Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিববরণী 16/01/2015

তথ্যবিবরণী                                                                                নম্বর : ১৩৩


দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে
                                                                 -- বাণিজ্যমন্ত্রী


রাজস্থান (ভারত), ৩ মাঘ (১৬ জানুয়ারি) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এজন্য সড়ক, নৌ, আকাশ এবং রেলপথে যোগাযোগ সহজতর ও বৃদ্ধি করার পাশাপাশি করিডোর ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। যোগাযোগ ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো আন্তরিকতার সাথে দূর করতে হবে। ব্যবসায়ীদের জন্য ভিসাপ্রাপ্তি সহজ করতে হবে এবং ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর (বি টু বি) যোগাযোগ বৃদ্ধি করতে হবে। দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধির জন্য রুলস অব অরিজিন সহজ করার পাশাপাশি সাফটাকে আরো বেশি কার্যকর করতে হবে।

    মন্ত্রী আজ ভারতের রাজস্থানের জয়পুরায় ভারত সরকারের উদ্যোগে অনুষ্ঠিত দি পার্টনারশিপ সামিট-২০১৫ এ কীনোট পেপার উপস্থাপনের সময় একথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্য প্রসারের প্রয়োজন। আর এজন্য এনার্জি ও পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধির জন্য এনার্জি ও পাওয়ারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। পারস্পরিক প্রয়োজনে চাহিদামোতাবেক দক্ষ জনশক্তি সরবরাহ করতে হবে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সামিটে যোগদানকারী ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথেও একান্ত বৈঠক করেন। এসময় মন্ত্রী বাংলাদেশের সাথে ভারতের ল্যান্ড বাউন্ডারি চুক্তি বাস্তবায়ন এবং  তিস্তা পানি চুক্তি সম্পাদনের জন্য ভারত সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে টেস্টিং সমস্যা, পাটপণ্যের রপ্তানি জটিলতা এবং তৈরিপোশাক রপ্তানির ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো দূর করতে ভারতের প্রতি আহ্বান জানান। ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় বর্ডারহাটের সংখ্যা বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানান।

#
 
বকসী/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২২১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                নম্বর : ১৩২

ডেপুটি স্পিকারের  নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ইস্তাম্বুল যাত্রা

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :

    ১৭  থেকে ২২ জানুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ১০ঃয ঝবংংরড়হ ড়ভ ঃযব চধৎষরধসবহঃধৎু টহরড়হ ড়ভ ঙওঈ পড়ঁহঃৎরবং (চটওঈ) ঈড়হভবৎবহপব ধহফ জবষধঃবফ গববঃরহমং এ অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদের  ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল আজ ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।  

    প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বেগম রওশন আরা মান্নান, এ কে এম শাহ্জাহান কামাল এবং জাতীয় সংসদের  অতিরিক্ত সচিব সুলতান মাহামুদ।

#

স¦পন/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ১৩১

কোস্টগার্ড ৮০ মণ জাটকা আটক করেছে

চাঁদপুর, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :

    বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর এর একটি অপারেশন দল আজ গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর লগিমারার চরসংলগ্ন খালে অভিযান পরিচালনা করে একটি কাঠের নৌকাসহ ৮০ মণ (৩২০০ কেজি) জাটকা আটক করেছে।

    আটককৃত নৌকাসহ জাটকার মূল্য প্রায় ১৭ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসায় ও অসহায় গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

#

মারুফ/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ১২৯

নাশকতামূলক কর্মকা- রাজনৈতিক ও প্রশাসনিকভাবে
প্রতিরোধ করার আহ্বান ভূমিমন্ত্রীর

ঈশ্বরদী (পাবনা), ৩ মাঘ (১৬ জানুয়ারি) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, গণতন্ত্র রক্ষা করা প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকা- রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিরোধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।  

মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদীর নিজ বাসভবনে সন্ত্রাস ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ আহ্বান জানান।

    ভূমিমন্ত্রী রাজপথে বা রাস্তায় মানুষ ও যানবাহনের ওপর ঢিল নিক্ষেপকারী ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি পাবনা জেলাকে সন্ত্রাসমুক্ত রাখতে জেলার সন্ত্রাসবিরোধী কমিটিকে সজাগ ও সতর্ক অবস্থানে থেকে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকা- প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেয়ার নির্দেশ দেন।
    
    ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটি থেকে দুর্নীতি ও সন্ত্রাস চিরতরে নির্মূল করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ এলাকাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করলেই এদেশ সোনার বাংলায় পরিণত হবে।

    ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, ঈশ্বরদী সার্কেলের পুলিশ কর্মকর্তা শাহনূর আলম পাটোয়ারি, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস এবং স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৬৪০ ঘণ্টা