Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০১৮

তথ্যবিবরণী 5/5/2018

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩৯৭

দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে
                               -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দক্ষ ও নিবেদিত প্রাণ কর্মী ছাড়া কোন প্রতিষ্ঠানই উন্নতি করতে পারে না। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) এর প্রথম প্রশিক্ষণ কর্মসূচি ‘চৎড়লবপঃ ঋড়ৎসঁষধঃরড়হ, ওসঢ়ষবসবহঃধঃরড়হ, গড়হরঃড়ৎরহম  ধহফ ঊাধষঁধঃরড়হ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আইআইটি (ওওঞ), এআইটি (অওঞ) বা এমআইটি (গওঞ) এর মত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গঠন করা হয়েছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে ২৫ একর জমি নিয়ে সম্পূর্ণ আবাসিক এ প্রতিষ্ঠান গড়া হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা যাতে ‘আউট অব বক্স’ বা খোলা মন নিয়ে জনকল্যাণে চিন্তা-ভাবনা করতে পারে, সেভাবেই তাদের গড়ার উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সচিব ডঃ আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর ও অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।

#

আসলাম/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৩৯৬

প্রতি ৫০ জন মানুষের জন্য ১টি পানির উৎস স্থাপন করা হবে 
                                              --  প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন,  সরকার ১০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রতি ৫০ জন মানুষের জন্য একটি করে পানির উৎস স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আজ রাজধানীর ইত্তেফাক সম্মেলন কক্ষে ‘র্ডপ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ‘বাজেট ২০১৮-১৯ঃ প্রেক্ষিত এসডিজি-৬’ বিষয়ক এক প্রাক বাজেট আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক মলয় পাঁড়ের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, র্ডপ প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান, গবেষক ড. মাহফুজ কবীর, মোঃ আজহার আলী তালুকদার, অধ্যাপক ড. হামিদুল হক, অধ্যাপক ড. রুমানা হক, পানি ও স্যানিটেশন বিশেষজ্ঞ অলক কুমার মজুমদার।

প্রতিমন্ত্রী বলেন, ডিপিএইচই ৮০০ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ও ১৫৯টি পৌরসভায় পাইপ লাইনে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া দুই হাজার কোটি টাকা ব্যয়ে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প গ্রহণ করবে। তিনি র্ডপ ও দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষকে জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি ও স্যানিটেশন নিয়ে বিশেষ আলোচনাসভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পানি ও স্যানিটেশন বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে আরো সমন্বিত ভূমিকা পালনে এগিয়ে আসতে প্রতিমন্ত্রী আহ্বান জানান। 

#

আহসান/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৩৯৫ 
শিক্ষা প্রতিষ্ঠানে আরো ২২ হাজার ৫ শত ভবন নির্মাণ করা হবে
                                               - শিক্ষামন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :   
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত স্কুল কলেজ ও মাদ্রাসায় ১০ হাজার ৫ শত নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। আরো ২২ হাজার ৫ শত ভবন নির্মাণ করা হবে। এই ভবনগুলো ৪ তলা থেকে ১০ তলা পর্যন্ত হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কর্তৃক ২০১৭-১৮ সালের এডিপি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক নির্বাচনি এলাকায় ২০টি হাইস্কুল, ৬টি মাদ্রাসা এবং সবগুলো কলেজে ভবন নির্মাণ করা হবে। ২০০ কলেজে মহিলা আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে। এজন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) নির্মাণ করা হবে। এর মধ্যে ১ শত টির নির্মাণ কাজ চলছে। এ বছরের মধ্যে এই ১ শতটি টিএসসি’র নির্মান কাজ সম্পন্ন করতে তিনি ইইডি’র প্রকৌশলীদের নির্দেশ দেন।  
নাহিদ বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গুণগত পরিবর্তন হয়েছে। ভাল পরিবেশ তৈরি হয়েছে। এ পরিবেশ ও সুনাম ধরে রাখতে হবে। সবার আগে কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে হবে। এবারের এডিপি বাস্তবায়নে অবশিষ্ট সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।  
শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের পদোন্নতিসহ এ অধিদপ্তরের উন্নয়নে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। দক্ষতাসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য তিনি সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ঘুষ-দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে। অপব্যবহার, অপচয়, ঘুষ-দুর্নীতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় করে দিতে হবে।
ইইডি’র প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান, ইইডি’র অতিরিক্ত প্রধান প্রকোশলী মো. মজিবুর রহমান সরকার এবং ইইডি’র পরিচালক প্রশাসন খালেদা আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
#
আফরাজুর/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫৪৮ ঘণ্টা 
Todays handout (1).docx Todays handout (1).docx