Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০১৬

তথ্যবিবরণী ২০ জুলাই ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৯৬
জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে
                                       -- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৫ই শ্রাবণ (২০শে জুলাই):
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন ও সক্রিয় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সরকারকে হেয় প্রতিপন্ন করতেই গুলশান ও শোলাকিয়ায় এ ধরণের কর্মকা- ঘটানো হয়েছে। এ সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
মন্ত্রী ঢাকায় আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এলজিআরডি মন্ত্রী বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করা যাবে না। তিনি বলেন, সন্তান যাতে বিপথগামী হতে না পারে সেজন্য সচেতনতা ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করা জরুরি। বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে একটি চক্র কাজ করছে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় উৎপাটনে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে প্রকৌশলীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মন্ত্রী দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি বলেন, যারা মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও মুক্ত চর্চার মানুষ হত্যা করে দেশের রীতি-নীতি, সভ্যতা-সংস্কৃতি নস্যাৎ করতে চায় তারা মানুষরূপী দানব। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সমগ্র দেশবাসী ঐক্যবদ্ধ।
অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান সভায় বক্তব্য রাখেন।
#

শহিদুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৯৫

তথ্যমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাড়্গাৎ
জঙ্গি-সন্ত্রাস দমনে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ভারত 

ঢাকা, ৫ই শ্রাবণ (২০শে জুলাই):

    জঙ্গি-সন্ত্রাস দমনে বাংলাদেশ-ভারত একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে একই কথা জানান সাংবাদিকদের। 

    মন্ত্রী বলেন, আশা করছি ভারত ও বাংলাদেশ আরো গভীর সহযোগিতার মধ্য দিয়ে এই উপমহাদেশে শানিত্ম প্রতিষ্ঠা করবে এবং সন্ত্রাসবাদ দমন করবে। আমরা মনে করি, সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা উপমহাদেশের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা। এ ছাড়াও উন্নয়ন, গণতন্ত্র এবং গণমাধ্যমের প্রসারে আমরা পরস্পর অভিজ্ঞতা বিনিময় করব। 

    হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের বর্তমান পরিসি'তি, আগামী দিনের উন্নয়নের রূপরেখা ও এর প্রতিবন্ধকতা, সন্ত্রাসী অপতৎপরতা মোকাবিলা এবং এ বিষয়গুলোতে দু’দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

    সন্ত্রাস দমনে বাংলাদেশ ভারতের কাছে কোনো ধরনের সহযোগিতা চেয়েছে বা চাইবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বিষয়ে তথ্যের আদান প্রদান ঘটবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের কোনো বিশেষ পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে ইনু বলেন, সন্ত্রাসবাদ সকলের সমস্যা। এ সমস্যা সকলে যৌথভাবে মোকাবিলা করব। ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী হসত্মানত্মর প্রক্রিয়া সহজ হয়েছে। এ জন্য সামপ্রতিককালে মন্ত্রিসভা বৈঠকে চুক্তি অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

    তথ্যমন্ত্রীর দপ্তর ও ভারতীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন। 

#

আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৯৪
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

মালয়েশিয়া, ২০শে জুলাই:
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক (ঘধলরন জধুধশ)-এর সাথে মালয়েশিয়ার রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।   
    প্রতিমন্ত্রী সফলভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার জন্য তাঁকে অনুরোধ করেন। তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ১১ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত বিনিয়োগ করলেও বাংলাদেশে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের টেক্সটাইল পণ্য, ঔষধ, সবজি ও সামুদ্রিক মাছ বেশি পরিমানে আমদানির জন্য তাঁকে অনুরোধ জানান। প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান।
    জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে সমর্থন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জি টু জি বা পিপিপিতে অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে   বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সময় বাংলাদেশের  শ্রমিকদের প্রশংসা করে বলেন, সেবা খাতে আরো শ্রমিক দ্রুত নেয়া হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, তার বাবার সাথে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা ছিল।
        মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম দু’দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। তিনি সুবিধামতো সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান।
    অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, বিপিডিবির চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়া ও মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
#
আসলাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৯৩

আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে হবে
                                    -- স্থানীয় সরকার সচিব
ঢাকা, ৫ই শ্রাবণ (২০ই জুলাই) :

মন্ত্রিসভার সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে দেশের মহানগরসমূহের আবাসিক এলাকার সরকারি প্লটে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ সরকার নির্ধারিত সময়ের মধ্যে স্ব উদ্যোগে সরিয়ে নিতে হবে। আবাসিক এলাকায় কোন প্রকার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। নির্ধারিত সময়ে সরিয়ে না নিলে রাজউক ও সিটি করপোরেশন কর্তৃক যৌথভাবে অপসারণের ব্যবস্থা নেয়া হবে এবং সকল ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেয়া হবে।

আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নগরীর আবাসিক এলাকায় রাস্তার পাশে ভবনসমূহে রেস্টুরেন্ট, পানশালাসহ নানাবিধ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কারণে উদ্ভূত সমস্যা নিরসন সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এসব কথা বলেন।

উল্লেখ্য, মহানগরীর আবাসিক এলাকায় ভবনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবহারের বিষয়ে গত
৪ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সুপারিশসমূহের সার-সংক্ষেপ অনুমোদন করা হয়।

বৈঠকে জানানো হয়, আবাসিক এলাকায় সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া কোন বাণিজ্যিক কার্যক্রম চলতে দেয়া হবে না। তবে সেবামূলক প্রতিষ্ঠানসমূহ প্রকৃতপক্ষে সেবাদান করছে কিনা তা স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা করেই নির্ধারণ করা হবে। আবাসিক এলাকায় রেস্টুরেন্ট ও বারসমূহের ট্রেড লাইসেন্স বাতিল করা ও নতুন কোন লাইসেন্স প্রদান না করা, বৈধ লাইসেন্স থাকলেও সেগুলোর লাইসেন্স পর্যায়ক্রমে নবায়ন না করাসহ বিভিন্ন বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, রাজউক, সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

শহিদুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৯২

বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে
                             -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মালয়েশিয়া, ২০শে জুলাই:

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস'াপনায় মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যুতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। উন্নত প্রযুক্তির সহায়তা নিয়ে বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয় ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের দৃষ্টানত্মগুলো আমরা অনুসরণ করতে পারি।  

    প্রতিমন্ত্রী আজ মালয়েশিয়ার রাজধানী পুত্রাজায়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং মালয়েশিয়ার ঈড়হংড়ৎঃরঁস ড়ভ ঞবহধমধ ঘধঃরড়হধষ ইবৎযধফ (ঞঘই) ও চড়বিৎঃবশ ঊহবৎমু ঝফহ ইবৎযধফ (চঊঝই) এর যৌথ উদ্যোগে মহেশখালীতে ১৩২০ (২ ী ৬৬০) মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স'াপনের জন্য একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট (ঔঠঅ) অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে কয়েকটি পস্নান্টে মোট ৯২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে মালয়েশিয়ার প্রতিষ্ঠান পাওয়ারটেক কাজ করছে। মহেশখালীতে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের আগামী দিনের বিদ্যুৎ চাহিদা পূরণে কার্যকরী অবদান রাখবে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাংলাদেশের জনগণের সাথে মালয়েশিয়ার জনগণের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো জোরদার হবে। 

    বিদ্যুৎ কেন্দ্র স'াপন বিষয়ে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ার সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক  স্বাড়্গরিত হয়েছিল।  প্রসত্মাবিত প্রকল্পের আনুমানিক ব্যয় ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। ঔঠঅ এর মাধ্যমে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি (ঔঠঈ) গঠন করা হবে, যারা প্রকল্পের কারিগরি উপদেষ্টা নিয়োগ, আনত্মর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে ঊচঈ ঠিকাদার নিয়োগ, ভুমি ও অবকাঠামো উন্নয়ন, প্রকল্পের জ্বালানি হিসেবে কয়লা ক্রয়, পরিবহণ ও সরবরাহ, আনত্মর্জাতিক ঋণদানকারী সংস'া ও ব্যাংক হতে প্রকল্পের ঋণ অংশের অর্থায়নের (উবনঃ ঋরহধহপরহম) ব্যবস'া প্রভৃতি কাজ যৌথভাবে করবে। 

    চুক্তিতে বাংলাদেশের পড়্গে বিপিডিবির চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়া, তেনেগা’র পড়্গে এর প্রেসিডেন্ট দাতুক সেরি ইর আজমান মোহাম্মদ (উধঃঁশ ঝবৎর ওৎ অুসধহ গড়যফ.)   এবং পাওয়ারটেকের পড়্গে এর পরিচালক দাতু মার্ক উইলিয়াম লিং লী মেং (উধঃড় গধৎশ ডরষষরধস খরহম খবব গবহম) স্বাড়্গর করেন। 
 
#
আসলাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৪০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৯১

হাসপাতালের যন্ত্রপাতি রড়্গণাবেড়্গণে প্রয়োজনে বেসরকারি সংস'া 
                                                           -- স্বাস'্যমন্ত্রী

ঢাকা, ৫ই শ্রাবণ (২০শে জুলাই):

স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাসপাতালের যন্ত্রপাতি রড়্গণাবেড়্গণে প্রয়োজনে বেসরকারি সংস'াকে সম্পৃক্ত করা যায় কিনা সরকার সে দিকটি বিবেচনা করছে। এলড়্গ্যে বিভিন্ন সংস'ার প্রসত্মাবনা পরীড়্গা নিরীড়্গা করে সরকারি বিধি অনুযায়ী সিদ্ধানত্ম নেয়া হবে। 

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে  স্বাস'্য মন্ত্রণালয়ের সভাকড়্গে ‘সরকারি হাসপাতাল ব্যবস'াপনা’ সংক্রানত্ম সভায় সভাপতিত্বকালে একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস'্য সচিব সৈয়দ মনজুরম্নল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকগণ উপসি'ত ছিলেন।

মন্ত্রী হাসপাতালের যন্ত্রপাতি রড়্গণাবেড়্গণে হাসপাতাল পরিচালকসহ সংশিস্নষ্টদেরকে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে রোগীর মৃত্যুও হতে পারে। তাই যন্ত্রপাতি রড়্গণাবেড়্গণে সকলকে আরো সচেতন হতে হবে। সংশিস্নষ্টদের মনে রাখতে হবে হাসপাতালের যন্ত্রপাতি শুধু একটি মেশিন নয়, রোগীর  জীবন-মৃত্যু এর ওপর নির্ভর করে। এজন্য ইতিবাচক মানসিকতার সাথে হাসপাতাল ব্যবস'াপনার কাজ করতে হবে। যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকা দায়িত্বে অবহেলার শামিল। মন্ত্রী বলেন, সরকার জনগণকে সম্পৃক্ত করে হাসপাতাল পরিচালনার কাজ করে যাচ্ছে। এজন্য স'ানীয় সংসদ সদস্যকে হাসপাতাল ব্যবস'াপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁদেরকে নিজ নিজ হাসপাতালের রড়্গণাবেড়্গণে আরো দায়িত্বশীল হতে হবে।

সভায় দেশের বিভিন্ন হাসপাতালে জনগণের জন্য কম খরচে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে ডায়ালাইসিস মেশিন স'াপনে আগ্রহী বেসরকারি সংস'া ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ এর পড়্গে প্রসত্মাবনার পাওয়ার পয়েন্ট উপস'াপনা করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তৌহিদ হোসেন। হাসপাতালের যন্ত্রপাতি রড়্গণাবেড়্গণে নীতিগত সিদ্ধানত্ম প্রণয়নের প্রসত্মাবনা উপস'াপন করে ‘সুচিনত্মা ফাউন্ডেশন’। 

এর আগে সভাকড়্গে অনুষ্ঠিত বিদ্যমান ১০ ও ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালসমূহের সেবার মান বৃদ্ধিকরণ সংক্রানত্ম সভায় সভাপতিত্বকালে মন্ত্রী বলেন, দেশের প্রত্যনত্ম অঞ্চলে বিদ্যমান ১০ অথবা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল যেন জনগণকে প্রয়োজনীয় সেবা দিতে সড়্গম হয় সে লড়্গ্যে সরকার কাজ শুরম্ন করেছে। প্রয়োজনে পরীড়্গামূলকভাবে কয়েকটি হাসপাতাল পরিচালনায় বেসরকারি সংস'ার সহায়তা নেয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।  
     
#

পরীড়্গিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৯০
শিড়্গার্থীদের প্রতি লড়্গ্য রাখার আহ্বান শিড়্গামন্ত্রীর 
ঢাকা, ৫ই শ্রাবণ (২০শে জুলাই):
    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রড়্গার স্বার্থে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিড়্গার্থীদের চলাফেরা ও আচার-আচরণের প্রতি লড়্গ্য রাখার জন্য শিড়্গক অভিভাবকসহ সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
    মন্ত্রী আজ ঢাকার মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে দু’টি নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
    কলেজ অধ্যড়্গ প্রফেসর আবু হায়দার আহমেদ নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এ কে এম রহমতুলস্নাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারম্নন অর রশীদ এবং শিড়্গা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা বক্তৃতা করেন।
    মন্ত্রী বলেন, গুলশান হোটেল ও শোলাকিয়ায় ঈদের জামাতে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় দেখা যায়, কোনো কোনো শিড়্গাপ্রতিষ্ঠানের শিড়্গার্থী হঠাৎ নিখোঁজ হয়ে পরবর্তীতে নাশকতামূলক কর্মকা-ে লিপ্ত হচ্ছে। এ ধরণের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এমন শিড়্গার্থীদের সনাক্ত করতে শিড়্গা মন্ত্রণালয়ের পড়্গ থেকে সারাদেশে শিড়্গাপ্রতিষ্ঠানসমূহের প্রতি সম্প্রতি নির্দেশনা জারি করা হয়েছে।
    তিনি ৫৫ হাজার শিড়্গার্থী নিয়ে দেশের সর্ববৃহৎ শিড়্গাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ২৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাসত্মবায়নের ঘোষণা দেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে একাডেমিক কাম এক্সামিনেশন হল ভবন, বিজ্ঞান ভবন, দু’টি হোস্টেল এবং কম্পিউটার ল্যাব নির্মাণ।
    অনুষ্ঠানের শুরম্নতে মন্ত্রী একাডেমিক কাম এক্সামিনেশন হল ভবন ও বিজ্ঞান ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রসত্মর স'াপন করেন। 
#

সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৮৯

যাত্রীদের নিরাপত্তায় লঞ্চে সিসিটিভি ক্যামেরা স'াপন করম্নন
                    -- নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ৫ই শ্রাবণ (২০শে জুলাই):
    
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান নির্ধারিত ডিজাইনের বাইরে লঞ্চ তৈরি না করতে এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি লড়্গ্য রেখে প্রতিটি লঞ্চে সিসিটিভি ক্যামেরা স'াপন ও মেটাল ডিটেক্টর রাখতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

মন্ত্রী আজ ঢাকায় সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ এম ভি পারাবত-১২ এর উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকারের আনত্মরিক প্রচেষ্টায় নৌ দুর্ঘটনা কমে এসেছে। দুর্ঘটনা কমিয়ে আনতে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নৌ দুর্ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে লঞ্চ মালিক-শ্রমিকসহ সংশিস্নষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, লঞ্চ যাত্রীদের সেবার মানোন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা সদরঘাটের পূর্ব ও পশ্চিম পাশে টার্মিনাল ভবন ও পন্টুন বৃদ্ধি করা হয়েছে। পোসত্মগোলার কাছে শ্মশানঘাট এলাকায় একটি আধুনিক লঞ্চ টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। 

শাজাহান খান বলেন, নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন নৌপথ খননের লড়্গ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় ১০০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের কাজ চলমান রয়েছে। নদী বন্দর উন্নয়ন ও নৌপথ খননে বিশ্ব ব্যাংক থেকে ৩ হাজার ২শ’ কোটি টাকার ঋণ সহায়তা পাওয়া যাবে। 

মন্ত্রী বলেন, নদী বন্দরের উন্নয়নের পাশাপাশি সমুদ্র বন্দরের উন্নয়নও চলমান রয়েছে। আগামী ১৩ আগস্ট পায়রা বন্দরে পণ্যবাহী জাহাজ এসে পৌঁছবে। সেদিন ‘মাদার ভেসেল’ থেকে  পণ্য লাইটারিং করা হবে। ২০১৮ সালের মধ্যে পায়রা বন্দরের প্রাথমিকভাবে জেটি নির্মাণ কাজ শেষ হবে।

রাবেয়া শিপিং কোম্পানির চেয়ারম্যান সহিদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইডবিস্নউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূইয়া, বিআইডবিস্নউটিএ’র সদস্য (পরিকল্পনা) ভোলা নাথ দে এবং অভ্যনত্মরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস'ার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম বক্তব্য রাখেন। 

উলেস্নখ্য, মেসার্স রাবেয়া শিপিং কোম্পানি কেরানিগঞ্জে অবসি'ত তাদের নিজস্ব ডকইয়ার্ড মাদারীপুর ডকইয়ার্ডে যাত্রিবাহী নৌযান এম ভি পারাবত-১২ নির্মাণ করেছে। চারতলাবিশিষ্ট এ লঞ্চে রয়েছে যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কেবিন, ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাস কেবিন, ফাস্টফুড ক্যাফে এবং মেডিসিন কর্নার। 
#
জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৮৮
পাটমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৫ই শ্রাবণ (২০শে জুলাই):
      বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সাথে আজ সচিবালয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
    হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ প্রায় শতভাগ বাস্তবায়ন হওয়ায় পাটকলসমূহ শীঘ্রই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে ।
    এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সচিব এম এ কাদের সরকার, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ূন খালেদ, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. বায়জিত সারোয়ার এবং বস্ত্র পরিদপ্তরের পরিচালক ইসমাইল হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

সৈকত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :২২৮৭
এলজিআরডি মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৫ই শ্রাবণ (২০শে জুলাই):
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) সাক্ষাৎ করেন।
এসময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, স্যানিটেশন ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং পল্লিউন্নয়নে গৃহীত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
হাইকমিশনার স্যানিটেশনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং যোগাযোগসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে শতকরা ৭০ ভাগ সুপেয় পানি আমরা ভূ-গর্ভস্থ উৎস থেকে সংগ্রহ করছি। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ৭০ ভাগ সুপেয় পানি ভূ-উপরিস্থ উৎস হতে সংগ্রহের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারকরণে ঐকমত্য পোষণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, হাইকমিশনের প্রথম সচিব রাজেশ ইউকি (জধলবংয টরশব), দ্বিতীয় সচিব মনুস্মৃতি (গধহঁংসৎরঃর), রঞ্জন মন্ডল (জধহলধহ গধহফধষ) এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#

শহিদুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৮৬

ব্রেক্সিট বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যে প্রভাব ফেলবে না
                                                                     -- বাণিজ্যমন্ত্রী

নাইরোবি (কেনিয়া), ২০শে জুলাই :      
    যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। বিগত দিনের মতো বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য স্বাভাবিকসহ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য যুক্তরাজ্যের প্রদত্ত বাণিজ্য সুবিধা অব্যাহত থাকবে। এতে যুক্তরাজ্য সরকারের নীতির কোনো পরিবর্তন হবার সম্ভাবনা নেই।
    গতকাল ১৯শে জুলাই কেনিয়ার নাইরোবিতে ১৪তম আঙ্কটাড সম্মেলনে যোগদানরত যুক্তরাজ্যের ডেলিগেশন প্রধান গধঃযবংি-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল কেনিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। এ সময় উভয় দেশের বাণিজ্য এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
    সাক্ষাতে মন্ত্রী  বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের তৈরিপোশাকের তৃতীয় বৃহত্তম বাজার। গতবছর বাংলাদেশ যুক্তরাজ্যে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের তৈরিপোশাক রপ্তানি করেছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি করেছে ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরিপোশাক। যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরিপোশাক রপ্তানি বেড়েই চলছে। ইইউ বাংলাদেশকে অস্ত্রছাড়া সকল পণ্য যুক্তরাজ্যে রপ্তানির সুযোগ দিয়েছে এবং ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিয়েছে। এলডিসিভুক্ত দেশগুলোর জন্য এ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
    তিনি আরো বলেন, বাংলাদেশে এখন প্রায় ২০টি কোম্পানির বিনিয়োগ রয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ১০০টি স্থানে বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে। যুক্তরাজ্য এখানে বিনিয়োগ করলে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
    পরে বাণিজ্যমন্ত্রী আঙ্কটাড সেক্রেটারি জেনারেল উৎ. গঁশযরংধ করঃুঁর-এর সঙ্গে বৈঠক করেন। এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির জন্য আঙ্কটাডের সহযোগিতা প্রয়োজন। এলডিসিভুক্ত দেশগুলোর জন্য জিএসপি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আঙ্কটাডের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দোহা রাউন্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে অচলাবস্থা কাটিয়ে উঠতে আংকটাডের সহযোগিতার প্রয়োজন। উৎ. করঃুঁর বাণিজ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
    এর আগে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের নির্বাহী পরিচালক অৎধহপযধ এড়হুধষবু বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন। তিনি বাংলাদেশের গ্রামের মানুষের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারীর অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরিপোশাক শিল্পের ৮০ভাগ কর্মী নারী। নারীর ক্ষমতায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। যে সকল ক্ষেত্রে নারীর সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সহযোগিতা প্রয়োজন তার তালিকা অল্প সময়ের মধ্যে পাঠানো হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

#

লতিফ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭০৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৮৫
বাইতুল মুকাররমে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক অনুষ্ঠান

ঢাকা, ৫ই শ্রাবণ (২০ই জুলাই):
ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগরীর পাঁচ সহ¯্রাধিক খতিব-ইমাম, আলেম-উলেমা ও পির-মাশায়েখ উপস্থিত থাকবেন।
#
নিজাম/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৫৫৭ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৮৪
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৫ই শ্রাবণ (২০ই  জুলাই):
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে ও বিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এবং প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদসংখ্যা বাড়ানোর বিষয়ে জোরালো সুপারিশ করে।
সভায় জানানো হ

Todays handout (12).doc Todays handout (12).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon