Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০১৮

তথ্যবিবরণী 12/8/2018

তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৫২
জাতীয় গ্রন্থকেন্দ্রকে কবি-সাহিত্যিকদের মিলনকেন্দ্রে পরিণত করতে হবে
                                                 --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) : 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতীয় গ্রন্থকেন্দ্র ছিল বরেণ্য কবি-সাহিত্যিকদের মিলনকেন্দ্র। নানা আলোচনা সভা ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এটিকে পুনরায় কবি-সাহিত্যিকদের মিলনকেন্দ্রে পরিণত করতে হবে। বিভিন্ন জাতীয় দিবস যথা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহিদ দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন এবং গ্রন্থ সংক্রান্ত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে জাতীয় গ্রন্থ কেন্দ্র এ জাতীয় বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন করতে পারে।
মন্ত্রী আজ সন্ধ্যায় জাতীয় শোকদিবস ২০১৮ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘উন্নয়নের বিস্ময় : বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরের জন্য পরিকল্পিত আধুনিক সম্প্রসারিত ভবনে জাতীয় গ্রন্থকেন্দ্রের জন্য দুইটি ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রী বলেন, সরকার সারাদেশে সংস্কৃতি চর্চা ও বিকাশে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চট্টগ্রামে আধুনিক মুসলিম ইনস্টিটিউট কমপ্লেক্স, ঢাকার হাতিরঝিলে ঢাকা সাংস্কৃতিক কমপ্লেক্স, উত্তরা ও মিরপুরে শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ, ৬৪ জেলায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ, পর্যায়ক্রমে সকল উপজেলায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, পরাধীন থাকলে আমাদের এ উন্নয়ন সম্ভব হতো না। এটি কেবল সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণেই।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।
সেমিনারে প্রবন্ধকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাক এর সম্পাদকীয় বিভাগের বিভাগীয় প্রধান কবি মিনার মনসুর।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মসিউর রহমান। আরো আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।
#
ফয়সল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৫১
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা 
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৩ আগস্ট সোমবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২২ আগস্ট বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
 সভায় ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাইদুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোয়াজ্জেম হোসেন, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মিজান-উল-আলম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হাসান এনডিসি, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মোঃ শাহিদুজ্জামান, ঢাকা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। 
#
নিজাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৫০
দেশপ্রেম ও অসীম সাহস সোনার বাংলা গড়তে অবদান রাখবে
                                             --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অফুরন্ত দেশপ্রেম ও অসীম সাহস বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কার্যকর অবদান রাখবে। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে মাত্র সাড়ে তিন বছরে পুনর্গঠন করে বঙ্গবন্ধু যখন উন্নয়নের চাকা সচল করেন ঠিক তখনি ঘাতকচক্র জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। এ হত্যা দেশের ভবিষ্যৎকে স্থবির করে উন্নয়নের পথ থেকে বিচ্ছিন্ন করে। 
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ‘জাতীয় শোক দিবস -২০১৮’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীর বাংলাদেশ কিরূপ হবে তা ভেবে প্রকৌশলীদের এখনি পরিকল্পনা নিতে হবে। সাহস ও মমতা নিয়ে কাজ করলে  নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান,  বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নুরুজ্জামান ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুস সবুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                       নম্বর : ২২৪৯
সবচেয়ে বড় অসাম্প্রদায়িক স্লেøাগান হলো জয় বাংলা
                            --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) : 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশের মানুষের কণ্ঠে উচ্চারিত সবচেয়ে বড় অসাম্প্রদায়িক স্লেøাগান হলো জয় বাংলা। এ স্লোগানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘৭ই মার্চের ভাষণ : বাঙালির স্বাধীনতার মাইলফলক এবং বঙ্গবন্ধু ও স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক আর্টিস্ট ক্যাম্প এর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একজন নেতা বা রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি জীবনের সর্বক্ষেত্রে ধারণ ও লালন করেছিলেন মানুষের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা ও মমতা যা তাঁকে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত করেছিল। আর এ পূর্ণাঙ্গ মানুষই স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের এবং পরবর্তীতে তাঁর সফল বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধু প্রমাণ করেছিলেন তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। কিন্তু ১৯৭৫ সালে ঘাতক-দুর্বৃত্তদের হাতে সপরিবারে শাহাদতবরণ করায় তিনি তাঁর স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেননি। তাঁর অসমাপ্ত কাজ অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে বাস্তবায়ন করে চলেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি খ্যাতিমান শিল্পী জামাল উদ্দিন আহমেদ।
প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।
প্রদর্শনীতে ৫০ জন শিল্পীর চিত্রকর্ম ঠাঁই পেয়েছে।
#
ফয়সল/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৪৮
খুলনায় বঙ্গবন্ধু স্মৃতিভাস্কর্যের ফলক উন্মোচনকালে তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যার ধারকদের রাজনীতি থেকে নির্বাসন দিতে হবে
খুলনা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) : 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশকে নিরাপদ রাখতে হলে বঙ্গবন্ধুকে হত্যার ধারকদের বাংলাদেশের রাজনীতি, সমাজ, নির্বাচনের বাইরে নির্বাসন দিতে হবে।’
আজ খুলনায় বাংলাদেশ বেতার কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতিভাস্কর্য উন্মোচনকালে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, তথ্য সচিব আব্দুল মালেক, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বক্তব্য রাখেন। 
তথ্যমন্ত্রী বলেন, যে বাংলাদেশ আজ আলোর পথে হাঁটছে, তাকে আর পেছনে যেতে দেওয়া যাবে না। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু হত্যা হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি, শোকাবহ ঘটনা। 
মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের এপিঠ-ওপিঠ। বঙ্গবন্ধু একটি পতাকা, তিনি একটি দেশ, তিনি একটি রাষ্ট্র, তিনি এক বিপ্লব, তিনি একটি অভ্যুত্থান। দেশকে নিরাপদ রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দোসরদের প্রত্যাখ্যান করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের সমার্থক। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছিন্ন-অবিভক্ত। তিনি বিশ্বনেতা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ ও দক্ষ রাষ্ট্রনায়ক। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন আমাদের মাথার ছাতা।’
তথ্য সচিব আব্দুল মালেক বলেন, ‘বাংলাদেশের পতাকা আজ মহাসাগর থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আজ দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। আমাদের এই পথচলাকে কেউ রুদ্ধ করতে পারবে না।’
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার মোঃ রকিবুল ইসলাম, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার, প্রধান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দীন আহমেদ এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) খান মোঃ রেজাউল করিমসহ বেতারের কর্মকর্তা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বেতারের কর্মসূচি পরিচালক মোঃ জাকির হোসেন।
বাংলাদেশ বেতারের সহযোগিতায় ও তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে খুলনা গণপূর্ত বিভাগ ৮ কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্মৃতিভাস্কর্যটি নির্মাণ করেছে।
#
আকরাম/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                               নম্বর : ২২৪৭
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী
পনের আগস্টের হত্যাকা- কোনো পারিবারিক হত্যাকা- ছিল না
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট): 
পনের আগস্টের হত্যাকা- কোনো পারিবারিক হত্যাকা- ছিল না উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এটি ছিল একাত্তরের পরাজিত শক্তির প্রতিহিংসামূলক হত্যাকা-। এ হত্যাকা-ের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এসব কথা বলেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করে। 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিকে চল্লিশ বছর পিছিয়ে দেয়া হয়েছিল। স্বাধীনতা উত্তর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তা বাস্তবায়ন করতে পারলে অনেক আগেই বাংলাদেশ মধ্যমআয়ের দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতির ধারা সাময়িকভাবে ব্যাহত হলেও ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ইতোমধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার প্রকৃত স্বাদ জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছে সরকার।
বাংলাদেশের বিরুদ্ধে চতুর্মুখী চক্রান্ত চলছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা এখনও ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ দাবিরুল ইসলাম ও বিসিআইসি’র চেয়ারম্যান শাহ্ মোঃ আমিনুল হক বক্তব্য রাখেন।
#
জলিল/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                  নম্বর : ২২৪৬
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৫ কোটি ৪৬ লাখ টাকা দিল ইউনিলিভার ও বিএএসএফ
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট): 
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং বিএএসএফ বাংলাদেশ লিমিটেড গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৫ কোটি ৪৬ লাখ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
আজ মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের নিকট ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পরিচালক (মানব সম্পদ) কুনাল শরমা এবং বিএএসএফ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৭৮৯ টাকার চেক হস্তান্তর করেন। 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের আলোকে ইউনিলিভার বাংলাদেশ তাদের ২০১৭ সালের লভ্যাংশের ৫ শতাংশের এক দশমাংশ ৫ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৫৩৬ টাকা এবং জার্মান কেমিক্যাল কোম্পানি বিএএসএফ তাদের ২০১৭-১৮ অর্থবছরের লভ্যাংশের ৫ শতাংশের এক দশমাংশ ১১ লাখ ৬৯ হাজার ২৬৩ টাকা মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে। 
এ পর্যন্ত দেশি বহুজাতিক ১১৫টি কোম্পানি এ তহবিলে অনুদান প্রদান করেছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৩শ’ দশ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে শ্রমিকদের কল্যাণে সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রায় ২৪ কোটি টাকা প্রদান করা হয়েছে। 
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, ইউনিলিভারের জেনারেল ম্যানেজার এম এম জিল্লুর রহমান, ট্রাষ্টি বোর্ডের সচিব শরিফুল ইসলাম, বিএএসএফ এর চিফ ফাইন্যান্স অফিসার মাসুদ বিন মজিদ, ম্যানেজার (কর্পোরেট) সাফকাদ মোস্তাফিজ এবং ম্যানেজার এইচ আর ইস্তিয়াক নিজামী উপস্থিত ছিলেন। 
#
আকতারুল/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২২৪৫
চীনে রপ্তানিতে ৯৭ ভাগ শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাবে বাংলাদেশ
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট): 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডব্লিউটিও’র সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ চীনের কাছে লেটার অভ্ এক্সচেঞ্জ প্রেরণ করেছে, সম্মতি পাওয়া গেলেই বাংলাদেশ চীনের কাছে রপ্তানি পণ্যের ৯৭ ভাগে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাবে। ডব্লিউটিও’র সদস্য দেশগুলো নিজেদের মধ্যে এ বাণিজ্য সুবিধা নিতে পারে। এ মুহুর্তে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আপটা) আওতায়  চীনের কাছ থেকে ৫ হাজার ৭৪টি রপ্তানি পণ্যের ওপর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছে। লেটার অভ্ এক্সচেঞ্জ এর আওতায় বাণিজ্য সুবিধা গ্রহণ করলে আপটার আওতায় চলমান বাণিজ্য সুবিধা আর থাকবে না। 
আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত তযধহম তঁড় এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে এফটিএ করার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে ইতোমধ্যে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এখন এফটিএ’র সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া চলছে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বাংলাদেশ চীনের সাথে এফটিএ স্বাক্ষর করবে। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে চূড়ান্তভাবে উন্নীত হবে ২০২৭ সালে। তখন জিএসপি সুবিধা থাকবে না। এফটিএ করে পারস্পরিক বাণিজ্য সুবিধা নিতে হবে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে বড় বড় প্রকল্প বাস্তিবায়িত হচ্ছে। চীনের সাংহাইয়ে আগামী ৫-১০ নভেম্বর প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল এক্সপোর্টার্স এক্সপো-২০১৮ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এতে অংশগ্রহণ করবে।
তোফায়েল আহমেদ বলেন, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে উভয় দেশ আন্তরিকতার সাথে কাজ করছে। চীনের বাজারে বাংলাদেশের বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা হলে, বাণিজ্য ঘাটতি কমে আসবে। চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং ব্যবসায়িক ও উন্নয়নের অংশীদার। চীনের সহযোগিতায় পূর্বাচলে ৩৫ একর জমির উপর চীন-বাংলাদেশ এক্সিবিশন সেন্টার নির্মিত হচ্ছে। আগামী ২০২০ সালে এর নির্মাণ কাজ শেষ হবে। এর মোট ব্যয়ের সিংহভাগ চীন সরকার বহন করবে। 
চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, চীন বাংলাদেশকে উচ্চমাত্রায় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক চমৎকার। বাংলাদেশের সাথে এফটিএ স্বাক্ষর করে বাণিজ্য ক্ষেত্রে নতুন মাত্রা শুরু করতে চায় চীন। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বড় বড় প্রকল্প বাস্তবায়নে চীন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে।  প্রাইভেট এবং জি টু জি ভিত্তিতে এ সকল কাজ চলছে। 
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু এবং এফটিএ’র শাখার অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
#
বকসী/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৪৪ 
ডিজিটাল প্রযুক্তির সাহায্যে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নের কাজ করছে সরকার
                                                                  ---আইসিটি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট): 
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, সরকার ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জনগণের জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকায় ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ সকল সেন্টারসমূহ হতে বিভিন্ন ধরনের ই-সেবা প্রদান করা হচ্ছে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অক্সফার্ম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত 'গড়হধংয ওসঢ়ৎড়ারহম জঁৎধষ খরাবং রহ ইধহমষধফবংয' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুর ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গ্রাম ও শহর এলাকার ডিজিটাল বৈষম্য দূর করতে ‘ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প’ বাস্তবায়ন করছে। যার মাধমে দেশের পাহাড়-পর্বত দুর্গম অঞ্চলসহ সকল ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। জনগণ আধুনিক সুযোগ সুবিধা পাবে। এছাড়া সরকার ডিজিটাল কানেক্টিভিটি (ইডিসি) প্রকল্প গ্রহণ করছে, যার মাধ্যমে ১৫ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে, গ্রামীণ এলাকায় দুই লাখ গ্রামীণ স্কুল, স্বাস্থ্য কেন্দ্র এবং সরকারি কার্যালয়ে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে।  উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের জন্য তথ্য বিশ্লেষণের সুবিধা প্রদান ও আইওটি প্রযুক্তি চালু করার মাধ্যমে ১০০ টি গ্রামকে স্মার্ট গ্রামে পরিণত করা হবে বলে তিনি জানান। 
প্রতিমন্ত্রী বলেন, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের আইটি বিষয়ে দক্ষতা অর্জনে বিভিন্ন স্কুল কলেজে ৬ হাজার  শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং এর পাশাপাশি ৪০ হাজার ডিজিটাল কøাশরুম স্থাপন করা হয়েছে। যেখানে মাল্টিমিডিয়া বিষয়বস্তু ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। আইটি বিষয়ে পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জ্ঞানের পরিধি বিস্তৃতি ঘটাতে এ ধরনের সেমিনার গুরুত্ব অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।
#
শহিদুল/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৭৪৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২২৪৩                     
জানুয়ারী থেকে মার্চ, ২০১৮ পর্যন্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে
 নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক প্রতিবেদন
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট)ঃ 
এপ্রিল-জুন ২০১৮ সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে সর্বমোট ৩৬১টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানসমূহের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ২৪৩৬৪১.০৫০ মিলিয়ন টাকা। প্রতিবেদনাধীন এ তিন মাসে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে অন্যান্য শিল্পখাতে যা মোট বিনিয়োগের ২৪.৬৩%। এছাড়া পর্যায়ক্রমিকভাবে সার্ভিস শিল্পখাতে ২২.১৪৯%, টেক্সটাইল শিল্পখাতে ২০%, কেমিক্যাল শিল্পখাতে ১৭.৬৭%, ইঞ্জিনিয়ারিং শিল্পখাতে ১৫.০৪% এবং ফুড এন্ড এলাইড শিল্পখাতে ০.৫২% বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। এতে করে নিবন্ধিত এ ৩৬১ টি শিল্প প্রতিষ্ঠানে সর্বমোট ৭৫,৯৮৬ টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় বিনিয়োগ বিশ্লেষণ সংক্রান্ত পরিসংখ্যানে দেখা যায় প্রতিবেদনাধীন তিন মাসে স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্প ইউনিটের সংখ্যা ৩০৯ টি এবং প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২১৫৮৬৫.৫৫৩ মিলিয়ন টাকা। স্থানীয় শিল্পে পূর্ববর্তী তিন মাসে এ বিনিয়োগের পরিমাণ ছিল ২৬৪৭৯৯.৪২৫ মিলিয়ন টাকা। সে অনুযায়ী এ সকল শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সর্বমোট ৭০,১৯০ টি।
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত পরিসংখ্যানে দেখা যায় এপ্রিল-জুন, ২০১৮ সময়ে শতভাগ বিদেশি এবং যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পের সংখ্যা যথাক্রমে ২২ টি ও ৩০ টি এবং এ সকল নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত সর্বমোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৭৭৫.৪৯৭ মিলিয়ন টাকা এবং নিবন্ধিত এ সকল বিদেশি শিল্প প্রতিষ্ঠানে সর্বমোট ৫৭৯৬ টি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ ৭৪.৯৬% বৃদ্ধি পেয়েছে।
জুলাই ২০১৭- জুন ২০১৮ সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে সর্বমোট ১৬৪৩ টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানসমূহের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ২০৭২৯২৪.৫৬৮ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরের অপেক্ষা ২২০৩০৬.৮২১ মিলিয়ন টাকা বেশি। অর্থাৎ জুলাই ২০১৭- জুন ২০১৮ সময়ে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১.৮৯%। নিবন্ধিত এ ১৬৪৩ টি শিল্প প্রতিষ্ঠানে সর্বমোট ২,৮৭,৫৪৬ টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
#
অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫৫২ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৪২                      
জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করার নিয়ম
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট)ঃ 
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দ-ায়মান পতাকা দ-ে রশির সাহায্যে পতাকা দ-ের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দ-ের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে।
দিনশেষে পতাকাটি যখন নামাতে হবে তখন পতাকাটি আবার দ-ের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং তারপর ধীরে ধীরে নামাতে হবে।
পতাকা বিধিতে বলা হয়েছে, পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভিতরে একটি লাল বৃত্ত থাকবে। জাতীয় পতাকার মাপ হবে ১র্০ীর্৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত এবং বৃত্তটি পতাকার দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যসার্ধবিশিষ্ট হবে। ভবনে উত্তোলনের জন্য পতাকার তিন ধরনের মাপ হচ্ছে ১র্০ীর্৬ , র্৫ীর্৩ এবং ২.র্৫ী১.র্৫।
ছেঁড়া বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। মানসম্মত কাপড়ে যথানিয়মে তৈরি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
#
অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৪২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৪১                      
বাংলাদেশকে সৌদি সরকারের ২শ’ মেট্রিক টন খেজুর উপহার
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট)ঃ 
সৌদি সরকার বাংলাদেশকে ২শ’ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে। বাংলাদেশে সৌদি আরবের ডেপুটি কনস্যুলার সায়ীদ আল গাহতানী আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব শাহ্ কামালের সাথে সাক্ষাৎ করে এ খেজুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন।
সাধারণত প্রতিবছর রোজার পূর্বে সৌদি সরকার বাংলাদেশকে উপহার স্বরূপ খেজুর প্রদান করে থাকে। এ বছর সৌদি সরকারের অভ্যন্তরীণ কারণে সকল মুসলিম দেশেই খেজুর পাঠাতে বিলম্ব হয়েছে বলে সৌদি দূতাবাসের কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, প্রাপ্ত খেজুর দুঃস্থ ও গরিব মানুষের জন্য উপজেলা পর্যায়ে প্রেরণ করা হবে। 
#
ফারুক/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫০৩ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২২৪০                     
 
পোল্ট্রি ও ফিস ফিড মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করল সরকার
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট)ঃ 
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর ধারা ২২ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ এর অধিকতর সংশোধন করে পোল্ট্রি ও ফিস ফিড  সংরক্ষণ ও পরিবহণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করল। এখন থেকে এ দুটি পণ্যসহ মোট ১৯ টি  পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য নির্ধারিত করা হয়েছে ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে ।
#
সৈকত/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৪৭ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২২৩৯                       
খাতভিত্তিক উন্নয়নে অবদানের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করবে শিল্প মন্ত্রণালয়
                                                                                     -শিল্প সচিব
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট)ঃ 
খাতভিত্তিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সেক্টর-করপোরেশন ও সংস্থাকে পুরস্কৃত করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে। এর ফলে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলো উৎপাদনশীলতা বাড়িয়ে বর্তমান সরকার ঘোষিত রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আরো উৎসাহিত হবে।  
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে আয়োজিত ‘জাতীয় উৎপাদনশীলতা বার্তা’ এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
Todays handout (1).docx