Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০১৫

তথ্যবিবরণী 10/7/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৪৮

পাহাড়ের ঢালে বসবাসকারীদের জ্ঞাতব্য

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :

    বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঢালে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।
    
#

যাকাত বিলি করতে পুলিশের সহায়তা নেয়ার অনুরোধ


    যাকাতের টাকা ও কাপড় বিলি করতে চাইলে পুলিশের সহায়তা  নেয়ার অনুরোধ জানানো যাচ্ছে। 
    
    তথ্য মন্ত্রণালয়ের পক্ষ  থেকে আজ এসব অনুরোধ জানানো হয়েছে।


#

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                             নম্বর : ১৯৪৭

 

যাকাত সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে

প্রাণহানির ঘটনায় ধর্মমন্ত্রীর শোক

 

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :

 

যাকাত সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মানুষের প্রাণহানির ঘটনায় ধর্ম বিষয়ক মন্ত্রী  অধ্যক্ষ মতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেনতিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

 

এ প্রাণহানির ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনও গভীর শোক প্রকাশ করেছেকুরআনের নির্দেশনামতে যাকাত বিতরণ নিশ্চিত করতে সরকারি যাকাত ফান্ডে তফসীলি ব্যাংকের সকল শাখায় নির্ধারিত একাউন্টে যাকাত দিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ  থেকে আহ্বান জানানো হয়েছে

 

#

 

বিল্লাল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা

Handout                                                                                Number:  1946

 

Weather News

Maritime Ports to hoist Local Cautionary Signal No. 3

 

Dhaka, July 10 :

 

          Due to strong monsoon, steep pressure gradient lies over North Bay. Squally weather may continue over North Bay, adjoining coastal area of Bangladesh and the Maritime Ports.

 

          Maritime Ports of Chittagong, Cox's Bazar, Mongla and Payra have been advised to keep hoisted local cautionary signal no. three (R) three.

 

          All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice.

 

#

 

Mizan/Sanjib/Selim/2015/1830 hours

Handout                                                                           Number : 1944

 

FM condoles death of former Saudi FM

 

Dhaka, 10 July:

 

          Foreign Minister Abul Hassan Mahmood Ali has expressed his condolences at the death of former Saudi Foreign Minister Prince Saud Al Faisal.

 

          The Foreign Minister has sent the condolence message to his Saudi counterpart Adel A Al-Jubeir. The full text of Foreign Minister's condolence message as follows :

                                                                                       

''I express my deepest condolences on the sad demise of the former Saudi Foreign Minister His Royal Highness Prince Saud Al Faisal. This is an irrecoverable loss for the Royal family, the Kingdom of Saudi Arabia as well as the Muslim Ummah.

 

We note, with deep appreciation, the valuable contribution the late former Foreign Minister made for the promotion of the cause of the Muslim Ummah for the last four decades. We recall, with deep sense of gratitude, the kindness and generosity His Royal Highness extended to Bangladesh. At his sad demise, Bangladesh has lost a great brother and well-wisher. May Allah grant him eternal peace and the highest place in paradise and grant the Royal family and the brotherly people of Saudi Arabia the courage and fortitude to bear this irreparable loss.''

 

#

 

Mizan/Sanjib/Abbas/2015/1844 Hours

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৯৪৫

দেশের উন্নয়নের স্বার্থে কর প্রদান করতে হবে
                                 -- মৎস্য প্রতিমন্ত্রী

খুলনা, ২৬ আষাঢ় (জুলাই ১০) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে কর প্রদান করতে হবে।  প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

প্রতিমন্ত্রী আজ খুলনায় খালিশপুরে মংলা কাস্টমস হাউস অডিটোরিয়ামে জাতীয় মূসক দিবস-২০১৫ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি পরিবার পরিচালনা করতে যেমন অর্থের প্রয়োজন তেমনি রাষ্ট্র পরিচালনা করতেও অর্থের প্রয়োজন। আর এ অর্থ সরকার দেশের জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে সংগ্রহ করে। তিনি আরো বলেন, কর প্রদান একটি মহৎ কাজ। কারণ এ অর্থ দেশের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়। প্রতিমন্ত্রী কর প্রদানে সক্ষম প্রতিষ্ঠানগুলোকে কর প্রদানে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

    খুলনা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মংলা কাস্টমস হাউসের কমিশনার ড. মোহাঃ আল আমিন প্রামাণিক, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ আহসানুল হক এবং খুলনা চেম্বার অভ্ কমার্সের সভাপতি কাজি আমিনুল হক বক্তৃতা করেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার শামীম উল-আলম।

    পরে প্রতিমন্ত্রী খুলনা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের  আওতাধীন ১১টি জেলার ২২টি সর্বোচ্চ মূসক প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

#

মিজান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৫০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৪৩

আঞ্চলিক দেশসমূহ দুর্যোগের আগাম তথ্য ও সতর্কবার্তা
বিনিময় করে অর্থনৈতিক অর্জনের সুরক্ষা দিতে পারে      
                  -- দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

নয়াদিল্লী (ভারত), ২৬ আষাঢ় (১০ জুলাই) :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, আঞ্চলিক দেশসমূহ পরস্পরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য ও সতর্কবার্তা আদান প্রদানের মাধ্যমে এ অঞ্চলের কোটি কোটি জনগোষ্ঠীর জীবন ও জীবিকা বিশেষ করে কষ্টার্জিত অর্থনৈতিক অর্জনের সুরক্ষা দিতে পারে। এজন্য বিশ্বনেতৃত্বকে টেকসই ও সময়োপযোগী কর্মকৌশল বের করতে হবে।

    মন্ত্রী আজ ভারতের নয়াদিল্লীতে “রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)” শীর্ষক মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে একথা বলেন। সম্মেলনে তিনি বাংলাদেশের ৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ সম্মেলনে ২০১৬-২০২০ সময়ের মাস্টারপ্লান প্রণয়ন ও কর্মপন্থা ঠিক করা হবে। রাইমসের ১২টি সদস্যরাষ্ট্র ও ১০টি সহযোগী সদস্যরাষ্ট্র সম্মেলনে অংশগ্রহণ করে।

    ভারতের বিজ্ঞান, প্রযুক্তি ও নৃবিজ্ঞান বিষয়ক মন্ত্রী ড. হর্ষবর্ধনের সভাপতিত্বে সম্মেলনে ভারতের বিজ্ঞান, প্রযুক্তি ও নৃবিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রী ওয়াই এস চৌধুরী, নেপালের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আব্দুল্লাহ মজিদ, রাইমসের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. শৈলেস নায়েক, ইউএনএসকাপের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি সুন ইসি মুরাতাসহ রাইমসের সদস্যভুক্ত দেশসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা পেলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। আগাম সতর্কবার্তার আলোকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে বাংলাদেশ বিগত প্রাকৃতিক দুর্যোগ আইলায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে যেখানে একই মাত্রার দুর্যোগে মায়ানমারে লাখ লাখ লোক মারা গেছে।

    মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বন্যার পূর্বাভাস ৩ দিনের স্থলে ৫ দিন পূর্বে প্রদানের সক্ষমতা অর্জন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের ৩টি বড় নদীর অববাহিকায় বসবাসরত প্রায় ৯ কোটি লোকের জীবন ও জীবিকার সুরক্ষা দেয়া সম্ভব হচ্ছে। আগাম সতর্কবার্তার মাধ্যমে বাংলাদেশ সাগরে মাছ আহরণরত হাজার হাজার জেলের জীবন ও জীবিকার সুরক্ষা দিচ্ছে। রাইমসের সদস্য দেশসমূহ বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তায় পরস্পরকে আরো সহযোগিতা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
    
#

দেওয়ান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৪২

ময়মনসিংহে পদদলিত হয়ে প্রাণহানিতে স্পিকারের শোক

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :

ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণহানিতে জাতীয় সংসদের স্পিকার 
ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে স্পিকার এ দুর্ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। 

স্পিকার নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডেপুটি স্পিকারের শোক

ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণহানিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

ডেপুটি স্পিকার নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চিফ হুইপের শোক

ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণহানিতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।

চিফ হুইপ নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

শিবলী/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৪১

যাকাত বিতরণে দুর্ঘটনা এড়াতে স্থানীয় পুলিশের 
সহযোগিতা নিতে ত্রাণ মন্ত্রণালয়ের অনুরোধ

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :

    যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণে যেকোনো দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে যাকাত প্রদানকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রোজায় যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের সময় দুর্ঘটনায় লোক হতাহতের ঘটনা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। 

    বিষয়টি দুঃখজনক উল্লেখ করে এমন অনাকাক্সিক্ষত ঘটনা পরিহারে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে। পুলিশ প্রশাসনকেও এ ধরনের বিতরণ কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে এসে হতাহতের ঘটনায় ত্রাণ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।
    
#

দেওয়ান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ১৯৩৯

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :


    ‘‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ঠঁষহবৎধনষব চড়ঢ়ঁষধঃরড়হ রহ ঊসবৎমবহপরবং’ যার ভাবানুবাদ হচ্ছে ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’।  দেশের আর্থসামাজিক অবস্থার নিরিখে বিষয়টি অত্যন্ত সময়োপযোগী।


    বাংলাদেশ বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর অন্যতম। ভূ-আয়তনের তুলনায় এ দেশের জনসংখ্যা অনেক বেশি। এ বিশাল জনগোষ্ঠীর দৈনন্দিন চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, যোগাযোগসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন গতিধারা অব্যাহত রাখতে প্রতিনিয়ত ভূমি, পানিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর মাত্রাতিরিক্ত চাপ পড়ছে। এতে একদিকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে নানা প্রাকৃতিক দুর্যোগের ফলে জানমালের ক্ষতিসহ উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে জনসংখ্যাকে কাক্সিক্ষত মাত্রায় রেখে বিদ্যমান সম্পদের পরিবেশবান্ধব ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। জনসংখ্যাকে পরিণত করতে হবে জনসম্পদে। টেকসই উন্নয়নে পরিকল্পিত ও দক্ষ জনসংখ্যার গুরুত্ব অপরিসীম।


    দুর্যোগকালীন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে নারী ও শিশু। তাই এ সময় শিশু, কিশোরী ও গর্ভবতী নারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিয়ে আমাদের আগে থেকে ভাবতে হবে। সেই সাথে দুর্যোগ-পরবর্তী সময়ে অগ্রাধিকারভিত্তিতে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের দ্রুত সেবার আওতায় আনতে হবে। এ জন্য পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল জাতি গঠনে আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। তাহলেই দেশ আরো এগিয়ে যাবে, জাতি হিসেবে আমরা দেশকে বিশ্বের দরবারে উচ্চমর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হব।

    আমি বিশ্ব জনসংখ্যা  দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত সকল  কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#

আজাদ/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                          নম্বর : ১৯৪০

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

    ‘‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য 'ঠঁষহবৎধনষব চড়ঢ়ঁষধঃরড়হ রহ ঊসবৎমবহপরবং' অর্থাৎ ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

    বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবার আগে নারী ও শিশুর দিকে সেবার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আমাদের সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী ও শিশুকে বিশেষভাবে গুরুত¦ দিয়েছে। অর্থনৈতিক কর্মকা-ে এখন নারীর অংশগ্রহণ বহুগুণে বেড়েছে। আমরা  শিশু অধিকার সংরক্ষণ করেছি। শিশুদের চাহিদা, কল্যাণ ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতি অনুযায়ী শিশু বাজেট প্রণয়ন করেছি। প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নকেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।

    আমরা প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার জন্য একটি দক্ষ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছি। দুর্যোগে সর্বাগ্রে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি গর্ভবতী নারী ও কিশোরীর স¦াস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। দুর্যোগকালীন ও জরুরি অবস্থায় নারী ও কিশোরী স¦াস্থ্য সুরক্ষা অর্থাৎ তাঁদের আপদকালীন সেবা প্রদানকে আমরা অগ্রাধিকার দিয়েছি।

    দেশের সকল সেবাকেন্দ্র থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থাসহ সহযোগী প্রতিষ্ঠানগুলো আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবেন-এ প্রত্যাশা করছি।

    দুর্যোগের সময় মা ও শিশুর জীবনের নিরাপত্তার কথা ভেবে যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করতে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

    আমি ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’

#
মিজান/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭০০ ঘণ্টা

 

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon