Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০১৮

তথ্যবিবরণী ২৫ জুলাই ২০১৮

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৭২
সরকার তথ্যের অবাধ প্রবাহ ও তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কাজ করছে
                                                                --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
রংপুর, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কাজ করছে। তিনি আজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্রান্ডিং করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সাংবাদিক সমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী সরকারের উন্নয়ন, অগ্রগতি ও অর্জনসমূহ তাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতিকে অবহিত করার পরামর্শ দেন। তিনি সাংবাদিক সমাজকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। 
#
 
আহসান/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২২৩৫ঘণ্টা 

Handout                                                                                                                Number : 2071

Outgoing German Ambassador calls on Shahriar Alam

Dhaka, 25 July : 

Outgoing German Ambassador Thomas Prinz made his farewell call on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam MP at his office in the Ministry today.

The State Minister thanked the outgoing Ambassador for his constructive role in developing the bilateral relations between Bangladesh and Germany from where they launched broad-based partnership ranging from trade and investment to the implementation of sustainable development goals (SDGs). The Ambassador Prinz praised the bold leadership of Prime Minister Sheikh Hasina and her Government for giving shelter to the Rohingya people who escaped atrocities in Myanmar. He also lauded the generous attitude of Bangladeshi people towards the Rohingya people. In reply, State Minister briefed the present situation in Rohingya camps and initiatives taken by Government to cope up the natural calamities during this rainy season. He also thanked the German Government for its continuous support in crisis management and in political process top insure sustainable return of the Rohingya people top their ancestral home in Rakhine state.

State Minister expressed satisfaction at the implementation of the commitment of Prime Minister Sheikh Hasina regarding engagement of Veridos gmbh in the e-passport project. He also congratulated at the signing of an MOU between Home Ministry and Veridos gmbh on last 19 July 2018. He also invited more and more German manufacturers to come Bangladesh and go to production. He mentioned that Banglaesh if not the best place, it is a better place to invest. German ambassador informed that Siemens is going to make a huge investment in Payra port for production of LNG based electricity. State Minister hoped that German company would not only produce goods but also enhances knowledge base and transfer technology to Bangladesh.

The State Minister wished him success and good health, and requested him to act as goodwill ambassador of Bangladesh wherever he goes.

#

Tohidul/Mahmud/Parvez/Joynul/2018/2040hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৭০
 
জনগণের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসকগণ ভূমিকা রাখতে পারে
                                                --- এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ চলমান জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মন্ত্রী জানান, স্থানীয় সরকার ব্যবস্থার পাঁচটি স্তরে ৬০ হাজারেরও অধিক নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে জেলা প্রশাসকগণ সরাসরি জড়িত। মাঠ প্রশাসনে কাজ করার কারণে জেলা প্রশাসকগণ জনগণের কাছাকাছি থেকে তাদের জীবনমান উন্নয়নে জোড়ালো ভূমিকা রাখতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসকগণ ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণ, গ্রাম পুলিশের আধুনিকায়ন, দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় আধুনিক শিশুপার্ক স্থাপন, কুমিল্লা ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য শোধণাগার নির্মাণ, সমবায় আইন সংশোধনসহ কয়েকটি প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করেন।
মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়ের ধারাবাহিক সফলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকগণও এ সফলতার সমান অংশীদার। তাদের মনিটরিং, সমন্বয় ও দক্ষ প্রশাসনিক ভূমিকার কারণে এ অর্জন সম্ভব হয়েছে।
পরে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় সরকারের সাথে জেলা প্রশাসনের কোন সমন্বয়হীনতা নেই। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও স্থানীয় সরকার একযোগে কাজ করছে।
#
 
জাকির/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৬৯
 
সৎ রাজাকার আর পরহেজগার জঙ্গি বলে কিছু নেই 
            -- জেলা প্রশাসকদের উদ্দেশে তথ্যমন্ত্রী
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):
সৎ রাজাকার আর পরহেজগার জঙ্গি বলে কিছু নেই, এরা আসলে মানুষরূপী দানব, এদের ধ্বংস করতে হবে, এ বছরের জেলা প্রশাসক সম্মেলনে গতকাল মঙ্গলবার মতবিনিময়ে এ কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের সাথে তথ্যমন্ত্রীর এ সভায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্যসচিব আবদুল মালেক এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতির পিতা ও গণতন্ত্রের আদর্শ কোনো দলীয় পথ নয়, সার্বজনীন নাগরিকের পথ।
হাসানুল হক ইনু এ সময় একই সাথে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নে কোনো গাফিলতি করা চলবে না উল্লেখ করে জেলা প্রশাসকদের বলেন, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, এটি সুষ্ঠুভাবে করা আমাদের দায়িত্ব। কিন্তু এ অজুহাতে বাজেট বাস্তবায়নে কোনো গাফিলতির সুযোগ নেই। উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযথ বাস্তবায়ন করতে হবে।
গণতন্ত্র, গণমাধ্যম ও সাইবার জগতের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো জঙ্গি-অপরাধী যেন ছোবল হানতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে, বলেন ইনু।
#
আকরাম/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৬৮
 
জেলা প্রশাসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রী
মাঠ পর্যায়ে সেবা দানের পরিবেশ সৃষ্টিতে আরো সচেষ্ট হতে হবে
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জেলা প্রশাসকদের প্রতি জনগণের কাক্সিক্ষত স্বাস্থ্যমান অর্জনে মাঠ পর্যায়ে সেবা দানের পরিবেশ সৃষ্টিতে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গ্রামের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে জেলা ও বিভাগের বড় বড় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা প্রদান করা হয় বলে সরকারি হাসপাতালে রোগীর চাপ বেশি থাকে। তাই গ্রামের সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসা সুবিধা পেতে পারেন এজন্য সরকারের কর্মসূচিগুলোর সুষ্ঠু বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। 
 
তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁরই নির্দেশনায় বর্তমান সরকারের সময় দেশের স্বাস্থ্য ও পুষ্টি সূচকে অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। বিশ^ নেতৃবৃন্দের কাছে আজ বাংলাদেশের অর্জন রোল মডেল হিসেবে পরিগণিত। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের চলমান প্রকল্পের সফল বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করে মোহাম্মদ নাসিম বলেন, মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি জেলা প্রশাসকগণ। বর্তমান মেয়াদের অবশিষ্ট কর্মসূচিগুলো যেন যথাসময়ে সম্পন্ন হয় সেদিকে তাঁদেরকে লক্ষ্য রাখতে হবে।
 
অধিবেশনে স্বাস্থ্য খাতে সরকারের গৃহীত গত নয় বছরের কর্মসূচি ও সাফল্যের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে চিকিৎসক সংকট দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে গত নয় বছরে প্রায় ১৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আরো ৫ হাজার ডাক্তার নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ১৫ হাজার ৪৪৭ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরো ৫ হাজার নার্স নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। মাতৃমৃত্যু হার কমাতে ১৮০০ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হয়েছে। ফলে দেশে এখন আর ডাক্তার বা নার্স সংকট নাই বললেই চলে। 
এসময় উপজেলা পর্যায়ে ডাক্তার, অ্যাম্বুলেন্স স্বল্পতা দূর করা এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন জেলা প্রশাসকরা। মন্ত্রী দ্রুততার সাথে প্রশাসকদের সুপারিশগুলো বাস্তবায়নের আশ^াস প্রদান করেন।
অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৮/২০২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৬৭
 
জেলা প্রশাসক সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন অনুষ্ঠিত 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
জেলা প্রশাসক সম্মেলন ২০১৮-এ মন্ত্রিপরিষদ বিভাগে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। অধিবেশনে মাঠ প্রশাসন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হয়।
অধিবেশনে জানানো হয়, আইসিটি শাখাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত করার কাজ চলমান রয়েছে। আরো জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসারদের গাড়ির তেলের সিলিং বৃদ্ধি করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এছাড়া, কুষ্টিয়া জেলায় নতুন একটি সার্কিট হাউজ নির্মাণে দ্রুত উদ্যোগ গ্রহণে নির্দেশনা প্রদান করা হয়। 
জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, অর্থ সচিব রউফ তালুকদার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন/সংযুক্ত দপ্তরসমূহের প্রধানগণ এতে অংশগ্রহণ করেন। 
#
 
মাসুম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০২৫ঘণ্টা
   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৬৬
 
সোনালী আঁশের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে
                                        --- মির্জা আজম
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাট হতে পলিথিনের বিকল্প ‘সোনালী ব্যাগ’ উৎপাদনের লক্ষ্যে গৃহীত প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়াও পাট পাতা হতে পানীয় উৎপাদন, পাট হতে কম্পোজিট টেক্সটাইল ও জুটগার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করার কাজ শুরু হয়েছে। পাট হতে বস্ত্র শিল্পের মহামূল্যবান ভিসকস্ উৎপাদনের প্লান্ট স্থাপনের লক্ষ্যে বিজেএমসি কর্তৃক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার। এজন্য ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ শতভাগ বাস্তবায়নের জন্য সর্তক মনিটরিং করার জন্য আহ্বান করা হয়েছে । 
প্রতিমন্ত্রী আজ মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ এর দ্বিতীয় কার্য অধিবেশনে  আলোচনা সভায় একথা বলেন। 
সভায় প্রত্যেক অর্থবছরের শেষে সরকারের সকল ধরণের মজুদগুলোর বিশেষ করে পাটকল গুদামের বাস্তবিক যাচাই-বাছাই প্রতিবেদন (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রেরণের জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানানো হয়। যে সব জেলাসমূহে পাটকল রয়েছে সেসব মিলের উৎপাদন ব্যবস্থা, শ্রমিকদের ন্যায্য পাওনাদি পরিশোধের বাস্তব অবস্থা ও অসাধু ব্যবসায়ীরা যাতে পাটের মূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের সজাগ থাকার আহ্বান করা হয়।
এছাড়াও পার্শ্ববর্তী দেশসমূহে যেন পাট চোরাচালান না হয় এ বিষয়ে সীমান্তবর্তী জেলা প্রশাসকদের নিবিড় তত্ত¦াবধানের জন্য আহ্বান জানানো হয়। 
#
 
সৈকত/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা
তথ্যববিরণী            নম্বর: ২০৬৫
 
সাবকে মন্ত্রী কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে র্পাবত্য চট্টগ্রাম বষিয়ক প্রতমিন্ত্রীর শোক
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই): 
র্পাবত্য চট্টগ্রাম বষিয়ক মন্ত্রণালয়রে সাবকে মন্ত্রী কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেনে র্পাবত্য চট্টগ্রাম বষিয়ক প্রতমিন্ত্রী বীর বাহাদুর উশসৈংি।
আজ এক শোকর্বাতায় প্রতমিন্ত্রী বলনে, ১৯৯৭ সালরে ২ ডসিম্বের ঐতহিাসকি র্পাবত্য শান্তি চুক্তি স্বাক্ষর, র্পাবত্য চট্টগ্রামরে শান্ত,ি সম্প্রীতি ও উন্নয়নে কল্পরঞ্জন চাকমার অসামান্য অবদান রয়ছে।ে তাঁর মৃত্যুতে র্পাবত্য চট্টগ্রামবাসী একজন নবিদেতিপ্রাণ, নর্ভিীক ও অভজ্ঞি রাজনতৈকি ব্যক্তত্বিকে হারালো। কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
বীর বাহাদুর উশসৈংি কল্পরঞ্জন চাকমার পরবিাররে শোকসন্তপ্ত সদস্যদরে প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করনে।
ভারপ্রাপ্ত সচবিরে শোক
 
কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নূরুল আমিন।
আজ এক শোকবার্তায় ভারপ্রাপ্ত সচিব বলেন, কল্পরঞ্জন চাকমা এ মন্ত্রণালয়ে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত মন্ত্রী হিসেবে সুনাম ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি ও উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামবাসী একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো। 
মোঃ নূরুল আমিন প্রয়াত সাংসদ ও মন্ত্রী কল্পরঞ্জন চাকমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#
জুলফকিার/মাহমুদ/সঞ্জীব/রজোউল/২০১৮/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২০৬৪
 
সেবার  ক্ষেত্রে কোন দলাদলি রাজনীতি নয়
                                --- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) : 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সেবার ক্ষেত্রে কোন দলাদলি রাজনীতি নয়। সেবার মানই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সেক্টরে নতুন নতুন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ করা হচ্ছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। কিন্তু তারপরেও রোগীর চাপ অব্যাহত আছে। এ কারণে সরকার সারা দেশে নতুন হাসপাতাল নির্মাণ করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকেও পাঁচ হাজার শয্যাবিশিষ্ট করে নতুন আঙ্গিকে গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেবার মান আরো বাড়াতে হবে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, শুধু আধুনিক অবকাঠামো হলেই হবে না, সেবার মান বাড়াতে হবে। 
 
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ৪টি ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, সার্জিক্যাল এইচডিইউ এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উন্নত যন্ত্রপাতি চালুকরণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। 
 
মোহাম্মদ নাসিম বলেন, হাসপাতালের সব ধরনের জরুরি অপারেশন বিনামূল্যে সম্পন্ন করাসহ অন্য সব অপারেশন নামমাত্র মূল্যে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষা ১ শিফটের পরিবর্তে ২ শিফটে এবং জরুরি পরীক্ষাসমূহ সার্বক্ষণিক সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে রোগীদের দুর্ভোগ কমেছে। 
 
এ সময় জানানো হয়, ঢামেক হাসপাতালের জরুরি শল্য চিকিৎসা দ্রুততার সাথে নিশ্চিতকল্পে এই নতুন চারটি জরুরি অপারেশন থিয়েটার কার্যক্রমের মাধ্যমে যথাক্রমে অর্থোপেডিক্স, জেনারেল সার্জারি, থোরাসিক সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু, ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, শিশু সার্জারি বিভাগের রোগীদের ২৪ ঘণ্টাই সেবা প্রদান করা সম্ভব হবে।  এছাড়া হাসপাতালের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখতে আনসার সদস্যের সংখ্যা ২৪০-এ উন্নীত করা হয়েছে। তিনি বলেন, হাসপাতালের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে তৎপর থাকতে হবে। 
 
এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার এ কে এম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
পরে স্বাস্থ্যমন্ত্রী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা সংক্রান্ত খোঁজ খবর নেন এবং রোগীদের সাথে কথা বলে সার্বিক সেবার মান সম্পর্কে অবহিত হোন। 
 
পরে মন্ত্রী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৬৩
 
কৃষিতে আশাতীত উৎপাদন 
         -- কৃষিমন্ত্রী
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):
সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ ও নতুন নতুন কৃষি প্রযুক্তি এবং গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে সম্প্রসারণসহ বিভিন্ন কৃষি উপকরণ তথা সার, বীজ ও সেচ খাতে সরকারি সহায়তা ও প্রণোদনা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ফলে কৃষি উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে সদ্য সমাপ্ত ২০১৭-১৮ অর্থ বছরে চাল, গম, ভুট্টা, পিঁয়াজ, শাক-সবজি এবং পাটের আশাতীত উৎপাদন হয়েছে। উৎপাদনের এরূপ ধারাবাহিকতায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে সফল বাংলাদেশ আজ বিশ্বে ধান উৎপাদনে ৪র্থ, আলু উৎপাদনে ৭ম এবং সবজি  উৎপাদনে ৩য় স্থান অর্জনকারী দেশ। 
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় কার্য অধিবেশনে এসব কথা বলেন।
জেল প্রশাসকের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, অকৃষি কাজে কৃষি জমির ব্যবহার রোধে সচেতন থাকবেন। যে সকল জমিতে সেচ কম প্রয়োজন হয় সে সকল জমি এবং তিন ফসলী জমি কৃষি কাজের জন্য সংরক্ষণ করতে হবে। অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা, ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি, ভেজাল সার ও নি¤œমানের বীজের ব্যবহার রোধ, জেলা ও উপজেলা পর্যায়ে সার ও বীজ মনিটরিং কমিটির কার্যক্রম যথাযথভাবে পালনের মাধ্যমে ভেজাল সার ও নি¤œমানের বীজ ব্যবহার করে কৃষকরা যাতে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হবে। উপযুক্ত কৃষি প্রযুক্তি ব্যবহার, প্রকল্প এবং কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা, উপকরণ সহায়তা, কার্ড হালনাগাদকরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করতে হবে। ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ সুবিধা প্রদানের জন্য বিএডিসির বা বিএমডিএ গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান করতে হবে। সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ও ব্যবস্থাপনা কার্যক্রম যাতে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে মনিটরিং অব্যাহত রাখতে হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার সরকারি সম্পত্তি মামলার অজুহাতে কেউ যাতে দখল বা আত্মসাতের সুযোগ না পায় সে বিষয়ে দপ্তর ও সংস্থাসমূহকে সহায়তা প্রদান করতে হবে। গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহার, সেচের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ ইত্যাদি কাজ যাতে কৃষকরা করতে পারে সে লক্ষ্যে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সহায়তা প্রদান করতে হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণে কৃষকের সহজে ঋণ প্রাপ্তিতে সহায়তায় জেলা প্রশাসকদের বিশেষ দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানায় কৃষিমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও বিভাগীয় কমিশনারগণ এসময় উপস্থিত ছিলেন।
#
 
গিয়াস/মাহমুদ/পারভেজ/রেজাউল/২০১৮/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৬২
 
নির্মাণাধীন বিসিক শিল্পনগরীগুলোর নির্মাণ কাজ
 দ্রুত সমাপ্ত করতে জেলা প্রশাসকদের প্রতি শিল্পমন্ত্রীর নির্দেশ 
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
নির্মাণাধীন বিসিক শিল্পনগরীগুলোর বাস্তবায়ন কাজ দ্রুত সমাপ্ত করতে জেলা প্রশাসকদের আরো তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এলাকাভিত্তিক শিল্প সম্ভাবনা বিবেচনা করে বিসিক বর্তমানে বিভিন্ন জেলায় ৩৪টি শিল্পনগরি স্থাপন করছে। এর মধ্যে জমি অধিগ্রহণে ধীরগতিসহ নানাবিধ কারণে কয়েকটি শিল্পনগরীর বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পরামর্শ দেন। 
জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ উপলক্ষে আয়োজিত চতুর্থ অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আজ এ নির্দেশনা দেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ। এতে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা/কর্পোরেশনের প্রধান, মহিলা ও শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। 
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলে উৎপাদন বাড়াতে মাড়াই মৌসুমে চাষিরা যাতে চিনিকলে পর্যাপ্ত পরিমাণে আখ সরবরাহ করে, সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে চিনিকল জোনে পাওয়ার ক্রাসারের মাধ্যমে অবৈধভাবে গুঁড় তৈরি বন্ধ করতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের জন্য জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। বিসিক শিল্পনগরীর খালি প্লটে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্থানীয় পর্যায়ে বেসরকারি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান। 
#
 
জলিল/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/১৯৫৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৬১
 
দেশের বিভিন্ন রুটে চলবে বুলেট ট্রেন
                     --- রেলপথ মন্ত্রী
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
দেশের বিভিন্ন রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন। শুধু ঢাকা-চট্রগ্রাম নয়, আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দরেও চলবে বুলেট ট্রেন। রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ তে রেলপথ মন্ত্রণালয় বিষয়ক আলোচনায় এ কথা বলেন। 
 বগুড়া জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেললাইন নির্মাণ দ্রুত শুরু করার অনুরোধ জানান। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ভৈরবে বাইপাস রেললাইন নির্মাণের দাবি জানান। এছাড়াও একই লাইনে সিগনালিং ব্যবস্থার উন্নয়ন, প্লাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান। ঢাকা জেলা প্রশাসক কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি পরিমাণে কমিউটার ট্রেন চালানোর দাবি উত্থাপন করেন। 
যেকোন প্রকল্পে ভূমি অধিগ্রহণসহ বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে রেলপথমন্ত্রী উল্লেখ করেন। ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 
এ সময় রেলপথ সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
#
 
শরিফুল/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৬০
 
পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের প্রতি পরিবেশ মন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
দেশের পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 
মন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী ২০১৫ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক ‘চ্যাম্পিয়ন অভ্ দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা আমরা পেয়েছি।
জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, পাহাড় ও টিলা কাটার কারণে প্রাকৃতিক ভারসাম্য যেমন বিনষ্ট হচ্ছে তেমনি পাহাড় ধ্বংসজনিত দুর্ঘটনায় প্রতি বছর প্রচুর মানুষের প্রাণহানি হচ্ছে এবং সম্পদের ক্ষতিসাধিত হচ্ছে। পাহাড় ও টিলা কেটে টপ লেভেলিং করে পাহাড়ের ঢাল ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে ঘরবাড়ি নির্মাণ বন্ধ করতে হবে। সর্বোপরি পাহাড় কাটা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ৭ হাজার ইটভাটার মধ্যে প্রায় ৩ হাজার ইটভাটা অর্থাৎ ৪০ শতাংশ ইটভাটা এখনও অবৈধ রয়েছে। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’ এর আলোকে পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি সৃষ্টিকারী ইটভাটাগুলো বন্ধ করা এবং লাইসেন্স ছাড়া নতুন কোন ইটভাটা যেন গড়ে না ওঠে সেটি নিশ্চিত করার  জন্য তিনি জেলা প্রশাসকদের অনুরোধ করেন।
পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ওপর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণে আরো সচেষ্ট থাকার অনুরোধ করেন মন্ত্রী। একই সাথে সারা দেশে ১১ হাজার ৭৭১টি লাইসেন্সবিহীন অর্থাৎ অবৈধ করাতকল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য তিনি জেলা প্রশাসকদের অনুরোধ করেন। দেশের বিভিন্ন এলাকার নদ-নদী থেকে অবৈ
Todays handout (12).docx