Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ২০ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৯৪
 
মামুন তাঁর ফ্রেমে এদেশের সংস্কৃতি ও ইতিহাসকে ধারণ করেছেন
                                             --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন একজন সৃজনশীল ও পরিশ্রমী মানুষ। চিত্রশিল্পের প্রতি তাঁর একাগ্রতা ও আন্তরিকতা অত্যন্ত প্রশংসনীয়। তিনি তাঁর ক্যামেরায় এদেশের সৃজনশীল ও বিখ্যাত ব্যক্তিত্বদের ধারণ করেছেন যাঁরা আমাদের ইতিহাস-ঐতিহ্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং এক উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছেন। মোদ্দাকথা, নাসির আলী মামুন তাঁর ফ্রেমে এদেশের সংস্কৃতি ও ইতিহাসকে ধারণ করেছেন।
মন্ত্রী আজ বিকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজে চিত্রশিল্পী নাসির আলী মামুনের এর ‘ ঝঁষঃধহ-ঞযব ঈড়ংসরপ ঔড়ঁৎহবু ড়ভ ধ ঋঁমরঃরাব’ শীর্ষক ৫৮তম একক আলোকচিত্র প্রদর্শনী ও গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, আজকের এ আলোকচিত্র প্রদর্শনী নাসির আলী মামুন এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে তৈরি করেছেন, চিত্রশিল্পে যার তুলনা তিনি নিজেই- তিনি বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান। মন্ত্রী বলেন, এস এম সুলতান তাঁর চিত্রকর্মে বাংলার গ্রাম ও কৃষকদের জীবন সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি এদেশের সংগ্রামী দরিদ্র মানুষের জীবনের ছবি ফুটিয়ে তোলার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন, এ জাতি অত্যন্ত শক্তিশালী যারা কখনো ইতিহাসের পাতা থেকে মুছে যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি-অ্যানিক বোন্দিন (গধৎরব - অহহরপশ ইড়ঁৎফরহ), বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা (গধৎরড় চধষসধ ), চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং স্থপতি ও শিল্পী মুস্তাফা খালিদ পলাশ।
#
 
ফয়সল/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৯৩
 
আগস্ট মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত
 
ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গত ২৮ জানুয়ারি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রণালয় ও স¦রাষ্ট্র্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকবিরোধী অভিযান, প্রচার, কার্যক্রম ও মাঠ পর্যায়ে মাদকবিরোধী ফিলার প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত আগস্ট মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারগুলো তথ্য নি¤œরূপ : ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ৫৮টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ১১৪টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ৫৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১১টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৬০টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৭১টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১৩টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ৩৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৮টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩৫টি; রংপুরে মাদকবিরোধী সভা ৪৪টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৬টি; খুলনায় মাদকবিরোধী সভা ৭০টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৫২টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৮টি; বরিশালে মাদকবিরোধী সভা ১২টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩০টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪১টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ৩১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৭টি।
আগস্ট মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ৩৬৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ৩৬৮টি ও মাদকবিরোধী ফিলার প্রচার হয়েছে ১২২টি। এছাড়া, আগস্ট মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে ৩ হাজার ৬৪১টি, মামলা করেছে ৮৮২টি এবং আসামী আটক করেছে ৯৬৯ জন। অভিযানকালে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইনজেকটিং ড্রাগ, বিদেশি মদ, নগদ অর্থসহ বিভিন্ন অবৈধ জিনিস আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পত্রে এসব তথ্য জানানো হয়। 
#
 
মামুন/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৯২
 
 মোঃ ফয়জুর রহমান চৌধুরীর সিনিয়র সচিব হিসেবে যোগদান
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
 
মোঃ ফয়জুর রহমান চৌধুরী গতকাল বুধবার সিনিয়র সচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যোগদান করেছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সিনিয়র সচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
 
১৯৮২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলায় চাকুরিতে যোগদান করেন।  তিনি ২০১৪ সালের ২২ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। চাকুরিকালীন বিভিন্ন সময়ে তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপসচিব, যুগ্মসচিব ও দুর্নীতি দমন কমিশনের সচিবসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
 
তিনি ময়মনসিংহ শহরস্থ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ ও ১৯৮২ সালে যথাক্রমে এলএলবি (অনার্স) ও এলএলএম পাশ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তাঁর সহধর্মিণী মিসেস নাছিমা বেগম (বিসিএস প্রশাসন) সরকারের সচিব এবং বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
 
#
সৈকত/সেলিম/পারভেজ/আব্বাস/২০১৮/১৮৩৭ ঘণ্টা 
 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৯১
 
পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দিতে হবে
                                              --- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা মহানগরীতে যেকোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়ে জোর দিতে হবে। ভূমির শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে মহানগরীর জলাশয়সমূহকে রক্ষা করতে হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১৩তম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মহানগরীর প্রাকৃতিক জলাশয়সমূহ রক্ষা না করা গেলে নগরীর প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রাখা যাবেনা। এখানে-সেখানে বিক্ষিপ্তভাবে কলকারখানা গড়ে তোলা বন্ধ করতে হবে। প্রতিটি স্থাপনা তৈরির ক্ষেত্রে ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। ড্যাপ বাস্তবায়িত হলে ঢাকা একটি পরিকল্পিত ও টেকসই মহানগরীতে পরিণত হবে।
অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন
#
 
জাকির/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫৯০
রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে পূর্তমন্ত্রী
ফ্ল্যাট কেনার ঋণ সুবিধা সব মানুষের জন্য চালু করতে হবে
                                    
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
দেশের সব মানুষের জন্য সহজ শর্ত ও স্বল্পসুদে আবাসন ঋণ চালু করতে হবে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের স্বল্পসুদে আবাসন ঋণ চালু করা হয়েছে। একইভাবে সব মানুষের জন্য এ ঋণ চালু করলে সবার জন্য আবাসন কর্মসূচিতে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।
আজ সিরডাপ মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। রিহ্যাবের উদ্যোগ সরকারের কর্মসূচিতে অত্যন্ত সহায়ক হচ্ছে। বেসরকারিভাবে উদ্যোগে আবাসন গড়ে তুলতে ব্যবসায়ীদের জন্য ঋণ ব্যবস্থা চালু করতে হবে। বিশ্বের অনেক দেশেই এক অঙ্কের সুদে ফ্ল্যাট ক্রেতা এবং ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা রয়েছে। এছাড়া ফ্ল্যাট কেনার অর্থের উৎসের বিষয়ে প্রশ্ন না তুলে নির্দিষ্ট হারে আয়কর কেটে নিলে আবাসন খাতে গতিশীলতা আসবে।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস এন্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া এবং পরিচালক ও প্রেস এন্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কোচেয়ারম্যান-২ কামাল মাহমুদ। 
অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাঁচজন করে সাংবাদিক এবং ১৪ জন ক্যামেরাম্যান পুরস্কৃত হন। ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা পাঁচজন সাংবাদিক হলেন- মাছরাঙা টেলিভিশনের হিরযুন মিরা, এনটিভির হাসানুল শাওন, একাত্তর টিভি’র জাহিদুল ইসলাম, মোহনা টিভি’র তানজিলা নিঝুম ও সময় টিভি’র সানবীর চপল। প্রিন্ট মিডিয়ার সেরা পাঁচজন সাংবাদিক হলেন- দৈনিক প্রথম আলো’র সানাউল্লাহ সাকিব, সমকালের মিরাজ সামস, মানবজমিনের এম এম মাসুদ, আমাদের সময়ের গোলাম রব্বানী ও ভোরের কাগজ পত্রিকার মরিয়ম সেজুতি। 
পুরস্কৃত ক্যামেরাম্যানরা হলেন- চ্যানেল আই’র মামুন হোসেন, এটিএন বাংলা’র আকাশ ইসলাম, এটিএন নিউজের রাসেল আহমেদ, জিটিভি’র রোমেল, সময় টিভি’র মঞ্জুর আহমেদ, এসএ টিভি’র সি এম মনির হোসেন, নিউজ ২৪’র রিপন, বাংলা টিভি’র কালাম, মাই টিভি’র সাগর, এনটিভি’র মিলন, এশিয়ান টিভি’র সমীর আহমেদ, বাংলা ভিশনের ইসমাইল হোসেন পলাশ, একাত্তর টিভি’র আবুল কালাম আজাদ এবং আরটিভি’র সায়মন।    
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে দুই লাখ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। ২য় পুরস্কারপ্রাপ্তদের এক লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার প্রাপ্তদের ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।
#
কিবরিয়া/সেলিম/রফিকুল/আব্বাস/২০১৮/২৫৮৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৮৯
 
হ্যান্ডবল দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি সম্ভাবনাময় খেলা
   ---ক্রীড়া প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
 
শুরু হলো পোলার আইসক্রিম ২৫তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০১৮। আজ শহীদ (ক্যাপ্টেন) এম, মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ৬ দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। 
 
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, হ্যান্ডবল দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি সম্ভাবনাময় খেলা। এ টুর্নামেন্টের মাধ্যমে দেশে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় তৈরি হবে। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খেলার প্রতি স্পন্সর প্রতিষ্ঠানের আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরো বেশি স্পন্সর প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
 
স্কুল হ্যান্ডবলের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম হাবিবের সভাপতিত্বে এনএসসি’র সচিব মাসুদ করিম, পোলার আইসক্রিম এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম এবং হ্যান্ডবল ফেডারেশনের সচিব আসাদুজ্জামান কোহিনুর বক্তৃতা করেন। 
 
        ২৫তম এ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ৩৬টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ২০টি বালক এবং ১৬টি বালিকা দল। উদ্বোধনী খেলায় মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয় এবং স্কলাস্টিকা (উত্তরা) বালিকা দল অংশগ্রহণ করে।
 
আগামী ২৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 
 
#
আকতার/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৮৩৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৫৮৮
নদী সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর ৩৮তম সভা
৯ হাজার ৫৭৭ টি সীমানা পিলার স্থাপন, নতুন করে ১০ হাজার ৪০০ সীমানা পিলার স্থাপন করা হবে                                           
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
নদীর সীমানা জটিলতা নিরসনকল্পে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে। নদী তীর দখল ও দূষণের হাত থেকে  রক্ষাকল্পে আরো কার্যকর ব্যবস্থা নেয়া হবে। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশে নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর ৩৮তম সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রী ও টাস্কফোর্স এর সভাপতি শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, গাজীপুর মহানগর ও নরসিংদীতে নতুন করে আর শিল্প কলকারখানা গড়ার অনুমতি দেয়া যাবে না। নতুন শিল্প কলকারখানা অর্থনৈতিক জোন এলাকায় গড়তে হবে। স্লোব করে নদী তীর বা খাল পাড় বাঁধাই করা যাবে না। খাড়া (সোজাসুজি) করে তীর বাঁধাই করতে হবে যাতে সেগুলো দখল হতে না পারে। প্রয়োজনে ওয়াকওয়ের সাথে ড্রাইভওয়ে নির্মাণ  করতে হবে। সভায় জানানো হয় যে, ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উচ্ছেদকৃত জায়গা যাতে পুনরায় দখল হয়ে না যায় সেজন্য উল্লেখিত নদীগুলোর উভয় পাশে ২২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হবে। ইতিমধ্যে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মিত হয়েছে। ৫ অক্টোবর ২০১৮ তারিখে আশুলিয়াতে ৫০ কিলোমিটার ওয়াকওয়ের নির্মাণ কাজ শুরু হবে। বাকি ১৫০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ কাজের প্রকল্প গ্রহণের স্টাডি চলমান রয়েছে। নদী তীরে বনায়ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঢাকার শ্যামপুর ও নারায়ণগঞ্জের কাঁচপুরে দু’টি ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। আশুলিয়া, সিন্নিরটেক ও টঙ্গীতে আরো ৩টি ইকোপার্ক নির্মাণ করা হবে। 
সভায়  আরো জানানো হয় যে, নদী তীরের সীমানা চিহ্নিত করার লক্ষ্যে ৯ হাজার ৫৭৭ টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৫৬ টি পিলার নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্কিত ১ হাজার ৭৫১ টি পিলারের নিষ্পত্তি করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে বিতর্কিত ২ হাজার ১০৫টি পিলারের নিষ্পত্তি করা হবে। নতুন করে ১০ হাজার ৪০০ সীমানা পিলার স্থাপন করা হবে। নতুন সীমানা পিলারগুলো বড় ও দৃশ্যমান করে নির্মাণ করা হবে।  বিআইডব্লিউটিএ নতুন করে ১৯টি আরসিসি জেটি নির্মাণ করবে। 
সভায় জানানো হয় যে, বিআইডব্লিউটিএ নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫০১ দশমিক ২৬ একর জমি উদ্ধার করেছে। এর মধ্যে ঢাকার চারপাশে ৩০৭ দশমিক ২৬ একর এবং নারায়ণগঞ্জে ১৯৪ একর জমি উদ্ধার করা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জে ৯ হাজার ৭৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৯৫১ টি এবং নারায়ণগঞ্জে ২ হাজার ৭৭৯টি উচ্ছেদ করা হয়েছে। 
সভায় জানানো হয় যে, ঢাকা শহরের ৪৬টি খালের মধ্যে ২৬টি  খাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩টি খালের সংস্কার কাজ চলছে। নতুন করে খাল যাতে দখল হয়ে না যায় সেজন্য ব্যবস্থা নিতে হবে। সাভারস্থ ট্যানারি শিল্প এলাকায় কেন্দ্রীয় বর্জ্য শোধানাগার স্থাপন যথাযথ হয়নি। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে ব্যবস্থা নেয়া হবে। সভায় জানানো হয় যে, পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট এর মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা থেকে ১৫৪ কোটি টাকা জরিমানা আদায় করেছে। নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে সিমেন্ট কারখানা স্থাপন করায় নদী তীর যাতে দখল ও দূষণ না হয় সেজন্য উক্ত এলাকার শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সাথে সভা করতে হবে। নদী তীর দখল ও দূষণরোধে জেলা প্রশাসকদের নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ করতে হবে। 
বৈঠকে অন্যান্যের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহাদৎ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৯৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৮৭
বিএবি’র প্রশিক্ষণ কোর্সের সমাপানী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব
জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে মেধাসম্পদ নীতি প্রণয়ন করা হচ্ছে
 
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় একটি মেধাসম্পদ নীতি (ওচ চড়ষরপু) প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিম। তিনি বলেন, শিল্পখাতের টেকসই বিকাশে শিল্প মন্ত্রণালয় সহায়কের ভূমিকা পালন করে যাচ্ছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অ্যাক্রেডিটেশন ধারণার প্রসারে প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদার করা হয়েছে। তিনি গুণগত শিল্পায়নের জন্য বেসরকারিখাতের উৎপাদিত পণ্যের মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন। 
 
ভারপ্রাপ্ত শিল্পসচিব আজ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আয়োজিত “আন্তর্জাতিক মান বা আইএসও ১৭০২৫:২০১৭ অনুধাবণবিষয়ক একুশতম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।  
 
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মোঃ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রশিক্ষণার্থী ও বিএসটিআই এর পরিচালক শামীম আরা বেগম এবং নূর আলম বক্তব্য রাখেন।  
 
#
জলিল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮৬
ষষ্ঠ শ্রেণির ইন্টারএকটিভ ডিজিটাল পাঠ্যবইয়ের উদ্বোধন
ডিজিটাল পাঠ্যবই শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে- শিক্ষামন্ত্রী
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক শিশুদের পাঠ গ্রহণে সহায়ক হবে। সহজে বুঝতে ও শিখতে সহায়তা করবে। ডিজিটাল টেক্সটবুক শিক্ষকদের জন্যও  সহায়ক হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেণির ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক (আইডিটি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
শিক্ষামন্ত্রী বলেন, ৬ষ্ঠ শ্রেণির ১৬টি ইন্টারএকটিভ পাঠ্যবই তৈরি করা হয়েছে। বইগুলোতে  অডিও, ভিডিও, টেক্সট এবং এনিমেশন ব্যবহার করা হয়েছে। এতে বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও আনন্দদায়ক হবে। সহজে এসব বই থেকে তাদের কাঙ্খিত পাঠ গ্রহণ করতে পারবে। ফলে শিক্ষার্থীদের শিখন স্থায়ী হবে। 
নাহিদ বলেন, এর আগে নবম-দশম শ্রেণির ৬টি বইয়ের ই-লার্নিং ম্যাটেরিয়াল  তৈরি করা হয়েছে। সেসিপ প্রকল্পের আওতায় ৭ম শ্রেণির ৬টি এবং ৮ম শ্রেণির ৬টি ইন্টারএকটিভ ডিজিটাল বই তৈরি প্রক্রিয়াধীন আছে। শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করতে হবে। প্রযুক্তির সুযোগগুলো কাজে লাগাতে হবে। তিনি বলেন, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। ভর্তি, ফলাফল প্রকাশসহ শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম পেপারলেস করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারয়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এবং টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের পরিচালক মো. জহির উদ্দিন বাবর অনুষ্ঠানে বক্তৃতা করেন।  
উল্লেখ্য, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের আর্থিক সহায়তা এবং ব্রাকের কারিগরি সহায়তায় এই ১৬টি আইডিটি তৈরি করা হয়েছে।
 
#
আফরাজুর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬১৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৮৫
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সিনিয়র সচিব হিসেবে এস এম গোলাম ফারুকের যোগদান
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক একই বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিল্প ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে এস এম গোলাম ফারুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং মাঠ প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
এস এম গোলাম ফারুক ১৯৬০ সালের ১ জুন শরীয়তপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে ১৯৮১ ও ১৯৮২ সালে যথাক্রমে বি.এস.এস (অনার্স) ও এম এস এস ডিগ্রী অর্জন করেন। এ মেধাবী কর্মকর্তা ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
 
#
ইউসুফ/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪২৪ ঘণ্টা
 
 
 
 
 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৮৪
 
পবিত্র আশুরা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। 
হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদাতবরণ করেন।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। 
 
                                                                                       জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
          বাংলাদেশ চিরজীবী হোক।”
 
 
#
ইমরুল/অনসূয়া/জসীম/সেলিনা/শামীম/২০১৮/১১১৯ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮৩
 
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পবিত্র আশুরা উপলক্ষে আমি কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবারের সম্মানিত সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহিদ হন। ইসলামের সুমহান আদর্শ ও ত্যাগের মহিমাকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে  সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়।
ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই। ধর্মীয় কুসংস্কার, মৌলবাদ, জঙ্গীবাদসহ সকল অকল্যাণ দূর করে সমাজে সত্য ও সুন্দরের আলো ছড়িয়ে দিতে পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের প্রেরণার উৎস হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে এ আলো ছড়িয়ে পড়–ক-এ প্রত্যাশা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৮/১৪৩৫ ঘণ্টা
Todays handout (2).docx Todays handout (2).docx