল রাজীব এবং বাংলাদেশ ট্রেড ক্যাটালগ প্রজেক্ট এর সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা এম চিশতী অনুষ্ঠানে বক্তৃতা করেন ।
#
ফয়সল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪১৪ ঘণ্টা