তথ্যবিবরণী নম্বর: ২৫৫৭
জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ, লিটার প্রতি দাম বেড়েছে এক টাকা
ঢাকা, ১৭ মাঘ (৩১ জানুয়ারি):
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য প্রাইসিং ফর্মুলার আলোকে পুনর্নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা হতে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা হতে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, অকটেন ১২৫ থেকে ১ টাকা বৃদ্ধি করে ১২৬ টাকা এবং পেট্রোল ১২১ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১২২ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। উক্ত মূল্য ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
শফি/রানা/মোশারফ/রফিকুল/শামীম/২০২৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৫৬
চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও লুটপাট করা হয়েছে
-- গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
চট্রগ্রাম, ১৭ মাঘ (৩১ জানুয়ারি):
গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি ও বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। শহরের ভেতরের খালগুলোর দিকে নজর দেওয়া হয়নি। তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি।
আজ চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা জলাবদ্ধতা নিরসনের কাজটা শুরু করেছি এবং এ কাজ এগিয়ে যাবে। এবারের বর্ষায় আমরা যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি এবং সেটার মধ্য দিয়ে আগামী বর্ষার আগে জলাবদ্ধতা দূর হবে। অনুষ্ঠানে চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন এবং সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল কবির উপস্থিত ছিলেন।
আদিলুর রহমান খান আরো জানান, এ বছর চট্টগ্রাম নগরের ২১টি খাল পরিষ্কারের জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকায় বারইপাড়া খালের খননকাজ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন-সহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এরপরে উপদেষ্টা আদিলুর রহমান খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খান, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম-সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ চট্রগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
#
আলমগীর/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৫৫
মিয়ানমার এবং ভারত থেকে আমদানিকৃত চাল নিয়ে
দুটি জাহাজ চট্টগ্রাম এবং মোংলা বন্দরে পৌঁছেছে
ঢাকা, ১৭ মাঘ (৩১ জানুয়ারি):
জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা জাহাজ চট্টগ্রাম বন্দরে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৭ হাজার ৫ শত মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৮ হাজার ৫ শত এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরো দুটি জাহাজ শনিবার এবং রবিবার মোংলা বন্দরে পৌঁছাবে।
আজ খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
ইমদাদ/রানা/মোশারফ/রফিকুল/শামীম/২০২৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৫৪
জনআকাঙ্ক্ষা পূরণে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার
-- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ১৭ মাঘ (৩১ জানুয়ারি):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যক্তিখাতের অংশগ্রহণের মাধ্যমে আমরা যদি সক্ষমতা তৈরি করতে না পারি, পণ্যের উৎপাদন ব্যয় কমাতে না পারি, তাহলে এলডিসি উত্তরকালে অনেক চ্যালেঞ্জ তৈরি হবে। দেশে বেকারত্বের হারও বেড়ে যাবে। তিনি আরো বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে বিনিয়োগ পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে। এটাই জনগণ চায় -এটাই জনআকাঙ্ক্ষা।
আজ রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেলায় বিদেশি অংশগ্রহণকারী কম হওয়ার কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, মাসব্যাপী একটি মেলায় একটি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সহজ নয়। তারা ৫-৬ দিনের প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। তারপরও আমরা মেলায় আন্তর্জাতিক সংযোগ বাড়াতে চাই।
এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে পূর্বের অনেক সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে উল্লেখ করে বশিরউদ্দীন বলেন, সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় আমদানিকে উদার করতে হবে। সরকারের পক্ষ থেকে রপ্তানি প্রণোদনা দেওয়া সম্ভব হবে না। প্রতিযোগিতায় টিকতে না পারলে ক্ষতিগ্রস্ত হতে হবে। সরকারের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ১৮টি সেবা একটি মাধ্যমে দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হয়েছে।
বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) আব্দুর রহিম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মোঃ হাফিজুর রহমান ও ইপিবির ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারে মেলায় মোট ৩৪৩ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ভারত, পাকিস্তান, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই সাত দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় মোট ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয় জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয় ইয়ুথ প্যাভিলিয়ন। যা দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিবিসিএফইসিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ শুরু হয়েছিল। মাসব্যাপী এ মেলা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আয়োজন করে। বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে মোট ৫১টি স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়।
#
কামাল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৫৩
দারিদ্র্যবিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় জাকাত মোক্ষম ব্যবস্থা
-ধর্ম উপদেষ্টা
চট্টগ্রাম, ১৭ মাঘ (৩১ জানুয়ারি):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাকাত ইসলামি শরিয়তভিত্তিক গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক ব্যবস্থা। এর মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। দারিদ্র্যবিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় জাকাত মোক্ষম ব্যবস্থা।
আজ চট্টগ্রামে ওমর গণি এমইএস কলেজ মাঠে অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। আল মানাহিল ফাউন্ডেশনের সহায়তায় নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, যাকাতের মাধ্যমে গরিব ও দুস্থ মানুষদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব। এটি দরিদ্রদের জীবনমানের উন্নয়ন ঘটায় এবং তাদেরকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। তিনি আরো বলেন, জাকাত সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখে। ধনীদের অতিরিক্ত সম্পদ দরিদ্রদের মাঝে বিতরণ হলে সামাজিক বৈষম্য হ্রাস পাবে। তিনি শরিয়ত মোতাবেক জাকাত আদায়ে ধনীদের প্রতি আহ্বান জানান।
যাকাতের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, যাকাতের অর্থ দিয়ে গরিবদের ক্ষুদ্র ব্যবসা, কৃষি বা অন্যান্য উপার্জনমুখী কাজে সহায়তা করা যায়। এটি তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে এবং অর্থনৈতিক মুক্তি দেয়। এটি দরিদ্রদের ঋণের ফাঁদ থেকে বের হতে সাহায্য করে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক। ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণমুক্ত করা যাকাতের অন্যতম উদ্দেশ্য।
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খ হেলালুদ্দীন বিন যমীরুদ্দীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ রেজাউল করীম সিদ্দীকি, নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ানম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ ও মাওলানা ফরিদ বিন যমীরুদ্দীন উদ্দীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৪০ লাখ টাকার যাকাতের অর্থ বিতরণ করা হয়।
#
আবুবকর/রানা/মোশারফ/রফিকুল/শামীম/২০২৫/১৭২০ঘণ্টা