Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০১৫

তথ্যবিবরণী 29/04/2015

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩৫


বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে
নির্ধারিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বাতিল

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :   
    বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৩ মে রাষ্ট্রপ্রতি মোঃ আবদুল হামিদের সাথে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনিবার্যকারণে বাতিল করা হয়েছে।
    বঙ্গভবনে ৩ মে রোববার বিকেল সাড়ে তিনটায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে বলে নির্ধারিত ছিল।
#

সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩৪

প্রেসব্রিফিংয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ভূমিকম্পে উদ্ধারকাজে নেপাল যাচ্ছে ফায়ার সার্ভিস টিম

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :

    নেপালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে আটকেপড়া লোকজনদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে  বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত টৎনধহ ঝবধৎপয ্ জবংপঁব (টঝঅজ) ঞবধস আর্মড ফোর্সেস ডিভিশনের  একটি বিমানযোগে আগামীকাল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধার বাহিনীর নেপালে উদ্ধারকার্যে গমন উপলক্ষে ঢাকার বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আজ একটি প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রেসব্রিফিংয়ে জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্ধার বাহিনী দেশের বাইরে কোনো উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে। নেপালে সংঘটিত ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে বিশ্বের আরো অনেক দেশ এগিয়ে এসেছে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুপ্রতিম দেশ নেপালে ভূমিকম্পে ভবন ধসে আটকেপড়া উদ্ধার কার্যক্রমে ও ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক বিশ্বের যেকোনো দেশ বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে বলে ঘোষণা দিয়েছেন।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। নতুন নতুন ফায়ার স্টেশন নির্মাণ, আধুনিক উদ্ধার যন্ত্রপাতি সংগ্রহ, কর্মীদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সক্ষমতাবৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করে তিনি আশা করেন নেপালেও আমাদের উদ্ধার বাহিনী সফলভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে এবং দেশের জন্য সুনাম ও সম্মান বয়ে আনবে।

    প্রেসব্রিফিংয়ে জানানো হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ এর নেতৃত্বে উক্ত আরবান সার্চ ও রেসকিউ টিম প্রয়োজনীয় উদ্ধার যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদিসহ নেপাল গমনের জন্য পূর্ণপ্রস্তুতি গ্রহণ করেছেন। উল্লেখ্য, ওহঃবৎহধঃরড়হধষ ঝবধৎপয ্ জবংপঁব অফারংড়ৎু এৎড়ঁঢ় (ওঘঝঅজঅএ) এর গাইডলাইন অনুযায়ী গঠিত এ টঝঅজ টিমের সদস্যগণ ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায়/ ভবন ধস দুর্ঘটনায় দ্রুত ও কার্যকরভাবে হতাহতদের  অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে পারদর্শী।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর  মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

#

শরীফ/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/রেজাউল/২০১৫/২১৩৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩৩

রাংগামাটি টেক্সটাইল মিলস পুনরায় চালু

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :

    বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন রাংগামাটি টেক্সটাইল মিলস পুনরায় চালু করলো সরকার। গত ১০ ফেব্রুয়ারি সার্ভিস চার্জ পার্টির সাথে চুক্তির আলোকে মিলটি বিটিএমসি’র নিজস্ব অর্থায়নে আজ পুনরায় চালু করা হয় এবং শিগগিরই মিলটি উৎপাদন কার্যক্রমে যাবে। মিলটির দৈনিক উৎপাদন ক্ষমতা একহাজার ৮৮০ কেজি। মিলটি পুরোদমে চালু হলে পার্বত্য এলাকার চার থেকে পাঁচশ’ লোকের কর্মসংস্থানসহ আর্থসামাজিক উন্নয়ন ও স্থানীয়ভাবে অর্থনৈতিক কর্মকা-ে অবদান রাখতে সক্ষম হবে।

    সরকারি ব্যবস্থাপনায় ১৯৭৭ সালে রাংগামাটি পার্বত্য এলাকায় ২৬ দশমিক ২৪ একর জমির ওপর মিলটি স্থাপিত  হয় এবং ১৯৮৩ সালে উৎপাদন কার্যক্রম শুরু করে। ১৮ জুন ২০০৮ পর্যন্ত মিলটির উৎপাদন কার্যক্রম চালু ছিল। পরবর্তীতে বেসরকারিকরণের উদ্দেশ্যে মিলটি প্রাইভেটাইজেশন কমিশনে হস্তান্তর করা হয় এবং পুনরায় চালুকরণের উদ্দেশ্যে ২ এপ্রিল ২০১৩ প্রাইভেটাইজেশন কমিশনের নিকট থেকে মিলটি ফেরত নেয়া হয়। ১১ নভেম্বর ২০১৪ অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভার সিদ্ধান্তমোতাবেক রাংগামাটি টেক্সটাইল মিলস পুনরায় চালু করা হয়।

    উল্লেখ্য, বর্তমান সরকারের বন্ধ কলকারখানা চালুকরণ নীতির আওতায় ২১ জুন ২০১৪ সাতক্ষীরায় অবস্থিত সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালু করা হয়েছে এবং ১৮ ডিসেম্বর ২০১৪ নীলফামারীতে অবস্থিত দারওয়ানী টেক্সটাইল মিল পুনরায় চালু করা হয়েছে।

#

রেজাউল/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/রেজাউল/২০১৫/২০৪৫ ঘণ্টা
        

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩২

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :

জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য মীর শওকত আলী বাদশা, সামসুল আলম দুদুু এবং এ কে এম মাঈদুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং বিস্তারিত আলোচনা হয়।  

বৈঠকে আরএস রেকর্ড ও খতিয়ান কম্পিউটারাইজেশন কার্যক্রমের অগ্রগতিসম্পর্কে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয় এবং ভূমিসংক্রান্ত মিথ্যামামলা প্রতিরোধকল্পে দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রণালয়কে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে দেশের জনগণের দুর্ভোগলাঘবের জন্য দেশের সকল শূন্য সহকারী কমিশনার (ভূমি) পদ দ্রুত পূরণ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের ভূমিসংক্রান্ত আইনের প্রয়োগ ও কার্যকারিতা  নিয়ে আলোচনা হয় এবং যে সকল আইনের কার্যকারিতা নেই সেগুলো চিহ্নিত এবং বাতিল করে আইনের সংখ্যা কমিয়ে আনতে মন্ত্রণালয়কে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।

     ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান
মোঃ মাহ্ফুজুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।    

#

হুদা/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৪৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩১

শিক্ষামন্ত্রীর পরিদর্শন
ভূমিকম্পে ইডেন কলেজ আবাসিক হলের দেয়ালে দেখা দেয়া ফাটল
মোটেই ক্ষতিকর নয় বলে জানিয়েছেন প্রকৌশলীগণ

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সাম্প্রতিক ভূমিকম্পের কারণে ইডেন মহিলা কলেজের এক হাজার আসনবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ফাটল পরিদর্শন করেন।

    এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা ও ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা উপস্থিত ছিলেন।

    শিক্ষামন্ত্রী হলের ১১তম ও ১০তম তলার একাধিক কক্ষ ও করিডোরের  দেয়াল-ফ্লোর খুঁটিয়ে দেখেন। তিনি উপস্থিত প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীর মতামত নেন। প্রকৌশলীগণের প্রাথমিক মতামত হলো- ভবনের বিম বা মূলকাঠামোতে কোনো ফাটল দেখা দেয়নি বা ক্ষতি হয়নি। দেয়ালে দেখা দেয়া ফাটল ভবনের জন্য মোটেই ক্ষতিকর নয়। শিক্ষামন্ত্রী প্রধান প্রকৌশলীকে ফাটলের গভীরতা, প্রকৌশলগত গুরুত্ব ও পরবর্তী প্রভাবসহ আনুষঙ্গিক দিকসমূহ আরো খতিয়ে দেখে একটি প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। তিনি সারাদেশের শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি হয়ে থাকলে তারও একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। উপস্থিত ছাত্রীরা জরুরিভিত্তিতে হলে উঠার দাবি জানালেও তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে প্রকৌশলীদের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন।

    আগামীকালের মধ্যেই এ প্রতিবেদন প্রদান করবেন বলে প্রধান প্রকৌশলী জানিয়েছেন।

#

সুবোধ/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২৩০

আলোচনাসভায় বাণিজ্যমন্ত্রী
বিসিআইএম কার্যকর হলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য অনেক বেড়ে যাবে

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ^বাণিজ্যে সার্কভুক্ত দেশসমূহের অবদান কম। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া ও মিয়ানমারে (বিসিআইএম) যোগাযোগ স্থাপিত হলে এ বাণিজ্যের পরিমাণ অনেক বেড়ে যাবে।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত “ইঈওগ ঊপড়হড়সরপ ঈড়ৎৎরফড়ৎ: ঐধৎসড়হরঁং ঝড়ঁঃয অংরধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকালে বিসিআইএম’র বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বিসিআইএম এ অঞ্চলের বাণিজ্যসুবিধা সৃষ্টি করে দেবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং বাণিজ্য বেড়েই চলছে। গতবছর বাংলাদেশের রপ্তানি ছিল ৩২ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার, চলতিবছর রপ্তানিনির্ধারণ করা হয়েছে ৩৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। বিসিআইএম কার্যকর হলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য আরো অনেক বেড়ে যাবে।

    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। যারাই একসময় তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছেন, তারাই আজ বাংলাদেশকে মিরাকেল বলছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দেশের হাল ধরেছিলেন। আজ তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৫০ বছরপূর্তিতে ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যমআয়ের দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ এখন পাকিস্তান থেকে সকলক্ষেত্রে এগিয়ে রয়েছে, সামাজিক অনেকক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ।

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, বিসিআইএম কার্যকর হলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে এবং বাংলাদেশ ব্যবসায়িকভাবে উপকৃত হবে। বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিসিআইএম কার্যকর হলে এ অঞ্চল অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, নতুন বিনিয়োগের সূচনা হবে। আঞ্চলিকায়ন জোরদার করতে হবে, এ জন্য রাজনৈতিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়ান (গধ গরহময়রধহ), বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জিব চক্রবর্তী, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট এবং বিসিআইএম বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ-চায়না চেম্বারের প্রেসিডেন্ট গোলাম দস্তগীর গাজী এবং বাংলাদেশ-মায়ানমার চেম্বারের প্রেসিডেন্ট কে বি আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মেজবাহ কামাল।

#

বকসী/সাইফুল্লাহ/আলম/রফিকুল/রেজাউল/২০১৫/১৯১৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২২৯

প্রেসব্রিফিংয়ে নৌমন্ত্রী
বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল পাঁচবছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত বাণিজ্যচুক্তির অনুসরণে নৌ-প্রটোকল পাঁচবছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে এবং এটি ১লা এপ্রিল ২০১৫ হতে কার্যকর হয়েছে।  এছাড়া  উভয় দেশের সচিব ‘খসড়া কোস্টাল শিপিং এগ্রিমেন্ট’ অনুস্বাক্ষর করেছেন যা নিজ নিজ সরকারের অনুমোদন সাপেক্ষে চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে।
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ২০-২২ এপ্রিল নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, পানগাঁওসহ বাংলাদেশের আরো দু’টি আইসিটি (সামিট এবং এ কে খান আইসিটি) পোর্ট অভ্ কল হিসেবে ব্যবহার উপযোগী রয়েছে। নৌ-প্রটোকলের শর্ত অনুযায়ী সমসংখ্যক তালিকা পোর্ট অভ্ কলভুক্ত হতে হবে। বাংলাদেশ ভারতের ‘ফারাক্কা’ ও ‘ব্যান্ডেল’ পোর্ট অভ্ কলভুক্ত করার প্রস্তাব করলে ভারত এ বিষয়ে তাদের মতামত পরে জানাবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে পাঁচটি করে পোর্ট অভ্ কল রয়েছে। সেগুলো হলো: বাংলাদেশের নারায়ণগঞ্জ, আশুগঞ্জ, সিরাজগঞ্জ, মংলা ও খুলনা এবং ভারতের কলকাতা, হালদিয়া, করিমগঞ্জ, শিলঘাট ও পান্ডু।

শাজাহান খান বলেন, সচিব পর্যায়ের বৈঠকে সমগ্র প্রটোকল রুট উন্নতকরণ, প্রটোকলরুটে প্যাসেঞ্জার ভেসেল এবং ক্রুজ ভেসেল অন্তর্ভুক্তকরণ,    পোর্ট অভ্ কল এর সংখ্যাবৃদ্ধিকরণ, জয়েন্ট টেকনিক্যাল কমিটি’র প্রস্তাব বাস্তবায়ন, লাইটহাউজ এবং মেরিন বিষয়ে প্রশিক্ষণ, আশুগঞ্জে কার্গো ট্রান্সশিপমেন্ট এবং  নৌ-প্রটোকল সংশোধন বিষয়েও আলোচনা হয়।

#

জাহাঙ্গীর/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২২৮
স¦াস্থ্যমন্ত্রীর সাথে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :
দেশের নতুন দু’টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ৬টি মেডিক্যাল কলেজ নির্মাণ, ভৌত অবকাঠামোগত এবং যন্ত্রপাতি স্থাপনে চীনা বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিনোম্যাক (ওহঃবৎহধঃরড়হধষ ঊহমরহববৎরহম উবঢ়ধৎঃসবহঃ, ঝরহড়সধপয) আগ্রহ প্রকাশ করেছে।
আজ সচিবালয়ে কোম্পানির মহাব্যবস্থাপক শি উয়েঝো (ঝযর ডবধুযড়) এর নেতৃত্বে চারসদস্যের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
চীনা কোম্পানি এক্ষেত্রে সহজশর্তে ঋণ প্রদানের প্রস্তাব তুলে ধরে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
এসময় মন্ত্রী চীনকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশের যোগাযোগখাতসহ বিভিন্ন খাতে চীন যে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে তা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক প্রভাব রাখছে। এদেশের স্বাস্থ্যখাতে চীনের সহায়তা কীভাবে আরো বাড়ানো যায়, তা সক্রিয়ভাবে বিবেচনার জন্য মন্ত্রী চীনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্যখাতে যেভাবে এগিয়ে চলছে তার প্রশংসা বিশ্ব নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে করছেন এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি এদেশের স্বাস্থ্যসেবাকে আরো গণমুখী করতে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধানের সাথে সংগতি রেখে চীনের এই প্রস্তাবনা বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
    এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/সাইফুল্লাহ/মিজান/আলম//রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২২৭
ট্রাইব্যুনাল কার্যালয় উদ্বোধনকালে আইনমন্ত্রী
শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার অত্যন্ত সচেতন

 

 

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় সম্ভাব্য সব কিছু করবে সরকার। তিনি বলেন, বিচারের নামে শ্রমিকদের সাথে প্রহসন মেনে নেয়া হবে না।
    আইনমন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় অত্যন্ত সচেতন। এপ্রসঙ্গে তিনি রানাপ্লাজা দুর্ঘটনা পরবর্তী সরকারি সহায়তা কার্যক্রমের কথা উল্লেখ করেন। শিশুর সংজ্ঞা নিরূপনে দেশের বিভিন্ন আইনে বিভিন্ন বয়স উল্লেখের অসংগতি দূর করে অচিরেই একটি সর্বজনগ্রাহ্য বয়স নির্ধারণ করা হবে বলেও মন্ত্রী অনুষ্ঠানে উল্লেখ করেন।
    রাজধানীতে বিদ্যমান ৩টি শ্রম আদালতের অতিরিক্ত হিসেবে বরিশাল, রংপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রম আদালত সম্প্রসারণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
    শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
#
শাহীন/সাইফুল্লাহ/মিজান/আলম//রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২২৫

 


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :
 
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১২তম বৈঠক  আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি রেবেকা মমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা, মনোয়ারা বেগম এবং ফজিলাতুন নেসা অংশগ্রহণ করেন।
বৈঠকে নারীদের আর্থসামাজিক উন্নয়নে মন্ত্রণালয় গৃহীত কার্যক্রমের আলোকে গত ৫ বছরের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া ডিএনএ আইন প্রণয়নের পর এর বাস্তবায়ন অগ্রগতি ও করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকার প্রনীত জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১৩, ডিএনএ আইন-২০১৪ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন চালু করা হয়েছে যা ২৪ ঘন্টা কার্যকর থাকে।
  কমিটি নারী উদ্যোক্তাদের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠনগুলোর তৈরিপোশাকের জনপ্রিয়তা বৃদ্ধিতে ডিজাইন ও মানের উন্নয়ন এবং উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ বান্ধব কাঁচামাল ব্যবহারের পরামর্শ প্রদান করে। এছাড়া নারীর ক্ষমতায়নে তাদের জন্য উচ্চতর শিক্ষা এবং অধিক পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির যথাযথ ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে।
    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।   
#


শিবলী/মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪৪০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২২৬


নতুন মেয়রদের নৌপরিবহণ মন্ত্রীর অভিনন্দন

 

ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :    

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ঢাকা দক্ষিন ও উত্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যাথাক্রমে সাঈদ খোকন, আনিসুল হক এবং আ জ ম নাছির উদ্দিন বিপুল ভোটে জয়লাভ করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোট দিতে পারায় এ বিপুল বিজয় অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় মুক্তিযুদ্ধের চেতনার, এ বিজয় বাংলার সকল স্তরের শ্রেণি পেশার মানুষের।
#

জাহাঙ্গীর/মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২২৪

 

আইডিইবি এবং কলম্বো প্লান স্টাফ কলেজ, ম্যানিলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য
উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার


ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :   

    আগামী ৩০ এপ্রিল ২০১৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তন কেন্দ্রে আইডিইবি এবং কলম্বো প্লান স্টাফ কলেজ, ম্যানিলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঞবপযহরপধষ ঠড়পধঃরড়হধষ ঊফঁপধঃরড়হ ্ঞৎধরহরহম ভড়ৎ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফ এম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করা হবে।
#

মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার


ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :
 
    আগামী ১ মে ২০১৫ তারিখ শুক্রবার বিকেল ৪.৩০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মহান মে দিবস এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফ এম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করা হবে।

#


করিম/মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪০০ ঘণ্টা   

   
 
তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১২২৩

 


সিপিএ এর উদ্দেশ্যকে গতিশীল ও দৃশ্যমান করতে সকলকে একযোগে কাজ করতে হবে
                                                                                    - স্পিকার


কোটা কিনাবালু, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :    

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিপিএ এর কর্মকা-কে আরো গতিশীল ও দৃশ্যমান করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
গতকাল মালয়েশিয়ার কোটা কিনাবালুতে ঈড়সসড়হবিধষঃয চধৎষরধসবহঃধৎু অংংড়পরধঃরড়হ (ঈচঅ) এর গরফ-ণবধৎ ঊীবপঁঃরাব ঈড়সসরঃঃবব এর সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।  
তিনি বলেন, সিপিএ হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমন্বয়ে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে সিপিএভুক্ত দেশগুলোর সাধারণ বিষয়াবলীকে সামনে রেখে প্রত্যেকটি দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী দিনে সিপিএভুক্ত দেশগুলো কিভাবে এটাকে আরো গতিশীল করবে তার কর্মপরিকল্পনা সামনে রেখে সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘ণড়ঁহম ঈড়সসড়হবিধষঃয’ থিমকে সামনে রেখে সিপিএ কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্ম উন্নয়নের সোপান-তরুণ সংসদ সদস্যদেরকে আগামী দিনে সকল বিষয়ে কাজ করার সুযোগ দিতে হবে। আগামী দিনে সিপিএভুক্ত দেশগুলোতে তরুণ সংসদ সদস্যদের নেতৃত্বকে আরো গতিশীল করতে হবে।
তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা, দারিদ্র্যমোচন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, জ্বালানি সংকট, শান্তি ও নিরাপত্তা, নারীর রাজনৈতিক নেতৃত্ব বৃদ্ধির মাধ্যমে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে উন্নয়নের সকল প্রক্রিয়ায় সম্পৃক্ত করে আগামী দিনের সকল উন্নয়নকে টেকসই রূপদান করতে হবে।   
স্পিকার বলেন, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যমে নারীকে দক্ষ, অধিকার সচেতন এবং তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে সিপিএ কাজ করে যাচ্ছে। নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর রাজনৈতিক নেতৃত্বকে আরও গতিশীল করতে হবে। তৃণমূল পর্যায় হতে সকল স্তরে নারীর রাজনৈতিক নেতৃত্বকে নিশ্চিত করে নারী-পুরুষের সমতা আনতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় উন্নয়নকে টেকসই রূপদানে সংসদ সদস্যদের রয়েছে বিশাল ভূমিকা। সংসদ সদস্যরা নিজেদেরকে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত রেখে কাজ করে গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অনেক সহজ হয়ে যাবে। সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
#
মঞ্জুর/মোহাম্মদ আলী/অনসূয়া/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৩৪৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১২২২

সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ৮১তম জন্মবার্ষিকী আগামীকাল

 


ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) :    
    
    আগামীকাল ৩০ এপ্রিল সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ৮১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর জন্মস্থান যশোরের কেশবপুরে র‌্যালি, আলোচনাসভা, কুইজ, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম এ এস এইচ কে সাদেকের সহধর্মিণী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ সময় উপস্থিত  থাকবেন। এছাড়া কেশবপুরে মসজিদ, মন্দির, গির্জা, ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।  
    এ এস এইচ কে সাদেক ১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ১৯৫৭ সালে ইংল্যান্ডে কেমব্রিজ ইউনিভার্সিটির অধীনে কুইন্স কলেজে অর্থনীতি ও শাসনতন্ত্র বিষয়ে এবং ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়াম কলেজে অর্থনীতিতে লেখাপড়া করেন।  চাকরি জীবনে তিনি রাষ্ট্রপতির মুখ্যসচিব, প্রতিরক্ষা, গণপূর্ত এবং জ্বালানী ও খনিজ সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
    তিনি ১৯৯২ সালে সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং উপদেষ্টাম-লীর সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ও

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon