Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ১৮ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৫২

শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার
                                        -- শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর):
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয় সরকার তার সব কিছুই করছে। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা শেখ রাসেলকে হত্যা করে বাংলাদেশকে কলঙ্কিত করেছিল। তারা এতই নিষ্ঠুর ও নির্মম ছিল যে ছোট্ট শিশু রাসেলও তাদের হাত থেকে রেহাই পায়নি। তারপর থেকে বাংলাদেশে শিশু অধিকার ও শিশুর নিরাপত্তা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। বর্তমান সরকার শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে।
    প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ রাসেল  গ্যালারিতে শেখ রাসেলের দুর্লভ ৬২টি ছবির স্থায়ী প্রদর্শনী এবং শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ খেলাধুলায় আরো উন্নতি করতে পারত। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৫২ বছর। বাংলাদেশেকে দিতে পারত আরো অনেক কিছু।
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন, শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকি ও আশরাফ শিশির, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আরাফাত এ রহমানসহ দেশবরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
    শিশুতোষ চলচ্চিত্র ১৮ থেকে ২২ অক্টোবর বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শিশু একাডেমির মিলনায়তনে প্রদর্শিত হবে। ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
#
খায়ের/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩২৫১
ওআইসি দেশসমূহের মধ্যে শিড়্গা ও গবেষণায় সহযোগিতার আহ্বান শিড়্গামন্ত্রীর
তাসখন্দ (উজবেকিসত্মান), ১৮ অক্টোবর :
    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ ওআইসি’র সদস্য দেশসমূহের মধ্যে শিড়্গা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাড়্গেত্রে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
    মন্ত্রী আজ উজবেকিসত্মানের রাজধানী তাসখন্দে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
    বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ তাঁর বক্তৃতায় জ্ঞান বিজ্ঞান চর্চা ও গবেষণায় মুসলিম দেশসমূহের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, বিশ্বায়নের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগুতে হলে আমাদের অবশ্যই সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
    মন্ত্রী এবারের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের প্রতিপাদ্য ‘শিড়্গা ও জ্ঞানার্জন - শানিত্ম ও সৃজনশীলতার লড়্গ্য অর্জনের উপায়’কে সময়োপযোগী হিসেবে উলেস্নখ করে বলেন, জাতিতে জাতিতে যুদ্ধবিগ্রহ, সংঘাত, উগ্রবাদ ও সাংস্কৃতিক বিভেদ নিরসনে শিড়্গা গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 
    মন্ত্রী বাংলাদেশে শিড়্গার উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উলেস্নখ করে বলেন, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুসত্মকের মতো দরিদ্র শিড়্গার্থীবান্ধব কার্যক্রমের ফলে বাংলাদেশে শিড়্গাড়্গেত্রে যুগানত্মকারী উন্নয়ন সাধিত হয়েছে। 
    তিনি বলেন, মাদরাসা শিড়্গার আধুনিকায়ন ও কারিগরি শিড়্গার ব্যাপক প্রসারে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিড়্গার মানোন্নয়নে শিড়্গাড়্গেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নারী শিড়্গা ব্যাপক প্রসারের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্রীসংখ্যা ছাত্রসংখ্যাকে অতিক্রম করেছে। তিনি আরো বলেন, শিড়্গাড়্গেত্রে জেন্ডার বৈষম্য নিরসনে সাফল্য অর্জনের ড়্গেত্রে বাংলাদেশ দড়্গিণ এশিয়ায় ২য় অবস'ানে রয়েছে। 
    বাংলাদেশের শিড়্গামন্ত্রী আরো বলেন, নারী শিড়্গা ও ড়্গমতায়নে গুরম্নত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি জাতিসংঘ উইমেন এন্ড গেস্নাবাল পার্টনারশিপ ফোরাম ‘এজেন্ট অভ্‌ চেঞ্জ’ এওয়ার্ড এবং ‘পস্নানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ সম্মানে ভূষিত করেছেন। 
    ওআইসি’র সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীগণ সম্মেলনে উপসি'ত ছিলেন।
    সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী আজ সকালে তাসখন্দ পৌঁছলে তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান উজবেকিসত্মানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আনভারনাসিরভ (অহাধৎঘধংরৎড়া)।
#
সাইফুলস্নাহ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৪৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৫০

বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না
ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর):
এমবিবিএস ও বিডিএস কোর্সে আগামী শিক্ষাবর্ষে কোনো বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো হবে না। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীর নিবন্ধন বাতিল করা হবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
আগামীতে আসন বৃদ্ধির জন্য বেসরকারি কলেজের আবেদনের প্রেক্ষিতে পরিদর্শনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যৌথভাবে সিদ্ধান্ত নিবে। এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এর ব্যত্যয় ঘটালে অতিরিক্ত শিক্ষার্থীদের নিবন্ধন করা হবে না।  
এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে মেডিকেল কলেজের আসন সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহের পর ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সকল বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আসন অনুমোদন সংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ করার জন্যও আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ, ঢাকা বিশ^বিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডা. ইসমাইল খানসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    পরে মন্ত্রী স্বাস্থ্য বিভাগের জনবল পুনর্বণ্টন সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। সভায় দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা কার্যক্রম জোরদার করতে স্বাস্থ্য বিভাগের বিদ্যমান জনবলের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩২৪৯

নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরম্ন

ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর) : 

    নবম ওয়েজ  বোর্ড গঠনের প্রক্রিয়া শুরম্নর লড়্গ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে আজ তথ্য মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
 
    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল  সোবহান  চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস)  মোহাম্মদ নূরম্নল ইসলাম, বিএফইউজের সভাপতি মনজুরম্নল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারম্নক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ এবং সাধারণ সম্পাদক  সোহেল হায়দার চৌধুরী সভায় উপসি'ত ছিলেন। 

    সভায় নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে বিসত্মারিত আলোচনা হয় এবং দ্রম্নত ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধানত্ম গৃহীত হয়।

    ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডে অনত্মর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

#

নূরম্নল/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩২৪৮

বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ এওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পেলেন সচিব শাহ্‌ কামাল

ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর) : 

    বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ এওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ পদক পেলেন দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ সচিব এবং বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) মো. শাহ্‌ কামাল। 

    আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। 

    স্কাউটিং সম্প্রসারণ, উন্নয়ন, জাতীয় ও আনত্মর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটস-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ, দায়িত্ব পালন ও সহায়তাকরণের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। 

    ২০১৩ সালে তিনি বাংলাদেশ স্কাউটস-এর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার “রৌপ্য ইলিশ” লাভ করেছিলেন। ১৯৭২ সালে ছাত্রজীবন থেকেই তিনি স্কাউটস আন্দোলনের সাথে সম্পৃক্ত হন।

#

দেওয়ান/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৪৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৪৭

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর):
    দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল হাই, মো. তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক ২০১৪ সাল থেকে এ পর্যন্ত গৃহীত ও সমাপ্ত প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক ২০১৪ সাল থেকে ১০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্পের ২০১৬-১৭ অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ছিলো ২৮৭ দশমিক ২৭ কোটি টাকা, এর মধ্যে জিওবি ৬৫ দশমিক ৯৩ কোটি টাকা ও প্রকল্প সাহায্য ২২১ দশমিক ৩৪ কোটি টাকা।
    বৈঠকে আরো জানানো হয়, ২০২৩ সাল নাগাদ আন্তর্জাতিক মানসম্পন্ন, দক্ষ ও পেশাদারী একটি জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রিপরিষদ সভায় জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র অনুমোদন করা হয়েছে।
    মাঠ পর্যায়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভগের যে সকল কর্মকর্তা কর্মরত আছেন তাদের মাধ্যমে সঠিক ও সুষ্ঠুভাবে তথ্য উপাত্ত সহকারে ডাটা সংগ্রহের জন্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
 বৈঠকে পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভগের সচিব, পরিকল্পনা বিভাগের সদস্যগণসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৪৬

শ্রমিক কল্যাণ তহবিলে কর্ণফুলী ফার্টিলাইজারের ৫ কোটি টাকা প্রদান
ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর):
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূইয়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির পক্ষে লভ্যাংশের নির্দিষ্ট অংশের ৫ কোটি ৮ লাখ ১৮ হাজার ২’শ টাকার চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. তৌফিক আলী, প্রধান অর্থ কর্মকর্তা হাবিবুল্লাহ মঞ্জু এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ম আ কাশেম মাসুদ সহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ তহবিল থেকে শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ীভাবে পঙ্গু, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত  শ্রমিক এবং তাদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি  বলেন, এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ১৮৬ কোটি টাকার বেশি। এ তহবিলে অর্থ প্রদানের বিষয়ে কোম্পানিগুলোর আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে এ পর্যন্ত এ তহবিল থেকে প্রায় পৌনে তিন কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা পাওয়ার বিষয়ে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অনেক আবেদন জমা হচ্ছে। যাচাই-বাছাই শেষে শ্রমিকদের সহায়তার অর্থ প্রদান করা হচ্ছে।
    চেক প্রদান অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত দেশি-বহুজাতিক মিলে ৭৮টি কোম্পানি তাদের লভ্যাংশের ৫ শতাংশের এক দশমাংশ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করছে।
#

আকতারুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩২৪৫

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর) : 


দশম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, 
মো. আব্দুর রাজ্জাক, মো. মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মো. নজরম্নল ইসলাম বাবু, মো. মামুনুর রশীদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নূরম্নল ইসলাম ওমর এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।


     বৈঠকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটিতে প্রেরিত ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল, ২০১৬’ পরীড়্গাপূর্বক রিপোর্ট প্রদানের ওপর বিসত্মারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে বিলটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার সিদ্ধানত্ম গৃহীত হয়।
    

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

সাব্বির/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩৫ ঘণ্টা   


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৪৪

খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগে ৪৪ জনের ডিলারশিপ বাতিল
                                                                    -- খাদ্যমন্ত্রী
ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর):
    খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়ম হলে কাউকেই ছাড় দেয়া হবে না। এ ধরনের অনিয়মের সঙ্গে যারা যুক্ত আছেন বা ছিলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে সরকার এবং ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।  
    আজ ঢাকায় সচিবালয়ে চলমান ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, হতদরিদ্রদের ১০ টাকা দরে চাল বিতরণ কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির জন্য ১১টি ফৌজদারি মামলা ও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ডিলারদের জরিমানা, ডিলারশিপ বাতিল ও খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
    এ ছাড়া কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় ৯ জন ডিলারকে জরিমানা, অনিয়মের জন্য ৪৪ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচিতে অনিয়মের জন্য নলিতাবাড়ী ও নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং কালোবাজারিতে সহায়তার অভিযোগে সরিষাবাড়ী ও মেলান্দহ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল বিতরণ করছে সরকার।
    গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন। ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে বছরের পাঁচ মাস- মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ খাদ্য সহায়তা দেয়া হবে।
    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

সুমন/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩২৪৩

সাবেক সংসদ সদস্য  মাহবুবুর রব সাদী চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর) : 
       
জাতীয় সংসদে হবিগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান রব সাদী চৌধুরীর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দড়্গিণ পস্নাজায় অনুষ্ঠিত হয়। তিনি গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস'ায় মৃত্যুবরণ করেন (ইন্না লিলস্নাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দু’পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পড়্গ থেকে গার্ড অভ্‌ অনার প্রদান করা হয়। পরে মরহুমের প্রতি রাষ্ট্রপতির পড়্গে তাঁর সহকারী সামরিক সচিব শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর  স্পিকার 
ড. শিরীন শারমিন চৌধুরীর পড়্গে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপের পড়্গে হুইপ মো. আতিউর রহমান আতিক ও মো. শাহাব উদ্দিন এবং বিরোধীদলীয় নেতার পড়্গে সংসদ সদস্য নুরম্নল ইসলাম ওমর, জাতীয় সমাজতান্ত্রিক দলের পড়্গে মইন উদ্দিন খান বাদলসহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

       মরহুমের জানাজায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মতিন খসরম্ন, উপাধ্যড়্গ আব্দুস শহীদ, নাজমূল হক প্রধান, মইন উদ্দিন খান বাদল এবং সাবেক সংসদদ সদস্য আ স ম আব্দুর রব, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

          এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন হুইপ শাহাব উদ্দিন, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও সুলতান মোহাম্মাদ মনসুর। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

#

হালিম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩২৪২

রেললাইন পারাপারের সময় মোবাইল ফোন 
ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ

ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর) : 

সাম্প্রতিক সময়ে রেললাইনে কাটা পড়ে মৃত্যুর বড় কারণ মোবাইল ফোনে কথা বলা বা গান শুনতে শুনতে রেললাইন পার হওয়া বা রেললাইন ধরে হাঁটা।

এ ধরনের দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যে নিচের সচেতনতামূলক বক্তব্যটি রেলপথ মন্ত্রণালয়ের পড়্গ থেকে প্রচারের জন্য অনুরোধ করা হলো :

‘দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রসিং গেট বা রেললাইন পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলা কিংবা গান শোনা থেকে বিরত থাকুন। রেললাইনের উপর দিয়ে হাঁটা বা চলাচল করা দন্ডনীয় অপরাধ।’

#

শরিফুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৪১

                    লৌহজং চ্যানেল দ্রুত খননে নৌমন্ত্রীর নির্দেশ

মাওয়া (মুন্সিগঞ্জ), ৩রা কার্তিক (১৮ই অক্টোবর):
লৌহজং চ্যানেল (শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট) দ্রুত খননের মাধ্যমে ফেরি ও লঞ্চ সহজে চলাচলের উপযোগী করে তুলতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। এছাড়া তিনি আগামী ডিসেম্বরের মধ্যে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের বিভিন্ন অবকাঠামোর নির্মাণ কাজ সম্পন্ন করতেও বিআইডব্লিউটিএ-কে নির্দেশ দিয়েছেন।
  মন্ত্রী আজ আকস্মিকভাবে লৌহজং চ্যানেল ও কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শনকালে এসব নির্দেশনা দেন। 
এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, সদস্য মো. মফিজুল হক, পরিচালক মো. শফিকুল হক, প্রধান প্রকৌশলী সাইদুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী  মো. রাকিবুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, লৌহজং চ্যানেলে (শিমুলিয়া-কাঁঠালবাড়ি) বিআইডব্লিউটিএ ড্রেজিং কার্যক্রম অব্যাহত রেখেছে। সেখানে ১১টি ড্রেজার মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত ১০ লাখ ঘনমিটার মাটি উত্তোলন করা হয়েছে। উক্ত চ্যানেলে ডিসেম্বরের মধ্যে আরো ২০ লাখ ঘনমিটার মাটি খনন করা হবে। বিআইডব্লিউটিএ’র রাজস্ব বাজেট থেকে উক্ত চ্যানেল খননের জন্য ১০ কোটি টাকা ব্যয় হবে। ফলে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে মাত্র ৪০ মিনিটে ফেরি পারাপার করা যাবে। 
এছাড়া, প্রায় ২০ একর জমির ওপর কাঁঠালবাড়ি ঘাটের পার্কিং ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে এটি একটি অত্যাধুনিক ঘাটে  উন্নীত হবে। এজন্য ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা। 
                                                             #
জাহাঙ্গীর/মোবাস্বেরা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪২ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩২৪০
  
                  শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে                                                                                      
                                                                                  -স্পিকার

ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর) : 
 
        স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য বাজেটে শিশুদের জন্য বিশেষ বাজেট বরাদ্দের পাশাপাশি সকল পরিকল্পনায় শিশু উন্নয়নের বিষয়টি সম্পৃক্তকরণ ও জাতীয় শিশু নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া পিছিয়ে পড়া শিশুদের সমঅধিকার নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় একযোগে কাজ করছে।  
স্পিকার আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সম্মুখে শেখ রাসেলের ৫২তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট স্মৃতি জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে একথা বলেন।
    তিনি বলেন, শিশুরা- তোমরা ভাল করে লেখা পড়া করবে, দেশের কথা ভাববে, দেশের মানুষের কথা ভাববে, তোমাদের আগামী দিনগুলো যেন সুন্দর ও সফল হয় এবং তোমরা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পার এটাই আমাদের কামনা। তোমাদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের মধ্য দিয়েই আমরা শিশু রাসেলের প্রতি আমাদের ভালবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাতে চাই। 
তিনি আরো বলেন, আমাদের শিশুরা অত্যন্ত মেধাবী। যদি তাদের জন্য যথাযথ সুযোগ নিশ্চিত করা যায় তাহলে ভবিষ্যতে তারা বিশ্বাঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তিনি বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে শিশুদেরকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক বিজ্ঞানমনষ্ক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।  
ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম সচিব মো. আব্দুল জলিল, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মাদ আফজাল বক্তৃতা করেন। 
                                            
                                                                          #

নূরুল হুদা/মোবাস্বেরা/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৫৩৬ ঘণ্টা   


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৩৯


          ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার 

ঢাকা, ৩রা কার্তিক (১৮ই অক্টোবর) :
    ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল ১৯শে অক্টোবর বুধবার সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
    অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ, এফ এম ৮৮.৮ মেগাহার্জ ও এফ এম ১০৬.০ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।
                                               #

আবদুল/মোবাস্বেরা/গিয়াস/আসমা/২০১৬/১৩৩০ ঘণ্টা 

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon