Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ১২ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫২১
 
বিসিএস ইকনোমিক এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
 
স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে পরিকল্পিতভাবে উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশন গঠন করেন। গঠনের পর থেকেই পরিকল্পনা কমিশন থেকে দেশের সব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতায় ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন তথা পরিবর্তিত জলবায়ুর অভিঘাত বিবেচনায় টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরিকল্পনা কমিশন তথা বিসিএস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 
 
আজ ঢাকায় শেরেবাংলা নগর এনইসি অডিটোরিয়ামে বিসিএস ইকনোমিক এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী আ হ মুস্তফা কামাল এ সব কথা বলেন। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এ দেশের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন নীতিমালা, কৌশলপত্র ইত্যাদি মূলত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা করে থাকেন। যেমন - ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পিআরএসপি, প্রেক্ষিত পরিকল্পনা, অর্থনৈতিক সমীক্ষা ইত্যাদি তৈরিতে বিসিএস (ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তাগণ সরাসরি অংশগ্রহণ করে থাকেন। তাই দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে এই ক্যাডারের অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
 
বিসিএস (প্রশাসন) ও বিসিএস (ইকোনমিক) ক্যাডার দু’টিকে একীভূত করতে ২০১৪ সালের জানুয়ারিতে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ও বিসিএস (ইকোনমিক) এসোসিয়েশন এ সংক্রান্ত যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সেটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বিসিএস ইকনোমিক এসোসিয়েশনের মহাসচিব পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজ।
 
বিসিএস ইকনোমিক এসোসিয়েশনের সভাপতি কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক, পরিকল্পনা সচিব মোঃ জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব মোঃ নজিবুর রহমান। অনুষ্ঠানে বিসিএস ইকনোমিক এসোসিয়েশনের নির্বাহী কমিটির সকল সদস্যসহ সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
#
 
তৌহিদুল/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/ ২০১৮/১৯২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫২০
 
বাংলাদেশ সকলের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চায়
                                            -- বাণিজ্যমন্ত্রী
 
হ্যানয় (ভিয়েতনাম), ১২ সেপ্টেম্বর :
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়ে প্রতিবেশীসহ সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, এলডিসি থেকে পাঁচটি দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, এর মধ্যে একমাত্র বাংলাদেশ একত্রে তিনটি শর্ত পূরণ করেছে। ২০২৪ সালে বাংলাদেশ পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বাংলাদেশের জিএসপি সুবিধা থাকবে না। তবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা পাবে। অন্যান্য দেশের সাথে এফটিএ স্বাক্ষর করে বিশ^বাণিজ্যে এগিয়ে যাবে। 
 
বাণিজ্যমন্ত্রী আজ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ন্যাশনাল কনভেশন সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মেম্বার অভ্ ম্যানেজিং বোর্ডের প্রেসিডেন্ট বরগে ব্রেনডি -এর সঞ্চালনায় জিওস্ট্রাটেজিক ডিসকাশনে বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যাচ্ছে। গত বছর বাংলাদেশ ৩৬ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, সেবা খাতসহ মোট রপ্তানি ৪১ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের বেশি, রেমিটেন্স ১৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। 
 
#
 
বকসী/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/ ২০১৮/১৯২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫১৯  
 
এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন 
করতে আইন-শৃংখলা বাহিনীর সাথে স¦াস্থ্যমন্ত্রীর বৈঠক
 
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অন্য বারের মতো এবারও এমবিবিএস ভর্তি পরীক্ষা কঠোর ও নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হবে। চিকিৎসা শিক্ষার মান এগিয়ে নিতে কোনো আপোস করা হবে না। প্রকৃত মেধাবীরাই মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে। এলক্ষ্যে এখন থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।
আজ সচিবালয়ে আসন্ন এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠকে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশ প্রদান করেন। আগামী ৫ অক্টোবর দেশের ১৯ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ১ সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ হলেও পরীক্ষার দিন পর্যন্ত কোচিং সেন্টারগুলোর সংলগ্ন এলাকায় নজরদারি বাড়াতে হবে যাতে সেগুলোকে কেন্দ্র করে কোনো অপতৎপরতার সুযোগ না থাকে। তিনি জানান, প্রশ্নপত্র তৈরি, ছাপানো, বিতরণসহ সকল পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডিজিটাল ট্র্যাকিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে যেন কোনোভাবেই এই প্রক্রিয়াগুলোর মধ্যে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ না হয়। তাই গত কয়েক বছরের মতো এবারও প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ থাকবে না। 
পরীক্ষার দিন সকাল সাড়ে নয়টার পর পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
 সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিএমডিসি’র পরিচালক অধ্যাপক ডা. সহিদুল্লা, ওভারসাইট কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, গাজী মিডিয়ার চিফ এডিটর ইশতিয়াক রেজাসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫১৮
 
বুদ্ধিবৃত্তিক চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম
                                          -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে স্বাধীন দেশ পেলাম, সেখানে অনেক ধরনের মানুষের সম্পৃক্ততা রয়েছে। মুক্তিযুদ্ধে রাজনীতিবিদ ও জনমানুষের পাশাপাশি কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তাঁরাই আমাদের চিন্তা-চেতনায় সমৃদ্ধ করেছেন। সে শিকড় থেকে রস আস্বাদন করে সচেতন হয়েই মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। বুদ্ধিবৃত্তিক চিন্তা-চেতনা থেকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।
 
মন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ও অনিন্দ্য প্রকাশের আয়োজনে ভাষা সংগ্রামী, রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিকের ৯০তম জম্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
 
জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফোকলোর গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। 
 
#
 
ফয়সল/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/ ২০১৮/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫১৭
 
প্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টাল উদ্বোধন করবেন আগামীকাল
 
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
আগামীকাল ১৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাাচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার সমাহারে সাজানো হোটেল ইন্টারকন্টিনেন্টাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। 
আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব মোঃ মহিবুল হক, বাংলাদেশ সার্ভিস লিমিটেডের (বিএসএল) ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বের হোসেন প্রমুখ। 
#
তুহিন/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫১৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা হবে
                                                   -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের একটি অভিন্ন নীতিমালা  প্রণয়ন করা হবে। এজন্য সবার মতামত নেয়া হয়েছে। এর ভিত্তিতে চূড়ান্ত নীতিমালা প্রণীত হবে। সকল বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে নিয়োগ ও পদোন্নতি হবে। 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মেলন কক্ষে কমিশন কর্তৃক প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালার বিষয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
শিক্ষামন্ত্রী বলেন, অভিন্ন শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন নীতিমালা চূড়ান্ত করা হবে। আলোচনার মাধ্যমে সকলের মতামত যাচাই ও তুলনা করা সম্ভব হয়েছে। উপাচার্যগণ অভিজ্ঞতার আলোকে মতামত দিয়েছেন। এর ভিত্তিতে এ বিষয়ে গঠিত কমিটি নীতিমালা চূড়ান্ত করবে। এ নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে এবং যোগ্যতম প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব^বিদ্যালয়ে যুগের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা দিতে হবে। এজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণা, জ্ঞানচর্চা বাড়াতে হবে। জ্ঞান অনুসন্ধান ও নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এ এস এম মাকসুদ কামাল এবং ইউজিসির সদস্য ড. মোঃ আখতার হোসেন বক্তব্য রাখেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন এবং এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পরে শিক্ষামন্ত্রী জাতীয় জাদুঘর মিলনায়তনে এবছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। মাসিক ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, আজকের প্রজন্মই ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তাই তাদেরকে শুধু শিক্ষা অর্জন করলেই হবে না। জ্ঞান-প্রযুক্তি ও দক্ষতা অর্জনের পাশাপাশি তাদেরকে ভাল মানুষ হতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধ দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হতে হবে।
মাসিক পরিক্রমার প্রধান সম্পাদক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, প্রাইম ইউনিভার্সিটির চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. হাবিবুর রহমান খান। 
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/ ২০১৮/১৮২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫১৫
 
গুচ্ছগ্রামে পুনর্বাসিত ভূমিহীনদের খাস জমি প্রদানের নির্দেশ ভূমিমন্ত্রীর
 
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, গুচ্ছগ্রামে পুনর্বাসিত ভূমিহীনদের চাষাবাদের জন্য মাত্র তিন বা চার শতাংশ জমি যথেষ্ট নয়। তাদের চাষাবাদের জন্য কৃষি খাস জমি বরাদ্দ প্রদানের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 
আজ বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-১৯ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আগস্ট ২০১৮ মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন মন্ত্রী।
 
ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিসে জনগণ সেবা নিতে আসে। ভূমি অফিসে কর্মরত সকলকে দায়িত্বশীল থেকে জনগণের সেবায় মনোনিবেশ করতে হবে। মন্ত্রী সকলকে  সততা ও দক্ষতার সাথে দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান। 
 
সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান, কেএফএম পারভীন আক্তার এবং তৌফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন।  
 
#
 
রেজুয়ান/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/ ২০১৮/১৮০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫১৪ 
 
    নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে
                                           --- মেহের আফরোজ চুমকি
 
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর ক্ষমতায়নের জন্য অনেক বড় প্রকল্প গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ঢাকার সেগুন বাগিচায় একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল এবং উত্তরাবাসীর সুবিধার্থে  উত্তরায়ও একটি মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল স্থাপন করা হয়েছে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর উত্তরায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত “৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও ম্যাটবলিক হাসপাতাল” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিক একটি নিরব ঘাতক। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নাই। তাই ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তিকে নিয়মতান্ত্রিকভাবে খাওয়া-দাওয়াসহ চলাফেরা করতে হয়। আমাদের দেশে মহিলা এবং শিশুরাও ডায়াবেটিক ঝুঁকিতে রয়েছে। 
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক  কাজী রওশন আক্তার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা এন এইচ এন  ডা. এম এ সামাদ সেমিনারে বক্তৃতা করেন।
মহিলা ও শিশুদের সুচিকিৎসার নিশ্চিত করতে সরকার পৃথক ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উত্তরা মডেল টাউনের ৮ নং সেক্টরে ৫০ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস ভবন নির্মাণ করা হয়েছে। এ হাসপাতাল থেকে প্রতিদিন ৮শ’ থেকে ১০ হাজার মহিলা ও শিশু রোগী চিকিৎসা সেবা নিতে পারবে। 
#
খায়ের/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫১৩ 
    নৌপথের নিরাপত্তা ও যাত্রীসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে                                                                                                      -নৌপরিবহন মন্ত্রী  
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ সফল হয়েছে। এখন ঘরে বসেই  অনলাইনে আবেদনের মাধ্যমে নৌযানের সার্ভেসনদ পাওয়া যাবে। নৌযান মালিকদের ভোগান্তি কমে আসবে। সরকার নাবিকদের জন্য অনলাইন আইডি প্রবর্তন করেছে। এর ফলে সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তাদের  সনদসমূহ ভেরিফিকেশন করতে পারছেন, ফলশ্রুতিতে বিভিন্ন পোতাশ্রয় ও বিমানবন্দরে বাংলাদেশ নাবিকদের হয়রানি বন্ধ হয়েছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় বিআইডব্লিউটিএ’র মিলনায়তনে নৌপরিবহন অধিদপ্তরের অনলাইন সেবা পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যে ‘সফটওয়ার ফর ইনল্যান্ড শিপ ম্যানেজমেন্ট সিস্টেম’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, নৌপথ সচল, নৌপথ রক্ষা ও নদীকে কাজে লাগানো এবং নৌপথের নিরাপত্তা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে। নৌযানসার্ভে ও পরিদর্শন কাজ তদারকির জন্য নৌপরিবহন অধিদপ্তরকে আধুনিকায়ন করা হয়েছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় নৌপরিবহন অধিদপ্তরের জন্য নতুন ১৫৬ টি পদ সৃষ্টি করা হয়েছে। নৌযান সার্ভের জন্য ২১ টি সার্ভেয়ারের পদ সৃষ্টি করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এন্ড সেইফটি সিস্টেম এন্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ (জিএমডিএসএস এন্ড আইএমএনএস) প্রকল্পের আওতায় কক্সবাজার, সেন্টমার্টিন ও কুতুবদিয়ায় অবস্থিত লাইট হাউজসমূহ আধুুনিকীকরণ এবং নিঝুমদ্বীপ, ঢালচর, দুবলারচর ও কুয়াকাটায় নতুন লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন করা হবে। সমুদ্রের যে কোনো স্থানে জাহাজ বিপদগ্রস্ত হলে  এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকায় সকল ধরণের জাহাজ, নৌকা, ট্রলার ইত্যাদি উদ্ধার কার্যক্রমে সহায়তা প্রদান করা যাবে।
অনলাইন সেবা কার্যক্রম চালু হলে একজন নৌযান মালিক তার নৌযান সার্ভের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফড়ং.মড়া.নফ-এ গিয়ে ‘অনলাইনে আবেদন’ অংশে ক্লিক করে নিবন্ধনভুক্ত হবেন। 
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স এসোসিয়েশনের সভাপতি নুরুল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মঞ্জুরুল কবীর অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#
জাহাঙ্গীর/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫১২ 
সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে
                               - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ ভাদ্র (১২ সেপ্টেম্বর) :
সময়ের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসনের কাজের ধরণ বদলে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্খাকে প্রাধান্য দিয়ে বর্তমান জনবান্ধব সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
প্রতিমন্ত্রী বলেন, রূপকল্প ২০২১, রূপকল্প ২০৪১ ও টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও কর্মতৎপরতার সঙ্গে জনগণকে সেবা দিতে কাজ করতে হবে। কর্মকর্তারা যাতে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ হয়ে উঠতে পারেন সেজন্য তাদের দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।   
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ সেমিনারে সভাপতিত্ব করেন। 
 
#
মাসুম/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫২৩ ঘণ্টা
Todays handout (10).docx Todays handout (10).docx