Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৬

তথ্যবিবরণী ১৯/০৩/২০১৬

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯১৮

 

কোস্টগার্ড কর্তৃক ৩টি বোট ও জাটকা আটক

 

ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :

 

          কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি অপারেশন দল আজ চাঁদপুর মোহনায় অভিযান চালিয়ে

৪শ’ কেজি ইলিশ, ১২০ কেজি জাটকা, ৩টি বোট এবং ৪ জন জেলে আটক করে।

 

          আটককৃত বোট ও ৪ জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে জেলেদের প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং বোট তিনটি মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

 

          আটককৃত ইলিশ ও জাটকা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

         

#

 

মারুফ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টাতথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯১৭
মাদ্রাসা শিক্ষকগণ নতুন স্কেলে বেতন পাবেন
                     ----শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম, ৫ চৈত্র (১৯ মার্চ) :  

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারি চাকুরিজীবীদের মতো এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকগণও গত বছরের জুলাই মাস থেকে নিয়মমাফিক নতুন পে স্কেলে বেতন পাবেন। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

মন্ত্রী আজ চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ’ শীর্ষক আলোচনাসভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের আলেম ওলামাদের শত বছরের দাবি বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমান সরকার দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে স্বতন্ত্র ইসলামি আরবি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এ বিশ^বিদ্যালয় হবে একটি উচ্চমানের গবেষণার কেন্দ্রবিন্দু। কোরআন হাদিস ফিকাহ শাস্ত্রের পাশাপাশি আওতাভুক্ত শিক্ষার্র্থীগণ বিজ্ঞান, কলা, আইসিটিসহ বাস্তবভিত্তিক কারিগরি জ্ঞান অর্জন করবে। ফলে শিক্ষার্থীগণ শুধু মসজিদের ইমামই হবে না, তারা সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাও হতে পারবে। এভাবে মাদ্রাসা শিক্ষার্থীগণ জ্ঞানবিজ্ঞানে আরো অগ্রসর হয়ে ইসলামের সোনালী অতীত ফিরিয়ে আনতে সক্ষম হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ইসলামি শিক্ষার প্রসারে সবচেয়ে বেশি কাজ করেছে। এ সরকারই দেশের ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে। ১ হাজার ১৩০টি মাদ্রাসায় নতুন ভবন তৈরি করে দিয়েছে। স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মাদ্রাসা সুপারদের বেতন ও পদমর্যাদা সমান করেছে। মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ইবতেদায়িস্তরে বৃত্তি চালু করেছে। কয়েকটি মাদ্রাসাকে আধুনিক সুযোগসুবিধা সংবলিত মডেল মাদ্রাসায় উন্নীত করেছে।

ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়াম্যান একেএম ছায়েফ উল্লাহ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজি বক্তৃতা করেন।

    আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ফাযিল ও কামিল মাদ্রাসার ১২০০ অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সুপার অংশ নেন।

#
সাইফুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                            নম্বর : ৯১৬

বঙ্গবন্ধুর আজীবন লালিত স¦প্ন সার্থক করতে হবে
            ---ডেপুটি স্পিকার

ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :

    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ইতিহাস, একটি দেশ, একটি পতাকা। পৃথিবীর তিনটি সেরা ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি। এ ভাষণের প্রতিটি কথা, প্রতিটি বাক্য দেশ, জাতীয়তা ও স্বাধীনতার কথা বলেছিল। সাড়ে সাত কোটি বাঙালির আশা আকাক্সক্ষার কথা বলেছিল। বাঙালিকে একত্রিত করতে ও পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করতে সব ধরনের দিকনির্দেশনা ছিল এই ভাষণের মধ্যে।

    আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় ডেপুটি স্পিকার একথা বলেন।

    ডেপুটি স্পিকার বলেন, একজন মুক্তিযোদ্ধা যেখানে অবস্থান করে হাজারো রাজাকার সেখানে তুচ্ছ। স্বাধীনতার বিপক্ষের শক্তি যাতে আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে একত্রিত হয়ে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    তিনি বঙ্গবন্ধুর আজীবন লালিত সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সে স্বপ্নকে সার্থক করে তুলতে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করারও আহ্বান জানান।

    বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারপার্সন এ কে এম রহমতউল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এডভোকেট এম এ বারী, সাবেক সিনিয়র সচিব রণজিৎ বিশ্বাস, পরিষদের মহাসচিব নান্টু রায় এবং প্রবীণ সাংবাদিক তোয়াব খান বক্তব্য রাখেন।  

#
স্বপন/আফরাজ/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৬/২০১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৯১৫  

অসহিষ্ণুতা প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ১৯ মার্চ :

    জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বর্ণবাদ, বর্ণবৈষম্য, জেনোফোবিয়া এবং সমাজে বিদ্যমান এ সংক্রান্ত যেকোন প্রকার অসহিষ্ণুতা প্রতিরোধে বাংলাদেশ সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেছেন।

    রাষ্ট্রদূত গত ১৮ মার্চ বর্ণবৈষম্য বিলোপ সংক্রান্ত আন্তর্জাতিক দিবস (ওহঃবৎহধঃরড়হধষ উধু ভড়ৎ ঃযব ঊষরসরহধঃরড়হ ড়ভ জধপরধষ উরংপৎরসরহধঃরড়হ) উপলক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মগেনস লিকেতফ-এর ডাকা ঈড়সসবসড়ৎধঃরাব চষবহধৎু সভায় বক্তৃতাকালে একথা বলেন।

    জনাব মোমেন বলেন, সমাজে প্রচলিত যেকোন ধরনের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের এই অনমনীয় অবস্থানের বিষয়টি দেশের সংবিধানেই বিধৃত আছে। রাষ্ট্রের প্রশাসনিক ও বিচারিক কর্মসম্পাদনে এই মূলমন্ত্রের প্রতিচ্ছবি স্পষ্টই প্রতিফলিত হয়। তিনি আরো বলেন বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আন্তর্জাতিক সহযোগিতা ও সম্প্রীতি সম্প্রসারণের নীতিতে বিশ্বাসী।

    রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বাংলাদেশে বসবাসকারী সকল নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সংস্কৃতির বিকাশ ও নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে সচেষ্ট আছে।
    
    তিনি বর্ণবাদ নিরসনে ডারবান ঘোষণায় প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়নে অর্জিত অগ্রগতি এবং এর বহুবিধ চ্যালেঞ্জের বিষয়েও আলোকপাত করেন। বর্তমান বিশ্বে অভিবাসী এবং উদ্বাস্তুরা বিভিন্ন সামাজিক বৈষম্য ও অত্যাচারের শিকার হচ্ছে বলে উল্লেখ করে এ বিষয়ে বিশ্বনেতাদের আরো সহানুভূতিশীল হওয়া আবশ্যক বলে তিনি মন্তব্য করেন। সমাজের নানাস্তরে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ডারবান ঘোষণার সুপারিশসমূহ বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত।

#

আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯১৪

পল্লি জীবিকায়ন প্রকল্প দারিদ্র্যবিমোচনে কাজ করছে
                           -- এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজীপুর, ৫ চৈত্র (১৯ মার্চ) :

পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের অধীন বাংলাদেশ পল্লিউন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর পল্লি জীবিকায়ন প্রকল্প (পজীপ) ২য় পর্যায় সরকারের ৩৩১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০১২  হতে জুন ২০১৭ মেয়াদে ৩ লাখ ৬০ হাজার বিত্তহীন মানুষের কর্মসংস্থান ও দারিদ্র্যবিমোচনে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ৪২টি জেলার ১৯০টি উপজেলায় চলমান প্রকল্পটি বর্তমান সরকারের দরিদ্র শূন্যকরণ কর্মসূচির অন্যতম সহায়ক কার্যক্রম।

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা আজ গাজীপুর জেলার শ্রীপুরে প্রকল্পটির মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাকর্মচারীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়ন কর্মকা-ের সুফল ভাগ্যবিড়ম্বিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। দেশের সিংহভাগ গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান, প্রশিক্ষণ, দারিদ্র্য নিরসন ও জীবনধারাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে গণমুখী পজীপ প্রকল্পটি সহায়ক শক্তি। এ শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাকর্মচারীদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, প্রকল্পটির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র্যপীড়িত নারীদের কর্মসংস্থান, আয় ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে। এতে করে পশ্চাৎপদ নারী সমাজ সাবলম্বী হচ্ছে।

প্রকল্প পরিচালক মো. আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার এবং বিআরডিবি’র মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম আলোচনায় অংশ নেন।

#

আহসান/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯১৩

প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতিগঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম
                                                   -- ভূমিমন্ত্রী

ঈশ^রদী (পাবনা), ৫ চৈত্র (১৯ মার্চ) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, শিক্ষকতা সবচাইতে মর্যাদাপূর্ণ পেশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গঠনের অঙ্গীকার করেছেন। তিনি বলেন, এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

মন্ত্রী আজ পাবনার ঈশ^রদী পৌর এলাকায় ইমান আলী কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ^রদী শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    মন্ত্রী বলেন, সরকার সারাদেশে অসংখ্য বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, আজকের শিশু, কিশোর ও যুবদের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।

    বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ^রদী শাখা সভাপতি আয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈশ^রদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পদক আবুল কাশেম এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ^রদী শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক বক্তব্য রাখেন।

#

রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৯১২

পররাষ্ট্রমন্ত্রীকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

ঢাকা, ৫ চৈত্র (১৯ মার্চ) :

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড গতকাল (১৮ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে টেলিফোন করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্য একযোগে কাজ করে যাচ্ছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

    তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আরো জানান শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে একটি ‘উন্নয়ন পরিকল্পনা’ বাস্তবায়নের জন্য জবফ খরহব এবং জবংঃৎধঃধ নামক বেসামরিক বিমান নিরাপত্তা বিষয়ক দু’টি কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। সহসাই কোনো একটি কোম্পানির সাথে এ চুক্তি চূড়ান্ত হবে বলে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশের গৃহীত উন্নয়ন পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি এ মর্মে আশ^াস দেন যে, যুক্তরাজ্য সহসাই ঢাকা থেকে সরাসরি লন্ডনগামী কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করবে। বাংলাদেশ সরকারের গৃহীত ‘উন্নয়ন পরিকল্পনা’ ও দু’দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষিতে ঢাকা ও লন্ডনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের অসুবিধা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

    দুই পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে চলমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

#

খালেদা/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯১১  
প্রতিবেশী দেশের সাথে কানেকটিভিটি বাড়াতে হবে
                        -- তৌফিক-ই-ইলাহী চৌধুরী
 
পার্বতীপুর, ৫ চৈত্র (১৯ মার্চ) :
    প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, প্রতিবেশী দেশের সাথে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা গেলে উভয় দেশ লাভবান হবে। আগামী ২৩ মার্চ বাংলাদেশ থেকে ভারত ব্যান্ডউইড্থ্ আমদানি করবে। আগে বিদ্যুৎ আনা হয়েছে। আজ ডিজেল আনা হচ্ছে। এভাবে আরো কানেকটিভিটি বাড়াতে হবে। এসময় তিনি রেলপথ সম্প্রসারণের পদক্ষেপ নেয়ার জন্য ভারতের হাইকমিশনারকে অনুরোধ জানান।
    আজ দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড হতে ডিজেল গ্রহণ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন।
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা ও বিপিসির চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেল ওয়াগনের মাধ্যমে প্রায় ২ হাজার ২শ’ মেট্রিকটন ডিজেল গ্রহণ করা হয়।
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো গেলে অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর হবে। ভূটান ও নেপালকে বন্দর ব্যবহার করতে দিলে আমরা উপকৃত হবো। উত্তরবঙ্গে সেচ মৌসুমসহ অন্যান্য সময় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২/৩ বছরের মধ্যে পাইপ লাইন নির্মাণ কাজ স¤পন্ন হবে।
    তিনি বলেন, বাংলাদেশে ডিজেলের চাহিদা বার্ষিক প্রায় ৫৫ লাখ মেট্রিকটন। উত্তরবঙ্গের ১৬ জেলায় ডিজেল লাগে বার্ষিক প্রায় ১১ লাখ মেট্রিকটন। নুমালীগড় রিফাইনারি লিমিটেড হতে পাইপলাইনের মাধ্যমে ১০ লাখ মেট্রিকটন ডিজেল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বাংলাদেশ অংশে ১২৫ কিলোমিটার ও ভারতের অংশে ৫ কিলোমিটার মোট ১৩০ কিলোমিটার পাইপ স্থাপন করতে হবে। এ প্রেক্ষিতে পাইপলাইন নির্মাণের জন্য সার্ভে, জয়েন্ট রুট ভেরিফিকেশন, সয়েল টেস্ট, প্রাথমিক রুট এলাইনমেন্ট স¤পন্ন হয়েছে।
    বিপিসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশে ভারতের হাইকমিশনার বক্তব্য রাখেন।
#

আসলাম/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮০৬ ঘণ্টা

 

Todays handout (9).doc