সরকারের শীর্ষ প্রচার ব্যবস্থাপনা ও সমন্বয়কারী প্রতিষ্ঠান তথ্য অধিদফতর। সরকারের উন্নয়ন কর্মকা-, নীতি ও কার্যক্রমের যাবতীয় সংবাদ প্রচার করা তথ্য অধিদফতরের অন্যতম প্রধান কাজ। সাধীনতা পূর্বকালীন ঢাকা আঞ্চলিক তথ্য অফিস স্বাধীনতা উত্তরকালে তথ্য অধিদফতর হিসেবে কাজ শুরু করে। পরবর্তীতে ১৯৮৪ সালে এনাম কমিটির সুপারিশক্রমে তথ্য মন্ত্রণালয়ের অধীন গবেষণা ও তথ্য সংরক্ষণ (Research and Reference) উইংকে তথ্য অধিদফতরের সাথে একীভূত করা হয়। এছাড়া সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রচার সেলকেও ফিচার শাখা নামে তথ্য অধিদফতরের সঙ্গে একীভূত করা হয়। জাতীয় প্রেক্ষাপট ও সময়ের প্রয়োজনে তথ্য অধিদফতরের বর্তমান অবকাঠামো গড়ে উঠেছে। তথ্য অধিদফতরের তিনটি আঞ্চলিক তথ্য অফিস রয়েছে। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে তিনটি আঞ্চলিক তথ্য অফিস তাদের কার্যক্রম পরিচালনা করছে।