Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 23/02/2015

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫৪৫

যে কর্মসূচিতে জনস¦ার্থ নেই সেটি রাজনৈতিক কর্মসূচি নয়
                                          -- ডেপুটি স্পিকার

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে ও গাড়ি পুড়িয়ে দিয়েছে  তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হবে । যুদ্ধাপরাধীদের বিচার ও জামাতের নিবন্ধন রক্ষার জন্য হরতাল অবরোধ আহ্বান করা হয়েছে। এই হরতাল অবরোধে জনগণের কোনো আশা-আকাক্সক্ষা ও উন্নয়নের দাবি নেই । যে কর্মসূচিতে জনসমর্থন নেই, কোন জনস্বার্থ জড়িত নেই, সেটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এই জনবিরোধী কর্মসূচি দ্রুত প্রত্যাহার করে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি ২০ দলের নেতাদের প্রতি আহ্বান জানান।

    ডেপুটি স্পিকার আজ গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনো উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও জিগাবাড়ি বাঙালি খালের উপর সেতু র্নিমাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

    
           #

স¦পন/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/২১৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫৪৪

সংশ্লিষ্টদের সাথে বৈঠকে স¦াস্থ্যমন্ত্রী
রাঙ্গামাটি মেডিকেল কলেজ পরিচালনা পরিষদ গঠন করা হবে

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি মেডিকেল কলেজ স্থাপন ও কার্যক্রম বিষয়ক এক সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, প্রাক্তন মন্ত্রী দীপংকর তালুকদার, সংসদ সদস্য উষাতন তালুকদার, ফিরোজা বেগম, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্যবৃন্দসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ স্থাপন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মার্চের প্রথম সপ্তাহ থেকে যাতে রাঙ্গামাটি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা যায় সেলক্ষ্যে উপস্থিত পার্বত্য অঞ্চলের নেতৃবৃন্দ পরবর্তী বৈঠকে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করবেন বলে তিনি আশ্বাস দেন।


#

পরীক্ষিৎ/সাইফুল্লাহ/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৫৪২

অতীশ দীপঙ্কর পদক প্রদান অনুষ্ঠানে স্পিকার
বঙ্গবন্ধু আজীবন স¦প্ন দেখেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থেকে সৃষ্টি হয় সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও একতা। তাই একটি অসামপ্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
আজ ঢাকার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অতীশ দীপঙ্কর, অগ্রসার ও বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান - ২০১৫ এ তিনি একথা বলেন।  
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন স্বপ্ন দেখেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের । তাই বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সার্বজনীন মানবতা ও মনুষ্যত্বের সেবায় যাঁরা নিজেদের উৎসর্গ করেছেন  তাঁদের বাণী দেশে-বিদেশে ছড়িয়ে দিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের গুণীজনদের এই আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তাঁদের আদর্শকে ছড়িয়ে দেয়ার জন্য এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। শান্তির বাণীর মাধ্যমে আগামী প্রজন্ম পারস্পরিক মৈত্রী বন্ধনে আবদ্ধ হবে এবং সমগ্র বিশ্বে আলোকিত মানুষ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। তিনি শান্তির এই বাণী সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
স্পিকার বলেন, ধর্ম, দর্শন, বিজ্ঞানে মহামনীষীরা যে অবদান রেখে গেছেন তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ অতীশ দীপঙ্করসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিদের স্মরণে শান্তি পদক প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এতে বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের ব্যক্তিদের পুরস্কৃত করা হচ্ছে, ফলে এ দেশ থেকে শান্তির বাণী দেশবিদেশে ছড়িয়ে পড়ছে। মহামনীষীদের আদর্শকে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এই আয়োজন একটি অনন্য দৃষ্টান্ত।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
    অতীশ দীপংকর শান্তি স্বর্ণপদক - ২০১৫ লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, থাইল্যান্ডের ভেন ফ্রাকরু সামু খামান সালানগাগ (ঠঊঘ চঐজঅকজট ঝঅগট কঐঅগঅঘ ঝঅখঅঘএঅএ), তিব্বতের ঝুকাংতু দেংকেঝু (তঐটকঅঘএ ঞট উঊঘএকঊতঐট), রিপাবলিক অভ্ কোরিয়ার মান হি লি  (গঅঘ ঐঊঊ খঊঊ)।
অগ্রসার শান্তি স্বর্ণ পদক-২০১৫ লাভ করেন ড. হাসান মাহমুদ এমপি, গ্রিসের ভাসুলা রাইডেন (ঠঅঝঝটখঅ জণউঊঘ) এবং লায়ন এম কে বাসার। বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক-২০১৫ লাভ করেন মোঃ ফজলুল হক, ড. কাজী আলী হাসান ও মনোরঞ্জন ঘোষাল।


#

মঞ্জুর/সাইফুল্লাহ/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫৪০


প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়োগ পরীক্ষা ৬ মার্চ

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় সিস্টেম এনালিস্টের একটি, পরিসংখ্যানবিদ দুইটি, মেইনটেন্যান্স প্রকৌশলী একটি, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) ছয়টি, ইন্সট্রাক্টর (ইউআরসি) একটি, সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি) তিনটি ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার একটি পদসহ মোট ১৫টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগামী ৬ মার্চ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
    মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
    উল্লেখ্য, গত ৯ জানুয়ারি এ নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল। এ পরীক্ষা গ্রহণের জন্য নতুন কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।


#

রবীন্দ্রনাথ/সাইফুল্লাহ/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫৩৯

 

প্রবাসীকল্যাণ মন্ত্রীর কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ

 

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ এক সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সফরে মন্ত্রী ছয় সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
    প্রতিনিধিদল কাতারে শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসন ব্যয় কমানো, ভিসা ট্রেডিং বন্ধসহ অভিবাসী কর্মীদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ বিষয় নিয়ে সে দেশের শ্রম ও সমাজসেবা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী  এবং কাতার চেম্বারের নেতৃবৃন্দসহ অভিবাসন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন অবকাঠামো বিনির্মাণ ও সংস্কারের জন্য কাতারে ব্যাপক কর্মীর প্রয়োজন হবে। সে চাহিদা পূরণসহ অন্যান্য খাতে বাংলাদেশি কর্মী নেয়ার বিষয়টি দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে। উল্লেখ্য, বর্তমানে কাতারে প্রায় ৩ লক্ষ বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছে।
    প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার, বিএমইটির মহাপরিচালক বেগম শামছুন নাহার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম আলী আজম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক নাজমুল ইসলাম।
    মন্ত্রী আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।


#

শহিদুল/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৫৩৮

 

মেননের সাথে কানাডীয় হাইকমিশনারের সাক্ষাৎ
 বিমান পরিবহণখাতের উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশ


                                                                 
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
    কানাডা বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণখাতের উন্নয়নে অংশীদার হতে এবং ঢাকা - টরেন্টো সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছে।
    আজ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এর সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে বাংলাদেশে কানাডার হাইকমিশনার ইঊঘঙওঞ চওঊজজঊ খঅজঅগঊঊ সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত দেশের চলমান রাজনীতি সম্পর্কে বলেন, এটা বাংলাদেশিদের সমস্যা, তারাই এ সমস্যার সমাধান করবে।
    এছাড়াও আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেন।
    রাশেদ খান মেনন বাংলাদেশ ও কানাডা বন্ধুপ্রতিম দু’টি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কানাডা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দেশ। তিনি দেশের বিমান ও পর্যটনখাতসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশের বিমান পরিবহণখাতকে যুগোপযোগী করে গড়ে তুলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে। ভুটান ও নেপালের মধ্যে বিমান যোগাযোগ সহজতর করতে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে। বাংলাদেশকে এশিয়ার বিমান পরিবহণের অন্যতম পোতাশ্রয় (হাব) হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে ।
    হাইকমিশনার বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতি সহসাই এখানকার জীবনযাত্রা পাল্টে দেবে। তিনি বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণখাতের উন্নয়ন বিশেষকরে পিপিপির আওতায় বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে  অংশীদার হতে তাঁর সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন।
    মন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযোগী আদর্শ স্থান। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনখাতসহ বিভিন্ন সেক্টরে কানাডীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে যথাযথ ভূমিকা গ্রহণে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
    রাষ্ট্রদূত রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এত আধুনিক তা ঢাকা আসার আগে তিনি ভাবতেও পারেননি।


#

শেফায়েত/সাইফুল্লাহ/জসীম/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৫৩৭

শিল্পবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জার্মানির প্রযুক্তি সহায়তার আগ্রহ প্রকাশ

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :

বাংলাদেশের শিল্পখাতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জার্মানের অত্যাধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জার্মানভিত্তিক খ্যাতনামা উদ্যোক্তা প্রতিষ্ঠান ফিয়াল ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস্ (ঋঊঅখ ওহফঁংঃৎরধষ ঝড়ষঁঃরড়হং)। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় বিমান ও নৌ-বন্দর ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন ও স্টিল শিল্পখাতের আধুনিকায়নে সহায়তা করবে।

ফিয়াল ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস্ (ঋঊঅখ ওহফঁংঃৎরধষ ঝড়ষঁঃরড়হং) এর চেয়ারম্যান অসীম ক্লিংবার্গ (অপযরস কষরহমনবৎম) এর নেতৃত্বে বাংলাদেশ সফররত চার সদস্যের প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে জার্মানের প্রযুুক্তি, কারিগরি ও অর্থায়ন সহায়তা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহায়তার প্রস্তাব দেন।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। শিল্পখাতের আধুনিকায়নের জন্য জার্মানির প্রযুক্তি ও কারিগরি সহায়তার প্রস্তাব ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন। এসব প্রস্তাব যাচাই করে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সহায়তার ক্ষেত্র নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের স্টিল, ড্রাইডক, অটোমোবাইল ও চিনি শিল্পের উন্নয়নে জার্মানের উদ্যোক্তারা কারিগরি ও প্রযুক্তি সহায়তা দিতে পারে। তিনি বর্জ্য ব্যবস্থাপনা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, যুগ্মসচিব আফরোজা খান, প্রতিনিধিদলের সদস্য ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহি ডিকে ব্যানার্জি (উক ইধহবৎলবব), ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মুখার্জি (উবনধংরংয গঁশযবৎলবব) এবং বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার মো. জুলফিকার শেখ উপস্থিত ছিলেন।

#

জলিল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৫৩০ ঘণ্টা

 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon