Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী 03 Oct 2016

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১০৮

শিশুদের আগ্রহের প্রতি নজর দিতে হবে
           -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১৮ই আশ্বিন (৩রা অক্টোবর):
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের অনেকে নিজের জীবনের অপূর্ণতা সন্তানদের মাধ্যমে পূরণ করতে চান। যা শিশুর প্রতিভা বিকাশের অন্তরায়। মেধাবী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে শিশুদের আগ্রহের দিকে নজর দিতে হবে এবং তাদের প্রতিভা চিহ্নিত করে মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে।
    মন্ত্রী আজ ঢাকায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আমরা কুঁড়ি সংগঠন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    মন্ত্রী বলেন, শিশুরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। পরিবার থেকেই শিশুদের অধিকার নিশ্চিত করা শুরু করতে হবে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং আমরা কুঁড়ি সংগঠনের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর বক্তব্য রাখেন।

#

মারুফ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১০৭

এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
                                 -- স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৮ই আশ্বিন (৩রা অক্টোবর):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আসন্ন এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যদি কেউ ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করে তবে তাকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় সভাপত্বিকালে একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক শ্রেণির অসাধু চক্র সবসময় ভর্তি পরীক্ষার আগে সাজেশন বিক্রির অজুহাতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের কারসাজি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। দেশের কোমলমতি শিক্ষার্থী ও নিরীহ অভিভাবকরা তাদের ষড়যন্ত্রের কবলে পড়ে বিভ্রান্তির শিকার হয়। কিছু কিছু ভর্তি কোচিং সেন্টার এ ধরনের জালিয়াতির সাথে জড়িত। তিনি এদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি মহল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। এবার এরকম ঘটনা ঘটলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী গত বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজবের কথা তুলে ধরে এসময় বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য অতীতে গুজব ছড়ানো হয়েছিল যা পরবর্তীতে আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।
এসময় তিনি জানান, পরীক্ষা পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে এ বছর সরকার অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। পরীক্ষা তত্ত্বাবধানে গঠিত ওভারসাইট কমিটিতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সাংবাদিক গোলাম সারওয়ার, কলামিস্ট ও মানবাধিকার ব্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক নাইমুল ইসলাম খান, আবদুল কাইয়ুম, মঞ্জুরুল ইসলাম বুলবুলসহ দেশের চিকিৎসক সমাজ ও চিকিৎসা শিক্ষার জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি জানান, এ বছর পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও বহন থেকে শুরু করে তালাবদ্ধ ট্রাঙ্ক খোলা পর্যন্ত বিশেষ ধরনের ট্র্যাকিং ডিভাইস সংযোগ রাখা হবে। তিনি এসময় ফেসবুকসহ যেকোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীকে চিহ্নিত করতে তাৎক্ষণিকভাবে ৯৮৫৫৯৩৩ নম্বরে এবং ০১৭৫৯-১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
    সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

#

পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১৮ ঘণ্টা

Handout                                                                                                          Number: 3106

 

Inu calls for safe cyberspace connectivity

 

Colombo (Sri Lanka), 3 October:

            Information Minister Hasanul Haq Inu urged for global connectivity through safe cyberspace at the opening ceremony of the 42nd annual conference of Asia Pacific Network Information Centre (APNIC) Colombo, Sri Lanka today.

            The government of Bangladesh has initiated the process of keeping cyberspace free from ill-contaminations as part of Prime Minister Sheikh Hasina’s goal to build `Digital Bangladesh, said minister Inu. We believe, at this ICT age, safe cyberspace is required to ensure free flow of information, he added.

            The conference was officially opened today by Bangladesh Information Minister and host country Sri Lankas Deputy Minister of State Enterprises and Entrepreneurship Eran Wickramaratne at Hilton Colombo.

            Inu said in his speech, To create a poverty-free, climate change adaptable world developed with sustainability and free from communal militancy and terrorism, we need best connectivity with a secure internet. And for that all nations should join hands.

            Over 437 delegates including staff from governmental organizations, research and educational institutions, Internet service providers, data centres, Internet Exchange Points and online content providers from across the Asia Pacific are attending the three-day conference.

            Following the official speeches, internationally renowned speakers including Zaid Ali Kahn from LinkedIn, Professor Rohan Samarajiva from LIRNEasia, and Internet Hall of Fame member Geoff Huston shared their technical insights with the assembled participants. 

            Over the next two days, technical presentations will cover topics such as Internet security, the latest in internet infrastructure technologies, women in ICT and more.

            Hasanul Haq Inu is expected to return on 5 October.  

#

Akram/Afraz/Mahmud/Sanjib/Rezaul/2016/1905 hours

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১০৫

পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, ১৮ই আশ্বিন (৩রা অক্টোবর):
    ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) হেডকোয়ার্টার্সে আজ মিনিস্টেরিয়াল মিটিংয়ের ‘লং-টার্ম কমোডিটি প্রাইস ট্রেন্ডস এন্ড সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভাপতিত্ব করেন। এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য উৎপাদিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করছে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফওএ’র মহাপরিচালক ঔড়ংল্ক এৎধুরধহড় ফধ ঝরষাধ বক্তব্য রাখেন।
    সম্মেলনে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে ৪০ ভাগ মানুষ কৃষিখাতে কাজ করছে। জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪ দশমিক ৯৫ ভাগ। বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে এসডিজি’র ৮২ ভাগ অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ ভাগ।
    তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির আধুনিকায়ন, মাটির গুণাগুণ পরীক্ষা, গবেষণা, উৎপাদিত কৃষিপণ্য যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জরুরি। সংরক্ষণ ও  প্রক্রিয়াকরণের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ কৃষি পণ্য নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে এফএও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সহযোগিতা এলডিসিভুক্ত দেশগুলোর জন্যও প্রয়োজন।
    মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যমআয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ^ব্যাংক বাংলাদেশকে ইতোমধ্যে নি¤œ মধ্যমআয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের বর্তমান রপ্তানি ৩৪ দশমিক ২৪১ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তৈরিপোশাক কারখানাগুলো কম্পøায়েন্স করা হয়েছে। এতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়েছে, কিন্তু তৈরিপোশাকের মূল্য বৃদ্ধি করা হয়নি। পণ্যের ও শ্রমের উপযুক্ত মূল্য নিশ্চিত না হলে ব্যবসায়ী ও শ্রমিকরা উৎসাহ হারিয়ে ফেলতে পারে। এসডিজি অর্জনের ক্ষেত্রে পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত হওয়া জরুরি।
    পরে বাণিজ্যমন্ত্রী এফওএ-এর মহাপরিচালকের সাথে একান্ত বৈঠক করেন। তিনি মহাসচিবকে অবহিত করে বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে জমির পরিমাণ কমলেও গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। স্বাধীনতার পর থেকেই এফওএর সাথে ঘনিষ্ঠভাবে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। মহাপরিচালক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন  এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি এফএও’র পক্ষ থেকে বাংলাদেশকে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
    এসময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহাস শিকদার এবং ইকনোমিক মিনিস্টার ড. মো. মফিজুর রহমান।

#

বকসী/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৪২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩১০৪

যৌথ বিনিয়োগে ইরানে সার কারখানা স্থাপনের আগ্রহ শিল্পমন্ত্রীর

ঢাকা, ১৮ই আশ্বিন (৩রা অক্টোবর):
বাংলাদেশ ও ইরানের যৌথ বিনিয়োগে ইরানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ প্রকল্পে প্রয়োজনে দু’দেশের পাশাপাশি তৃতীয় অংশীদার হিসেবে বিশ্বের কোনো খ্যাতনামা কোম্পানিকে যুক্ত করা যেতে পারে। তিনি এ কারখানা স্থাপনে ইরানের চাবাহার সমুদ্র বন্দরের (ঈযধনধযধৎ ঝবধ চড়ৎঃ) নিকটবর্তী শিল্প অঞ্চলে জমি বরাদ্দের বিষয়টি বিবেচনার জন্য ইরান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ইরানে সফররত শিল্পমন্ত্রী আজ ইস্পাহান প্রদেশের গভর্নর জেনারেল রাসূল জারগাপুর (জধংড়ঁষ তধৎমধৎঢ়ড়ঁৎ) এর সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। গভর্নর জেনারেলের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী ইরানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এবং ইরানের জনগণের মধ্যে কৃষ্টি-সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ধর্মীয় মূল্যবোধসহ অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। ১৯৯৭ সালে ইরানে অনুষ্ঠিত ওআইসি সম্মেলন এবং ২০১২ সালে জোট নিরপেক্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইরান সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। তিনি দু’দেশের শিল্পায়ন ও বিনিয়োগে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়িয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উদারনীতি গ্রহণ করেছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল ইনসেনটিভ প্রদানের পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চলে ইরানের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বাংলাদেশের সার কারখানারগুলোর জন্য অ্যামোনিয়া গ্যাস পরিবহণ করতে ইরান থেকে রেলওয়ে ওয়াগন আমদানির আগ্রহ প্রকাশ করেন।
ইস্পাহানের গভর্নর জেনারেল বাংলাদেশের সাথে ইরানের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে এ সম্পর্ক আরো জোরদার করতে হবে। তিনি জ্বালানি, পেট্রো-কেমিক্যাল, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, পরিবহণ ও যোগাযোগখাতে ইরানের দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগবে বলে অভিমত প্রকাশ করেন। ইরানে দ্বিপাক্ষিক কিংবা ত্রিপাক্ষিক উদ্যোগে ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রস্তাবকে তিনি স্বাগত জানান। এটি বাস্তবায়নের লক্ষ্যে ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

#

জলিল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩১০৩
বাজার তদারকি
৩৮ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১৮ই আশ্বিন (৩রা অক্টোবর) :    

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন জেলা কার্যালয় গতকাল ঢাকা মহানগর, মাগুরা, বাগেরহাট, টাঙ্গাইল, ভোলা, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, পটুয়াখালী, কুষ্টিয়া ও গোপালগঞ্জে বাজার তদারকি করে। তদারকিরকালে ৩৮টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

    মহানগরীর গুলশান ও বাড্ডা এলাকায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।      

    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে মাগুরার শ্রীপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে, বাগেরহাট সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে, টাঙ্গাইল সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে, ভোলার বোরহান উদ্দিন উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে, মাদারীপুরের কালকিনি উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে, নরসিংদী সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে, পটুয়াখালী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে, কুষ্টিয়া সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে এবং গোপালগঞ্জ সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১০ হাজার ৫শ’ টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়।


    সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, ক্যাব, প্রাণী সম্পদ কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও স্যানিটারি ইন্সপেক্টরগণ এসব তদারকি কার্যে সহায়তা  করে।
 

                                                                    #

আফরোজা/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৬২৬ ঘণ্টা 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১০২

ব্যাংক ঋণে সুদের হার হ্রাস পরিকল্পিত আবাসনে সহায়ক হবে
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী 

ঢাকা, ১৮ই আশ্বিন (৩রা অক্টোবর) :  

    ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়ে আনলে পরিকল্পিত আবাসন গড়ে তুলতে সহায়ক হবে। আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার ।
    মন্ত্রী বলেন, ব্যাংক ঋণের মেয়াদ কমপক্ষে ৩০ বছর করতে হবে এবং সুদের হার হতে হবে চার থেকে পাঁচ ভাগ। বিশ্বের অনেক দেশেই এমন সুবিধা চালু রয়েছে। সবার জন্য আবাসন বিষয়ক প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম বলে মন্ত্রণালয় বহুতল আবাসিক ভবন নির্মাণ করছে। উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট গ্রহণযোগ্য মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হবে।
    তিনি বলেন, ১৯৭৪ থেকে ২০১১ সালের মধ্যে নগর অভিবাসন হার বেড়েছে চার দশমিক আট-দুই ভাগ থেকে ২৮ ভাগ। এ গতি কমিয়ে আনতে জেলা-উপজেলাসহ গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নগর অভিবাসন রোধ করতে জেলা উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা এবং বহুতল আবাসিক ভবন নির্মাণ করছে।
    আলোচনা সভায় বক্তৃতা করেন ইউএনডিপি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ঘরপ ইবৎবংভড়ৎফ, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন।
    এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।
#
কিবরিয়া/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৬২০ ঘণ্টা  

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon